টাকা মারা কোম্পানি...! পার্লামেন্টের দিদির মুখোশ খুলে দিলেন শাহ। হিসেব দেন না...!

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 506

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 2 місяці тому +355

    ধন্যবাদ অমিত শাহ জী !! এবার রাজ্যের 356র ব্যাবস্থা করুন !!

    • @birdofprey7429
      @birdofprey7429 2 місяці тому +9

      রাজ্যে তুমুল আন্দোলন চাই।

    • @sadhanmukherjee9798
      @sadhanmukherjee9798 2 місяці тому

      করবে না। যা বলছে মানুষ কে বোকা বানাচ্ছে সব সেটিং। এরাই বাংলা কে ধংস করছে পরোক্ষভাবে।

    • @atinde78
      @atinde78 2 місяці тому +3

      যে কোন খাতেই হোক না কেন, একটা টাকাও কেন্দ্র থেকে দেওয়া উচিত নয়।
      বিগত ১১ বছরে কেন্দ্র থেকে পাওয়া প্রতিটি পাই পয়সার শুধু হিসাব নয়, সেই হিসাব যথাযথ ভাবে CAG দ্বারা অডিটেড হওয়া দরকার।

    • @romitghosh5054
      @romitghosh5054 2 місяці тому

      অবান্তর বলেন ক্যানো ! 356 অভাবে করা যায় ?

    • @dipankardas5455
      @dipankardas5455 2 місяці тому

      মোদি অমিত শাহ দুজনেই তৃণমূলকে ভয় পায়।

  • @panchak.
    @panchak. 2 місяці тому +245

    যতই দাও ততই চাই পোষায় আর না। টাকা নেব কিন্তু হিসাব দেব না।

  • @subhrajitroy7141
    @subhrajitroy7141 2 місяці тому +169

    এই এক লক্ষ বাহাত্তর হাজার কোটি বকেয়া হক্কের টাকার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে না কেন ? অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচাতে কত কোটি কোটি টাকা খরচ ক'রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে। আর এই বৈধ টাকা প্রাপ্তির জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছে না কেন ?

  • @ShuvoDebnath-m7h
    @ShuvoDebnath-m7h 2 місяці тому +304

    বাংলায় বিজেপির শাসন দেখতে চাই।

    • @kingcobra3133
      @kingcobra3133 2 місяці тому +1

      ​@@dilwale2024 ১০০০ মিলে গেল নাকি

    • @kingcobra3133
      @kingcobra3133 2 місяці тому

      @@dilwale2024 🤣🤣🤣🤣

    • @chayankumarhazra594
      @chayankumarhazra594 2 місяці тому

      একটা কমেন্ট করে কতো টাকা পান??​@@kingcobra3133

    • @manojsamanta4776
      @manojsamanta4776 2 місяці тому +3

      Kono profit nei. Guyer epith r opith. Bjp state e thakle bujte parten.

    • @Dharmkijaihoo
      @Dharmkijaihoo 2 місяці тому

      ২৯ শে অবশ্যই আসবে ঘর আর ১০০ দিনের কাজ না দিলে । সবাই জানবে মমতা বেগম কে ভোট দেওয়া ফালতু

  • @haripadamaity831
    @haripadamaity831 2 місяці тому +192

    এর পর কি তৃণমূল কোটে যাবে না না ভোটের সময় শুধু জনগন তাদের পাশে আছে বলে আবার ভোট লুট করে জয়ী হয়ে যাবে

    • @asitbaranchakraborty9711
      @asitbaranchakraborty9711 2 місяці тому +5

      জনগণ পাশে নেই। আছে লুটেরা। যেটা আমরা ভোটের সময় টিভি চ্যানেলে দেখি।

    • @sibabratabose1148
      @sibabratabose1148 2 місяці тому

      যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টাকা খেয়ে চোরদের বাঁচিয়ে দিচ্ছে তাতে এভাবেই চলবে।

  • @tamalbanerjee2115
    @tamalbanerjee2115 2 місяці тому +116

    চুরি র হিসেব দেওয়া সম্ভব নয়।।

  • @sitamukherjee7070
    @sitamukherjee7070 2 місяці тому +59

    টাকা দেয়নি এই অভিযোগে বিশাল বিশাল লাক্সারি বাস ভাড়া করে কোটি টাকা খরচা করে দিল্লি তে ধর্ণা মানাতে গিয়েছিল ভাইপো ,দিস্তা দিস্তা কাগজ নিয়ে নাটক করতে । এই খরচা কোন খাত থেকে করা ‌
    হলো তার হিসাব কি ভাইপো দিয়েছে ?

  • @jitendralalghosh9230
    @jitendralalghosh9230 2 місяці тому +29

    হিসেবে না দিলে টাকা একেবারে বন্ধ করে দিন। আর প্রত্যেক বছর finence year এ হিসাব দেওয়া উচিত।

  • @AshokBauri-gw5qm
    @AshokBauri-gw5qm 2 місяці тому +71

    চুরি করা টাকার হিসেব দেওয়া মানে পায়ে কুড়ালি দেবেন TMC.

  • @Nd-tvnews
    @Nd-tvnews 2 місяці тому +27

    কিছু বলার নেই শফিকুল বাবু এই মুখ্যমন্ত্রী কে।।

  • @malinchshinha1699
    @malinchshinha1699 2 місяці тому +24

    সফিকুল বাবু সবেই বুঝলাম কিন্তু কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না কেন

  • @jayantabagh2247
    @jayantabagh2247 2 місяці тому +70

    শুধুই মিথ্যাচার, গাজোয়ারি, ভুল বোঝানো ছাড়া আর কিছুই না।

  • @shyamalbhattacharya7110
    @shyamalbhattacharya7110 2 місяці тому +54

    Tola মূলের টাকার অভাব নাই।তারা কোটি কোটি টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডারে, ইমাম ভাতা, ক্লাবে আরও বহু জায়গায় দিচ্ছে।

    • @abdulkayium2976
      @abdulkayium2976 2 місяці тому

      ইমাম ভাতা কারো বাবার সম্পত্তি না ওটা ওয়াক ওয়াকআপ বোর্ড এর সম্পত্তি

  • @Nd-tvnews
    @Nd-tvnews 2 місяці тому +28

    বাংলায় বিজেপি শাসন দেখতে চাই,,, খুব তাড়াতাড়ি তৃণমূল সরকার পড়ে যাবে,,, এটা আমরা আশা করতেই পারি।

  • @RitikaGanguly197
    @RitikaGanguly197 2 місяці тому +98

    কেন এরা স্টেপ নিচ্ছেনা তবে?

    • @sandipdey6
      @sandipdey6 2 місяці тому +2

      Karon commission yer malai khai ora

    • @tapaschatterjee8509
      @tapaschatterjee8509 2 місяці тому

      Sab Setting

    • @anindyamitra2681
      @anindyamitra2681 2 місяці тому +1

      ​@@tapaschatterjee8509TAO CHI PI EM KONO DIN ASBE NA😂😂😂

    • @sadhanmukherjee9798
      @sadhanmukherjee9798 2 місяці тому

      সোজাকথা সেটিং।

    • @anupedu-tech8146
      @anupedu-tech8146 2 місяці тому +1

      আরে স্টেপ নেবে কি করে সবই তো সেটিং , ভিতরে ভিতরে বিজেপি তৃণমূলের অনেক সখ্যতা আছে।

  • @PradipDas-bz2ds
    @PradipDas-bz2ds 2 місяці тому +13

    পান থেকে চুণ খসলে যারা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্ৰিম কোৰ্টে দৌঁড়য়, লক্ষ-কোটি টাকা কেন্দ্ৰ থেকে প্ৰাপ্য থাকলে সেখানে যায়না কেন ?

  • @RamkrishnaBarik-g8p
    @RamkrishnaBarik-g8p 2 місяці тому +3

    শফিকুল ইসলাম জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ শফিকুল দা আপনি যে এত সুন্দর বিশ্লেষণ দেন আমার খুব ভালো লাগে

  • @BandanaChaudhuri-xy7vp
    @BandanaChaudhuri-xy7vp 2 місяці тому

    Thik bolechhen--dhanyabad

  • @bidyutkumarghosh3259
    @bidyutkumarghosh3259 2 місяці тому +24

    টাকার হিসাব দিতে হবে কেন? লুটে খাওয়ার জন্য টাকা দিতে হবে। তাহলে হিসাব কিসের?

  • @prosantabatabyal9466
    @prosantabatabyal9466 2 місяці тому +14

    টাকা নেওয়া অধিকার।। হিসাব দেওয়া দয়ার দান।। হিসাব দিতেও পারে না দিলেও কেন্দ্রের কিছুই করার নেই। এ ছিঃ পি এনের আমল থেকে দেখছি। যতদিন পর্যন্ত এই বস্তাপচা সংবিধান থাকবে ততদিন এরকমই চলতে থাকবে।।।।

  • @proudtobeindian6828
    @proudtobeindian6828 2 місяці тому +3

    বাংলার একটা স্থায়ী সমাধান করুন, হয় Article 356 লাগু করুন নইলে অবাধ শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করুন।

  • @dipankarhalder3231
    @dipankarhalder3231 2 місяці тому +1

    Hisab deoya uchit West Bengaler

  • @joygopalmallick1736
    @joygopalmallick1736 2 місяці тому +4

    এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের উচিত সুপ্রিমকোর্টে অভিযোগ এনে বা একটা বোর্ড বসিয়ে দুর্নীতিটাকে উন্মুক্ত করা।

    • @kalyanpaul4401
      @kalyanpaul4401 2 місяці тому

      আর সুপ্রিম কোর্টের নাম আনবেন না । ঘেন্না ধরে গেছে।

  • @adyanathdutta676
    @adyanathdutta676 2 місяці тому +2

    শুধু শুধু মুখোশ খুলে কিছু হবে না যেটা দরকার সেটা করুক

  • @sushantadas8373
    @sushantadas8373 2 місяці тому +1

    একদম সঠিক বলেছেন, অডিট পাস হতে হবে, হিসেব আগে টাকা পরে।

  • @manjumohanta3446
    @manjumohanta3446 2 місяці тому +12

    যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ টাকার পুংখানুপুংখরূপে সঠিক হিসেব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্য সরকার কে আর একটি টাকাও দেওয়া উচিত নয়।

    • @NiranjanKRoy-ei8bn
      @NiranjanKRoy-ei8bn 2 місяці тому

      কেন্দ্র টাকা না দিলে ডাইনী বাংলার মানুষের সর্বনাশ করে মানে টাকা ধার করে বাংলার মানুষের ঋণের বোঝা বাড়িয়ে রাজ্য চালাবে !

  • @ldadhikary9119
    @ldadhikary9119 2 місяці тому +12

    পিসি কেন হিসাব দেবে? উনি তো boss of Jay bangla।।।

  • @bhaskarganguly756
    @bhaskarganguly756 2 місяці тому +18

    টাকা নেওয়ার পর হিসাব না দিয়েও বেঁচে যাচ্ছে কী করে?দেশের আইন কী বলে?

    • @shiprachatterjee1220
      @shiprachatterjee1220 2 місяці тому

      দেশের আইনকে চুরির টাকায় কিনে রেখেছে ওরা। আইনের মাথারা টাকায় বিকিয়ে আছে তাই কোনো স্টেপ নিতে পারেনা।

  • @HappyCrocodileHiding-py9sf
    @HappyCrocodileHiding-py9sf 2 місяці тому +35

    পাড়ার মুদির দোকানে বলা হয়েছে একটা সিলিপ বানিয়ে দিতে 😂😂

  • @gourangpadaroy9365
    @gourangpadaroy9365 2 місяці тому +17

    যতই দিবে ততই খাবো
    তৃণমূল এখানেই খাঁটি।

  • @apurbabikashbhattacharjee2787
    @apurbabikashbhattacharjee2787 2 місяці тому +16

    ক্লাবের টাকা লক্ষী ভান্ডার টাকা এর মধ্যে যোগ করে বলছে এত হাজার কোটি টাকা বাকি

  • @animeshgiri8758
    @animeshgiri8758 2 місяці тому +42

    সততার সরকারের কাছে আমার একটাই প্রশ্ন , ৩৪ বছরের বাম সরকারকে কখন বলতে শুনিনি , কেন্দ্র বকেয়া টাকাদেয় না । এই সরকারের বেলায় এমন টা কেন ???

    • @arexploreworld1985
      @arexploreworld1985 2 місяці тому

      বতর্মান রাজ্য সরকার চোঁর নাম্বার ১ 😂 সিপিএম এদের থেকে ১০০% ভালো

    • @kanchankarmakar2044
      @kanchankarmakar2044 2 місяці тому +1

      আমি কিন্তু কোন দলের সমর্থক নয়।
      কিন্তু তবুও বলছি যে, আমার যৌবন বয়সে বামফ্রন্ট কর্মীদের দ্বারা দেয়াল লিখন, পার্টির বক্তৃতাতে ধারাবাহিক ভাবে শুনেছি--কেন্দ্র সরকারের কাছে এত এত টাকা বাকি, কেন্দ্র সরকারের নানাপ্রকার বঞ্চনার ফিরিস্তি।

  • @khokapal7678
    @khokapal7678 2 місяці тому +7

    এরা জনগণের ভোট না পেয়েও জিতে যায়! টাকা না পেলেও টাকা পাওয়ার দাবি করে এতো সামান্য ব্যাপার।

  • @rajeshkurmi1857
    @rajeshkurmi1857 2 місяці тому +27

    আরে দাদা বামফ্রন্ট আমলে প্রায় ২ লক্ষ টাকা ঋণ ছিল, এরা মানে তৃনমূল সরকার ৬ লক্ষ কোটি টাকার বেশি ঋণ করে বসে আছে, তার হিসেব কে দেবে

    • @haradhanpaul9671
      @haradhanpaul9671 2 місяці тому +2

      2 লক্ষ কোটি টাকার ঋণ শুধু বামেদের ছিল না, ছিল সিদ্ধার্থ শংকর রায়ের আমলের ঋণ আর বামেদের 34 বছরের ঋণ এই 2 মিলিয়ে সর্বমোট 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল।

  • @anupkumarsen
    @anupkumarsen 2 місяці тому

    অনেক কষ্টে যে টুকু হিসাব দিয়েছে তার বেশীর ভাগ‌ই জল মেশানো। অডিট ঠিকমতো হ‌ওয়া দরকার।

  • @sumanth703
    @sumanth703 2 місяці тому +2

    প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে (ঢপ) কেন্দ্রের এই ভাবে দেশের সামনে ধরিয়ে দেওয়া উচিত

  • @dibakarsarkar3985
    @dibakarsarkar3985 2 місяці тому +20

    ঠিকই বলেছেন।

  • @debkumarpatra5704
    @debkumarpatra5704 2 місяці тому +12

    হিসেবে টাকার ডিম পাড়ছে বলে বেড়ে যাচ্ছে।

  • @sandipkumarchakraborty4955
    @sandipkumarchakraborty4955 2 місяці тому +8

    এটা তো ফান্ড রিলিজ সিস্টেমেই আছে, ফার্স্ট ইনস্টালমেন্ট এর U/C এলেই সেকেন্ড ইনস্টালমেন্ট রিলিজ করা হয়। এটাই সেন্ট্রাল ফান্ডের নিয়ম।

  • @TAPASDAS-h4g
    @TAPASDAS-h4g 2 місяці тому +1

    বাংলা র। মানুষ কবে।বুজবে

  • @AjABULSk-r9h
    @AjABULSk-r9h 2 місяці тому +1

    শফিকুল দা আম্ফানে যে ইমারজেন্সি টাকা এসেছিল কারা পেয়েছে এই তদন্ত করুক।

  • @asoksadhukkhan9684
    @asoksadhukkhan9684 2 місяці тому +4

    বুঝতে পারছি না, কেনো যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে না!

  • @joydebmondal9131
    @joydebmondal9131 2 місяці тому +18

    100 দিনের কাজ করেছে তার বড় প্রমাণ মাস্টার রুলে তার টিপসই যা ব্যাংকের বইয়ের মিলিয়ে টাকা তোলা হয়েছে অন্যথায় সুপারভাইজার বা প্রধান 6 বছরের জেল এই নিয়ম হোক তারপর দেখুন কি হয়

    • @SrikantaKabi-e2q
      @SrikantaKabi-e2q 2 місяці тому

      কেন্দ্র সরকার কে বেবস্থা নিতে হবে

  • @SumitaMondal-ug7mx
    @SumitaMondal-ug7mx 2 місяці тому

    Wow ! Treatment starting gradually.

  • @mrinalmridha5387
    @mrinalmridha5387 2 місяці тому +3

    You are great dada

  • @RoyChayan-e6y
    @RoyChayan-e6y 2 місяці тому +27

    Thik...tmc...full form..tka mra cmpny😂

  • @utpalrakshit624
    @utpalrakshit624 2 місяці тому +5

    ইডি সিবিআই যে ক্যাস টাকাটা ধরছে, সেটা পাওনার হিসেব ঢুকিয়ে দিচ্ছে।

  • @udaychandramajumder5852
    @udaychandramajumder5852 2 місяці тому +1

    Respected Hon'ble Centra Home Minister,We want Central Administration in the West Bengal & Immediate.👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanroy2460
    @narayanroy2460 2 місяці тому

    সব ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্টের বিষয়টি দেখতে বলুন।
    বিচারপতিদের নাটক।

  • @sanjaykantihira9354
    @sanjaykantihira9354 2 місяці тому

    একদম ঠিক কথা বলেছ ভাই।

  • @kinkarsamanta8325
    @kinkarsamanta8325 2 місяці тому

    তৃণমূল কংগ্রেসের অডিটের উপরেও সিবিআই হওয়া উচিত।

  • @jdsthirdeye3484
    @jdsthirdeye3484 2 місяці тому +32

    কেন্দ্রের সরাষ্ট্রমন্ত্রী নয়....কথাটা দেশের সরাষ্ট্রমন্ত্রী হবে...

    • @dipankarbiswas479
      @dipankarbiswas479 2 місяці тому +4

      সরাষ্ট্র নয়, স্বরাষ্ট্র

    • @kartikbhowmik6117
      @kartikbhowmik6117 2 місяці тому +4

      বানানটা আগে শিখুন। তারপর কমেন্ট করবেন।

    • @jdsthirdeye3484
      @jdsthirdeye3484 2 місяці тому

      @@kartikbhowmik6117 আর আপনি চটি জুতো মজা জাঙ্গিয়া চাটতে থাকুন....নিজের থোবড়ার ছবি দিয়ে ব্যাকরন মারান....বানান ভুল হতেই পারে, আপনি রোবোট হয়ে বানান ঠিক করে নিন,কিন্তু কথার মানে বোঝার জন্য মগজে বড় হতে হয়, বিচিতে নয়....

    • @jdsthirdeye3484
      @jdsthirdeye3484 2 місяці тому

      @@kartikbhowmik6117 আলাপ শেষে বিলাপে না পরিনত হয়.....প্রলাপ একবার বকতে শুরু করলে সংলাপের অপলাপ যেন না হয়...

  • @ilaveyou710
    @ilaveyou710 2 місяці тому

    সুফিকুল দা চালিয়ে জান

  • @subirbhattacherya1546
    @subirbhattacherya1546 2 місяці тому +36

    হিসাবতো প্রত্যেক বছর নেওয়া উচিৎ। কেন সরকার সেটা গাফিলতি করেছে বাংলার মানুষ জানতে চায়

  • @HappyCrocodileHiding-py9sf
    @HappyCrocodileHiding-py9sf 2 місяці тому +37

    হিজাবটা পড়ছে, একটু সময় দিন, হিসেব টা দেবে ওটা পরে নিক 😂😂😂😂😂

  • @besthenshel8835
    @besthenshel8835 2 місяці тому +13

    বাড়িয়ে যান টাকার হিসেব থামবেন না,এত ঝামা ঘসছে পার্লামেন্টে সরকার তবু লজ্জা নেই

  • @BalaramAdhikari-kn2hs
    @BalaramAdhikari-kn2hs 2 місяці тому +2

    এই মূখ্য মন্ত্রী বলেছিলেন pm to dm। কি বিচিত্র ভাষণ

  • @debudas5455
    @debudas5455 2 місяці тому

    বাংলার মানুষকে অভিনন্দন।

  • @mukteswardas1600
    @mukteswardas1600 2 місяці тому +2

    বিস্মিত হবার কারণ এটাই যে না হিসাব দেবার কথা বলতে আজ এত দিন লাগল???
    জোরালো ভাবে বলতে কিসের জড়তা আর অনিচ্ছা তা এতদিনে বোঝা গেল কি???
    আর কেন হিসাব না পেলে কেনই বা এতদিন সুপ্রীম কোর্টে হিসাব আদায় করতে কেস করা গেল না?????

  • @BidhansikdarSwpansikdar-rx7ns
    @BidhansikdarSwpansikdar-rx7ns 2 місяці тому

    বেহায়া লোকের মান সম্মান ইজ্জত কিছুই থাকে না

  • @asitbaranchakraborty9711
    @asitbaranchakraborty9711 2 місяці тому

    সফিকুল বাবু অনেকদিন পর পেলাম। আমরা আপনার চ্যানেল পছন্দ করি। ভিডিও বানাবেন সত্য ব্যাপারটা ভালো লাগে।

  • @sriharibarman2643
    @sriharibarman2643 2 місяці тому

    হিসেব না দিয়ে কী ভাবে একটা রাজ্য থাকতে পারে...কেন্দ্র কী করছে??? এসব কথার কোনো মানে হয়!! সেটিং আছে বলেই রাজ্য এই স্পর্ধা দেখানোর সাহস রাখে!!!

  • @nirmalbose2286
    @nirmalbose2286 2 місяці тому +8

    এই জন্যই তো আমরা sufferer.

  • @tushardas9825
    @tushardas9825 2 місяці тому

    যেমন ইচ্ছে তেমনি একটা আমাউন্ট বলে দিচ্ছে, নজরুল যে রাজ্যে সারেজাহান সে আচ্ছা লেখে, সেখানে হিসেবের গরু গাছে ওঠে

  • @mathurghosh9244
    @mathurghosh9244 2 місяці тому

    মনগড়া হিসেবে আমাদের নেতৃ বিশ্ব সেরা। অডিট কি হবে। অর্থনীতি তে নোবেল পুরস্কার পাবেন

  • @amitji1613
    @amitji1613 2 місяці тому +1

    Right Dada

  • @SUJITDAS-qs7xt
    @SUJITDAS-qs7xt 2 місяці тому +4

    এর পরেও কিন্তু তৃনমূল মানুষ কে বোঝাতে পারে উলটে বিজেপি পারেনি

  • @hiralaldas1591
    @hiralaldas1591 2 місяці тому

    ভুল তথ্য দেওয়ার অভিযোগের তদন্ত রিপোর্ট পেশ করে শাস্তির বিধান দেওয়া দরকার

  • @arunmukhopadhyay8957
    @arunmukhopadhyay8957 2 місяці тому +2

    Sathik jaygay dhorechen Safikul Bhai. Etodin Aaya Ram Gaya Ram er political Government cholchilo. Central Government thik thik point gulo dhorechen. Audit ta thik vabe strictly kora uchit o CAG er investigation kora uchit.

  • @kakalibhattacharya7746
    @kakalibhattacharya7746 2 місяці тому

    একদম ঠিক কথা

  • @malaychatterjee2732
    @malaychatterjee2732 2 місяці тому

    টাকার হিসেব ঠিকমতো দিতে যখন পারছেনা। তখন কেন্দ্রই বা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত না করে টাকা দিচ্ছে কেন ??

  • @rubykar3367
    @rubykar3367 2 місяці тому

    বলে কি হবে action দেখতে চায় বাংলা

  • @_Ajay_Shil_
    @_Ajay_Shil_ 2 місяці тому

    দিদির বড়ো বড়ো মন্ত্রীর কাছ থেকেই তো বার হচ্ছে সবকিছু আবার হিসাবের কি দরকার....

  • @simashikari-y6k
    @simashikari-y6k 2 місяці тому

    যারা বলে কেন্দ্রের টাকার দরকার নেই, তাদের আবার ভিখারির মতো করার দরকার কি।

  • @subhankarmondali2098
    @subhankarmondali2098 2 місяці тому +1

    খেয়ে থাকলে হিসাব দেবে কোথা থেকে

  • @ajoykumarsamanta5623
    @ajoykumarsamanta5623 2 місяці тому

    যারা উন্নয়নের জন্য কেন্দ্র থেকে টাকা নেয় অথচ হিসেব দেয় না তারা তাহলে কিসের জননেতা - জননেত্রী এবং এরা কাদের উন্নয়ন করছে?

  • @somenath86970
    @somenath86970 2 місяці тому

    অনেক নাটক করেছেন বাংলার মুর্খমনত্রী।সাহজী বাংলায় বড়সড় ধামাকা দেখানো প্রয়োজন। ব্রহমা, বিষ্ণু, মহেশ্বরের অসত্র প্রয়োগ করেতে হবে।

  • @krishnaupadhyay9024
    @krishnaupadhyay9024 2 місяці тому

    Very nice news and thanks

  • @JamalMolla-cq5id
    @JamalMolla-cq5id 2 місяці тому

    শফিকুল ভাই বিজিপি আর টিএমসি তো দুজনেই সেটিং কি করে কি হবে বলো

  • @Dr.AsokPal
    @Dr.AsokPal 2 місяці тому +2

    দাও দাও দাও---খাই খাই খাই এবার কেন্দ্রীয় সরকার নিশ্চুপ নেই।

  • @rubykar3367
    @rubykar3367 2 місяці тому

    কাজ না করে যদি হিসাব দেয় ???বানিয়ে দিয়ে দেবে হিসাব।

  • @gourharihazra2273
    @gourharihazra2273 2 місяці тому

    যে কোন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয় ক্ষতির পরিমাণ নিজের ইচ্ছা মত নির্ধারণ করা যায় না। তার জন্য একটা team গঠন করা হয় সেই টিম যেটা assess করে সেই টাকাটাই approve করা হয়। নিজের মন মতো amount বাড়ালেই পাওয়া যায় না।

  • @sksamim8635
    @sksamim8635 2 місяці тому

    সংসদ কি বাংলার সরকার প্রভাবিত নাকি যে বাঙাল নিয়ে পরে আছে
    এই টাকা টা তো ওদের দিতেই হবে

  • @bulletzplus5337
    @bulletzplus5337 2 місяці тому +8

    Good job

  • @sirshendudas6143
    @sirshendudas6143 2 місяці тому

    যা বলছেন, তা দাবী হিসাবে পেশ করা হয়েছে, এমনটাও সব সত্য নয়।

  • @badalde8396
    @badalde8396 2 місяці тому

    হিসেবে শুধু জলই আছে, আর কিছু নেই।

  • @rupmangal756
    @rupmangal756 2 місяці тому

    এত জেনেও কেন্দ্র কিছ ব্যবস্থা নিচ্ছেন না কেন?

  • @tusharkantihaldar2828
    @tusharkantihaldar2828 2 місяці тому +25

    দিদিমণির টাকা দাবির বহর শুনে মনে হয়, এ যেন একসময়ের শিয়ালদহ ষ্টেশনের গেঞ্জি বিক্রেতাদের মতো। বেশি করে বলে দিলাম - কত কমাবি কমা!!!

  • @dinabandhusur
    @dinabandhusur 2 місяці тому +1

    10 বছর পার হয়ে গেছে কেন্দ্রের জল প্রকল্পের টাকা কিন্তু আজও সেই প্রকল্পের সুফল সাধারণ মানুষ পেল না।

    • @anuradhasengupta3664
      @anuradhasengupta3664 2 місяці тому

      মানুষ কে আন্দলনে রাস্তায় নামতে হবে। রাজ্যের কাজের উপর কেন্দ্রর হাত নেই।

  • @DineshchandraBaidya
    @DineshchandraBaidya 2 місяці тому +19

    ভারত সরকারের অডিটর কোথায় গেছে। টাকা মারা কোম্পানি বললে হবে।

    • @asitbaranchakraborty9711
      @asitbaranchakraborty9711 2 місяці тому

      তোমার আইন বা সংবিধান সম্বন্ধে কোনও knowledge নেই। কেন্দ্র থেকে ডাইরেক্ট অডিটর অডিট করতে পারেনা।

    • @DineshchandraBaidya
      @DineshchandraBaidya 2 місяці тому

      @@asitbaranchakraborty9711 এজি বেঙ্গলের অডিটর তো আছে। আইন আর সংবিধান পশ্চিমবঙ্গের লোক জানে।

  • @somnathmukhopadhyay2630
    @somnathmukhopadhyay2630 2 місяці тому

    বাংলা হিসেব দেবে কি করে?সব তো অভিষেক- এর একাউন্টে ঢুকে গেছে। চুরি করে হিসেব দেবে কি করে?

  • @jayantachandra7971
    @jayantachandra7971 2 місяці тому +1

    টাকা নিলে হিসেবে আবার কিসের টাকাতো নিজের জন্য রাখতে হবে না

  • @DipakMitra
    @DipakMitra 2 місяці тому +5

    কিন্তু পার্লামেন্টে আজ আপনার এমপি রেলের বিষয়ে যা বলেছে যে কাজ পশ্চিমবঙ্গে হয়নি, তাতে তো এবার রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের আচ্ছা মত ধোলাই করে ছাড়বে😂

  • @PradipDas-cd1xb
    @PradipDas-cd1xb 2 місяці тому

    1লক্ষ 70হাজার কোটি ভাইপো পাবে। ওই হিসাবটা দিয়েছে।

  • @mayukheekar6995
    @mayukheekar6995 2 місяці тому +1

    ঠিক বলেছেন ঐ হিসাব মেলাতে হচ্ছে একরকম। এদিক থেকে ওদিক থেকে গোজামিল দিয়ে। 😂
    43000 ক্লাবকে দেওয়া টাকা গুলোর হিসাব কিভাবে মেলাবে মাননীয়ার সরকার?
    কোন খাতে ফেলা হবে?😂😂😂

  • @j.nsarkar3243
    @j.nsarkar3243 2 місяці тому

    ওখানে মুখ কালা করে কিছু ই হবে না। টাকা বানানোর ব্যবস্থা তো করে দিচ্ছে আমার, আপনার মত লোক।

  • @prodoshbandyopadhyay4916
    @prodoshbandyopadhyay4916 2 місяці тому

    হিসেব দোবনা । নিয়ম মানবনা। কিন্তু টাকার দরকারের দাবি জোরকরে চ্যাঁচামেচি করে পার্লামেন্টে ভুল বুঝিয়ে আদায় করার ফন্দি ।

  • @BS-gg8dx
    @BS-gg8dx 2 місяці тому

    বিজেপির নাটক শুরু হয়েছে এবার পার্লামেন্টে। কিসসু করার ক্ষমতা নেই অমিত শা এর। ঘুম থেকে উঠলেন উনি। আবার ৬ মাস ঘুমিয়ে থাকবেন।

  • @rabisankarbose5959
    @rabisankarbose5959 2 місяці тому

    Momota Banerjee. Jindabad Avisec Banerjee Jindabad

  • @sureshsarkar7241
    @sureshsarkar7241 2 місяці тому

    এখন আর বামফ্রন্ট আমলে করা ঋণের টাকার কথা শোনা যায় না। রাজ্যের এখন কত ঋণ সেটা জানালে খুব উপকার হত। আগেতো ঋণের সুদ দিতেই টাকা চলে যেত। তবে এখন কি দিতে টাকাগুলো যাচ্ছে?