DHAKA TO TANGAIL DAY TOUR || মহেরা জমিদার বাড়ির আসল ইতিহাস || বিশ্বরেকর্ড প্রাপ্ত ২০১ গম্বুজ মসজিদ

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Mosque #Mohera #JomidarBari #Tangail #MoheraJomidarBari #RaselBhai
    আস্সালামুআলাইকুম, আশাকরি আপনারা সবাই ভালোই আছেন, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভ্লগে।
    আজ আপনাদের নিয়ে ঘুরতে যাচ্ছি ঢাকা হতে প্রায় ৮৪ কি মি দূরে অবস্থিত টাংগাইল জেলা ।
    টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি হলো মহেরা জমিদার বাড়ি। মহেড়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা - টাংগাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্বে মহেড়া জমিদার বাড়ি অবস্থিত।
    ১৮৯০ দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর কূলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এরপর ১৯৭২ সালে এ জমিদার বাড়ীটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়।
    মহেরার জমিদাররা ছিলেন সাহা বংশের। বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী। ১৮৯০ সালে চার ভাই মিলে জমিদারী পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায় চৌধুরী পদবী গ্রহণ করেন। মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত। মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ। বাড়িটি মোট ৮ একর জমির উপর অবস্থিত।জমিদার বাড়ির সামনেই রয়েছে 'বিশাখা সাগর' নামে এক দীঘি। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুরম্য গেট এবং মূল ভবনের পিছনে রয়েছে ‘পাসরা পুকুর’ ও ‘রানী পুকুর’।
    ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের নিকট থেকে এটি বিপুল অংশ পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে নেন। অনিন্দ্য সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরনো হাজারো স্মৃতি, সুখ-দুঃখের কীর্তি লেপে আছে এই বাড়ির প্রতিটি পরতে পরতে। তবে এই জমিদাররা অন্য জমিদারদের মতো অত্যাচারিত না হলেও কর্তৃত্ব পরায়ণ ছিলেন।এলাকার উন্নয়নের জন্য অনেক কাজও করেছেন। মহেরা জমিদার বাড়ি এখন পিকনিক স্পট, পুলিশ ট্রেনিং সেন্টার। তবে ইতিহাস খুঁজা মানুষের কাছে মহেরা জমিদার বাড়ি এক হাসি-কান্না আর আর্তনাদের ইতিহাস।
    ২০১ গম্বুজ মসজিদ-----
    বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত আধুনিক যুগের দৃষ্টিনন্দন এক স্থপনা ২০১ গম্বুজ মসজিদ। পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। প্রায় ১৫ বিঘা জমির ওপর এই মসজিদের নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্নাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে তবে মসজিদটি এখনো নির্মাণাধীন। ২০১৩ সালের জানুয়ারি মাসে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন আর এর নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১০০ কোটি টাকা।
    অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। এদের প্রত্যেকের উচ্চতা ১০১ ফুট। পাশাপশি আরও চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা ৪৫১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরিফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরিফ পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হচ্ছে ৫০ মণ পিতল এবং আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হচ্ছে। মসজিদটি সম্পূর্ণ শিতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে।
    +++--------------------------+++----------------------+++--------------------------+++----------------------+++--------------------------+++
    Hi,
    This is the "RASEL BHAI" youtube channel. Professionally I am a Fashion Designer. Besides my profession, I love to explore new places or cities. I'm based in Bangladesh but roaming around the Globe. I will try my best to create this platform where people will see the world through my eyes.
    ✅ ✅ If you like my work then please subscribe to my channel & click on the bell button For More updates
    ✅ ✅ Follow me on social media:
    Facebook ► / rasel-bhai-bd-10058826...
    Instagram ► / rasel.74
    ✅ ✅ Join with Vloging Community: / 990361918024367
    ✅ ✅ My Travel Group ► BHAI BROTHER TRAVELLERS ( ভাই ব্রাদার ট্রাভেলারস )
    Facebook Page ► / 443202162752493
    +++--------------------------+++----------------------+++--------------------------+++----------------------+++--------------------------+++

КОМЕНТАРІ • 17