আমি 1 কন্টেইনার পণ্য আমদানি করতে চাই। সমস্যা হচ্ছে, এখানে প্রায় 100 রকম আইটেম আছে এবং এই 100 রকম আইটেম প্রায় ৫ জন বিক্রেতার কাছ থেকে নিতে হবে। একজন দিতে পারবে না। সেক্ষেত্রে কি ৫টি আলাদা এলসি করতে হবে? আলাদা আলাদা এলসি করলে কিভাবে সবগুলো মালামাল এক কন্টিনারের লোড করব? তারপর কিভাবে সিএনএফ এর মাধ্যমে মালামাল রিলিজ করব? এ ব্যাপারে ছোট্ট একটি ভিডিও আশা করছি। আপনার ভিডিওটি খুবই ভাল লেগেছে, আশা করি সহযোগিতা পাব।
You can take help from a trading company or freight forwarder who can help you to buy from many supplies and shipment together. But in this case I recommend to select a freight forwarder from locally from BAFFA website.
আসসালামু আলাইকুম স্যার। আমি এরকম এলইডি লাইট বাল্ব এগুলা আনতে চাই ইন্ডিয়া থেকে। কিন্তু আমি ব্যাংকের যে এল সি খোলার কার্যক্রম গুলো ভালো বুঝিনা সে ক্ষেত্রে আমি সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে কিভাবে দেশে এনে ব্যবসা করতে পারব এর জন্য যদি আপনি ভালো কোন একটা পরামর্শ দিতেন তাহলে আমার খুব উপকার হত স্যার।
ধন্যবাদ কমেন্টের জন্য। বর্তমানে খুব সহজে অনলাইনে আমদানি লাইসেন্স করে LC করে পণ্য আমদানি করা যায়। ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে খুব সহজে LC করা যায়। মোটেই কঠিন কোনো কাজ নয়। আমার মতে LED LIGHT ইন্ডিয়া থেকে China তে অনেক সস্তায় পাবেন। আর ভালো কোয়ালিটি পাবেন। LED light এর চিপ, COB, Drive এগুলো সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করতে হবে। বর্তমানে ইন্টেরিয়র ডিজাইন এ led light বিশেষ করে লিনিয়ার LED LIGHT এর অনেক চাহিদা। Cree, Epistar, Bridgelux এসব ব্র্যান্ডের চিপ ভালো। আর ড্রাইভারের ক্ষেত্রে Meanwell সবচেয়ে ভালো। এছাড়াও osram, tridonic ও আছে। এসব ভালো ব্র্যান্ডের ড্রাইভার আপনি ইন্ডিয়া তে পাবেন না। পেলেও তারা আপনাকে চিন এনেই সাপ্লাই দিবে। আর দামও বেশি রাখবে। তাই আপনি নিজেই চিন থেকে LED LIGHT সোর্স করার চেষ্টা করুন। চীনের Guangdong Province এর Zhongshan সিটি তে সবচেয়ে বেশি LED LIGHT এর ফ্যাক্টরি ও সাপ্লায়ার পাবেন। Alibaba তে খুঁজে দেখুন। তবে সব ক্ষেত্রে ভেরিফাইড সাপ্লায়ার পছন্দ করবেন। এছাড়াও Hong Kong এ মেলা হয়। Hong Kong international lighting fair. এটার ওয়েবসাইট এ গিয়ে Exhibitors list থেকে supplier নির্বাচন করতে পারেন। কারণ যারা মেলায় অংশগ্রহণ করে তারা সাধারণত ভালো ও বিশ্বস্ত হয়। WeChat দিয়ে চাইনিজ সাপ্লায়ার দের সাথে যোগাযোগ করেন। অনেক কিছু জানতে, শিখতে পারবেন। আমাদের চ্যানেলে LED LIGHT নিয়ে দুটো ভিডিও আছে, দেখতে পারেন। আর LC এর প্রক্রিয়া নিয়ে ১ ঘণ্টার একটা ভিডিও আছে, সেটা দেখলে বুঝবেন LC করা কতো সহজ!!! এছাড়াও আলিবাবা থেকে কিভাবে effectively Product সার্চ করবেন সেটা নিয়েও একটা ভিডিও আছে। দেখতে পারেন। একটু ধর্জ্য ধরে ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন আর সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাহআল্লাহ,। উপরন্তু আরো নিবিড় সহযোগিতা পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।
Nice hoise
ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম।
Nice video post
আমি 1 কন্টেইনার পণ্য আমদানি করতে চাই। সমস্যা হচ্ছে, এখানে প্রায় 100 রকম আইটেম আছে এবং এই 100 রকম আইটেম প্রায় ৫ জন বিক্রেতার কাছ থেকে নিতে হবে। একজন দিতে পারবে না। সেক্ষেত্রে কি ৫টি আলাদা এলসি করতে হবে? আলাদা আলাদা এলসি করলে কিভাবে সবগুলো মালামাল এক কন্টিনারের লোড করব? তারপর কিভাবে সিএনএফ এর মাধ্যমে মালামাল রিলিজ করব? এ ব্যাপারে ছোট্ট একটি ভিডিও আশা করছি। আপনার ভিডিওটি খুবই ভাল লেগেছে, আশা করি সহযোগিতা পাব।
You can take help from a trading company or freight forwarder who can help you to buy from many supplies and shipment together. But in this case I recommend to select a freight forwarder from locally from BAFFA website.
❤
Container volium bujbo kivaba???
20 FEET Container = 18 CBM
40 FEET HQ Container = 56 CBM
যে কোন কাটনের CBM হিসাবের ক্ষেত্রে ১০ লক্ষ দিয়ে ভাগ দিতে হবে
জ্বী, যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেন্টিমিটার এ মাপা হয় তখন কেবল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর গুণফল কে দশ লক্ষ দিয়ে ভাগ দিলে CBM পাওয়া যায়।
20 feet container hole 28 kivabe aslo
5.898m long x 2.352m wide x 2.393m high = 33.2 CBM,
But for safety and easier packing and loading we consider it 28 CBM.
আসসালামু আলাইকুম স্যার। আমি এরকম এলইডি লাইট বাল্ব এগুলা আনতে চাই ইন্ডিয়া থেকে। কিন্তু আমি ব্যাংকের যে এল সি খোলার কার্যক্রম গুলো ভালো বুঝিনা সে ক্ষেত্রে আমি সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে কিভাবে দেশে এনে ব্যবসা করতে পারব এর জন্য যদি আপনি ভালো কোন একটা পরামর্শ দিতেন তাহলে আমার খুব উপকার হত স্যার।
ধন্যবাদ কমেন্টের জন্য। বর্তমানে খুব সহজে অনলাইনে আমদানি লাইসেন্স করে LC করে পণ্য আমদানি করা যায়। ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে খুব সহজে LC করা যায়। মোটেই কঠিন কোনো কাজ নয়। আমার মতে LED LIGHT ইন্ডিয়া থেকে China তে অনেক সস্তায় পাবেন। আর ভালো কোয়ালিটি পাবেন। LED light এর চিপ, COB, Drive এগুলো সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করতে হবে। বর্তমানে ইন্টেরিয়র ডিজাইন এ led light বিশেষ করে লিনিয়ার LED LIGHT এর অনেক চাহিদা। Cree, Epistar, Bridgelux এসব ব্র্যান্ডের চিপ ভালো। আর ড্রাইভারের ক্ষেত্রে Meanwell সবচেয়ে ভালো। এছাড়াও osram, tridonic ও আছে। এসব ভালো ব্র্যান্ডের ড্রাইভার আপনি ইন্ডিয়া তে পাবেন না। পেলেও তারা আপনাকে চিন এনেই সাপ্লাই দিবে। আর দামও বেশি রাখবে। তাই আপনি নিজেই চিন থেকে LED LIGHT সোর্স করার চেষ্টা করুন। চীনের Guangdong Province এর Zhongshan সিটি তে সবচেয়ে বেশি LED LIGHT এর ফ্যাক্টরি ও সাপ্লায়ার পাবেন। Alibaba তে খুঁজে দেখুন। তবে সব ক্ষেত্রে ভেরিফাইড সাপ্লায়ার পছন্দ করবেন। এছাড়াও Hong Kong এ মেলা হয়। Hong Kong international lighting fair. এটার ওয়েবসাইট এ গিয়ে Exhibitors list থেকে supplier নির্বাচন করতে পারেন। কারণ যারা মেলায় অংশগ্রহণ করে তারা সাধারণত ভালো ও বিশ্বস্ত হয়। WeChat দিয়ে চাইনিজ সাপ্লায়ার দের সাথে যোগাযোগ করেন। অনেক কিছু জানতে, শিখতে পারবেন।
আমাদের চ্যানেলে LED LIGHT নিয়ে দুটো ভিডিও আছে, দেখতে পারেন। আর LC এর প্রক্রিয়া নিয়ে ১ ঘণ্টার একটা ভিডিও আছে, সেটা দেখলে বুঝবেন LC করা কতো সহজ!!! এছাড়াও আলিবাবা থেকে কিভাবে effectively Product সার্চ করবেন সেটা নিয়েও একটা ভিডিও আছে। দেখতে পারেন। একটু ধর্জ্য ধরে ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন আর সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাহআল্লাহ,। উপরন্তু আরো নিবিড় সহযোগিতা পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।
Please check these video to learn about Modern LED Light:
ua-cam.com/video/OKbR3ych_Qo/v-deo.html
ua-cam.com/video/CEAK4AHO178/v-deo.html