কিডনি, মূত্রনালী ও মূত্রথলির পাথরের কারন ও চিকিৎসা

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @bcsschoolbd5304
    @bcsschoolbd5304 Рік тому +1

    স্যার, আমার স্ত্রীর বয়স ২৭ বছর। গত ৬মাস আগে ওর পেট ও পিঠে তীব্র ব্যাথা আর বমি, তবে কোমরে আগে থেকে ব্যাথা ছিল। ড: এর কাছে গেলে রিপোর্ট করতে দেয়, ধরা পড়ে কিডনিতে পাথর যার সাইজ 8mm left and 5mm right, left 8mm মূত্রনালীতে আসছে, যার জন্য ব্যাথা হচ্ছে।
    পরে প্রাথমিক চিকিৎসায় একটু সুস্থ হয়। কিন্তু শুনেথাকি কিডনির পাথর বের করার সবচেয়ে ভালো ঔষধ হোমিওপ্যাথিক। এরপর হোমিও ডক্টর এর কাছে যাই এবং চিকিৎসা নিয়ে থাকি প্রায় ৩ মাস। এ সময়ে ব্যাথা ও ছিলো, ডক্টর বলে পাথর বের হতে চাচ্ছে তাই ব্যাথা হচ্ছে এসব বলতো।
    হঠাৎ একদিন তীব্র ব্যাথা শুরু হয়, তারপর মেডিকেলে নিয়ে যাই, রিপোট করতে দেয় size 9mm যা এখনও মূত্রনালীতে একই পজিশন এ আছে এবং কিডনিতে ছোট ছোট আরও পাথর দুই একটি করে দেখা যাচ্ছে। যেখানে হোমিওপ্যাথিক ঔষধের সাইজ কমার কথা সেখানে সাইজ বৃদ্ধি পেল।
    পরে আবারও এক থেকে ডের মাস এলোপেথি চিকিৎসা নিয়ে থাকি তবে পাথর উইরেটারের একটু নিচে আসে, তবে পারে জ্বর ও ব্যাথা হলে সিদ্ধান্ত নিয়ে থাকি কম্পিউটারের সাহায্যে প্রসাবের রাস্তা দিয়ে পাথর বের করার।
    গত দুই মাস আগে অপারেশন করা হয়। কিন্তু সমস্যা হয় যখন মূত্রনালীর মধ্যে পানি প্রবেশ করায় তখন পাথর উপরে উঠে যায় কিডনির মধ্যে, আর বের করতে পারে না। পারে DJ stant করে রাখে এ সময়ে প্রায় সময় প্রসাবের সঙ্গে ব্লাড আসে।
    ১ মাস ১৬ দিন পর রিপোর্ট করি রিপোর্ট বলে পাথর বের হয়েছে, কিন্তু রোগী কখনও বের হওয়া দেখেনি। পরে dj stant খুলে দেওয়া হয়। রক্তে ব্লাড আসা বন্ধ হয়। কিন্তু প্রসাবের রাস্তায় জ্বালা পোরা শুরু হয়, পানি খেলে এ পানি যতখন শেষ হয় নাই ততখন জ্বালা পোরা থাকে, নিয়মিত ঔষধ খেয়ে যাচ্ছে।
    স্যার, গত ১০ মার্চ ২০২৩ আবারও তীব্র ব্যাথা তবে এ ব্যাথা পুরো পিট, পেট এবং বিশেষ করে কোমর থেকে পায়ের গিরা পর্যন্ত খুবেই তীব্র ব্যাথা যার জন্য দাড়াতেই পারছিল না। তবে কোমর ও হাটুর জয়েন্টের ব্যাথা বেশি।
    ডক্টর এর কাছে গেলে রিপোর্ট করতে দেয়। রিপোর্টে আবারও ধরা পড়ে কিডনির মধ্যে যাওয়া পাথর মূত্রনালীতে আসছে যার সাইজ 8mm যার জন্য জ্বর, ব্যাথা আর বমি হচ্ছে। তবে পিট এবং কোমর থেকে নিচে সম্পূর্ণ দুই পায়ে তীব্র ব্যাথা।বারবার জ্বর ও ব্যাথায় থাকতে পারছে না।
    সুপরামর্শ দিয়ে,
    স্যার আমাকে এ বিপদ থেকে বাঁচান।

  • @Crazyjuel
    @Crazyjuel Рік тому

    Amr 5.1 mutotholi pathor atkia asa sir ki korta pari

  • @mdibrahim2659
    @mdibrahim2659 9 місяців тому

    স্যার আমার মূত্রনালিতে 5mm পাথর ডাক্তার ঔষধ দিছে rapasin 8mg আমার কি পাথর বের হয়ে যাবে

  • @mdhasiem1726
    @mdhasiem1726 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার ১৫*৫ মিলিমিটার পাথর মূত্রনালীতে আছে এখন আমি অপারেশন করতে চাই কিভাবে করব আপনার সাথে যোগাযোগ করার জন্য ঠিকানাটা দেন

    • @Tweetup
      @Tweetup  Рік тому

      চেম্বারে এপয়েন্টমেন্ট পেতে ফোন করুন এই- ০১৮৮৫৯৯৯৫৫০ অথবা 0১৮৮৫-0৭0৭0৭ নাম্বারে,শুক্রবার ব্যতীত প্রতিদিন (সকাল ১০টা- সন্ধ্যা ৫টা) যোগাযোগ করুন ,ধন্যবাদ।

  • @MotalebAkanda-u8e
    @MotalebAkanda-u8e Рік тому

    1.9 cm stone lt kidney this case eswl but dr shameem wsheed urology sre pcnl opration kidney panis cut and killed

  • @nabakumarmahato9295
    @nabakumarmahato9295 Рік тому

    👍👍👍

  • @sammirashed7405
    @sammirashed7405 2 роки тому +1

    স্যারের চেম্বার কোথায় জানাবেন --

    • @Tweetup
      @Tweetup  2 роки тому

      ধন্যবাদ আপনার মতামতের জন্য। স্বাস্থ্যগত সমস্যার সমাধান ও চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেতে ০১ ৮৮৫-০৭০৭০৭ নাম্বারে যোগাযোগ করুন।

  • @salauddin1864
    @salauddin1864 2 роки тому

    সার আমার রেপোটে আসছে রেনাল প‍্যারেনকাইমাল ডিজিজ এটা কি সমস্যা

    • @Tweetup
      @Tweetup  2 роки тому

      ধন্যবাদ আপনার মতামতের জন্য। স্বাস্থ্যগত সমস্যার সমাধান ও চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেতে ০১ ৮৮৫-০৭০৭০৭ নাম্বারে যোগাযোগ করুন।

  • @saidulalom3583
    @saidulalom3583 Рік тому

    আমি একটা কিডনি বিক্রি করবো রক্তের গ্রুপ বি +

  • @mdlalcan-fl9zh
    @mdlalcan-fl9zh Рік тому

    আমার ৬ মিলিমিটার কিডনিতে পাথর আর আমি আপনার কাছে চিকিৎসা নিব

  • @yaseenm5501
    @yaseenm5501 2 роки тому

    সার সালাম নিবেন,। কোন উপসর্গ ছারা নালিতে পাথর বড় হয়েছে জানিনা,
    সুগার। পেসার ১০০/১৩০ভিতর,খানা মেডিকেল পাইপ খাই,। হাঁটা হাঁটি চলে সার মেডিকেলের একটা কথা Stone was large to be removed stent was inserted
    Siir answer I am happy,. Sir number