গুরুজি আমি বাংলাদেশ থেকে একজন মুসলিম ধর্মের লোক বোলতেছি আপনার কথাশুনার অপেক্ষায় প্রতিদিন বোশেথাকি একদিন যোদি আপনার ভিডিও নাপাই মনটা বিষন্নতায় ভোরে যায় জানিনা ক্যানো এমন হয়
@@parthapratimchakraborty2259জগতে দুটি সত্তা বিরাজমান। পুরুষ এবং প্রকৃতি, পরমাত্মা ও জীবাত্মা। একটি বাহক অপরটি বাহন। মানুষের মধ্যেই দুটি সত্তা ই বিরাজমান। তিনিই আমাদের তার ধরে নাচাচ্ছেন। যেমন নাচাচ্ছেন তেমনি নাচছি। আমাদের ষড়রিপু পরমাত্মা কে চেতনাহীন করে রেখেছে, অহং মুক্ত হলেই তিনি প্রকট হন। তার করুণা সর্বদা ঝরছে। উপযুক্ত পাত্রে তা বিকশিত হচ্ছে। ধন্যবাদ। অধমের মনে হা এসেছে তাই লিখেছি ভুল ত্রুটি মার্জনীয়। দেরিতে উত্তর দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।
প্রিয় অগ্রজপ্রতিম, পরমাত্মা বা ঈশ্বরেরই আপন মৌলিক সত্তার দ্বিভাজিত রূপভেদ পুরুষ ও প্রকৃতির মধ্যে দিয়ে অহেতুক ভগবৎ কৃপা -র প্রসঙ্গক্রমে সুন্দর ছবি ফুটে উঠেছে যা বর্ণনাতীত আনন্দে শিহরণ জাগিয়ে পরমাত্মা বা ঈশ্বরেরই পাদমূলে পৌঁছে দিল। খুলে গেল দ্বার, বিস্তৃত হলো তাঁর অহেতুক কৃপা কণার ভাণ্ড। যেন কৃপা পাত্র হয়ে পাওয়া গেল পুরুষ ও প্রকৃতি তথা শিব ও শক্তি স্বরূপে তাঁরই ছোঁওয়া। সৃষ্টি -স্থিতি-প্রলয়রূপ লীলা চক্রের প্রকৃতি স্বরূপে চঞ্চলা শক্তি হয়ে নিজ সত্তার স্বরূপেই অচল অটল পুরুষ তথা শিবকে উত্তেজিত করে সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে দিয়ে আমরা তাঁর ক্রীড়নক তথা লব-কুশ বা কৃপার পাত্র হয়ে উঠি অনুক্ষণ। আপনার ও সংশ্লিষ্ট সকলের ইষ্টময় দেবত্বে নমস্কার।।
খুবই সুন্দর বাখ্যা। নমস্কার জানাই।
খুব ভালো লাগলো, ধ্যন্যবাদ, শুভ বিজয়ার প্রণাম নেবেন 💐💐
গুরুজি আমি বাংলাদেশ থেকে একজন মুসলিম ধর্মের লোক বোলতেছি আপনার কথাশুনার অপেক্ষায় প্রতিদিন বোশেথাকি একদিন যোদি আপনার ভিডিও নাপাই মনটা বিষন্নতায় ভোরে যায় জানিনা ক্যানো এমন হয়
খুব জানতে ইচ্ছা করছে, অনুগ্রহ করে জবাব দেবেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি মহাত্মার যে কথা শুনলেন তাতে আপনি ঠিক কি বুঝলেন ?
Pronaam
Pranam maharaj
🕉️🕉️🕉️🕉️🕉️
প্রণাম গুরু
অনেকদিন পর আপনার কথা শুনলাম।
🙏 সশ্রদ্ধ প্রণাম 🙏
ধন্যবাদ গুরুজী। আপনার কথাগুলো শুনলে আমি যেনো হারিয়ে যাই। ধন্যবাদ।
খুব জানতে ইচ্ছা করছে, অনুগ্রহ করে জবাব দেবেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি মহাত্মার যে কথা শুনলেন, তাতে আপনি ঠিক কি বুঝলেন ?
@@parthapratimchakraborty2259জগতে দুটি সত্তা বিরাজমান। পুরুষ এবং প্রকৃতি, পরমাত্মা ও জীবাত্মা। একটি বাহক অপরটি বাহন। মানুষের মধ্যেই দুটি সত্তা ই বিরাজমান। তিনিই আমাদের তার ধরে নাচাচ্ছেন। যেমন নাচাচ্ছেন তেমনি নাচছি। আমাদের ষড়রিপু পরমাত্মা কে চেতনাহীন করে রেখেছে, অহং মুক্ত হলেই তিনি প্রকট হন। তার করুণা সর্বদা ঝরছে। উপযুক্ত পাত্রে তা বিকশিত হচ্ছে। ধন্যবাদ। অধমের মনে হা এসেছে তাই লিখেছি ভুল ত্রুটি মার্জনীয়। দেরিতে উত্তর দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।
Joyjagatbandhuharipronam
প্রিয় অগ্রজপ্রতিম,
পরমাত্মা বা ঈশ্বরেরই আপন মৌলিক সত্তার দ্বিভাজিত রূপভেদ পুরুষ ও প্রকৃতির মধ্যে দিয়ে অহেতুক ভগবৎ কৃপা -র প্রসঙ্গক্রমে সুন্দর ছবি ফুটে উঠেছে যা বর্ণনাতীত আনন্দে শিহরণ জাগিয়ে পরমাত্মা বা ঈশ্বরেরই পাদমূলে পৌঁছে দিল। খুলে গেল দ্বার, বিস্তৃত হলো তাঁর অহেতুক কৃপা কণার ভাণ্ড। যেন কৃপা পাত্র হয়ে পাওয়া গেল পুরুষ ও প্রকৃতি তথা শিব ও শক্তি স্বরূপে তাঁরই ছোঁওয়া। সৃষ্টি -স্থিতি-প্রলয়রূপ লীলা চক্রের প্রকৃতি স্বরূপে চঞ্চলা শক্তি হয়ে নিজ সত্তার স্বরূপেই অচল অটল পুরুষ তথা শিবকে উত্তেজিত করে সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে দিয়ে আমরা তাঁর ক্রীড়নক তথা লব-কুশ বা কৃপার পাত্র হয়ে উঠি অনুক্ষণ।
আপনার ও সংশ্লিষ্ট সকলের ইষ্টময় দেবত্বে নমস্কার।।
এই তত্ত্ব কথা আলোচনা খুব ভালো লাগে । শ্রদ্ধা ও বিশ্বাস হল আসল কথা। প্রণাম।
প্রণাম নেবেন ।
প্রায় দুই / আড়াই মাস পর এই একটা VDO পেলাম ।🙏🙏🙏