নতুন দেশী মুরগীর খামারির এত ভুল, না জানলে এটাই স্বাভাবিক

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2022
  • সঠিকভাবে দেশি মুরগির খামার শুরু করতে,সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ নিতে,যোগাযোগ করুন,০১৩১৩৮৮৫৩৩৯__________
    (ফেসবুক পেজ লিংক) / shakilfarming2018
    উদ্দেশ্য
    প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক ইনফরমেশন না জানার কারণে লছের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক ইনফরমেশন দেওয়া, আর ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই সেক্টরে বড় ধরনের ইনভেস্ট করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার কোন সম্ভাবনা নাই, আমার চার বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে__________________
    বাংলাদেশের সবথেকে আধুনিক দেশি মুরগির খামার,
    দেশি মুরগির কৃত্রিম প্রজনন করানো হয়,
    লেয়ারের খাচায় দেশি মুরগি পালন করা হয়,
    বাঁশের খাঁচায় মুরগি পালন করা হয়,
    লিটারে মুরগি পালন করা হয়,_____________
    বিলুপ্ত দেশি মুরগী খামার
    দেশি বড় ঝুটি, দেশি গলাছিলা জুটি, গলাছিলা মুরগির খামার, বাংলাদেশের একমাত্র আমার কাছেই এই মুরগি আছেন_________

КОМЕНТАРІ • 146

  • @mdboniamin6735
    @mdboniamin6735 Рік тому +5

    ভাই আপনার ভিডিও গুলো আমি খুব মনোযোগ সহকারে দেখি এবং কথা গুলো খুব খেয়াল করে শুনি
    আপনার ভিডিও গুলো আমার ভালো লাগে
    কিন্ত একটা বড় সমস্যা আছে
    আপনি প্রতিটা ভিডিওতে আপনি সমস্যা ধরিয়ে দেন
    কিন্ত আপনি সমাধান ঠিক মতো দিন না
    আর কোন সমাধানের কথাও বলেন না
    আপনি বললেন খাচার সমস্যা
    তো খাচার মাপ টা তো বললেন না
    আমাসা কেন হয় তা বললেন না
    লাইট কতোটুকু সময় জালিয়ে রাখা যাবে তা বললেন না
    কোন বয়সি মুরগী কিনতে হবে তা বললেন না

  • @monirhossain766
    @monirhossain766 Рік тому +3

    অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর শিক্ষনীয় ভিডিও। যারা মুরগির খামার করতে চান, প্রতিটা কথা অন্ততপক্ষে 50 বার শুনুন তারপর খামার করুন।

  • @shajib4838
    @shajib4838 Рік тому +5

    ছাদ খামারি ও ছোট খামারিদের জন্য আদর্শ খামার/ মুরগির ঘর কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও করেন প্লিজ।( দেশি মুরগীর জন্য)

  • @shajib4838
    @shajib4838 Рік тому +3

    ছাদ খামারি ও ছোট খামারিদের জন্য আদর্শ খামার/ মুরগির ঘর কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও করেন প্লিজ।

  • @obaidulislam333
    @obaidulislam333 Рік тому +5

    প্রিয় বড় ভাই আপনার প্রতি অবিরাম ভালবাসা ❤❤❤

  • @Mafuj-mg5nt
    @Mafuj-mg5nt 9 місяців тому +2

    ভাই আপনার বই টা আমি কিনতে চায়। খুব সুন্দর করে বুঝান আপনি।আপনার বইটা জদি বেচতেন খুবই উপোকার হয়।

  • @mokhlesarrahman1655
    @mokhlesarrahman1655 Рік тому +8

    ধন্যবাদ ভাই আমাদের এত সুন্দর তথ্য দেওয়ার জন্য।

  • @Peyaapu
    @Peyaapu Рік тому +5

    জীবনে কখনো মুরগির ঠোট কাটাই নাই তাই ভয় লাগে যদি কম বেশি হয়ে রক্ত বেড় হয়!
    প্লিজ শীগ্রই যদি বাস্তবে বড় মুরগির ঠোট কাটা গুলো দেখাতেন তবে অনেকটা শিখতে পারতাম।

    • @sayeedvission195
      @sayeedvission195 3 місяці тому

      বড় মুরগির ঠোঁট কাঁটা যাবে না ঠোঁট ছেকা দিতে হবে ধন্যবাদ

  • @krishifarms
    @krishifarms Рік тому +1

    চমৎকার সম্পুর্ন ভিডিও দেখে অনেক ভালো লাগলো 💚💚

  • @rafyislam7834
    @rafyislam7834 Рік тому +1

    দারুন উপস্থিপনা আপনার দারুন

  • @jabedalistudent848
    @jabedalistudent848 Рік тому +1

    ধন্যবাদ ভাইয়া।

  • @mdsasumon7216
    @mdsasumon7216 Рік тому

    মাশাআল্লাহ অনেক সুন্দর।

  • @Md-hi6en
    @Md-hi6en Рік тому

    অনেক অনেক ধন্যবাদ

  • @MAINULSHAWON
    @MAINULSHAWON Рік тому

    শাকিল ভাই অনেক সুন্দর ভিডিও। কত দিন বয়সের বাচ্চাকে আমাশার ডোজ দিতে হয়। কি মেডিসিন ব্যবহার করতে হয়, জানাবেন প্লিজ।

  • @forkankhan2565
    @forkankhan2565 4 місяці тому +1

    স্লামালাইকুম ভাইয়া মুরগির বাচ্চা গুলা চোখ কানা হইয়া মারা যাইতাছে এগুলোর জন্য কি ঔষধ আছে

  • @MdMasum-wu1cq
    @MdMasum-wu1cq Рік тому

    Masallah, onak sondor video

  • @mokarrabhoaasin4963
    @mokarrabhoaasin4963 11 місяців тому

    ভাই আপনার কাজ গুলি অনেক ভালো লাগে

  • @mohashin3902
    @mohashin3902 Рік тому +1

    ভালোবাসার অবিরাম শাকিল ভাই

  • @emonhasan5657
    @emonhasan5657 Рік тому

    ভাই আমি আপনার অনেক গুলো ভিডিও দেখলাম খুব সুন্দর।
    আমিও খামার করেছি দেশি মুরগীর কিভাবে এর বাজার জাত করবো বড় করবো একটু ধারনা দিন।

  • @masnovy7221
    @masnovy7221 Рік тому

    Bai wnek kico siklam thanks

  • @md.masudulhasan8252
    @md.masudulhasan8252 Рік тому +2

    ভাই আপনার কথাগুলো লিগাল এত সহজ সরল ভাবে কেউ বলে না।সবাই শুধু ঠকবাজি কথা বলে সাথে থাকবো এগিয়ে যান।

  • @AbdurRahim-yw2tr
    @AbdurRahim-yw2tr Рік тому

    জাযাকাল্লাহ ❤️

  • @moksadulislam6592
    @moksadulislam6592 Рік тому

    Onyk valo laglo vai

  • @royelagro
    @royelagro Рік тому +1

    খুব সুন্দর একটা প্রতিবেদন।

  • @MAxcartonctear
    @MAxcartonctear 4 місяці тому +1

    সাকিল ভাই খুব ভালো পরামর্শ দেয়
    খুবই একজন ভালো মানুষ ধন্যবাদ আপনাকে সাকিল ভাই

  • @mentosboysss9395
    @mentosboysss9395 Місяць тому

    শাকিল ভাই আমার বাড়ির চারিদিকে বাউন্ডারি করা। এখানে িক মুরগি বানিজ্যিক ভাবে পালন করা যায়

  • @chandanghosh1579
    @chandanghosh1579 Рік тому +1

    আমি india থেকে বলছি দাদা আমাদের এখানে তো লেয়ার লেয়ার 1 খাবারটা তো পাওয়া যাবে না তো তার পরিবর্তে কি খাবার খাওয়ানো যাবে ডিমের মুরগির জন্য ??? Please reply.

  • @favouritevillage3926
    @favouritevillage3926 Рік тому

    ভাই আপনি অনেক সুন্দর ভিডিও বানান। কিন্তু ভাই আপনার একজন ক্যামেরাম্যান হলে ভালো হয়। তাহলে আপনার ভিডিও কোয়ালিটি গুলো অনেক সুন্দর হবে। ছোট ভাই হিসেবে আপনাকে বললাম । ❤️❤️❤️

  • @user-vs3vf7bw1c
    @user-vs3vf7bw1c Рік тому

    ভাই আমি একটা ছোট মুরগির খামার করতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত খামারের একটা ভিডিও বানান

  • @SumonKhan-ie6dj
    @SumonKhan-ie6dj Місяць тому

    আসসালামু আলাইকুম ভাই, ভাই আমার মুরগি হলো চারটা রেগুলার ডিম পাচ্ছি তিনটা এবং একটার সাথে ৯ টা বাচ্চা আছে কিন্তু সবগুলোই আমি খাঁচার মধ্যেই পালি।

  • @mdanamulsordarsordar461
    @mdanamulsordarsordar461 Рік тому

    ধন্যবাদ

  • @myfamilyvlogltd
    @myfamilyvlogltd Рік тому

    ইনশাআল্লাহ আমি শুরু করব

  • @MdLiton-ng4de
    @MdLiton-ng4de Рік тому

    ভাই আপনার জন্য দোয়া রইলো

  • @AzamKhan-fu6xc
    @AzamKhan-fu6xc Рік тому

    Dannobad shakil bhai hatha zari ctg thake

  • @tauhidmia7073
    @tauhidmia7073 Рік тому +5

    আগে হাসি দিয়া নেই খামারী ভাই জখন ভুল করে তখন সাকিল ভাই গুমরে গুমরে হাসতে থাকে তখন আমাদের ও হাসি পায় ধন্যবাদ সাকিল ভাইকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য সিংঙ্গাপুর থেকে নরসিংদী

  • @mdruhulaminrabbi9003
    @mdruhulaminrabbi9003 Рік тому

    খুব সুন্দর ভাই

  • @Mizan578
    @Mizan578 Рік тому

    ভালবাসার প্রিয় বড় ভাই।

  • @mdsumon2780
    @mdsumon2780 Рік тому

    Vai ami agami soptaho theke suru korbo apnar doya chai.. Abong kon saijer murgi kine anbo jodi aktu bolten

  • @Sanj5114
    @Sanj5114 Рік тому

    দাদা আমি হাট থেকে 6 মুরগি কিনেছি 4,5 মাসের , এখন তাদের কি কি মেডিসিন খাওয়াবো ?? তোমার দেওয়া ভিডিও টি দেখেছি তবুও যদি ডিটেইলস এ বলেন তাহলে খুব সুবিধা হতো ❤️❤️❤️

  • @ikramulsadidmidul9326
    @ikramulsadidmidul9326 Рік тому +1

    আসসালামু আলাইকুম।
    আমার পুরাতন দেশি মুরগি গুলো নতুন হাট থেকে আনা মুরগিগুলোর সাথে ঠোকরাঠোকরি মারামারি করে এর করনীয় কি???

  • @junaishaafrinsinthiya7274
    @junaishaafrinsinthiya7274 Рік тому +1

    আসসালামু আলাইকুম শাকিল ভাই. আপনি যদি ভাই দেশি মুরগির বোর্ডিং থেকে শুরু করে এ টু জেড ওষুধের লিস্টটা বলতেন তাহলে অনেক উপকার হত.

  • @farukjony6908
    @farukjony6908 6 місяців тому

    Assalamualikum Vai kamon acan.Vai Ami brandda ar modday khacay murgi palon kortay cai.khacay ar koto toku uccota /koto fit /koto fit holay valo hoy.janaban pls

  • @fahmidatasmim2754
    @fahmidatasmim2754 2 дні тому

    মানুষের ভিটামিন ওষুধ কি মুরগী কে খাওয়ানো যাবে

  • @mdbosirkhan9090
    @mdbosirkhan9090 Рік тому

    ভাই মাংসের জন্য দেশি মুরগিকে কি কি খাওয়া দেওয়া উচিত

  • @kawsarahmed7967
    @kawsarahmed7967 Рік тому

    I have no idea about it .But I want to make a farm .Can you help me ?How can l start it at first ?

  • @fazlulhoque4394
    @fazlulhoque4394 Рік тому

    কফিনের মুরগী রাখার আগেই শাকিল ভাই আপনার ভাল কাজে পরামর্শ দেন

  • @Mohammad-vx4xq
    @Mohammad-vx4xq Рік тому

    আসসালামু আলাইকুম। ভাইয়া জুটি ওয়ালা মুরগী বিকৃ করবেন?

  • @rojjobrojjob3510
    @rojjobrojjob3510 Рік тому

    ভাইয়া ডিম পাড়া দেশি মুরগী কে সুদু গম খওয়ালে কি সমসা হয় বলেন

  • @dvggsfh1654
    @dvggsfh1654 Рік тому

    ভাই ছাদে কিভাবে ডিমের মুরগি পালন করবো যদি জানাতেন তাহলে ভালো হতো

  • @MDAlamin-oj5ih
    @MDAlamin-oj5ih Рік тому

    Vai 15/20 ta batcha morgi dia broding korla ki dhoroner medicine baboher kora Jaba bolla Valo hot

  • @abuhanifhanif9296
    @abuhanifhanif9296 Рік тому

    Shakil vai i love you.

  • @mdanower7883
    @mdanower7883 8 місяців тому

    এই খামারের একটি পরামর্শ দেন ভিডিওতে জানান

  • @monshiahsanullah4189
    @monshiahsanullah4189 5 місяців тому

    লেয়ার লেয়ার ১ লাগে না, মিক্স দানাদার খাবারের সাথে কিছু মেডিসিন যেমন এমাইনো এসিড,ভিটামিন মিনারেল যোগ করলেই হয়

    • @monshiahsanullah4189
      @monshiahsanullah4189 5 місяців тому

      মিক্স দানাদার আমি খাওয়াই

  • @md.mizanurrahman7926
    @md.mizanurrahman7926 Рік тому

    Vai apnaka valo laga.
    Kintu aija video ta gas hoisa bujailan.kintu aija gasta jawar jonno khop ta key korba sata to bollan na?
    Aija aktu somossa boila bistarito boilan

  • @MDFoysal-td8bv
    @MDFoysal-td8bv Рік тому

    ভাই আপনে কেমন আছেন আমার ১০টি দেশি মুরগী আছে কীভাবে মুরগী পালন শুরু করব পরামর্শ চাই

  • @moksadulislam6592
    @moksadulislam6592 Рік тому

    ভাই আমি খামার সুরু করার জন্য আমার একটা ঘোর আছে সেটাতে দরজা এবংদুটো জানালা 4ফিট করে আছে এটাতে পালন করা জাবে

  • @ilyasshami6450
    @ilyasshami6450 11 місяців тому +1

    Ami kinto agrohi
    Insah Allah

  • @labibthyan2548
    @labibthyan2548 Рік тому +1

    ভাইয়া এক মুরগী অন্য মুরগির পশম খেয়ে ফেলতেসে...যেসব জায়গা থেকে পশম খেয়ে ফেলতেসে সেসব জায়গায় কি আবার নতুন করে পশম উঠবে নাকি এরকম পশম ছাড়াই থেকে যাবে সবসময়? (মুরগি গুলোর বয়স ১ মাস)
    সুন্দর করে নতুন পশম উঠানোর জন্য কি কি মেডিসিন ব্যবহার করলে ভালো হবে?

  • @MansurAlam-kh8fq
    @MansurAlam-kh8fq Рік тому +1

    Shakil bai! Apnar khamarta kothay? Apnar nombarta dorkar

  • @sajid.chaudhari.channel.
    @sajid.chaudhari.channel. 3 місяці тому

    ভাই ফতুল্লা যে মশা মশারি না দিলে মুরগির সব রক্ত খেয়ে ফেলবে

  • @ruhulamin-of4nq
    @ruhulamin-of4nq Рік тому

    ব্রুডিং এ ভাই (এমাইকাসিন+লাইসোভেট+এমোকসাসিলিন ) এগুলো পরিমাণ মত মিক্সড করে সকালে দিব , বিকালে ভিটামিন (এ ডি ৩, ই-সেল, এমাইনো জিংক ) যেকোন একটা কি ওই সকালের পানিতেই দিব?
    নাকি আলাদা পানিতে
    আবার ভাই রাতে (এমাইকাসিন+এমোকসাসিলিন+বি১,বি২,বি৬+পানির ,ph ) একসাথে দিব?
    আর ভাই ৫ দিন পর ভ্যাকসিন করানোর পর ভিটামিন আর লাইসোভিটা দিব?

  • @mdyeamin815
    @mdyeamin815 Рік тому

    ভাইজান 90 /100দিনে মুরগী ঠোঁট কাটার পরিবর্তে ছেঁকে দেওয়া যাবে কি বা দিলে কি সমস্যা হবে আপনার মেসেন্জার গ্রুপ যুক্ত হতে চাই যদি আপনার আপত্তি না থাকে বইটি নিতে চাই

  • @mbmdhossainrahman1173
    @mbmdhossainrahman1173 Рік тому

    শাকিল ভাই একটা বিডিও দেন নতুন যারা করবে তাদের জন

  • @linafarhana9255
    @linafarhana9255 Рік тому

    ভাই সারা বছরের মেডিসিন রুটিনটা যদি বলতেন

  • @MonirHosen-qs4wp
    @MonirHosen-qs4wp Рік тому +5

    শাকিল ভাই সুন্দর ভিডিও আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক

    • @rjjisan6333
      @rjjisan6333 Рік тому

      তুই সালা বেশি কথা কছ

  • @mdarifulislam7425
    @mdarifulislam7425 10 місяців тому

    শাক লতাপাতা কুচি করে দিলে কি কি সমস্যা হবে জানাবেন প্লিজ

  • @shiponmusafir7058
    @shiponmusafir7058 10 місяців тому

    Amar kichu murgi lagbe bhai , palar jonno .. dite parben plz ?

  • @bnbayjidkhan7317
    @bnbayjidkhan7317 Рік тому

    ভাই আপনার কাছে থেকে কি প্রশিক্ষণ নেয়া জেতে পারে

  • @MahmudulHasan-yh4zi
    @MahmudulHasan-yh4zi Рік тому

    ভাই সমাধানের ভিডিও দিবেন আশা করি

  • @sahaidulislam6074
    @sahaidulislam6074 Рік тому

    এ সব দেখে আর কথাগুলি শুনে একা একা হাসলাম

  • @somraj6072
    @somraj6072 Рік тому

    West Bengal

  • @tanvirahmed7647
    @tanvirahmed7647 Рік тому

    Layer layer 1 e k dewa lagbi ,
    Formula jana thakle nijeo banao jay ,

  • @mdarifulislam7425
    @mdarifulislam7425 10 місяців тому

    আসসালামু আলাইকুম
    মুরগির ঠুট ছেকা দিব কিভাবে জানাবেন প্লিজ

  • @razzakmolla8790
    @razzakmolla8790 Рік тому

    ভাই আমিও বাজার থেকে প্রায় দুই মাস আগে 27 টি দেশি মুরগি কিনছিলাম আমার 5 টি মুরগি মারা গেছে আর আমার মুরগি গুলো ডিম দেয় না।আর প্রচুর ঠুকরা ঠুকরি করে এখন কি করা যায় একটু বলবেন।

  • @junaishaafrinsinthiya7274
    @junaishaafrinsinthiya7274 Рік тому

    আপনি ভাই একটা কথা সব ভিডিওতে বলতেন যে সালমোনিলা ইকলা এগুলা এসব রোগের চিকিৎসা কিছুদিন পর পর ডোজ করতে হয় কিন্তু কতদিন পরপর কিভাবে করতে হয় তা বললে ভাল হয়

  • @rahadulislamnayeem1020
    @rahadulislamnayeem1020 Рік тому

    ভাই ফতুল্লা কোথায় অনার খামার

  • @mskinternational2459
    @mskinternational2459 Рік тому

    20 ti murgi dia suru kora chai ghor ki vaba korbo

  • @mdrashedsheikh9468
    @mdrashedsheikh9468 Рік тому

    Vaiya Ami new khamar korbo baccha murgi diye fotabo to ki Korte hbe

  • @user-jr1oc4vb4q
    @user-jr1oc4vb4q 11 місяців тому

    ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই,প্লিজ ভাই আমি একটা খামার করতে চাই আপনার পরামর্শে

  • @MDshuvo-dt3li
    @MDshuvo-dt3li Рік тому

    Vai আমার ডিমের দেশি মুরগি লেয়ের 1 খাবার খেতে চায়না কী করব বলবেল প্লিজ

  • @FoysalAhmed-sq7oo
    @FoysalAhmed-sq7oo Рік тому

    আমার পাশের এলাকায়

  • @mdsihamhossain1208
    @mdsihamhossain1208 Рік тому

    আসসালামু আলাইকুম সালাম ভাই
    আমি আপনার কাছে দেশি মুরগি পালন করা শিখতে চাই
    প্রথমে 20টি মুরগি দিয়ে শুরু করতে চাই😊
    আপনার হাত ধরে অনেক কিছু শিখতে চাই ভাই.
    INSHAALLAH BHAI
    Bhai amara messenger group a addd koren bhai 🐥

  • @ashrafakhanom2992
    @ashrafakhanom2992 Рік тому

    ফ্ল্যাট বাসায় নিচের তলায় কি মুরগী পালা যাবে।

  • @sujondxofficial
    @sujondxofficial Рік тому

    ❤❤❤❤

  • @mdparvezmunsi6324
    @mdparvezmunsi6324 Рік тому

    ভাই মুরগি পালার একটা বই লাগবো
    কিভাবে নিতে পারি আপনার থেকে কত টাকা লাগবে??

  • @rafiqulit2102
    @rafiqulit2102 Рік тому

    💕

  • @jinatjahan2274
    @jinatjahan2274 Рік тому +1

    ৩৫০ এ মুরগি কোথায় 🤔🤔
    আমাদের এখানে ৫০০ করে পিস।

  • @allgaming3404
    @allgaming3404 Рік тому

    Vai ami apnar sathe ektu kotha bolte cai?????

  • @shovosadik8895
    @shovosadik8895 Рік тому

    ভাই মুরগির লিটার ৪-৫ দিন এই গ্যাস হয়ে গন্ধ হয়। এর সমাধানের উপায় কী??কোন মেডিসিন আছে কি??

  • @habibkawsar-wc2ld
    @habibkawsar-wc2ld 9 місяців тому

    ভাই ওনার ঠিকানাটা একটু দেন,আমি এনার সাথে দেখা করতে চাই

  • @MdShahalam-xp6yg
    @MdShahalam-xp6yg Рік тому

    শাকিল ভাই বাজার থেকে নতুন মুরগী কিনে খামার করতে চাচ্ছি। নতুন মুরগীর চিকিৎসার বিষয়ে যদি বলতেন

    • @angellabonno6319
      @angellabonno6319 9 місяців тому

      বাজার থেকে দয়া করে কিনবেন না।আশে পাশে খামার থাকলে কিনবেন কারণ মুরগির ভেকসিন দেওয়া থাকে। ধন্যবাদ

  • @amanorhaq9505
    @amanorhaq9505 Рік тому

    অয়েল কাম নারায়ণ গনজ🌹

  • @unlimitedtutorialbd2165
    @unlimitedtutorialbd2165 9 місяців тому

    ভাই সব দেখান কিন্তু ম্যানেজমেন্ট দেখান না আমাদের ও একটু ম্যানেজমেন্ট দেখান।

  • @Shafiqurrahamanyousef4685
    @Shafiqurrahamanyousef4685 Рік тому

    কোথায় আমি ফতুলায় থাকি

  • @zuniedmorshed9032
    @zuniedmorshed9032 Рік тому

    Vi apne to khamarer medication puro sas kora dlan

  • @Greeting1421.
    @Greeting1421. Рік тому

    Ai kamarir number ta ki dite parben via
    Amader basa o fatullah te tau ami kamar korte cai

  • @raihanmia1116
    @raihanmia1116 Рік тому

    ভাইয়া আপনাকে কল দিলে কেন কল তুলেন না,,,, আপনার সাথে কথা বলা আমার খুব দরকার ছিল

  • @Theboomboomltd
    @Theboomboomltd Рік тому

    vul gulo dhore debar jonno savabik vabe bollei hoto. opoman r oboggar moto mone hocce.

  • @mdruhulaminrabbi9003
    @mdruhulaminrabbi9003 Рік тому

    লেয়ার লেয়ার ১ কি ভাই

  • @najmulkarimmanna5507
    @najmulkarimmanna5507 Рік тому +4

    এই মুরগিগুলোকে ফারমেন্টেড খাবার খাইয়ে যে পরিমাণ ডিম পাওয়া যাবে তা বাজারে প্রাপ্য যেকোনো বাণিজ্যিকভাবে উৎপাদিত খাবার খাইয়ে যে পরিমাণ ডিম পাওয়া যাবে তার থেকেও ভালো ডিম দিবে। কিন্তু বিষয় হচ্ছে, কিভাবে আমরা ফার্মেন্টেড ফিড তৈরি করব। এই বিষয়ে অজ্ঞতার কারণে আমরা বেশি দামে খাবার খাইয়ে খামারে লাভ করতে পারছিনা। শাকিল ভাই, আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং মন্তব্য করেছি। আমি খুব বেশি অভিজ্ঞ মানুষ নই কিন্তু আমি বাস্তবে প্রমাণ পেয়েছি ফার্মেন্টেড খাবার দিলে দেশি মুরগির গুলো যে কোন বাণিজ্যিক খাবার খাইয়ে যে পরিমাণ ডিম পাওয়া যাবে তার থেকে ও বেশি ডিম পাড়ে। তবে হ্যাঁ আমি বিভিন্ন সাপ্লিমেন্টারি ভাইটামিন ব্যবহার করি।

    • @sadida-roll109-classfive2
      @sadida-roll109-classfive2 6 місяців тому

      ফারমেন্টেড খাবার কিভাবে পাব?

    • @halimabegum2262
      @halimabegum2262 4 місяці тому

      দেশি মুরগিকে ফিড না খাওয়ানো ভালো আমি মনে করি আমার ডিম দেওয়া মুরগি আগে আট পিচ কুচে বসায়ে বাচ্চা বিক্রির দশ পনের দিনের ভিতর মুরগি আবার ডিম দেয় দশটি মুরগি থেকে আমি প্রতিদিন তিন থেকে চারটি ডিম পাচ্ছি দেশি খাবার খাওয়ায়ে এখন আমার মুরগির বাচ্চা আছে 50,এর বেশি হবে দুই বছর আগে আমি পাঁচটি মুরগির বাচ্চা কিনে শুরু করছি আলহামদুলিল্লাহ আমার মুরগি গুলো কোনো সমস্যা হয় নাই

    • @SumonKhan-ie6dj
      @SumonKhan-ie6dj Місяць тому

      সহমত পোষণ করছি