ভগবান কাকে বলব || Who is God?
Вставка
- Опубліковано 7 лют 2025
- ভগবান কে বা ভগবান কাবে বলব এই বিষয় নিয়ে আলোচনা করেছেন স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ।
এখানে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে সদগুরু স্বামী বেদানন্দ সরস্বতী প্রাসঙ্গিক ভাবে উপস্থাপন করেছেন আত্মজ্ঞানকে। এই প্রসঙ্গে তিনি গীতা এবং বেদান্ত নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেছেন। #swamivedanandasaraswati #adhyatma #vedanta #gita
ধন্যবাদ 🙏
❤
Pranam
খুবই সুন্দর করে বুঝিয়ে দিলেন ,প্রণাম নেবেন বাবা, আপনি একটু কৃপা করুন যেন আপনাকে একটু ছুঁয়ে প্রণাম করতে পারি
Pranam Baba
💙🙏💙🙏💙
Absolutely right you are, Maharaj. Pranam.
Perfect explanation ❤
গুরুজী প্রণাম।
এখানে অনেকে ভাবতে পারেন যে 'আত্মা ' ও তো একটি নাম। কিন্তু না আত্মা কোন নাম নয়। কোন বাবা মা তাঁর সন্তানের নাম "আত্মা" রাখেন না। আত্মা, সেই পরম চেতনা রুপী, চৈতন্য কে ধরার বা সেই সম্বন্ধে আলোচনা করার একটি চিন্হ মাত্র। আবার এই আত্মার মানে হল "নিজে" বা "স্বয়ং"। যেমন, যদি বলা হয়, আত্ম-পরিচয়, তাহলে এর মানে, নিজের পরিচয়। যদি বলা হয়, আত্ম-সমালোচনা, তার মানে নিজেকে নিজের সমালোচনা। যদি বলা হয় আত্ম-হত্যা, তাহলে তার মানে, যে নিজেই নিজেকে হত্যা করে ( শরীরকে হত্যা করে, আত্মা অবিনাশী, চেতন তত্ব । এমন কি পঞ্চ জড় ভুত বা পঞ্চ জড় তত্ব, যা দিয়ে এই শরীর নির্মিত, সেও অবিনাশী। বিজ্ঞানের নিত্বতা সূত্র অনুযায়ী, এই জগতের কোন শক্তি বা এনার্জি এবং জড় বস্তু কখনই ধ্বংস হয়ে বিলীন হয়ে যেতে পারে না, সে গুলি কোন না কোন ফর্মে এই জগতে অবস্থান করে। এই জগতে পূর্বে যে এনার্জি বা জড় বস্তু, যে পরিমানে ছিল, এখন ও তা আছে এবং ভবিষ্যতে ও তা থাকবে)।
তাহলে উপরের উদাহরণ থেকে বোঝা গেল যে আত্ম মানে নিজে, এই আত্ম থেকে আত্মা। তাই আত্মা কোন নাম নয়।
Pronam baba 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
জয় শ্রী রামকৃষ্ণ।
গুরুজীর দর্শন কোথায় পাবো।
এনার্জী কখনো ধ্বংশ হয়না,এনার্জীর রূপান্তর ঘটে ।
বাবা গুরুদেব কোথায় পাবো এখন তো গুরুদেব সত্য গুরুদেব কে পাওয়া যায় না