Microsoft Word Complete Master Class Part- 1 | Introduction | মাইক্রোসফট ওয়ার্ড প্রশিক্ষণ কোর্স

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 539

  • @mahboobarrahman7757
    @mahboobarrahman7757 Рік тому +250

    আস্সালামুআলাইকুম স্যার । বিনা পয়সায় যেভাবে শিখাচ্ছেন, পয়সা খরচ করেও এত সুন্দর করে শিখতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন।

    • @kbithy7004
      @kbithy7004 Рік тому +5

      Unni sotti khub shundor kore shikhay ekdom gora theke but bina poyshay na vai.view n like theke unar halal income hosse. Alhamdu lillah. R O hok n amra sobai evabei jno shikhte pari insha Allah

    • @mahboobarrahman7757
      @mahboobarrahman7757 Рік тому +1

      @@kbithy7004 ♥️

    • @Robiul.258
      @Robiul.258 Рік тому +3

      এটা ভুল কথা ভালো শিক্ষক থাকলে পয়সা খরচ করেও শান্তি আছে আমি পয়সা খরচ করে শিখেছি

    • @sahariarahmed9412
      @sahariarahmed9412 Рік тому

      আমিন

    • @mdtuhinmahmud4079
      @mdtuhinmahmud4079 11 місяців тому

      ❤আমিন❤

  • @nuzatislam-ey6yq
    @nuzatislam-ey6yq Рік тому +19

    অনেক অনেক উপকৃত হলাম।।। আমি কম্পিউটার অপারেটর হিসেবে জব এর চেষ্টা করছি।।এখন যত তাড়াতাড়ি সম্ভব সবটা শিখতে হবে।।

  • @RuhulAmin-et4oq
    @RuhulAmin-et4oq 2 роки тому +15

    যখন জুম করে কোন কিছু দেখানো হয় তখন খুব ভালোভাবে বুঝা যায় বিষয়টি খুবই চমৎকার। শিখানোর পদ্ধতিটি ও অসাধারণ।

  • @mohammadborhan2784
    @mohammadborhan2784 Рік тому +11

    স্যার আপনি ফ্রিতে এত সুন্দর করে বুঝিয়েছেন। অনেকেই আছে যারা টাকার কারনে কম্পিউটার শিখতে পারতেছে না। কিন্তু আপনি যেভাবে বুঝিয়েছেন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমি আপনার কাছ থেকে অনেকটা উপকৃত হয়েছি।❤️❤️

  • @mdlimonhossen7361
    @mdlimonhossen7361 18 годин тому +1

    আল্লাহ আপনাকে আরো জ্ঞান দিক এবং আপনার থেনে যেনো আমরা আরো অনেক কিছু শিখতে পারি ইন-শা-আল্লাহ। দোয়া করবেন ভাইজান-আপনার জন্যও দোযা রইলো-আপনার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ ।

  • @nizamhossain3923
    @nizamhossain3923 Рік тому +26

    সার কি বলবো বলার ভাষা নাই 😊আমি কোচিংয়েও তেমন বুঝি না , আপনি যেভাবে বলেন মনে হয় যেনো কম্পিউটার না ধরেও শিখে গেছি ❤ ইউটিউবে আমি কোথাও কমেন্ট করি না কিন্তু আপনাকে কিছু না বলে পারলাম না ❤ আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক❤আমিন

  • @miratulfatima4917
    @miratulfatima4917 3 роки тому +35

    স্যার আপনি যেভাবে বোঝান খুব ই ভালো লাগে, সহজেই বুঝে যাই। ধন্যবাদ এতো কষ্ট করে ভিডিও বানানো র জন্য ❤️

  • @tonmoysaha2003
    @tonmoysaha2003 Рік тому +34

    আজকে থেকে MS Word কোর্স শুরু করতেছি । স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি , স্যার আপনার জন্য শুভ কামনা রইলো ❤

  • @labonyakter1789
    @labonyakter1789 Рік тому +7

    আলহামদুলিল্লাহ
    এতো সহজ ও সাবলীল ভাষায় খুব কম মানুষই বোঝাতে পারেন।

  • @moienahmed9326
    @moienahmed9326 Рік тому +2

    আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকব এবং অসৎ অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাকা খরচ করো এত সুন্দর ভাবে কাজ শেখা যায় না যেটা আপনার ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছি।আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য মন থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো স্যার।

  • @jonyahmed9569
    @jonyahmed9569 Рік тому +6

    আসসালামু আলাইকুম স্যার আমি ছয় মাস কোর্স করে ও এতটা শিখতে পারিনি যতটা আপনার সম্পূর্ণ ভিডিও ছয় ঘন্টায় শিখেছি আপনার ভিডিও কোয়ালিটি কথা বলার সৌন্দর্যতা বুঝানোর ক্ষমতা অসংখ্য ধন্যবাদ একটা প্যাকেজ উপকৃত হয়েছি আপনার ভিডিও দেখে একদম মাইক্রোসফট ওয়ার্ড শেষ করেছি প্লিজ আপনাকে ধন্যবাদ দেব আপনি কন ঠনকে ধন্যবাদ জাজাকাল্লাহ খাইর।

  • @muhammadalamgirhosen6991
    @muhammadalamgirhosen6991 2 роки тому +2

    আপনার কথা বলা,বুঝানোর ধরন,ভিডিও কোয়ালিটি সবমিলিয়ে সম্পূর্ণ একটা প্যকেজ। আশা করি সবাই উপকৃত হবে।জাযাকাল্লাহ খাইরান।

  • @azlanazlan
    @azlanazlan 2 роки тому +3

    আছছালামুআলাইকূম স‍্যার আমি আপনার channel থেকে basic laptop course and Excel course টা complete করেছি আলহামদুলিল্লাহ্ অনেক কিছু শিখতে পেরেছি।আমার মূল লক্ষ্য freelancing শেখা আমি কিছুই জানিনা তবে এটা জানি যে আমার পারতেই হবে।স‍্যার আপনার গাইড লাইন সবসময় চাই। আজ MS WORD শুরু করলাম দোয়া রাখবেন স‍্যার।আমি আপনাকে Whatsapp এ বিরক্ত করতে পারি খুবই কৃতজ্ঞ থাকবো যদি আপনি গাইড করেন।

  • @ShathiPaul-p9f
    @ShathiPaul-p9f 11 днів тому +2

    আমি তিন বছর পরও আপনার চ্যানেল থেকে শিখছি। অনেক ধন্যবাদ।

  • @MRDigitalMarketing1977
    @MRDigitalMarketing1977 3 роки тому +9

    অনেক অনেক ধন্যবাদ ধারাবাহিক basic থেকে ভিডিও দেওয়ার জন্য ।

  • @olivi8016
    @olivi8016 2 роки тому +2

    আপনি এত ইজি ও এত সহজভাবে বুঝান, খুবই সহজে বুঝতে পারি। ধন্যবাদ।

  • @bakarkhan9088
    @bakarkhan9088 2 роки тому +4

    Best Channel....Amar Dekha....Thank you..vai..

  • @mdeliashossain6696
    @mdeliashossain6696 11 місяців тому +3

    সত্যিই আপনি যেভাবে শিখাচ্ছেন আমি টাকা দিয়েও এমন ভাবে শিখতে পারি নাই
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @mahtabuddin8501
    @mahtabuddin8501 4 місяці тому +2

    যুগপোযোগী শিক্ষা দান। সেলুট আপনাকে, সহজ উপস্হাপনায় পাঠদান, সত্যি চমৎকার।আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন

  • @bmemam5943
    @bmemam5943 Рік тому +3

    'আসসালামু আলাইকুম' আমি একটা সেন্টার এ কোর্স করে যা শিখতে না পারছি,, আপনার ভিডিও থেকে তা শিখেছি,, আমি Mss word এর কোর্স টা শেষ করেছি,আলহামদুলিল্লাহ এখন সব পারি, তারপর Exel এর কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এখন সব সুন্দর করে শিখতেছি,,আপনার জন্য অসংখ্য ধন্যবাদ 💕

  • @MdRasel-qz5si
    @MdRasel-qz5si Рік тому +3

    মাশাআল্লাহ যতই আপনার ভিডিও দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @zannatunnaeemzannat6946
    @zannatunnaeemzannat6946 2 місяці тому +1

    আজকে থেকে শুরু করছি স্যার আপনার ক্লাসগুলো।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। জাযাকাল্লহু খাইরন।

  • @Mdshabuj-qw1mh
    @Mdshabuj-qw1mh Рік тому +3

    উনি মাশাআল্লাহ খুবই সুন্দর ভাবে শেখান।যেমনটা টাকা খরচ করেও শেখা সম্ভব নয়❤❤

  • @saberakhan3088
    @saberakhan3088 2 місяці тому +2

    আলহামদুলিল্লাহ্
    আপনাকে অসংখ্য ধন্যবাদ । খুবই উপকৃত হলাম

  • @ashamoni341
    @ashamoni341 Рік тому +7

    আস্সালামুআলাইকুম স্যার । বিনা পয়সায় যেভাবে শিখাচ্ছেন, পয়সা খরচ করেও এত সুন্দর করে শিখতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন।🥰🥰🥰

  • @AbdulAlim-fn2oy
    @AbdulAlim-fn2oy Рік тому +4

    অনেক দিন আগেই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি শিখবো বলে। আজ ৪ দিন ল্যাপটপ কিনেছি আশা করছি অনেক কিছুই শিখতে পারবো। ❤

  • @MeherimaAfrose
    @MeherimaAfrose 11 місяців тому +2

    আপনার প্রথম ক্লাস টাই দেখলাম। প্রথম ক্লাসটা দেখেই খুব ভালো লাগলো। বাকি সবগুলো ক্লাস দেখব ইনশাল্লাহ।

    • @Mahrab_rahman_rabbi
      @Mahrab_rahman_rabbi 11 місяців тому

      কিন্তু যার ল্যাপটপ নাই সে করতে পারবে না? ❤

  • @ShahMizanurRahmanMizan-i6y
    @ShahMizanurRahmanMizan-i6y 2 місяці тому +2

    This course looks like premium but it's free. Thank You so much Sir.

  • @Chumkikhatun-0812
    @Chumkikhatun-0812 6 місяців тому +4

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤❤

  • @MinhazMahmud-x1p
    @MinhazMahmud-x1p 13 годин тому

    মাশাআল্লাহ অনেক সুন্দর বিনা পয়সায় অনেক কিছু শিখতে পারলাম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @ras3997
    @ras3997 3 місяці тому +3

    দারুণ ছিল, আপনার জন্য শুভ কামনা নিরন্তর

  • @Ronikhan-rk
    @Ronikhan-rk 2 роки тому +2

    alhamdulilah ato ato valo lage apnar course gulo .khub sundor vabe bujanor jonno onek onek donnobad ,number one best teacher ..

  • @AminulislamRubai
    @AminulislamRubai 10 місяців тому +3

    Alhamduillah. khub sundor uposthapona.

  • @WobaydulOfficial03
    @WobaydulOfficial03 7 місяців тому +2

    আসসালামু আলাইকুম স্যার!! আজকে থেকে আপনার এমএস ওয়ার্ড এর সবগুলো ভিডিও দেখা শুরু করেছি। ❤❤❤

  • @hossainahmad-y9i
    @hossainahmad-y9i 4 місяці тому +3

    মা শা আল্লাহ্। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

  • @user-mdshamsnur2003
    @user-mdshamsnur2003 Місяць тому

    আলহামদুলিল্লাহ
    এতো সহজ ও সাবলীল ভাষায় খুব কম মানুষই বোঝাতে পারেন।😍😍

  • @আবুল_হোসেন
    @আবুল_হোসেন 4 місяці тому +2

    আপনার বিডিও গুলো অনেক সহজ ভাই অনেক ভালো করে বুঝান।মাশাআল্লাহ

  • @Rayhan_Rafi_1
    @Rayhan_Rafi_1 8 місяців тому +2

    UA-cam jogote apni amar kache sera teacher er modde 1st..... Love from lakshmipur Bangladesh

  • @amenaahamed5032
    @amenaahamed5032 2 роки тому +4

    অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য। অনেক সুন্দর করে বুঝতে পারেন আপনি।

  • @nadiariya3866
    @nadiariya3866 Рік тому +3

    আলহামদুলিল্লাহ ক্লাস মাশাল্লাহ অনেক ভালো মনে হচ্ছে। আশা করি অনেক কিছু শিখতে পারব😊

  • @sadiyasultana6829
    @sadiyasultana6829 Місяць тому +2

    ❤❤❤❤❤ masah Allah onek valo bhabe shikhiyechen amon kore kew bujaina sir❤😮

  • @md.korimollah
    @md.korimollah 3 місяці тому +2

    আমার মনের মতো কোর্স এটা,অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @rabiakhatun1821
    @rabiakhatun1821 2 роки тому +8

    স্যার আপনাকে লাখ লাখ ধন্যবাদ খুব সহজ ভাবে বুঝানোর জন্য।

  • @rananavid7407
    @rananavid7407 3 роки тому +47

    এক্সেলের ফুল কোর্স চাই
    আর কষ্ট করে আমাদের কে এত সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kajalmiah2633
    @kajalmiah2633 2 роки тому +3

    অনেক ধন্যবাদ, আপনার ভিডিও গুলো দেখলে মনে হয় আপনার পাশে বসে ক্লাস করছি।

  • @user-g19
    @user-g19 2 роки тому +5

    অসাধারণ! স্যার আপনার বুঝানোর দক্ষতা খুবই ভালো! ভিডিও মেকিংও কুয়ালিটি ফুল!!!
    ❤️❤️👍

  • @mdabusayed4488
    @mdabusayed4488 6 місяців тому

    গোটা ইউটিউব ঘেঁটে আপনার মত এত সুন্দর শিক্ষামুলক ভিডিও আর একটাও পাইনি। আপনার এমন চমৎকার আর স্পষ্ট ভাষায় বোঝানোর ভঙ্গিমাটা অসাধারণ।
    ❤❤❤ভালবাসা অবিরাম ❤❤❤

    • @basicitacademy
      @basicitacademy  6 місяців тому

      অনেক ধন্যবাদ 🥰
      বেসিক আইটি একাডেমি কাজ করছে সবার জন্য বিনামূল্যে কম্পিউটার শিক্ষা। আমাদের ১১টি কম্পিউটার কোর্স পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আজই শুরু করুন 😎💝✅

  • @kamrulhasan-us9km
    @kamrulhasan-us9km Рік тому +2

    Assalamualaikum sir
    Ajke theke apnar aii video class suru kore dilam In shaa Allah ❤️❤️❤️❤️

  • @MDSOBAHANMIAH
    @MDSOBAHANMIAH 2 роки тому +5

    অসংখ্য ধন্যবাদ, স্যার।অনেক ভালো লেগেছে ক্লাসটি।অনেক কিছু শিখতে পেরেছি। ❤️

  • @yeasminnew9035
    @yeasminnew9035 2 роки тому +3

    আসসালামু আলাইকুম। স্যার আপনার বুঝানোর পদ্ধতি খুব নিখুঁত। সুন্দর বুঝতে পাই।

  • @olivi8016
    @olivi8016 2 роки тому +1

    আপনার জুম করে,আর আস্তে আস্তে বুঝানোটা খুবই চমৎকার।

  • @Joy-dl9fu
    @Joy-dl9fu 6 місяців тому +1

    আপনার কথা মতো বেসিক লেপটপ ক্লাস ও ইন্টারনেট ক্লাস শেষ করার পর ওয়ার্ড এর ক্লাস শুরু করলাম আশা করি ভালোভাবে শেষ করতে পারব।।

  • @firojislam2805
    @firojislam2805 2 роки тому +1

    আপনার যে বিষয় টি আমাকে সবথেকে ভালো লেগেছে সেটি হলো জুম করে আস্তে আস্তে বোঝানো,,,,

  • @firojislam2805
    @firojislam2805 2 роки тому +3

    স্যার আপনার বোঝানোর পদ্ধতি একদম নিখুত ,, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @susmitakanrar4706
    @susmitakanrar4706 2 роки тому +3

    ভিডিও টা দেখে অনেক উপকৃত হলাম।

  • @rahatasnim5081
    @rahatasnim5081 3 роки тому +9

    আস্ সা্লামুআলাইকুম। ভাইজান আপনার বলার, বুঝানোর ধরন আমার ভীষন ভাল লেগেছে। আল্লাহ আপনাকে অনেক বড় করুন- আমিন। আপনার নামটা জানাবেন। একটি চমৎকার আকর্ষণ হচ্ছে আমি মনে মনে বা যেসব চাওয়া ছিল যেন আপনি জেনে বুঝে ওসব বিষয়ে আলোচনা করেছিলেন।ধন্যবাদ আপনাকে।

  • @Alidelioplis
    @Alidelioplis 7 місяців тому +1

    MasaAllah Excellent ❤

  • @taslimaskitchen2895
    @taslimaskitchen2895 Рік тому +1

    Assalamualikum. Apnar teaching style onek valo legeche. Ami shikhchi apnar video dekhe.

  • @tarekazizneta
    @tarekazizneta 8 місяців тому +2

    যাবতীয় প্রশংসা ও গুনগান বিশ্ব জগতের পালনকর্তা প্রভুর জন্য ❤❤

  • @TechnicalAzad
    @TechnicalAzad Рік тому +3

    অসাধারণ ভাই !!!!!!!!! আনেক অনেক শুভ কামনা। যাযাকাল্লাহ

  • @MdSannyAhmad-q8i
    @MdSannyAhmad-q8i Рік тому +1

    আলহামদুলিল্লাহ্ স‍্যার আপনার ভিডিও দেখে অনেক কিছু শিকতে পারি

  • @RakibHossen-m5k
    @RakibHossen-m5k 2 місяці тому +1

    Onk sundor lagse video dake

  • @KanijSuborna-fx7cm
    @KanijSuborna-fx7cm 7 місяців тому +2

    মাশাআল্লাহ অনেক কিছু শিখলাম আপনার থেকে

  • @sohanurrahmansohan5284
    @sohanurrahmansohan5284 Рік тому +3

    আজ থেকে আমিও শুরু করলাম ভাইয়া আপনার ভিডিওর সাথে

  • @kazisakib8296
    @kazisakib8296 Рік тому +2

    আজকে থেকে,ওয়ার্ড এর টিউটোরিয়াল দেখা শুরু করলাম।

  • @jahudulislam-cy3wq
    @jahudulislam-cy3wq 2 роки тому +2

    onek beshi shundor hoise

  • @tanjinaaktar1146
    @tanjinaaktar1146 Рік тому +2

    Hajar koti dhonnobad sir

  • @susantamondal8129
    @susantamondal8129 3 роки тому +3

    Khub valo laglo apnar poribeshon

  • @mdhafiz6509
    @mdhafiz6509 Місяць тому +2

    জাযাকাল্লাহ

  • @mehzabinislam8879
    @mehzabinislam8879 2 роки тому +2

    khub sundoe vabe bujhiyecen. thank you.

  • @JANNATUL.STUDIO
    @JANNATUL.STUDIO Рік тому +2

    Sir আপনার ক্লাস গুলো আমার খুব ভালো লাগে। আমি খুব সহজ ভাবে বুজতে পারি।

  • @SaymaAkhter-rh2ie
    @SaymaAkhter-rh2ie 8 місяців тому +2

    khub sundor kore bujan sir thx apnke onk

  • @MasudRana-lf9kq
    @MasudRana-lf9kq 4 місяці тому +2

    বিনা পয়সায় শিক্ষা দেন আপনি,, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন,,,

  • @OmanWadi-c3c
    @OmanWadi-c3c 9 місяців тому +2

    খুব খুশি হলাম

  • @farjanaakterevaeva3408
    @farjanaakterevaeva3408 3 місяці тому

    অনেক উপকৃত হচছি❤আলহামদুলিললাহ

  • @alamin-lb5ow
    @alamin-lb5ow 3 роки тому +2

    Sondhor hoyse vdio ta

  • @AhmedEmad-x5j
    @AhmedEmad-x5j 8 місяців тому +2

    অশেষ ধন্যবাদ স্যার।

  • @irismailraz4264
    @irismailraz4264 11 днів тому +1

    Alhamdulillah vai khup e vlo vaba shiklam

  • @minatidas4472
    @minatidas4472 Рік тому +3

    শেখানোটা অসাধারন।sir Ms Word র সব courseটা শিখতে চাই।🙏

  • @MdMostakimMiaMostakimMia
    @MdMostakimMiaMostakimMia Рік тому +2

    ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই আপনাকে

  • @mdyousufali1538
    @mdyousufali1538 Рік тому +3

    Sir exceptional.

  • @jahidhassan8499
    @jahidhassan8499 Рік тому +2

    Ser i learn every day your computer course

  • @CHINMOYDHAR22
    @CHINMOYDHAR22 3 роки тому +3

    apnakeee onk onk dhonnodad bhaia onk kichu shikte perechi

  • @আল্লাহরগোলাম-ঢ১ম

    মাশাআল্লাহ অসাধারণ

  • @golamrabbi8749
    @golamrabbi8749 3 роки тому +2

    VAY ONEK VALO

  • @mddmrazibull8307
    @mddmrazibull8307 Рік тому +2

    ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤

  • @msfatama3865
    @msfatama3865 Рік тому +2

    অনেক উপকা হলো,,,ধন্যবাদ

  • @fazlarabby8742
    @fazlarabby8742 2 роки тому +2

    ভাই অসাধারণ হয়েছে অনেক ইনফরমেশন জানতে পেরেছি ভাই

  • @abumusa2759
    @abumusa2759 3 роки тому +1

    Onekkkkk valo apnar vidio gula allah apnake jaza dan korun best of luck

  • @MashudMulla
    @MashudMulla Рік тому +3

    অনেক সুন্দর উপস্থাপনা

  • @jerinjoya3051
    @jerinjoya3051 7 місяців тому +5

    ইংরেজি টাইপিং বাংলা টাইপিং শিখে এখন MSWord শেখা শুরু করলাম আজ থেকে

  • @sharifulislam6623
    @sharifulislam6623 3 місяці тому +1

    অসাধরণ❤❤

  • @farukislamfarabi4908
    @farukislamfarabi4908 2 роки тому +2

    Again, I have come here and ready to practice everyday. I hope I'll be able to finish this Microsoft Office Word Tutorial within 20 of this month. I wish a very good luck to me. Thanks.

  • @LRLimonofficial
    @LRLimonofficial Рік тому +2

    অনেক ভালো লাগলো ক্লাসটা করে 😍

  • @ebrahimkholil4777
    @ebrahimkholil4777 Рік тому +2

    Insallah ❤❤

  • @mdnahidislam4142
    @mdnahidislam4142 Рік тому +2

    মাশাল্লাহ খুবি ভালো লাগলো

  • @sahidpervin5832
    @sahidpervin5832 3 роки тому +2

    Go ahead. We are with you. Thanks

  • @Nadiaskitchenvlog
    @Nadiaskitchenvlog Рік тому +2

    Apnr bujano onk sundor... Sir 🥰

  • @ABC-pg6hq
    @ABC-pg6hq Рік тому +2

    অসাধারণ বেসিক ক্লাস

  • @MrsJesmin-m4t
    @MrsJesmin-m4t 12 днів тому +1

    Bhai apni genius ❤