“আস-সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ” বলতে পারাটাও কি কম স্বস্তিদায়ক?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • মদিনা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে একটা সবুজ গম্বুজের ছবি, যার ঠিক নিচেই শুয়ে আছেন সর্বশ্রেষ্ঠ মানবসন্তান, সর্বশেষ রাসুল, উত্তম চরিত্রের সর্বোত্তম আদর্শ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)| মদিনার সঙ্গে প্রতিটি মুসলিমেরই আছে নাড়ির টান, আবেগের সম্পর্ক। আর তেমনটি হবে নাই বা কেন? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিজের চোখে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন সেই রাস্তা দিয়ে হাঁটতে পারাটাও কি কম সৌভাগ্যের? তিনি যেখানে নামায আদায় করতেন, ঠিক সেখানেই বা তার আশেপাশে নামায আদায় করতে পারাটাও কি কম আবেগের? তাঁর জীবদ্দশায় তাঁকে সামনাসামনি সালাম দিতে পারিনি, তাঁর হাতে হাত মেলাতে পারিনি, কিন্তু ঠিক যে জায়গা থেকে এই নশ্বর দুনিয়ার বাঁধন ছিন্ন করে তিনি তাঁর “রফিকুল-আ’লা” আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে চলে গেলেন, যেখানে তাঁর পবিত্র দেহ শুয়ে আছে, একেবারে তাঁর সামনে দাঁড়িয়ে তাঁকে “আস-সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ” বলতে পারাটাও কি কম স্বস্তিদায়ক?
    Sound: aljilaniproduction

КОМЕНТАРІ •