SSC Verdict, Recruitment Scam: চাকরি হারিয়ে প্রশ্ন চাকরিহারার, একে-অপরকে দোষারোপ বাম-তৃণমূল-বিজেপির

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • SSC Verdict on Recruitment Scam: SSC মামলায় যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়েই প্রবল ধোঁয়াশা! আত্মপক্ষ সমর্থনে 'তালিকা-সাফাই' SSC-র, বিজেপিকে দুষলেন শিক্ষামন্ত্রী। সরকার-কমিশনের দায়, বলছে বিরোধীরা। '৬ বছর চাকরি করলাম। এখন প্যানেল বাতিল, এর দায়ভার কার', TV9 বাংলার স্টুডিয়োয় প্রশ্ন চাকরিহারার।
    #SSCRecruitment | #SSCVerdict | #SSC | #RecruitmentScam
    TV9 Network, the number one news network in India, proudly announces its digital offering in Bengali, tv9bangla.com. Associated Broadcasting Co. Pvt Ltd (TV9) believes in producing reliable and relevant contents for the audience of Bengal, which is intellectually progressive and is proud of its rich culture and language. From creating insightful, un-biased and comprehensive news stories to sports, entertainment and feature stories, tv9bangla.com aims at adding value to the thought process of its global Bengali audience.
    Website: www.tv9bangla.com/
    TOP Headlines | Breaking News | Trending On UA-cam | National News | World News | Sports News | Entertainment News | Business News | Technology News| | Science News | Health News
    #BanglaNews | #BanglaNewsLive | #BreakingNews
    TV9 Network, the number one news network in India, proudly announces its digital offerings in Bengali. Stay tuned and follow us.
    TV9 বাংলা: tv9bangla.com/
    Follow Us On Whatsapp: shorturl.at/rDGK9
    Follow Us On Facebook: / tv9banglalive
    Follow Us On Instagram: / tv9_bangla
    Follow Us On Twitter: / tv9_bangla
    Subscribe Us On UA-cam: bit.ly/34uWUvN
    #tv9banglalive | #breakingnews | #banglanews

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @koushikdeb3112
    @koushikdeb3112 Місяць тому +141

    এরপর চোররাও বলবে,আমি এতো কষ্ট করে চুরি করলাম , আমারও স্ত্রী পুত্র পরিবার আছে , এবার ধরা পরে গেছি , সমস্ত মাল ফেরত দিতে হবে , আমি বাঁচব কি করে ???

    • @supriyabiswas8844
      @supriyabiswas8844 Місяць тому +9

      Correct

    • @snehasis3733
      @snehasis3733 Місяць тому +6

      👌👌👌👌👌

    • @bappasarkar7563
      @bappasarkar7563 Місяць тому

      Ekdom thik bolechhen kintu koshto kore churi korlo churi kora taka gulo ED uddhar o korlo kintu ED r uddhar kora taka gulo ED kothai joma korlo ami to thik bujhte parchhi na 🤔🤔🤔🤔🤔

    • @iammadrista8986
      @iammadrista8986 Місяць тому +4

      😂😂😂😂😂

    • @parrotdas678
      @parrotdas678 Місяць тому +3

      Your words are very worthy and appreciated

  • @ituahanachatterjee1260
    @ituahanachatterjee1260 Місяць тому +29

    Court দেখেছে সব অযোগ্য। কারো যোগ্যতার কোন গ্যারান্টি নেই। সেজন্য প্যানেল ধরে বাতিল হয়েছে। সঠিক সিদ্ধান্ত। সরকার দায় নিক

  • @dhananjoymahata947
    @dhananjoymahata947 Місяць тому +7

    ২৩ লক্ষ পরীক্ষার্থীর আগে Marks প্রকাশ করুন তারপর যোগ্য এবং অযোগ্য বিচার করবেন। ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে Written Test এর Marks এখন ও জানতে পারলো না কেন?

  • @shyamnath496
    @shyamnath496 Місяць тому +31

    ভুয়ো দের লিস্ট যদি দিয়ে থাকে, that time, then তাদের কে চাকরি থেকে সরানো হইনি কেনো ।

  • @indiansoldier.....7992
    @indiansoldier.....7992 Місяць тому +125

    এখন ২৩ লক্ষের মধ্যে যোগ্য অযোগ্য খোজা অনেকটা খড়ের গাদায় শূচ খোজার মত। OMR শুধু নয় মৌখিক পরীক্ষার নম্বরে ও গরমিল।

    • @chandanroul8196
      @chandanroul8196 Місяць тому

      ইন্টারভিউ নেওয়ার সময় এরা পেন্সিলের নাম্বার বসে ছিল পরে সেটাকে মুছে দিয়ে নাম্বার বাড়িয়ে কালি পেনে লিখেছে । রন্ধ্রে রন্ধ্রে এরা দুর্নীতি করেছে। নতুন পরীক্ষা নিতে হবে নাহলে কেস করা উচিত

    • @tanmoymondal5721
      @tanmoymondal5721 Місяць тому

      Sab Kota faltu..o.r seat public korlai sab berobe...

    • @rajibgiri-jk9cc
      @rajibgiri-jk9cc Місяць тому

      Sathik balechen

    • @somnathghosal6954
      @somnathghosal6954 Місяць тому

      OMR taa jaali.

    • @journeywithchandan
      @journeywithchandan Місяць тому

      23 lokko porikkhatthir modhhey jara written e valo no peyeo viva te call paini othocho written e kom peyeo no bariye vivate call peye chakri korchilo tara ki joggo?

  • @tanmoybasak3410
    @tanmoybasak3410 Місяць тому +13

    রাজনৈতিক ব্যক্তিত্বদের সভায় ডেকে অরাজনৈতিক মতামত আশা করা যায় না। এটা অনেকটা ড্রেন থেকে পরিষ্কার জল খোঁজার চেষ্টা।

  • @sirshendudas6143
    @sirshendudas6143 Місяць тому +12

    অযোগ্য চেয়ারম্যান, এঁকে অবিলম্বে অভিযুক্ত করা দরকার।

    • @supendranathroy5103
      @supendranathroy5103 Місяць тому

      হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করা হোক।
      প্রয়োজনে থার্ড ডিগ্রি।

    • @niranjanmahata4792
      @niranjanmahata4792 Місяць тому

      ভাই সে তো নিজের মর্জিতে এই দুর্নীতি করে নি। হেড কমান্ডারের নির্দেশে করেছে। সেই একমাত্র দায়ী বললে কোথাও একটা ভূল হয়ে যাচ্ছে।

    • @RamdasHalder-sk8ks
      @RamdasHalder-sk8ks Місяць тому

      ​@@supendranathroy5103àa!a!!a!a!aaa!a!a!aaA!!!!!aa!aa!aaaaaaaaa!!!!!!!aa!!!!!!!!!!!°!!aaaaàaaaaaaaaaa❤paapp😊

    • @sspal8885
      @sspal8885 Місяць тому

      Anake darle sab beriye jabe ke jogya ar ke ajogya

  • @pods7731
    @pods7731 Місяць тому +60

    SSC যদি জানতো অযোগ্য কে , তাদের বরখাস্ত করে নি কেন ?

  • @debasishghosh8041
    @debasishghosh8041 Місяць тому +34

    মুখের কথায় কতজন যোগ্য, অযোগ্য বলে দিলেই তো হল না , স্ংখ্যা টা তো সাপ্রেসড্ তথ্য হতে পারে প্রামাণ্য নথি কোথায়?

    • @journeywithchandan
      @journeywithchandan Місяць тому

      right. 23 lokko porikkhatthir modhhey jara written e valo no peyeo viva te call paini othocho written e kom peyeo no bariye vivate call peye chakri korchilo tara ki joggo?

  • @tusharkantiroy1800
    @tusharkantiroy1800 Місяць тому +4

    অযোগ্যদর চাকরি যারা চাকরি দিয়েছ বা দিতে সাহায্য করেছে তাদের কঠিন শাস্তি উচিত।।

  • @JC-yg8hz
    @JC-yg8hz Місяць тому +10

    19 হাজার সবাই নিরপরাধ !!! তালিকা ক্রম নীচু থেকে উপরে এসেছে। 23লাখের মধ্যে কে খুঁজবে, কোথায় খুঁজবে? OMR নেই। যোগ্য একথা মন্ত্রী কি ভাবে জানলেন ? কোর্টে বলেন নি কেন? অযোগ্য ধরা পড়ল কোন তথ্যের ডকুমেন্ট থেকে ? সবটাই ত্রুটিপূর্ন তালিকা।

  • @akpatowary5721
    @akpatowary5721 Місяць тому +66

    যারা ৪ বছর ধরে রাস্তায় বসে আছে তাদের কথা ভাবুন -
    কোনো তালিকা দেওয়া হয় নি ওনি টোটালি মিথ্যা কথা বলছেন!

    • @tanmoyerchannel4017
      @tanmoyerchannel4017 Місяць тому

      Omr sheet to tader o ney

    • @niranjanmahata4792
      @niranjanmahata4792 Місяць тому +1

      আপাদমস্তক অসত, লোভি, হিংস্র মানুষকে আমরা নির্বাচিত করে ভুল, ও পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত আমদের এবং আমাদের প্রজন্মকে করতেই হবে।

  • @abhijitchakraborti6776
    @abhijitchakraborti6776 Місяць тому +25

    তাহলে ঐ পাঁচ হাজার কে পেলেন কি করে? ঐ পাঁচ হাজারেও যে কোনো যোগ্যের নাম ঢুকিয়ে দেওয়া হয় নি, অযোগ্য কে রক্ষা করতে (কারন অনুমেয়) তার গ্যারান্টি ও তো ঐ চ্যেয়ারম্যান দিতে পারেন?

    • @yeslamrajdeep5234
      @yeslamrajdeep5234 Місяць тому

      ওই পাঁচ হাজার টাকা দিতে পারেনি হয়ত। তাই পরিকল্পিতভাবে ওদের অযোগ্য তালিকায় ফেলছে আর ১৯০০০ এর থেকে টাকা নিয়েছে বলে যোগ্য বানানোর তালে আছে।

  • @subodhchandrachoudhury1749
    @subodhchandrachoudhury1749 Місяць тому +69

    অযোগ্য সরকারের অপসারন চায়।

  • @swapanmondal1488
    @swapanmondal1488 Місяць тому +6

    এইসবের জন্য সম্পূর্ণ দায়ী সরকার

  • @MichaelNaskar-hf5cl
    @MichaelNaskar-hf5cl Місяць тому +5

    যোগ্য চাকরি প্রার্থীদের কাছে সপক্ষে কী কী প্রামান্য নথীপত্র আছে। আদালতে যান এবং অধিকার দাবি করুন। টিভি চ্যনেলে বা রাজনৈতিক নেতাদের সহায্য নিয়ে পরিনাম ভয়ংকর। আমি একজন টারমিনেটেড শিক্ষক। মেরুদন্ড বিক্রি করে নয় আইনি লড়াইয়ের পরে জায়গা ফিরে পেয়েছি। কারও দয়ায় নয়।

  • @arunavachakrabarty6063
    @arunavachakrabarty6063 Місяць тому +123

    দয়া করে তৃণমূলের এইসব মানুষকে কেন আনেন!

    • @joydevchatterjee8564
      @joydevchatterjee8564 Місяць тому +9

      Ei Malta , nirlajja behaya kankata chamramota choti chata.

    • @allhabombmarnewala
      @allhabombmarnewala Місяць тому

      Tahole kake tanbe bohiragoto sarakar ke chotichata
      Tolamuler mul chire nebo sathe Choti chatader o😂😂😂

    • @sspal8885
      @sspal8885 Місяць тому

      Ki karbe ader kichu karrar nei sabae ke e arakam kare diyeche jadi bachte chan palte din palte din

  • @sabastindrozario2754
    @sabastindrozario2754 Місяць тому +30

    এবিপি আনন্দ এর সাংবাদিক যে প্রশ্নগুলো এসএসসি চেয়ারম্যানকে করেছিল সেটা দেখান পরিষ্কার হয়ে যাবে সেটা একবার ব্রাত্য বসু কে দেখান

  • @dibakarroy5667
    @dibakarroy5667 Місяць тому +3

    সূজয বাবুর OMR টি দেখানো হোক সংবাদ মাধ্যমে ,যোগ্য তো?

  • @tapashdey126
    @tapashdey126 Місяць тому +8

    আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমান করে দেও।
    ভয় কিসের

  • @sajalsharma8552
    @sajalsharma8552 Місяць тому +28

    কোট যখন যোগ্য প্রার্থীদের ওএমআর শিট চেয়েছিল তখন সরকার দেয়নি তখন যোগ্যতা প্রার্থীরা সরকারের বিরুদ্ধে কেন প্রতিবাদ করল না সেই জন্য যোগ্য প্রার্থীদের আজকে এরকম ফল ভুগতে হচ্ছে

    • @masudsekh5555
      @masudsekh5555 Місяць тому +1

      তখন এই যোগ্য প্রার্থীদের ভয় ছিলো যদি ওই অযোগ্য লিষ্টে দের নাম চলে আসে । আর এখন যোগ্য বলে আন্দোলন করলে হবে ।

    • @iammadrista8986
      @iammadrista8986 Місяць тому

      Sobai nijer ta age bojhe,

    • @pomdas5614
      @pomdas5614 Місяць тому +3

      প্রতিবাদ করলেই বা কে শোনে কার কথা! অনেকেই তো আন্দোলন করছে বহুদিন থেকে কিছু হয়েছে কি?

  • @debasishghosh8041
    @debasishghosh8041 Місяць тому +28

    এই জমানায় যোগ্য হলে ও বিনা পয়সায় একশো টাকার মাইনের চাকরি ও পাওয়া যায় না, সেই সূত্রে ভাবলে 100শতাংশ অযোগ্য

    • @rumachakraborty9069
      @rumachakraborty9069 Місяць тому +1

      কি বলছেন এসব। পড়াশোনা জানলে চাকরির অভাব নেই বর্তমান ভারতে ।এক্সাম ও কাউকে দিতে হয় না। অনলাইনে চাকরি হচ্ছে ।আমার কাজের মেয়ে উচ্চমাধ্যমিক পাশ আজ 20,000 টাকার চাকরি করে।

    • @dipakkumarmondol7906
      @dipakkumarmondol7906 Місяць тому

      ❤❤❤❤

    • @geniusinvestors1
      @geniusinvestors1 Місяць тому +1

      ​@@rumachakraborty9069 😂😂😂😂

    • @souravbhattacharrjee3782
      @souravbhattacharrjee3782 Місяць тому

      APNI HOLEN EKTA SATTI KARER AJOGGYO JOGGYOTAHIN MAL

    • @snehasis3733
      @snehasis3733 Місяць тому

      ​@rumachakraborআমার একটা ব্যবস্থা করে দিন দাদা.... 🤔🤔🤔

  • @mr.madhumondal7140
    @mr.madhumondal7140 Місяць тому +6

    এই কান্ড সঙ্গে যত গুলো যোগা যোগ আছে অবিলম্বে গ্রেফতার করা উচিত। খমার অজগ্য। ফাঁসি দেয়াউচিত।

  • @TAURUSMONDAL-ws5wd
    @TAURUSMONDAL-ws5wd Місяць тому +2

    যত জন আবেদন করেছিলেন তত জনই তো যোজ্য!
    সরকার তবে সব applicants দের কে চাকরি দিক।

  • @Rituparna686
    @Rituparna686 Місяць тому +22

    যোগ্য .. অযোগ্য.. মিলে মিশে এক হয়ে গেছে...🙄

  • @anandamitra9492
    @anandamitra9492 Місяць тому +9

    যারা যোগ্য যোগ্য বলছেন তারা আর এক বার পরীক্ষায় বসুন না,, সারাজীবন ছাত্র ছাত্রীদের অনেক পরীক্ষাতো নেবেন,, নিজেরা না হয় আর একবার যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসলেন। অসুবিধার কি আছে!

  • @samareshdasadhikari3346
    @samareshdasadhikari3346 Місяць тому +4

    একজন ও যোগ্য ব্যক্তিকে চাকরি দেয়নি কমিশন।যদি থাকতো তাহলে কমিশন কোটে জানাতো। চেয়ারম্যান আজকে যে তালিকার কথা বলছে সেটা সিবিআই বলছে। কিন্তু কমিশন যানে একজন ওযোগ্য নয়।

  • @purbashachatterjee9042
    @purbashachatterjee9042 Місяць тому +33

    এই অযোগ্য গুলো হলো কেনো? তাহলে শিক্ষামন্ত্রী স্বীকার করছেন, দুর্নীতি হয়েছে

  • @sonunayek1745
    @sonunayek1745 Місяць тому +29

    আবার ঢপ !! এত মিথ্যে কথা ভাই এরা বলে কি করে !!!!

    • @niranjanmahata4792
      @niranjanmahata4792 Місяць тому

      আমাদের মতো উজবুক ভোটারদের সাপোর্টে।

  • @gamingaura1442
    @gamingaura1442 Місяць тому +2

    এই অযোগ্যদের চাকরিটা কে দিল এবং এতদিন ফাঁস করেননি কেন আমি একজন সাধারন নাগরিক হয়ে এদের শাস্তি চাইছি কঠোরতম শাস্তি

  • @sudarshanmaiti4568
    @sudarshanmaiti4568 Місяць тому +4

    যোগ্য এবং অযোগ্য র বিচার হবে কিভাবে ?

  • @pradipsingha113
    @pradipsingha113 Місяць тому +11

    মাননীয় অশিক্ষা মন্ত্রী 26 হাজারের মধ্যে সাড়ে 5 হাজার অযোগ্য শিক্ষক হলে তা মোট বাতিলের 2% হয় কী করে ????কোন ইস্কুল থেকে পড়াশোনা করেছেন আপনি ????

  • @PankajkumarPaul-dl9ni
    @PankajkumarPaul-dl9ni Місяць тому +10

    যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কারুর নেতাদের বানানো অযোগ্য তালিকায় তাদের নাম নেই। এটাই কোর্ট ধরে ফেলেছে। 😅

  • @swattikdibakar-ur2zd
    @swattikdibakar-ur2zd Місяць тому +3

    The qualified candidate should ask the government.

  • @ShibaMali-jg6ve
    @ShibaMali-jg6ve Місяць тому +5

    30% omr এর মধ্যে 5000 জন অপরাধী teacher.100% omr দেখালে সংখ্যাট কত হত?

  • @dipankarpandey4069
    @dipankarpandey4069 Місяць тому +53

    যে মাণুষ কেবলমাত্র সাইকেল চালাতে পারে, তাকে যদি এরোপ্লেন চালাতে দেওয়া হয়, তবে কি হতে পারে? বাংলার সর্বক্ষেত্রে ঠিক তাই হচ্ছে ।

    • @atikrahmanbapon6678
      @atikrahmanbapon6678 Місяць тому

      সোনাগাছীর মালকে নবান্নে পাঠালে যা হওয়ার সেটাই হচ্ছে

    • @indian744
      @indian744 Місяць тому

      Tahole ki class 4 pass bangla chalabe

    • @bhudevgaming2485
      @bhudevgaming2485 Місяць тому

    • @sspal8885
      @sspal8885 Місяць тому +1

      Darun Darun Darun Excemple

    • @sspal8885
      @sspal8885 Місяць тому

      Habe na keno Khali taka Khali taka

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Місяць тому +14

    এক জন ই বা অযোগ্য কি করে চাকরি পায়? আগে তো এমন টা হয়নি। এই সরকারের ক্ষেত্রে এই অনাচার হয় কি করে? কোন বুদ্ধিতে, কার বুদ্ধিতে এই আচার হলো? কে যেন মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছিলেন তৃণমূল করলেই চাকরি, কি ভাবে হবে, কবে হবে বলবো না। সেটা কি ভুলে গেছেন?

  • @hasimuddinshaikh6323
    @hasimuddinshaikh6323 15 днів тому +1

    সঠিক সিদ্ধান্ত দিয়েছে আদালত। Welcome

  • @user-nw8rf6hy3m
    @user-nw8rf6hy3m Місяць тому +2

    Baishwanar babu যে কলেজ থেকেlaw স্নাতক ডিগ্রি পেয়েছেন সেই কলেজ বন্ধ করে দেওয়া উচিত.

  • @saktipadadas2881
    @saktipadadas2881 Місяць тому +12

    সমস্ত টিচাররা এসএসসি অফিসে যাক অফিসের স্টাফ কে ধরে পেদাগোগ কেন এই কাজটা তোমরা করেছিলে।

  • @sanatroy750
    @sanatroy750 Місяць тому +7

    গোটা প্যানেলটাই তো দুই নম্বর তা হলে যোগ্য অযোগ্য বিচার হবে কি করে

  • @biswajitadhikary1101
    @biswajitadhikary1101 Місяць тому +2

    OMR Published করুক।

  • @sumonbonik9488
    @sumonbonik9488 Місяць тому +78

    তার মানে ১৯০০০ মধ্যেও গাবলা রয়ে গেল

    • @nanditamondal5937
      @nanditamondal5937 Місяць тому +3

      রয়ে গেল না প্রায় 10000 এর বেশি তো ঐখানেই আছে

    • @chamelipauldhar8041
      @chamelipauldhar8041 Місяць тому

      Oi jonnyoi to ssc eta ichhe kore krchhe . Ekhono eder ash meteni. Sada khatar chakri gulo to 19000 ei ache .

    • @nilayanmondal413
      @nilayanmondal413 Місяць тому

      Thik

    • @journeywithchandan
      @journeywithchandan Місяць тому

      23 lokko porikkhatthir modhhey jara written e valo no peyeo viva te call paini othocho written e kom peyeo no bariye vivate call peye chakri korchilo tara ki joggo?

  • @prolaykumarsantra8527
    @prolaykumarsantra8527 Місяць тому +35

    শিক্ষক, গ্রুপ বি,সি নিয়োগ টাও মনে করেছিল পঞ্চায়েত ভোটের মতো করবে গায়ের জোরে।

  • @ArtstricksbyUttam-qe8qv
    @ArtstricksbyUttam-qe8qv Місяць тому +1

    সকলেরই পরিবার আছে, যারা মুল্যায়ন ঠিক না হবার জন্য বাদ পড়ল, exm না দিয়ে বয়স চলে গেল, তাদের দায় কে নেবে? সবাই যেন সুবিচার পায়।

  • @user-nh7nt6mf9z
    @user-nh7nt6mf9z Місяць тому +2

    এখন সব মিডিয়া চাকরি চাকরি নিয়ে বলছে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমার বাড়ি কোচবিহার আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে গ্যাস্ট্রোলজিস্ট বিভাগের কোন ডাক্তার নেই, ইউরোলজিস্ট হাতে গোনা দুই থেকে তিনজন চিকিৎসক, নিউরোসার্জন হাতেগোনা দু থেকে একজন এভাবে হাতে গোনা চিকিৎসক দিয়ে কি সঠিক পরিষেবা পাবে মানুষ কোচবিহার মেডিকেল কলেজের অবস্থা তো আরো খারাপ

  • @parrotdas678
    @parrotdas678 Місяць тому +24

    তাহলে যোগ্যরা তালিকা নিয়ে ডিভিশন বেঞ্চে হাইকোর্টে এসে দেখা করেনি কেন ? যোগ্যদের যদি এতই মনোবল তাহলে কেন তারা এসে দেখা করেনি? তার কারন যোগযরাও টাকা দিয়েছিল??????

  • @kanchansen7462
    @kanchansen7462 Місяць тому +14

    কিসের ভিত্তিতে শিক্ষা মন্ত্রী % হিসাব করলেন?

  • @tapashdey126
    @tapashdey126 Місяць тому +2

    আমি মহামান্য আদালতের কাছে একটাই কথা বলবো যে দোতারা যেনো কঠিন থেকে কঠিনতমো শাস্তি পায়।

  • @user-uo3nw9xi6x
    @user-uo3nw9xi6x Місяць тому +103

    আরে তৃণমূলী , তোরা তৃণমূলী না তৃণভোজী !

    • @aritri2015
      @aritri2015 Місяць тому +4

      Era Tola Muli

    • @skhyder6577
      @skhyder6577 Місяць тому

      Mone hoy 15 lack paychis

    • @paritoshmallick2958
      @paritoshmallick2958 Місяць тому +4

      ঠিক, এরা তৃনভূজ এবং এদের কথাবার্তা কর্মকান্ডে সেটাই প্রমানিত। এদের পাপের সাজা একমাত্র তৃনভূজি পশুর বলি।

    • @user-uo3nw9xi6x
      @user-uo3nw9xi6x Місяць тому

      @@skhyder6577 তুই তো কানে কম শুনছ আর শুনলেও কম বুঝ!

    • @RajuRoy-of1xe
      @RajuRoy-of1xe Місяць тому

      ​@@skhyder6577তাইবলে তু্ই চাকরি চুরি কইরা নিবি,,,,, আমাদের চাকরি।

  • @amalendudas8032
    @amalendudas8032 Місяць тому +1

    কিন্তু কোর্ট বলেছে ssc board কোনো তালিকা দেয়নি।

  • @dipankarpandey4069
    @dipankarpandey4069 Місяць тому +11

    অভিনয় করতে শিক্ষগত যোগ্যতার দরকার হয় না। কিন্তু দীর্ঘদিন অভিনয় করার পরে , শিক্ষাগতযোগ্যতা না থাকলেও রাজনীতিতে ঢুকে পড়ে ।

  • @swapankumardas3225
    @swapankumardas3225 Місяць тому +8

    এই তালিকায় ওয়ার্ক এডুকেশন শিক্ষক দের লিস্ট নাই । ব্রাত্য বাবু যাদের অযোগ্য বলছেন ,তাদের কিসের ভিত্তিতে অযোগ্য বলছেন ? এরা চাকরি পেলেন কি করে, ব্রাত্য বাবু ও বৈশ্বানর বাবু বলুন ।

    • @yeslamrajdeep5234
      @yeslamrajdeep5234 Місяць тому

      Work education এ সবথেকে বেশি টাকার খেলা হয়েছে। সিবিআই জেনেও চেপে যাচ্ছে কারণ কোর্ট বলেনি। বৃহত্তর স্বার্থে ওটাও তদন্ত করা হোক। একটি বিশেষ সাবজেক্টে সব চোর সাধু হয়ে গেল?

  • @nitaiguha5403
    @nitaiguha5403 Місяць тому

    যোগ্য ব্যক্তিদের চাকরি অবশ্যই দেওয়া উচিত।

  • @ashisgoswami4206
    @ashisgoswami4206 Місяць тому +8

    Fully responsible WB government.

  • @susantaghosh8879
    @susantaghosh8879 Місяць тому +7

    এই রকম অপরাধ করে ছাড়া পেয়ে গেলে , তাহলে ভাবতে হবে ভবিষ্যতে কি ধরণের অপরাধ ঘটবে।

  • @prakitirupohar3441
    @prakitirupohar3441 Місяць тому +2

    ভালো ও মন্দ বিষয়ে বিচার করার ক্ষমতা মহামান্য আদালতের ।
    ভালো ও মন্দ ভাগ করার ক্ষমতাও মহামান্য আদালতের।

  • @milankumarchattopadhyay3344
    @milankumarchattopadhyay3344 Місяць тому +2

    চাকরি ফেরত দিতে হবে যোগ্যদের। কিন্তু অপরাধ যারা করল তাদের কঠোর শাস্তি হোক।

  • @AmalDas-hr8cn
    @AmalDas-hr8cn Місяць тому +8

    তথ্য ভাই পড়ালেখা নেই তুই পয়সা দিবি কেন জমি জায়গা বেচে

  • @asitsarkar910
    @asitsarkar910 Місяць тому +3

    আমি 3 টা চাকুরি তে পাস করে ছিলাম, 1 Excise police,2, food si,3 , PSC Clark shift, টাকা দিতে পারি নি চাকরি হয় নি,।

    • @asitsarkar910
      @asitsarkar910 Місяць тому

      একদম ঠিক বলেছেন, চোর ra এই রকম কথা বলে, মানুষ কে উপদেশ দেই

  • @alokekumarghosal4726
    @alokekumarghosal4726 Місяць тому +1

    অযোগ্য জেনে ও তাদের বরখাস্ত করেননি কেন?

  • @oasisstudycentrepgd9875
    @oasisstudycentrepgd9875 Місяць тому +2

    যোগ্য অযোগ্য বলছেন কেন? বলুন যোগ্য এবং অপরাধী।

  • @rahulpramanik6087
    @rahulpramanik6087 Місяць тому +8

    SMS এর মাধ্যমে যারা পাশ করেছে

  • @RajRoy-hc8iv
    @RajRoy-hc8iv Місяць тому +13

    Nutun kore parikhkha hok.sab panel bad jak.no vote to tmc

  • @bhabeshchandramanna5562
    @bhabeshchandramanna5562 Місяць тому +1

    25000 অযোগ্য, আবার যোগ্যতার প্রমাণ করে দিতে হবে, না হলে তোমারা সব অযোগ্য। টাকা দিয়ে চাকরি।

  • @paribeshparishad2873
    @paribeshparishad2873 Місяць тому +7

    তোমাদের কান্না ওদের কানে পৌঁছবে না।

  • @Ang-Bang-Cang
    @Ang-Bang-Cang Місяць тому +4

    অনারেব্যাল অর্থ কী? কথায় কথায় অনারেব্যাল, মাই লর্ড, মাননীয়, ইত্যাদি তেলানো/ফুলানো ভনিতা করা হবে, আবার তাদের বিরুদ্ধে যা-ই-চ-ছে-তা-ই বলাও চলবে-এটা কী ধরণের ভাষা রীতি?

  • @bholanathrakshit4645
    @bholanathrakshit4645 Місяць тому +1

    অযোগ্য কারা??যারা চাকরি দিয়েছে তারা না যারা চাকরি হারিয়েছে তারা!

  • @sentumandal2559
    @sentumandal2559 Місяць тому

    যারা নিজেদের যোগ্য বলে দাবি/চোখের জল ফেলেছে
    তারা কি আদেও যোগ্য!

  • @paribeshparishad2873
    @paribeshparishad2873 Місяць тому +4

    ভাগ ভাগ

  • @legendkhansir209
    @legendkhansir209 Місяць тому +4

    Panel ghete gho hoa geche..k joggo r k ojoggo bola muskil...

  • @proudsm735
    @proudsm735 Місяць тому +1

    যেখানে OMR নষ্ট করে দিয়েছে সেখানে কি ভাবে চিহ্নিত করলো কে যোগ্য আর কে অযোগ্য।

  • @nanditaray182
    @nanditaray182 Місяць тому +1

    এই রাজনীতির লোকদের বাদ দিয়ে শিক্ষাবিদ, আইনজ্ঞদের ডাকুন যাতে একটা সমস্যা সমাধানের পথ পাওয়া যায়।

  • @kishorekarmakar7079
    @kishorekarmakar7079 Місяць тому +4

    God is good 🙏🙏

  • @shambhudas7425
    @shambhudas7425 Місяць тому +1

    এস এস সি এখন বলছেন আমরা অযোগ্যদের তালিকা কোর্ট কে দিয়ছিলাম, তাহলে পুরো প‍্যানেল বাতিল কেন হলো। তাহলে প্রথমে যখন হাইকোর্ট অযোগ‍্যদের চাকরি বাতিল করেছিল, সেই রায় মেনে না নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেন? সেই রায় মেনে নিলে তো আজ এই পরিনতি হতো না। এখন নাটক করছেন?

  • @sabastindrozario2754
    @sabastindrozario2754 Місяць тому +3

    এই আইনজীবী কে বলুন হাই কোর্টে কেস টা কে করেছিল

    • @MTfilings
      @MTfilings Місяць тому

      তোর বাবা

  • @user-vq1zr6xu6r
    @user-vq1zr6xu6r Місяць тому +3

    যারা রাস্তায় ও ঘরের কোনে বসে আছেন তাদের কথা

  • @user-pj2sb2hw6x
    @user-pj2sb2hw6x 15 днів тому +1

    Please arrest SSC chairman as soon as possible.
    I think that, he has available OMRC with him.

  • @AsutoshPatra-mt9fk
    @AsutoshPatra-mt9fk Місяць тому +1

    পর্ষদ ও কালীঘাট ঘেরাও করুন

  • @akashroy4467
    @akashroy4467 Місяць тому +3

    SSC r kotha shunun.. Ojogyo der list dyeachlo.. Court Jogyooder ooo list chyeachlo.. tader list SSC deyee ni..oOjogyoo toh alrady prooved CBI report eyee eseche.. se list ta toh nah dyea upayee neyee.. Kintu problem holo jiogyo der list SSC deyee ni..

  • @hanifMiya-pd7rx
    @hanifMiya-pd7rx Місяць тому +3

    SSC office tule deowa uchit.

    • @niranjanmahata4792
      @niranjanmahata4792 Місяць тому

      মাথার পাকা চুল তোলার মতো হবে।

  • @bappabasak2433
    @bappabasak2433 Місяць тому

    হাই কোর্ট যদি সমস্ত প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে তবে যে সব নেতা এবং আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের মন্ত্রিত্ব এবং চাকরি বাতিল কেনো করা হবে না?
    আমার মনে হয় বিষয়টি সকলের ভাবা উচিত।

  • @parthasingha9826
    @parthasingha9826 Місяць тому

    অযোগ্যদের চাকরি যাক। কিন্তু যোগ্যদের কেনো চাকরি যাবে? যোগ্যরা কি দোষ করেছে? যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

  • @sudipdas8553
    @sudipdas8553 Місяць тому +1

    যারা যোগ্য আদালতে প্রমান করুক!

  • @user-ip3jh1tw6i
    @user-ip3jh1tw6i Місяць тому +2

    ওরা রাগাসরকার বলুক

  • @bhaskarsaha1731
    @bhaskarsaha1731 Місяць тому +1

    যারা টাকার মূল্যে চাকরি করে দিয়েছি তাদের শাস্তি কবে হবে?

  • @bdey6385
    @bdey6385 Місяць тому +1

    OMR কেন জমা করলনা।দায় সম্পূর্ন সরকারের এবং SSCর।

  • @namitaghoshmahala5943
    @namitaghoshmahala5943 Місяць тому +1

    হাজারে হাজারে অযোগ্য প্রার্থী একটা প্যানেল এ।তারপরেও নিজেদের স্বপক্ষে কথা বলছে এই নির্লজ্জ গুলো।ছিঃ ছিঃ ছিঃ

  • @gopalmukherjee3808
    @gopalmukherjee3808 Місяць тому +1

    This SSC chairman should called by CBI

  • @subhass5307
    @subhass5307 Місяць тому +1

    2016 প্যানেলে কেউ যোগ্য নয় সবগুলোই অযোগ্য। সকলেই সুপারিশে জোরে চাকরি পেয়েছে বা ওএমআর গন্ডগোল করে চাকরি করেছে

  • @aharshidebnath
    @aharshidebnath Місяць тому

    সে তো বুঝলাম কিন্তু omr শিট গুলো কোথায় গেলো। সার্ভারেও নেই কেন?

  • @haralalchakraborty2501
    @haralalchakraborty2501 Місяць тому +1

    দায় সম্পূর্ন সরকারের এবং SSCর।

  • @bharaterbarta9110
    @bharaterbarta9110 Місяць тому +1

    আগে যোগ্য প্রমাণ করুক এস এস সি।

  • @tusharkantiroy1800
    @tusharkantiroy1800 Місяць тому

    অযোগ্য বাছলে হবেনা,যোগ্যদের বাছাই করতে হবে।

  • @timirmahato2429
    @timirmahato2429 Місяць тому +1

    পুরো প্যানেল বাতিল 100% সঠিক সিদ্ধান্ত

  • @sunilkumarghosh6837
    @sunilkumarghosh6837 Місяць тому +1

    সমস্ত দায় সরকারের, সেজন্য চাকরি প্রার্থীদের উচিত নবান্ন ঘেরাও করা । আজ সরকার পক্ষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে । আমরা পাশে আছি , আগে দুর্নীতি না করলে , পাশে ,সামনে , পিছনে কোথাও থাকার দরকার হতো না ।

  • @palashpramanick343
    @palashpramanick343 Місяць тому +1

    যোগ্য দের বলতে চায়..বিচারক রায় ঘোষণা সব দিক ভেবে দিয়েছেন তাই চিন্তা করবেন না ❤🎉

  • @supriyasardar614
    @supriyasardar614 Місяць тому +1

    সিপিম এর আমলে ও হয়ে ছে। তখন ফোন ছিল না বলে ধারা যাই নি। তখন কার গুলোও একটু খুঁটিয়ে দেখা উচিৎ। শুধু ২০১৬সালের এসএসসি ফাঁস বে কেন।

  • @prakashmandal723
    @prakashmandal723 Місяць тому +1

    যদি আপনাদের তথ্য সঠিক ছিল তবে আদালতে চ্যালেঞ্জ করেননি কেন?

  • @avijitdebray600
    @avijitdebray600 Місяць тому +1

    Education system is passing through very critical juncture.