Custody of Minor Child after Divorce in Muslim family law | তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Custody of Minor Child after Divorce in Muslim family law | তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে
    তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে | Custody of Minor Child in Muslim Law | সন্তানের অভিভাবকত্ব
    সন্তানের জিম্মাদার কে হবেন | who will get the child custody after divorce | Custody of Minor child under Family laws in Bangladesh |#childcustody #sublimelegal
    _______________________________________________________________
    সাধারনত শিশু সন্তানের ত্বত্তাবধান, অভিভাবকত্ব ও ভরনপোষণের বিষয়গুলি ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স ১৯৮৫ এবং গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট ১৮৯০ দ্বারা নিয়ন্ত্রিত হয়। গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট ১৮৯০ হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য।
    মুসলিম শরীয়া আইন অনুযায়ী পিতা হল সন্তান ও সন্তানের সম্পত্তির প্রকৃত এবং আইনগত আইনগত অভিভাবক। মা একটা নিদৃষ্ট সময় পর্যন্ত তার সন্তানের টেক-কেয়ার করার বা জিম্মাদার হিসাবে দেখাশোনা করার অধিকারী, কিন্তু কখনোই আইনগত অভিভাবক না।
    স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে বা ডিভোর্স হয়ে গেলে পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ অনুযায়ী ছেলেসন্তানের ক্ষেত্রে ৭ বছর আর মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। তবে আবু বকর সিদ্দিকী বনাম এসএমএ বকর ৩৮ (DLR) মামলার মাধ্যমে একটি নীতি প্রতিষ্ঠিত হয়েছে যে, আদালত মনে করলে এই সময় পার হওয়ার পরেও সন্তান মায়ের হেফাজতে রাখার অনুমতি দিতে পারেন। আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে, সন্তান মায়ের হেফাজতে থাকলে তার শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিক হবে, তার কল্যাণ হবে এবং স্বার্থরক্ষা হবে-সেক্ষেত্রে আদালত মাকে ওই বয়সের পরও সন্তানের জিম্মাদার নিয়োগ করতে পারেন।
    এইসময়ের মধ্যে যদি জোর করে অন্যকেউ মায়ের হেফাজত থেকে সন্তান নিয়ে যায়,এমনকি তার পিতাও, তাহলে তার বিরুদ্ধে অপহরণ মামলা করা যাবে। আয়েশা খানম বনাম মেজর সাব্বির আহমেদ, 46 DLR, মামলার মাধ্যমে এই নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে।
    যখন কোন পারিবারিক আদালতের সামনে প্রশ্ন আসে যে সন্তানের ত্বত্তাবধানের দায়িত্ব বা অধিকার কে পাবে তখন আদালত নিম্নোক্ত বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকেন-
    শিশুটির বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষা ও কার ত্বত্তাবধান শিশুটির জন্য অধিক কল্যাণকর, ত্বত্তাবধায়কের ক্ষমতা, পিতা -মাতার ইচ্ছা (যদি পিতা মাতা মৃত হয় এবং বিবেচনার জন্য যথেষ্ট বয়স হয় তাহলে) শিশুটির ইচ্ছা) ইত্যাদি ।
    Credit: some parts of this video scripts has taken from an article of Law Park Blog.
    _______________________________
    Social Links
    Website bit.ly/2ZA7Vtv
    Facebook Page bit.ly/2owol6l
    Twitter / sublimelegal
    Email: contact.sublimelegal@gmail.com
    ---------------------------------------------------------------
    Other videos of Sublime Legal
    -------------------------------------------------------------------
    1. আয়কর কি, কারা আয়কর দিবেন, কত টাকা আয়কর দিতে হয় • Income tax basics | আয়...
    2. পুরাতন মোটর সাইকেল বা গাড়ি ক্রয়-বিক্রয়ের আইনগত পদ্ধতি • পুরাতন মোটর সাইকেল বা ...
    3. বিদেশ থেকে আসার সময় কি কি আনা যাবে | যাত্রী ব্যাগেজ আমদানি বিধিমালা • Baggage rules 2016 Ban...
    4. বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিষোধ করার প্রক্রিয়া | How to Pay electricity bill through bkash
    • বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল...
    5. আন্তর্জাতিক সমুদ্র আইনের প্রাথমিক ধারণা • Law of the Sea | আন্তর...
    6. VAT Consultant | ভ্যাট কনসালটেন্ট || মূসক পরমর্শক || VAT Advisor | হিসাবে লাইসেন্স পাওয়ার নিয়ম • VAT Consultant | ভ্যাট...
    7. বাংলাদেশে প্রচলিত সকল প্রকার দলিল সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন
    • বাংলাদেশে প্রচলিত সকল ...
    8. Hindu law of inheritance | হিন্দু উত্তরাধিকার আইন | দায়ভাগ মতবাদে সম্পত্তি বন্টনের নিয়ম
    • Hindu law of inheritan...
    9. বিশেষ বিবাহ আইন | ভিন্ন ধর্মে বিয়ে করার নিয়ম || বিদেশী নাগরিক বিয়ে করার নিয়ম
    • Special Marriage Act |...
    10. শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তির উত্তরাধিকার হিসাবের নিয়ম | • শুধুমাত্র মেয়ে থাকলে স...
    11. ট্রানজিশনাল জাস্টিস এক ভিন্ন ধরনের বিচার ব্যবস্থা, বিস্তারিত আলোচনা
    • Transitional Justice |...
    12. এই চ্যানেলের অন্যান্ন সকল ভিডিও bit.ly/2DG5hHH
    _____________________________________
    ** COPYRIGHT WARNING **
    This content is Copyright to sublimelegalbd.com. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    © All rights reserved by Sublime Legal. If you wish to share this video, please make sure you embed the link and share the original source

КОМЕНТАРІ • 17

  • @ইসলামীজীবন-ঝ২ঢ

    স্যার আমার ছোট ভাইয়ের তালাক হয়েছে একটি ছেলে আছে , ছেলে মায়ের কাছে থাকে কাছে থাকে , এখন ছেলে কে আমাদের পরিবারের কাছে দেখা করতে দেয়না এবং আমরা ফোন করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এখন আমাদের সন্তান সেখানে থাকা নিরাপদ মনে করিনা আর আর্থিক অবস্থা ও ভালো না ওই মেয়েদের, এখন আমরা কি ভাবে আমাদের সন্তান আমরা ফিরে পেতে পারি আর ওই মেয়েদের পরিবার ও ভালো না আমাদের সন্তান ওখানে থাকলে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে আমরা সেই আসংখ্য করছি ,আর আমাদের পরিবার আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা অনেক ভালো এবং আমাদের সন্তান আমাদের কাছে থাকলে আমরা ওর উন্নত স্কুলে এবং উন্নত পরিবেশে রাখতে পারবো ইনশাআল্লাহ, আমাদের সন্তান কি ভাবে পেতে পারি দয়া করে জানাবেন , সন্তানের বয়স ৪বছর চলে

  • @sheetnibaronybedding4843
    @sheetnibaronybedding4843 3 роки тому +1

    স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হলে মা যদি ৬ মাসের শিশু (মেয়ে) যদি মা রাখতে না চায় সেই ক্ষেত্রে পিতা কি করতে পারেন। কারণ পিতার পক্ষে সন্তানকে দেখাশুনা করা সম্ভব নয়

  • @sanzidasworld9701
    @sanzidasworld9701 3 роки тому

    Baiyya divorce r por mayer Jodi biye hoye jay tkn ki bacca ma r kace thakte parbe..karon 7 years porjonto to mayer kace thakbo plz reply..ata onkk urgent jante hobe plz

  • @raselsheikh5389
    @raselsheikh5389 3 роки тому

    স্যার, সন্তান ৩-৪ বছর যখন বয়স, তখন থেকেই তার বাবার কাছেই , এখন পর্যন্ত আছে, কিন্তু সন্তানের বাবা মায়ের দুজনেরই বিচ্ছেদ, সন্তান ছোট থাকতেই, এখন সন্তানের বাবা ও বিয়ে করেছে এবং তার মা ও বিয়ে করেছে, কিন্তু সন্তানের সাথে তার মায়ের যোগাযোগ আছে ফোনের মাধ্যমে, সন্তানের এখন বয়স ১৭ বছর, এখন সে আর তার বাবার কাছে থাকতে রাজি নয়, কারন সৎ মা জ্বালা যন্ত্রণা করে, এখন সে তার মায়ের কাছে চলে আসতে চায়, এখন সে কী আসতে পারবে?

  • @juytajuy4754
    @juytajuy4754 Рік тому

    আমার মেয়র বয়স ৫ বছর মেয়ে আমার কাছেই থাকে বাবা যখন ইচ্ছে নিয়ে তার কাছে রাখে আবার দিয়ে যায় কিন্তু কোন ভরন পোষন দেন না, এখন মা ২য় বিয়ে করলে বাবা তার মেয়েকে নিয়ে তার কাছে রেখে দেন তাহলে কি মা মামলা করতে পারবে,

  • @gulammuktadir999
    @gulammuktadir999 2 роки тому

    স‌্যার আমার ছে‌লে সন্তা‌নের বয়স ৯ বছর এবং মে‌য়ের বয়স ১৩ এখন মেয়ে ও ছে‌লে বাবার কা‌ছে থাক‌তে চায় কিন্তু মে‌য়ে চাই‌লে আস‌তে পার‌বে কি?

  • @raseluddin6462
    @raseluddin6462 3 роки тому

    আাসসালামুআলাই কুম আমার বৌ এর দেনমোহন টাকা আমি পরিশোদ করেছি এবং আমাদের একটা মেয়ে আছে ৩.৫ বছর বয়স।আমি প্রতি মাসে মেয়ে খরচ পরিশোধ করছি।এখন প্রায় দুই বছর হয়েছে সে ও বিয়ে করে নি আমি ও বিয়ে করি নি।এখন স্যমসা হল আমার সাথে মেয়ের সাথে যোগাযোগে মেয়ে মা বিভিন্ন ভাবে বাধা দিচ্চে।বিভিন্ন অজুহাত দিয়ে মেয়ে আমার সাথে দেখা করতে দেয় না।যখন আমি তার দেনমোহনের টাকা পরিশোদ করেছিলাম সে ৩০০ টাকা stam সই দিয়েছে যে মেয়ে কে আমার সাথে যোগাযোগে কোন বাধা দিবে না।এরপর আমি একটা উকিলনটিশ পাঠাছি তারপর সে আমার মেয়ে সাথে যোগাযোগের সহযোগীতা করে না।এখন আমি কি ভাবে মামলা করবো দয়া করে একটু পরামর্শ দিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব

    • @SublimeLegalBD
      @SublimeLegalBD  3 роки тому

      আমাকে এখানে ফেসবুকে একটা মেসেজ দিতে পারেন- facebook.com/almmamun/

  • @jerinislam5785
    @jerinislam5785 3 роки тому

    ভাইয়া আমার একটা মেয়ে আছে ৪ বছরের। আমার সামী বিদেশে আছে সাড়ে ৩ বছর। আমার শশুর শাশুরি আমাকে দেখতপ পারে না তাই আমি চলে আসছি বাবার বাড়ি। এখন আমার সামী বলতাছে আমি যেন ডিভোর্স দেই আর মেয়ে কে দিয়ে আসি। আমি ডিভোর্স দিব। কিন্তু মেয়েকে আমি আমার কাছে রাখতে চাই। আমার সামী যদি জোর করে মেয়েকে নিয়ে যায় আমি কি করতে পারি দয়া করে বলবেন। প্লিজ প্লিজ।

    • @SublimeLegalBD
      @SublimeLegalBD  3 роки тому

      আদালতে মামলা করতে পারেন।

  • @msjarin7646
    @msjarin7646 3 роки тому

    ভাইয়া আমি পেইসবুকে মেসেজ দিচি,কষ্টকরে দেখবেন।

  • @sultanatasmin6968
    @sultanatasmin6968 3 роки тому

    সাত বছর পর জদি ছেলে সন্তান বাবার কাছে না জেতে চাই তাহলে কি হবে? একটু বলবেন প্লিজ?

    • @SublimeLegalBD
      @SublimeLegalBD  3 роки тому

      মায়ের কাছে থাকবে

  • @rashed6352
    @rashed6352 3 роки тому

    গর্ভবতি অবস্থায় তালাক দিলে করনিয় কি হবে ভাই

    • @SublimeLegalBD
      @SublimeLegalBD  3 роки тому +1

      গর্ভাবস্থায় তালাক দিলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। এ ক্ষেত্রে ৯০ দিন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্যে যেদিনটি পরে হবে সেদিন থেকে তালাক কার্যকর হবে৷
      অর্থাৎ স্ত্রী গর্ভবতী হলে, সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। তবে মনে রাখতে হবে এই ৯০ দিন পর্যন্ত স্ত্রী পূর্ণ ভরণপোষণ পেতে আইনত হকদার। তালাকের পর সন্তান মায়ের কাছে থাকবে। এ ক্ষেত্রে ছেলে সন্তান ৭ বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়ঃসদ্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে৷ তবে তাদের ভরণপোষণের দায়িত্ব বাবা বহন করবে৷

  • @nilaksh7388
    @nilaksh7388 3 роки тому

    হিন্দুদের তালাক হয় না আলাদা থাকতে চাইলে উকিল নোটিশ পাঠানো যাবে