বনমালি গো তুমি পরজনমে হইয়ো রাধা। Bonomali go । কৌশিক অধিকারী। রাধা কৃষ্ণের বিরহ সঙ্গীত। PS Music

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • রাধা কৃষ্ণের বিরহ সঙ্গীত
    বনমালি গো তুমি পরজনমে হইয়ো রাধা
    Bonomali go tumi porojonome hoiyo radha
    পদকর্তাঃ রাধারমণ দত্ত / দীন শরৎ
    শিল্পীঃ কৌশিক অধিকারী
    PS Music Station
    বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা দীন শরৎ রচিত একটি জনপ্রিয় ভক্তিগীতি মূলক বাংলা সঙ্গীত। অনেকের মতে এটি রাধারমণ দত্ত রচনা করেছে। গানটির নির্মাণ কাল অজানা।
    রাধা নিজের যাতনা কৃষ্ণকে অনুভব করানোর ইচ্ছের কথা প্রতিবিম্বিত হয়েছে বৈঞ্চব বাউল ও সাধক কবি রাধারমণ দত্ত দ্বারা রচিত এই ভক্তিগীতিতে। একথা বলা হয় যে সাহিত্যিক ও ধামালি গানের প্রবর্তক রাধারমণ দত্ত কৃষ্ণ বিরহের আকুতি ও না-পাওয়ার যন্ত্রনার কারণে সাধকে পরিণত হয়েছিলেন। তিনি কয়েক হাজার গান রচনা করেছিলেন, যার মধ্যে সেই বিরহ-বেদনা ফুটে উঠেছে বারংবার। নিজের হৃদয়ে যে ব্যাথা তিনি অনুভব করতেন, তার সাহায্যেই যেন তিনি রাধিকার মনের বেদনাকে তুলে ধরতে সক্ষম হতেন নিজের গানের মধ্যে। তেমনই একটি গান - "বনমালী গো"। এই গানে রাধা নিজে আগামী জন্মে কৃষ্ণরূপ ধারণের ইচ্ছে প্রকাশ করেছেন এবং চেয়েছেন যেন কৃষ্ণ রাধিকার জীবন পান। অভিমানী রাধারানী মনে করেছেন যে এইভাবেই হয়তো কৃষ্ণ অনুভব করতে পারবেন রাধার মনের বেদনা ও নারীজীবনের কলঙ্ক।
    ধামাইল গান
    bonomali tumi
    bonomali tumi Jayati chakraborty
    bonomali
    folk lok
    folk lok Kaushik Adhikar
    Dhamail Song
    bonomali tumi poro jonome hoyo radha bangla song
    bonomali tumi poro jonome hoyo radha bangla song jayati
    bonomali tumi poro jonome hoyo radha baul gaan
    Bonomali folk sangeet
    Bonomali song

КОМЕНТАРІ •