Darjeeling Tour Guide in Bengali Part - 1 | দার্জিলিং ভ্রমণ পর্ব - ১

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 48

  • @Vrammoman
    @Vrammoman  Рік тому

    Next Part (Darjeeling Tourist Places) পাবলিক বাস, শেয়ার গাড়ি এবং পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ:
    ua-cam.com/video/e128A9rHcMY/v-deo.html
    পরের পর্বে আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের জনপ্রিয় Tourist Places গুলি কিভাবে আমরা পাবলিক বাস, শেয়ার গাড়ি এবং অধিকাংশ টাই পায়ে হেঁটে ঘুরে দেখবো। অনুরোধ রইলো এই ভিডিওটির মতন পরের পর্ব টিও শেষ অব্দি দেখার।

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Рік тому +2

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️ সাবস্ক্রাইব করে নিলাম 👍
    (Pranab Traveller's)

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      অসংখ্য ধন্যবাদ দাদা। 👍🙏♥️

  • @mohdazaharuddin4136
    @mohdazaharuddin4136 Рік тому +1

    Bahot hi achha vlog

  • @imande6378
    @imande6378 Рік тому +1

    খুব সুন্দর উপস্থাপনা

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      ধন্যবাদ। 🙏ভালো থাকবেন।

  • @payelmotilal3236
    @payelmotilal3236 Рік тому

    খুব ভালো লাগলো, সাউন্ড টা জোরে হলে ভালো হতো

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      আমি যখন এডিট করি তখন ঠিকই শোনায় তবে ইউটিউবে আপলোড করার পরে সাউন্ড টা কমে যায়। জানিনা কেনো এমন টা হয়। তবে চেষ্টা করবো ইস্যু টা শর্ট আউট করে শুধরে নেওয়ার। ধন্যবাদ। ভালো থাকবেন।🙏

  • @bikashsingha1670
    @bikashsingha1670 Рік тому +1

    Khub sundor lagche

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      ধন্যবাদ। দাদা। ভাল থাকবেন।🙏

    • @micheldas5440
      @micheldas5440 Рік тому +1

      Dada puro video kothai

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому +1

      এই শনি বার ইচ্ছে আছে বাকি টা আপলোড করার। আসলে দাদা খুব বড় ভিডিও হয়ে গেলে মানুষ অপছন্দ করছে। তাই এই ভাবে পার্ট ওয়াইজ দেওয়া দাদা। পরের ভিডিও টায় দেখতে পাবেন দার্জিলিংয়ের টুরিস্ট স্পট গুলি কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট এবং পায়ে হেঁটে ঘুরে দেখবেন। আর 3 টে দিনের অপেক্ষা। কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ বাকি রয়েছে তাছাড়া দাদা। তাই অনুরোধ রইলো সাথে থাকার।

  • @abhijitsingha8152
    @abhijitsingha8152 Рік тому +1

    Dada khub valo video hoyeche.. Next video opekhai thaklam

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য। নিশ্চই খুব তারাতারি পরের পর্ব আপলোড করে দেবো। ভাল থাকবেন। ♥️🙏

  • @bhaskarbanerjee2498
    @bhaskarbanerjee2498 Рік тому +1

    দারুন, খুব সুন্দর। আমার যেটা সবচেয়ে ভালো লাগে আপনাদের ভিডিওতে কম খরচের মধ্যে একটা জায়গায় সুন্দরভাবে ভ্রমণ করা এবং ট্যুরের সমস্ত খরচের বিবরণ যথাসাধ্য বর্ণনা করা। কারন টাকা-পয়সাটা কিন্তু একটা ট্যুরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন।

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому +2

      ধন্যবাদ দাদা যথাসাধ্য চেষ্টা করি যাবতীয় খুঁটিনাটি তুলে ধরার। বাকি আপনারা পাশে আছেন। কিছু জিনিস যুক্ত করতে হলে ভিডিওতে আপনারা তা কমেন্টে জানাবেন যেভাবে জানিয়ে এসেছেন। সেগুলো অবশ্যই আগামী দিনে যুক্ত করবো এবং ভিডিওর মান ইমপ্রুভ হবে। আপনিও ভালো থাকবেন দাদা। ♥️🙏

  • @samirpal3575
    @samirpal3575 Рік тому +1

    Dada AGODA app theke je hotel ta book korechen oii hotel er link ta paoya jabe plz tahole anek help hoto .... Amader plan ache may month a jaoyar but vlo hotel pachi na

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      হ্যাঁ। দাদা নিশ্চই পাওয়া যাবে। তবে আমরা বুক করেছিলাম জানুয়ারি মাসে। হোটেল জানেনই তো সিজন অনুযায়ী দর বাড়ে কমে। এখন কি দাম হবে জানিনা। নিচে লিংকটি দেওয়া রইল।
      www.agoda.com/sl/f603a2d67ea

    • @moudas7248
      @moudas7248 Рік тому +1

      Samir pal amrao jabo husband r wife vlo lok chaichi jodi ak Sathya jawa jai traval cost kom hobe ti

    • @samirpal3575
      @samirpal3575 Рік тому

      Ami and Amar wife jabo plan korechi jodi apnara jete chan ak sathe tahole oii number a ph ba WhatsApp korte paren ota amar number

  • @sukantaghosh8928
    @sukantaghosh8928 Рік тому +1

    Next part gulo taratari upload karo please

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому +1

      হ্যাঁ। দাদা। খুব ইচ্ছে আছে শনিবার আপলোড করে দেবো। ভাল থাকবেন।♥️🙏

    • @sukantaghosh8928
      @sukantaghosh8928 Рік тому +1

      দাদা কখন আপলোড হবে?অপেক্ষা করতে পারছি না

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      IPL এর কোলকাতার ম্যাচ টা দেখতে গিয়ে আজ আর আপলোড করা হলো না। কোলকাতাও হেরে গেলো বৃষ্টির জন্য😥। কাল সকালে দিয়ে দেবো দাদা।

    • @sukantaghosh8928
      @sukantaghosh8928 Рік тому +1

      ঠিক আছে পরের ম্যাচগুলো জিতবো😊 হার জিত তো থেকেই থাকে তাও বৃষ্টি না হলে শেষ পর্যন্ত লড়াই জারি থাকতো💜💜💜।
      শুভঃ রাত্রি।

  • @tinkughosh9377
    @tinkughosh9377 Рік тому +1

    Ami ei hotel ta book krte chai but apner screen e deya no e cl krachilm rate 3k blche ami online e j book krbo oikhne 700 er moto dekhache but ota non refund Amonut ota ki sothik dekhacche plz guied

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому +2

      দিদি আমার সাথেও সেম হয়েছিল। চুপচাপ অনলাইনে বুক করে নিন। তারপরে ভিডিওতে দেওয়া নম্বর টাতে ফোন করে জিজ্ঞেস করুন বুকিং কনফার্ম কিনা? যদি না বলে Agoda তে কন্টাক্ট করুন এবং বলুন হোটেলিয়ার চেক ইন ডেনাই করে দেবে বলছে। তারপর ওরা কথা বলে ব্যবস্থা করে দেবে। প্রসেস টা একটু ঘোরালো হলেই অনেক কম খরচে খুব ভালো একটা হোটেল পেয়ে যাবেন। আমি এই ভাবেই পেয়েছি।😆

    • @tinkughosh9377
      @tinkughosh9377 Рік тому +1

      Ok thnq

  • @techzone953
    @techzone953 Рік тому +1

    Sourav Da, boraborer moto aro ekta sundar video..☺☺

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। ভাল থাকবেন।♥️🙏

  • @everythingsvideoofrupu5361
    @everythingsvideoofrupu5361 Рік тому +1

    792 taka potijoner ..r khaba chara?

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      না। না। প্রতিজনের নয়। দুজনের প্রতিদিনের রুম ভারা ছিল 792/- টাকা। আমরা মোট 3 দিন ছিলাম তাতে আমাদের মোট লেগেছিল 2376/- টাকা হোটেল ভারা। এটা হোম স্টে নয় হোটেল ছিল। এইখানে রুম হিসেবে ভাড়া দেয় তবে তার সাথে ব্রেকফাস্ট টা ফ্রী ছিল তার মধ্যে দুজনেরই প্রতিদিন। এটা একটা সুপার ডিল পেয়েছিলাম Agoda অ্যাপ থেকে বুক করে।

    • @everythingsvideoofrupu5361
      @everythingsvideoofrupu5361 Рік тому +1

      @@Vrammoman ok r akta jinis akhane 2 joner jaygay 3 jon thkte parbena

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      হ্যাঁ। পারবে তার জন্য এক্সট্রা ম্যাট্রেস অ্যারেঞ্জ করে দেবে হোটেল থেকে সেই এক্সট্রা ম্যাট্রেস টা পেতে নিচে শুতে হতে পারে একজন কে। তার জন্য পার ডে 300/- টাকা এক্সট্রা দিতে হয়। বেস্ট হয় আপনি হোটেলে ফোন করে আগে থেকেই এগুলো আলোচনা করে তবে যান। হোটেলের ফোন নম্বর ভিডিওতে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। তবে হোটেল টি সরাসরি বুক না করে Agoda কিংবা Goibibo অ্যাপ দিয়েই বুক করা ভালো। এতে অনেক সস্তা ডিল পাওয়া যায়। তাছাড়া বুক করার সময় আপনি একটি রুমে 3 পারসন সিলেক্টও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো ট্রিপল বেড রুম কিংবা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে ডবল বেডরুম কোনো একটা দিতে পারে এবং আগে থেকে সিলেক্ট করে রাখলে কোনো এক্সট্রা টাকাও লাগে না দিতে হোটেলে গিয়ে।

  • @akhilroy1383
    @akhilroy1383 Рік тому +1

    First viewers dada ❤️

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      অসংখ্য ধন্যবাদ। এই ভাবে কিছু মানুষ চ্যানেল টাকে সাপোর্ট করে বলেই ভিডিও বানিয়ে যাই। ভাল থাকবেন দাদা।♥️🙏

  • @trishasikdar3766
    @trishasikdar3766 Рік тому +1

    Apnara kobe gechilen? Kon somoy e? Please reply sir🙏

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому +1

      এই বছর জানুয়ারি মাসের ২৫ থেকে ২৮ তারিখ অব্দি দার্জিলিংয়ে ছিলাম। স্যার ট্যার না বলে বাংলায় দাদা কিংবা ভাই বলে সম্বোধন করলে বেশি খুশি হব। ভাল থাকবেন। 🙏

    • @trishasikdar3766
      @trishasikdar3766 Рік тому +1

      @@Vrammoman ok, thank you dada

  • @Starariyan
    @Starariyan Рік тому +2

    Hotel ta gangtok ar 😅😅

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      না। দাদা। ওদের হোটেলের বিজনেস। পটোলা গ্রুপের গ্যাংটকেই দুই খানা হোটেল রয়েছে তেমনই দার্জিলিংয়েও রয়েছে দাদা।

  • @md.kamruzzaman9365
    @md.kamruzzaman9365 Рік тому +1

    বাংলাদেশীরা ট্রেনের টিকেট কাটবে কিভাবে?

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      হ্যাঁ। নিশ্চই পারবে দাদা। তার জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে IRCTC অ্যাপটি ডাউনলোড করতে হবে প্রথমে। তারপর নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিষ্টার করতে হবে। এরপর বাংলাদেশী দের ক্ষেত্রে হয়তো একটা চার্জ নেওয়া হয় ১০০-২০০/- টাকা হবে। খুব বেশি নয়। সেটা দেওয়ার পড়ে আপনি নিজের টিকিট নিজেই কাটতে পারবেন দাদা।

    • @md.kamruzzaman9365
      @md.kamruzzaman9365 Рік тому +1

      ১০০ টাকা। এটা বাংলাদেশ থেকে পরিশোধ করবো কিভাবে?

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      ভিসা কিংবা মাস্টার ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড যেকোনো পেমেন্ট অপশন দিয়েই পেমেন্ট করতে পারবেন IRCTC অ্যাপে। তবে বিকাশ রয়েছে কিনা পেমেন্ট মাধ্যমে তা সঠিক জানা নেই।

    • @md.kamruzzaman9365
      @md.kamruzzaman9365 Рік тому +1

      ইন্ডিয়া থেকে কেউ কাটলে কি ফরেন ক্যাটাগরিতে কাটতে হবে?

    • @Vrammoman
      @Vrammoman  Рік тому

      হ্যাঁ। দাদা। ন্যাশনালিটি সিলেক্ট করার অপশনে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে এবং সম্ভবত পাসপোর্ট নম্বরও দিতে হবে।