বিভিন্ন প্রকার কোম্পানির ধরণ ও গঠন

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2021
  • কোম্পানি কি?
    বাণিজ্যিক উদ্দেশ্যে গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা। এ ধরনের সত্তার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা ।
    কোম্পানি কয় ধরনের?
    বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী তিন ধরনের কোম্পানি নিবন্ধন দেওয়া হয়
    ১.প্রাইভেট কোম্পানি
    ২.পাবলিক কোম্পানি
    ৩. বিদেশি কোম্পানি
    প্রাইভেট কোম্পানি কি?
    প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম শেয়ারহোল্ডার থাকতে হয় দুইজন। আর সর্বোচ্চ শেয়ার হতে পারে 50 জন ।এর বেশি শেয়ার হোল্ডার নিতে হলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হয়।
    পাবলিক লিমিটেড কোম্পানি কি?
    পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সাতজন শেয়ারহোল্ডার থাকতে হয়। কিন্তু শেয়ার হোল্ডার এর সর্বোচ্চ কোন সংখ্যা থাকে না। অর্থাৎ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন নিয়ে যেকোনো সংখ্যক শেয়ার ইস্যু করা যায়।
    প্রাইভেট ও পাবলিক কোম্পানির মধ্যে যেসব বিষয় মিল রয়েছে
    ১। এই দুই ধরনের কোম্পানির ক্ষেত্রেই যে যতটুকু শেয়ার বহন করবে ততটুকুই লভ্যাংশ শেয়ারের আনুপাতিক হারে পাবে ।
    ২।প্রত্যেকে শেয়ারহোল্ডারের শেয়ারের সংখ্যা অনুযায়ী কোম্পানির দায় দায়িত্ব বর্তাবে ।
    ৩।ক্ষতি বা লোকশানের ক্ষেত্রে প্রত্যেকেরই তার শেয়ার অনুপাতে তা বহন করতে হবে। কাউকে একক ভাবে তা বহন করতে হবে না।

КОМЕНТАРІ • 12