তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় 🥰 স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয় 😔
গানটা প্রথমবার শুনতে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝড়ে গেল। গানটার একদম ভিতরে ঢুকে গিয়েছিলাম। এটা কোন গান নয়, এটি একটি দুঃখী জীবনের চিত্র। ভাল থাকুক প্রথিবীর সকল ভাল মানুষগুলা।
১৭ বছর প্রবাস জীবন কাটিয়ছি স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সন্তানদের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি একমাত্র সংসারের সুখের আশায়।আজ যখন প্রবাস জীবনকে বিদায় দিয়েছি তখন থেকেই সবাই আমাকে ভুলতে শুরু করেছে, কষ্ট দিতে আরম্ভ করেছে অবিশ্বাস করতে শুরু করেছে সব শেষে সবাই আমাকে ছেড়ে চলে গেছে 😭😭😭।আমার জীবনটা এই গানের মতই।আল্লাহ্ ছাড়া কেউ আপন নাই।
আমার প্রিয় একটা গান ❤️🥀 আজ ১৮/১২/২০২২ ইং তারিখ। যখনই কেউ গানটা শুনতে এসে আমার কমেন্টে একটা লাইক দিবে তখনই আমি নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব গানটা। গানটা ২০৫০ সালের মানুষের জন্য থেকে যাক। যখন তারা ভালো কিছু না পেয়ে এই গান গুলো শুনতে আসবে 🙂🙂
এই গানের কথাগুলো সাথে আমার জীবনটা একেবারে মিলে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে আছে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা অনেক ভাগ্যবান। না থাকলো আত্মীয়-স্বজন । তাতে কি যায় আসে।
বাঙ্গালী হইলো হতাশাপ্রিয়, দুঃখপ্রিয়, বিরহপ্রিয় জাতি। তাই বাঙ্গালীরা দুঃখ, কষ্ট, বিরহ নিয়ে গল্প, উপন্যাস, গান, কবিতা বেশি রচনা করে। বাংলা সাহিত্যে যতটা দুঃখ, কষ্ট, বিরহ দেখা যায় অন্যান্য ভাষার সাহিত্যে এতটা দেখা যায় না। বাঙালির মন, মানসিকতার হঠাৎ বিশাল কোনো পরিবর্তন না আসলে আরো কয়েকশ বছর এধরণের দুঃখ, কষ্ট, বিরহের প্রতি ভালোবাসা থেকেই যাবে।
আপন মানুষ চিনা বড়ই দায়রে আপন মানুষ বুঝা বড়ই দায় চাইলে তারে যায় না ভুলা, বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপন মানুষ চিনা বড়ই দায়রে আপন মানুষ বুঝা বড়ই দায় বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটাইরে সে ঘরেরী দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথিক পথে ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধু বদলে যায় আপন মানুষ চিনা বড়ই দায়রে আপন মানুষ বুঝা বড়ই দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করবো না বারন মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবাই আমার চেনা কারনে অকারনে মানুষে সহজে বদলায় আপন মানুষ চিনা বড়ই দায়রে আপন মানুষ বুঝা বড়ই দায়
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
যদি আল্লাহ আপন হয় তাহলে তাকে বলো মন সঁপে দিতে নিজেকে তৈরি করেছি, তিনি যেনো বিরহে নিঃশেষ না করে দেয় আমায়। সুন্দর পৃথিবীকে হাসিমুখে বিদায় জানানোর জন্য এই হৃদয় তৈরি আছে শুধু তাকে বলো আমাকে যে মালিক সুন্দর করে সৃষ্টি করেছে তার বিরহ সহ্য করার শক্তি আমার নেই। তিনি আমার এত আপন তবে কেনো আমি কান্না করি কিন্তু তিনি জবাব দেন না। তার সাড়া পাওয়ার জন্য এ হৃদয় পাথর হয়ে গেছে মনের সে পাথর আগুন হয়ে জ্বলে আর চোখে সাগর আছে এজন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার কাছে জড়বস্তু মনে হবে, সব আকর্ষনীয় জিনিস তার আকর্ষণ হারাবে শুধু সৃষ্টিকর্তা পারেন আমাকে নতুন জনম দিতে তাকে বলো না। আর কত দূরে গেলে বিরহ আমাকে ছেড়ে যাবে, সময় সাক্ষী হয়ে আছে, তাকে ডেকেছি অনুভব করি তিনি আমার কথা শুনেছেন, কিন্তু অনুভব অনুভূতিকে জাগিয়ে দেয় এজন্য হৃদয় তোলপাড়, শুধু একবার বলো আল্লাহকে সে তোমায় ভালোবাসে, পৃথিবীর সব মহামূল্য জিনিসগুলোর মূল্য তার কাছে শূন্য ওই শ্রেষ্ঠ সত্তা ছাড়া, কতটা পথ কতটা প্রান্তর তাকে হাঁটতে হাঁটতে পাগলের মতো ডেকেছি, তার জন্য কত পাগলামি করেছি, তিনি কেনো তবুও দূরে থেকে আমাকে ভালোবাসেন, আমি তাঁর ছোয়া চাই, আল্লাহর কাছে অনেক কিছু শিখতে চাই, তাঁর মুখে আমার ভালোবাসার গল্প শুনতে চায়।
@@haimantidas6574 শুভকামনা বোন, ভুলে যাব কেনো এ জন্যই তো বেচে আছি, বাবা খুব ছোট থাকতে চিরতরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে অন্য জগতে, আর আছে শুধু মা এবং বোন তাদের জন্য নিজেকে কষ্টে ধরে রেখেছি, মায়ের মুখের দিকে থাকালে কষ্ট ভুলে যাই কিন্তু আমার মায়েরও একজন স্রষ্টা আছেন যিনি আমারও স্রষ্টা, তাকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা হ্যা ভালোবাসা শব্দটা শুধু সৃষ্টিকর্তার জন্য পৃথিবীর কারও জন্য নয়, মা বা বোন যারা আছে তাদের জন্য ভালোবাসা শব্দটা যায় না, কারণ ভালোবাসার যোগ্য একক সত্তাই অন্য কারও জন্য সেটা না, আর মা তো মা, তিনি আমার জন্ম দিয়েছেন। এই ধরায় ভালোবাসা বলে কিছু নেই যেটা আছে সেটা শুধু মায়া কারণ আমাদের সবার জীবনের সমাপ্তি আছে, আমার মা আমার মায়া। আপনি বলতে পারেন, মা তোমাকে ছোট থেকে কোলেপিঠে করে যে লালন পালন করেছে এটাকে কি বলবে, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে মায়ের ভিতরে রেখে দেয়া সেই মায়া যেটাকে ভালোবাসা বলে অনেকে, ভালোবাসার মানে আমি বুঝেছি যেটা আমার অস্তিত্ব বহন করছে ওটাই ভালোবাসা আর এই ভালোবাসা দেখা যায় না। ভালোবেসে দূরে যাওয়া, দূরে গিয়ে ভালোবাসা, দুটি হৃদয়কে দুঃখ দেয় আমি জানিনা তিনি আমাকে ওভাবে ফিল করেন কিনা যাকে আমি ভালোবাসি, পৃথিবী নামক ছোট গ্রহের উর্ধ্বে আমার ভালোবাসা আর সেটা একজনের জন্য, দ্বিতীয় জন সেটার যোগ্যই নয়, আমি পৃথিবীর সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, সবাইতো সৃষ্টি তাইনা, হ্যা আপন মনে করি সব মানুষকে কারণ এক ছাদের নিচে আপনি আমি আমাদের সবার বসবাস, ওই অন্তহীন আকাশটা আমাদের সবার ছাদ। আসলে প্রিয় বোন, কখনো সুখকে নিজের মতো করে পাওয়া যায় না, সুখেরও নিজের এক গল্প থাকে আর আমার গল্পটা একেবারে ভিন্নরকম, অবিবাহিত একটা শিক্ষার্থী কিন্তু আমার জীবন দর্শন অন্য সবার মতো না, নারীজাতি আমার কাছে অনেক সম্মানের, আমার মা আমার বোন যেমন পৃথিবীর সব ধর্মের নারীরাই এমন সহজ সরল, কিছু পুরুষদের কারণে অনেক নারী নষ্ট হয় সেই নারীরা খারাপ না কখনোই, তারা বাধ্য হয় কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে। আর আমার কথা আবারও যদি বলি, সুন্দর দিনগুলো জীবন মুছিয়ে দিয়ে একদিন ঠিকই কেড়ে নেয়, মায়াটাও অবশিষ্ট থাকে না, জীবনের সব দুঃখ এক করে, কোনদিন একসাথে বলা হয় না, জীবনেরও একটা গল্প থাকে, কাকে শোনাব আমার এই গল্প, একটা ডাইরিতে লিখে যাবো, জানি সেটা যথেষ্ট হবে না। সামনাসামনি বা নেটের মাধ্যমে যাদেরকে দেখি, সব সময় বলি সৃষ্টিকর্তা যারা জীবিত আছে তাদের সরল পথ দেখান এবং সুস্থ রাখুন আমরণ, পৃথিবীর উপরের চেয়ে পৃথিবীর নিচে বেশি মানুষ, যাদের পদচারণায় মুখরিত ছিল এই ধরা, তাদেরকেও রেখো তোমার ভালোবাসার চাদরে হে আকাশ ও পৃথিবী, দৃশ্য ও অদৃশ্যের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা সেটা যে ধর্মেরই হোক না কেন, আমি তাকে ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন। আমি নিজেকে যতটা তার চেয়ে বেশি তাঁর ভালোবাসা আমার প্রতি এবং আমি সেটা প্রতি পদক্ষেপে অনুভব করতে পারি, আমাদের মধ্যে শুধুই ভালোবাসা, কত কথা জমে আছে, কত জমানো ব্যাথা লুকিয়ে রেখেছি এখানে, কবে যে মালিককে কাছে রেখে তাঁর কাছে সব বলতে পারবো, প্রতীক্ষার অবসান হবে আর আমার ভালোবাসা পূর্ণতা পাবেই, তিঁনি যদি চান এবং চাইতে তাকে হবেই কারণ আমার ভালোবাসা এই শব্দটার অর্থ তাকে ঘিরেই।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য. গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
বেঈমান মানুষটিকে পেলে এসব গানগুলো আর হয়তো শোনা হতোনা।তাকে না পাওয়ার কারনে এই গানগুলো শোনা হলো তবে আলহামদুলিল্লাহ এখন যাকে পেয়েছি সে তার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে।সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারাজীবন ভালো থাকতে পারি।আজ একটা কমেন্ট করে রেখে গেলাম কেউ এসে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনবো।ধন্যবাদ প্রিয় সুকুমার স্যার এতো সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
প্রেমে ব্যর্থ না হলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় 🥰 স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আরেকটা ব্যর্থ প্রেমিক কে দেখবো আর বেচে না থাকলে কমেন্ট টা স্মৃতি হয়ে থাকবে।😔
"মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই " - চিরস্থায়ী নেতা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) মহান সৃষ্টিকর্তা এক ও একক মহান সৃষ্টিকর্তার নিকট সকল হৃদয়ের প্রার্থনা একটাই সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই..... সৌজন্যে : মানবজাতি পরিবারের সকল মুসাফির
জীবনের প্রতিটি বাস্তবতার এই সন্ধিক্ষণে,, এসে মনে হচ্ছে সত্যিইতো তাই।। আপন মানুষ চেনা বড়ো দায়।।। ধন্যবাদ বাউল গানের সম্রাট সুকুমার স্যার আপনার সূন্দর গানের জন্য।।।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
এই গানটা না হলে আমি 100 বার শুনেছি, গুরু আপনাকে শত হাজার সালাম, আমি নিউইয়র্ক থেকে বলছি আমিও একজন মিউজিশিয়ান শিল্পী, তবে বিশ্বাস করেন গুরু, অসম্ভব একটি ভালো গান আপনি করেছেন, যে গানটা শুনলে বুক ফেটে কান্না আসে, সালাম আপনাকে গুরু শত হাজার সালাম, সব সময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক এবং সুস্থ রাখুক।
১৭/০৩/২৩ রেখে দিলাম। এই স্বার্থের দুনিয়াতে মানুষকে চেনা বড়ই কঠিন। মানুষ তার স্বার্থের জন্য অন্যকে দূরে ঠেলে দিতে এক বিন্দুও ভাবে না। দোয়া করি পৃথিবীর সকল ভালোবাসা গুলো পূর্ণতা পাক।
প্রিয়মানুষ টার সাথে আবার কোন দিন দেখা হোক সেদিন তাকে বলবো তুমি ছেড়ে গিয়েছো বলেই গান গুলোর মানে বুঝতে তেমন একটা কষ্ট হয় না আর পরিশেষে তোমায় পেয়ে গেলে বিরাট এক সমস্যা হয়ে যেত নাহলে বাস্তাবতার চিনতে আরো কিছু দিন লেগে যেত
বাস্তবতা মিশানো একটা গান... প্রতিটি কথাই সত্যি.. জীবনে যাকে সবচেয়ে বেশি আপন ভাবতাম,বিশ্বাস করতাম...সেই জীবনে বড় ক্ষতি গুলো করছে,করতেছে....আসলে স্বার্থের জন্য মানুষ মুখোশ পরে থাকে...স্বার্থ ফুরালে তাকে চেনাই যায়না..
জীবনে কষ্ট পাওয়ার প্রয়োজন আছে কষ্ট যদি নাহি পেতাম তাহলে জীবনের আসল মানেটা বুঝতাম না আর এই কষ্টের গান গুলো শুনতে আসতাম না অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার কারণে এত সুন্দর গানটা উপভোগ করতে পারলাম আমি হয়তো চলে যাব আমার এই লেখা থেকে যাবে
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
আজ সাত বছরের মধ্য চিনতে পারলাম না কে আপন কে পর 😂আপন মানুষ বেশি কাদায় 😢😅বাবুই পাখির মতো আমিও একটা ছোট ঘর বেধেছি যানিনা সেই ঘরে কবে থেকে থাকতে পারবো❤❤ সবাই আমার জন্য দোয়া করবেন🤲🤲❤💓
ফুরফুরি নগর থেকে ঘুরে এসে গানটা শুনলাম মনটা ছুয়ে গেল। আমাদের বগুড়া জেলার গর্ভ একটা সময় তার গান শোনার জন্য তার পিছনে পিছনে ঘুরতাম ঈশ্বর দাদুভাই কে সুস্থ সবল রাখুক।
গানটা শুললে শরীরের পশম দাঁড়িয়ে যায়। একেবারে বাস্তবমুখী একটা গান। খুব সুন্দর। জানি এই কমেন্টাও একদিন স্মৃতি হয়ে যাবে। যদি কেউ লাইক দেও তখন না হয় আবার নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসব
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
"আপন মানুষ চেনা বড় দায়" গানটির সম্পুর্ন অফিসিয়াল মিউজিক্যাল ভিডিও
👉 ua-cam.com/video/gnkPwZ6IEOs/v-deo.html
@@@@@@a000
Love this forget me
Hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm 😚
@@azadislamislam4792 া
@@mdredoykhan8020 ehjhcjcswcko zduwo
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় 🥰 স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয় 😔
একটা সবার মনের ভাব প্রকাশ করলেন ভাই
কিছু একটা বলার ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারলাম না ভাই🙃
@@hasiburrahmansajol7772 na bole lv ki bole felun
বুকা
@@basirahmed3125 বোকা বলেই হয়তো আজও ভালবাসি আর ভালোবাসার জন্য যদি একটু বোকা হতে হয় হলাম না হয় একটু বোকা 🖤🖤🖤 ক্ষতি কি
পৃথিবীতে কেউই কারো আপন নয় … একমাত্র মহান আল্লাহ ছাড়া ।
Hum
Right
১০০%রাইট
Jai shree Ram 🙏❤️🤗
হুম,,,,
প্রাণের চেয়েও প্রিয় {হযরত মুহাম্মদ সাঃ}
hazrat (sm ) er koyta sunnat meye cholen ?
আপনাকে আমি বোকাচোদা বলে গালি দিলাম কারণ আপনি গানে কমেন্ট করেছেন ইসলামিক কমেন্ট কেউ আমিন না বলে যাবেন না।
Nobike niye kono coments korben na,,nobir coments deke binno dormer manus baze baze coments kore
yes😮😮
apnar ai khane comment korte holo nobike neye ???
প্রিয় গানটা ২০২৪ সালে যারা শুনতে এসেছেন শুধু তারাই লাইক করেন😢
25-09-2025💔😅
❤❤
11-12-24😢😢😢
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
হুম
গ"
ইনশাআল্লাহ
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
[~♥ হয়রত মুহাম্মদ ( সাঃ)~♥]
হুম
ইন্ডিয়ান হয়েও বাংলা গানের বড় ফ্যান আমি। বাউল সুকুমার কলিজা দিয়ে গান গায়। মুর্শিদাবাদ জেলা থেকে বলছি
Reply from Narail District, Bangladesh
আমি ও
তোমার গ্রামের নাম কি ভাই
@@sukurali2364 hailakandi assam, apnar?
ua-cam.com/video/0Q3lIsYsuTo/v-deo.html
গানটা ঠিক যতো বার শুনি ঠিক তত বার ভেতর টা কেদে ওঠে,,, লাইক দিয়ে গেলে বার বার ফিরে এসে আবার ও শুনবো😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢
আমারো😢😢😢
is
গানটা শুনে বুক ফেটে কান্না আসছে
আসলেই আল্লাহ পাক ছাড়া আর নবী ছাড়া আমাদের কেউ আর আপন হতে পারে না।কথা ঠিক হলে লাইক দিন
কথা সত্য বলেছেন
জীবনে জাকে বিশ্বাস করছি সেই কষ্ট দিছে😢😢😢😢
Surely
😢😢😢😢😢😢 ঠিক
Right 👍▶️
আলহামদুলিল্লাহ
সব চেয়ে বড় সম্মান তাদের প্রতি যারা কখনো মানুষের সাথে প্রতারণা করে না। 🌹🌹
হুম🖤🤍🤎💜💙🤎🤍🖤
সবচেয়ে বড় সম্মান তাদের প্রতি যারা মানুষের সাথে কখনো প্রতারণা করে না।
ki
alhamdulillah
😊❤
কমেন্টসস টা রেখে গেলাম 2050 সালের জন্য। তখনকার প্রজন্ম ইউটুবে ভালো কিছু না পেয়ে এই ধরনের রুচিশীল গান তখন খুজবে
right
🤔
Ami o ekmot
🤔
Right ami ajke prothm baul gan you tube a search korlam
মানুষ যতোটা আপন সাজে । ততোটা আপন না। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কারো আপন নয় 😔😔
ঠিক বলছেন😢😢😢😢
Right
রাইট
ঠিক বলেছেন আপনি
একদমই ঠিক ❤
আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি
আমরা সত্যিই ভাগ্যবান
-আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
বহু বছর পর মনের মতো একটি গান শুনলাম জয় হোক বাংলা গানের ❤❣
Goods 💘😊💔😳😞
Hmmm vai 🙂🙂
Tai naki vai
এক প্রজন্ম প্রচন্ড কট্টরপন্থী হবে। তাঁরা গান, সংগীতকে ধ্বংস করবে।
পৃথিবীতে কেউ কারো আপন না, একমাত্র আল্লাহ ছাড়া।❤️
রাইট
া
অবশ্যই
Right
Right
আসোলে পৃথীবিতে কেউ কারোর নয় , কিছুটা প্রোয়োজন বাকিটা অভিনয় 😊
Tai?
Right 👍👍❤
রাইট
সত্যি ই তো তাই😢
Dada thik bolechen
গানটা প্রথমবার শুনতে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝড়ে গেল।
গানটার একদম ভিতরে ঢুকে গিয়েছিলাম।
এটা কোন গান নয়, এটি একটি দুঃখী জীবনের চিত্র।
ভাল থাকুক প্রথিবীর সকল ভাল মানুষগুলা।
👌
nice❤❤❤❤❤
Hmm thik
হুম😢😢😢😢😢
আল্লাহ ছাড়া আর কেউ আপন নয়😭😭😭
১৭ বছর প্রবাস জীবন কাটিয়ছি স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সন্তানদের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি একমাত্র সংসারের সুখের আশায়।আজ যখন প্রবাস জীবনকে বিদায় দিয়েছি তখন থেকেই সবাই আমাকে ভুলতে শুরু করেছে, কষ্ট দিতে আরম্ভ করেছে অবিশ্বাস করতে শুরু করেছে সব শেষে সবাই আমাকে ছেড়ে চলে গেছে 😭😭😭।আমার জীবনটা এই গানের মতই।আল্লাহ্ ছাড়া কেউ আপন নাই।
Right
@@কুয়েতপ্রবাসী-ফ৩থ 😢😢😢
দোয়া রইলো ভাই আপনার জন্য 💝
আল্লাহ আপনাকে সুখী করুক-এটাই কামনা করি।
@@কুয়েতপ্রবাসী-ফ৩থ vai Allah er upore vorosha rakhen,Allah Obossoi sorbouttom porikolponakari.
আমার প্রিয় একটা গান ❤️🥀
আজ ১৮/১২/২০২২ ইং তারিখ।
যখনই কেউ গানটা শুনতে এসে আমার কমেন্টে একটা লাইক দিবে তখনই আমি নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব গানটা।
গানটা ২০৫০ সালের মানুষের জন্য থেকে যাক। যখন তারা ভালো কিছু না পেয়ে এই গান গুলো শুনতে আসবে 🙂🙂
Vai ajke sunien
😱
ঠিক বলছেন ভাই,, 🥀
জগবক নাম কি
vai gan ta sei mon cuye jay
এক দম ১০০%সত্যি কথা গুলো।এক পোটা কথা ও মিথ্যা না।
মানুষ কখনো মানুষের আপন হয় না যা হয় সময়ের প্রয়োজনে একমাত্র আপন মহান আল্লাহ তা'আলা যিনি উত্তম পরিকল্পনাকারী ও ন্যায়বিচারক ❤️❤️❤️ 5:59
১০০% সত্যি কথা 😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes
Absolutely 💯 right
yes
এই গানের কথাগুলো সাথে আমার জীবনটা একেবারে মিলে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে আছে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা অনেক ভাগ্যবান। না থাকলো আত্মীয়-স্বজন । তাতে কি যায় আসে।
Kob most amro vaia
😥😢
Oo
শ্রেষ্ঠ নবী কোথায় পেলেন। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নবীদের একের সাথে অন্যের তুলনা করবেনা।
ভাই আপন বলে কিছু নেই তো কারো সাহায্য ছারা বেঁচে দেখাও তো?
Jara 2024 sale song ta suncho Tara like koro
জগৎ সংসারের সাথে মিল রেখে বাস্তবমুখী একটি গান।
কমেন্ট রেখে গেলাম, যাদের গানটা পছন্দ হয়েছে স্মৃতি রেখে যাবেন।
নামাজ বাদ দিওনা বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আলহামদুলিল্লাহ ❤❤
Right
Right
আলহামদুলিল্লাহ্
Right ❤❤
😢😢😢😢😢😢😢
মূল্য পেতে হলে অন্যজনকে মূল্য দিতে হয়!🥰
শান্তি পেতে হলে আল্লাহর ইবাদাত করতে হয়!❤
Sartopor manushke mollo dewa r nijer paye nije koral mara
Hummm Kotha tah Sotthi Kintu✌️✌️👍
KUBE SUNDOR LIKLN
প্রিয় এতে তোমার কোনো দোষ নাই। দোষ টা আমারই। তোমাকে এতো টা ভালো বাসাটাই আমার অপরাধ।😢😅😭
- এই শহরে সবারই কষ্ট আছে.!😊 - কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে.!🙃💔
একদম ঠিক ভাই 🙂✌️🥀
একদম ঠিক ভাই 🙂✌️🥀
Really bhai
ua-cam.com/video/EKJdzA7Wlco/v-deo.html
Hum
গান এত সুন্দর কি করে হয়?২১০০ সালেও এই গান চিরসবুজ থাকবে।আমার মত হাজারো মানুষ এই গান শুনবে ১০০ বছর পরেও
একটু বেশি আবেগী হলে এমন মন্তব্য চলে আসে
yes
গান শুনলেই হবে না,,গানের মতো গান শুনতে হবে,,, গানের কথা গুলো মনকে বড়ই কষ্ট দেয় একশো বছর পরেও গানটা অমর থাকবে,,,,,,,
Right
হুম 😢
বাঙ্গালী হইলো হতাশাপ্রিয়, দুঃখপ্রিয়, বিরহপ্রিয় জাতি। তাই বাঙ্গালীরা দুঃখ, কষ্ট, বিরহ নিয়ে গল্প, উপন্যাস, গান, কবিতা বেশি রচনা করে।
বাংলা সাহিত্যে যতটা দুঃখ, কষ্ট, বিরহ দেখা যায় অন্যান্য ভাষার সাহিত্যে এতটা দেখা যায় না।
বাঙালির মন, মানসিকতার হঠাৎ বিশাল কোনো পরিবর্তন না আসলে আরো কয়েকশ বছর এধরণের দুঃখ, কষ্ট, বিরহের প্রতি ভালোবাসা থেকেই যাবে।
রাইট
Just
তোমাকে পেয়ে গেলে হইত এই গানটা শোনা হতনা হাজার বার গানটা শোনার পর একটা কমেন্ট করলাম 😢😅
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
চাইলে তারে যায় না ভুলা,
বুকের ভিতর কষ্টের মেলা
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
বাবুই পাখি ঘর বাধিলে হয় না
ঘরে ঠাই
ঝড় বাদলে কাটাইরে সে
ঘরেরী দরজায়
পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হইলাম পথের পথিক
পথে ঠিকানা
সময় সুযোগ পেলে মানুষ শুধু বদলে যায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন
সুখে থেকো ভালো থেকো করবো না বারন
মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক সবাই আমার চেনা
কারনে অকারনে মানুষে সহজে বদলায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
Nice vai
Osadhoron
হুৃ৷
খুব চমৎকার
আসলেই আমাদের যন্ত্রনার কোনো ষেশ নেই তারপরও আমরা হাসিখুশি থাকার চেষ্টা করি ঈশ্বর আমাদের সবাইকে সেই শক্তি দান করুক 👍👍❤️❤️
দাদু আমি একজন প্রবাসি বহু বৎসর প্রবাসে থাকি আমার মনের গানটা গাইলেন এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই এক মাত্র আল্লাহ ছাড়া।
যদি আল্লাহ আপন হয় তাহলে তাকে বলো মন সঁপে দিতে নিজেকে তৈরি করেছি, তিনি যেনো বিরহে নিঃশেষ না করে দেয় আমায়।
সুন্দর পৃথিবীকে হাসিমুখে বিদায় জানানোর জন্য এই হৃদয় তৈরি আছে শুধু তাকে বলো আমাকে যে মালিক সুন্দর করে সৃষ্টি করেছে তার বিরহ সহ্য করার শক্তি আমার নেই। তিনি আমার এত আপন তবে কেনো আমি কান্না করি কিন্তু তিনি জবাব দেন না।
তার সাড়া পাওয়ার জন্য এ হৃদয় পাথর হয়ে গেছে মনের সে পাথর আগুন হয়ে জ্বলে আর চোখে সাগর আছে এজন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার কাছে জড়বস্তু মনে হবে, সব আকর্ষনীয় জিনিস তার আকর্ষণ হারাবে শুধু সৃষ্টিকর্তা পারেন আমাকে নতুন জনম দিতে তাকে বলো না।
আর কত দূরে গেলে বিরহ আমাকে ছেড়ে যাবে, সময় সাক্ষী হয়ে আছে, তাকে ডেকেছি অনুভব করি তিনি আমার কথা শুনেছেন, কিন্তু অনুভব অনুভূতিকে জাগিয়ে দেয় এজন্য হৃদয় তোলপাড়, শুধু একবার বলো আল্লাহকে সে তোমায় ভালোবাসে, পৃথিবীর সব মহামূল্য জিনিসগুলোর মূল্য তার কাছে শূন্য ওই শ্রেষ্ঠ সত্তা ছাড়া, কতটা পথ কতটা প্রান্তর তাকে হাঁটতে হাঁটতে পাগলের মতো ডেকেছি, তার জন্য কত পাগলামি করেছি, তিনি কেনো তবুও দূরে থেকে আমাকে ভালোবাসেন, আমি তাঁর ছোয়া চাই, আল্লাহর কাছে অনেক কিছু শিখতে চাই, তাঁর মুখে আমার ভালোবাসার গল্প শুনতে চায়।
Ma baba ke vule gelen upni😢
@@haimantidas6574 শুভকামনা বোন, ভুলে যাব কেনো এ জন্যই তো বেচে আছি, বাবা খুব ছোট থাকতে চিরতরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে অন্য জগতে, আর আছে শুধু মা এবং বোন তাদের জন্য নিজেকে কষ্টে ধরে রেখেছি, মায়ের মুখের দিকে থাকালে কষ্ট ভুলে যাই কিন্তু আমার মায়েরও একজন স্রষ্টা আছেন যিনি আমারও স্রষ্টা, তাকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসি।
আমার ভালোবাসা হ্যা ভালোবাসা শব্দটা শুধু সৃষ্টিকর্তার জন্য পৃথিবীর কারও জন্য নয়, মা বা বোন যারা আছে তাদের জন্য ভালোবাসা শব্দটা যায় না, কারণ ভালোবাসার যোগ্য একক সত্তাই অন্য কারও জন্য সেটা না, আর মা তো মা, তিনি আমার জন্ম দিয়েছেন।
এই ধরায় ভালোবাসা বলে কিছু নেই যেটা আছে সেটা শুধু মায়া কারণ আমাদের সবার জীবনের সমাপ্তি আছে, আমার মা আমার মায়া।
আপনি বলতে পারেন, মা তোমাকে ছোট থেকে কোলেপিঠে করে যে লালন পালন করেছে এটাকে কি বলবে, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে মায়ের ভিতরে রেখে দেয়া সেই মায়া যেটাকে ভালোবাসা বলে অনেকে, ভালোবাসার মানে আমি বুঝেছি যেটা আমার অস্তিত্ব বহন করছে ওটাই ভালোবাসা আর এই ভালোবাসা দেখা যায় না।
ভালোবেসে দূরে যাওয়া, দূরে গিয়ে ভালোবাসা, দুটি হৃদয়কে দুঃখ দেয় আমি জানিনা তিনি আমাকে ওভাবে ফিল করেন কিনা যাকে আমি ভালোবাসি, পৃথিবী নামক ছোট গ্রহের উর্ধ্বে আমার ভালোবাসা আর সেটা একজনের জন্য, দ্বিতীয় জন সেটার যোগ্যই নয়, আমি পৃথিবীর সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, সবাইতো সৃষ্টি তাইনা, হ্যা আপন মনে করি সব মানুষকে কারণ এক ছাদের নিচে আপনি আমি আমাদের সবার বসবাস, ওই অন্তহীন আকাশটা আমাদের সবার ছাদ।
আসলে প্রিয় বোন, কখনো সুখকে নিজের মতো করে পাওয়া যায় না, সুখেরও নিজের এক গল্প থাকে আর আমার গল্পটা একেবারে ভিন্নরকম, অবিবাহিত একটা শিক্ষার্থী কিন্তু আমার জীবন দর্শন অন্য সবার মতো না, নারীজাতি আমার কাছে অনেক সম্মানের, আমার মা আমার বোন যেমন পৃথিবীর সব ধর্মের নারীরাই এমন সহজ সরল, কিছু পুরুষদের কারণে অনেক নারী নষ্ট হয় সেই নারীরা খারাপ না কখনোই, তারা বাধ্য হয় কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে।
আর আমার কথা আবারও যদি বলি, সুন্দর দিনগুলো জীবন মুছিয়ে দিয়ে একদিন ঠিকই কেড়ে নেয়, মায়াটাও অবশিষ্ট থাকে না, জীবনের সব দুঃখ এক করে, কোনদিন একসাথে বলা হয় না, জীবনেরও একটা গল্প থাকে, কাকে শোনাব আমার এই গল্প, একটা ডাইরিতে লিখে যাবো, জানি সেটা যথেষ্ট হবে না। সামনাসামনি বা নেটের মাধ্যমে যাদেরকে দেখি, সব সময় বলি সৃষ্টিকর্তা যারা জীবিত আছে তাদের সরল পথ দেখান এবং সুস্থ রাখুন আমরণ, পৃথিবীর উপরের চেয়ে পৃথিবীর নিচে বেশি মানুষ, যাদের পদচারণায় মুখরিত ছিল এই ধরা, তাদেরকেও রেখো তোমার ভালোবাসার চাদরে হে আকাশ ও পৃথিবী, দৃশ্য ও অদৃশ্যের সৃষ্টিকর্তা।
সৃষ্টিকর্তা সেটা যে ধর্মেরই হোক না কেন, আমি তাকে ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন। আমি নিজেকে যতটা তার চেয়ে বেশি তাঁর ভালোবাসা আমার প্রতি এবং আমি সেটা প্রতি পদক্ষেপে অনুভব করতে পারি, আমাদের মধ্যে শুধুই ভালোবাসা, কত কথা জমে আছে, কত জমানো ব্যাথা লুকিয়ে রেখেছি এখানে, কবে যে মালিককে কাছে রেখে তাঁর কাছে সব বলতে পারবো, প্রতীক্ষার অবসান হবে আর আমার ভালোবাসা পূর্ণতা পাবেই, তিঁনি যদি চান এবং চাইতে তাকে হবেই কারণ আমার ভালোবাসা এই শব্দটার অর্থ তাকে ঘিরেই।
vaiya thik bolchen
3:27
স্মৃতি রেখে গেলাম.....যেদিন নোটিফিকেশন আসবে আবার শুনবো
Ay vai shune ja
শুনবেন কিন্তু মনে করিয়ে দিলাম❤
Abar sono gan ta
@@alishadailyvlogs8824 x
এতো বাস্তব কথা গুলো গানের সুরে আমাদের মাঝে তুলে ধরার জন্য গানের সম্রাট সুকুমার স্যার কে ধন্যবাদ। আপন মানুষকে বুঝতে না পারা সত্যি অনেক কষ্ট।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
একদমই ঠিক
hmm
ভাই ঠিক বলছেন
@@hafizahmed8945 ভালো লাগছে অনেক গানটি শুনে
এই গান গুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ 🥰
Hmm
Apnio
Amio
Hi
- রাত অনেক গভীর, ইয়ার ফোনে বাঝছে বাউল সুকুমারের অসাধারণ মন ছুয়ে যাওয়া গান
💚
ল
😫😢😢😂😂😂❤
আপন মানুষ সত্যিই চেনা বড়ো দাই😢😢😢😢😢
কষ্টে থাকলে শুনি ।তাই লাইক দিয়ে কমেন্টে করে গেলাম ।কেই লাইক দিলে এই পুরোনো দিনটা হয়তো মনে পরে যাবে আবার😥😥
শুনেছি গানের মাধ্যমে মানুষের মনের অনুভূতি প্রকাশ পায়,এই গানটা তার বাস্তব উদাহরণ।
একদম ঠিক
❤❤❤❤
হাজারো প্রবাশি অভাগা ভাই দের জিবনের সাথে ১০০℅ মিলে যায় গান টি😭😭😭😭
Right kotha bondho..
rights bro
thik bolesen🥺🥺
ঠিক বলচেন ভাই
@@kamrulHasan-zo1iq রাইট
সত্যিই আপন মানুষ চেনা বড়ই দায় 😞😞
বাস্তব কথাগুলো তুলে ধরে
এরাই প্রকৃত শিল্পী গায়ক। যাদের গানের কথায় বাস্তব রুপ খুজে পাওয়া যায়.......
চোখে জল এসে গেলো।।।।।। এটাই এই গানের সার্থকতা।।।।
সত্যিই, আপন মানুষ চেনা বড়ই দায় 😭
@Jakia Islam 🥰
হুম
বাউল সুকুমারের গান গুলো এখন হাজারো যুবকের বেঁচে থাকার প্রেরণা 💖💖💖
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
ভাইয়া আমাদের গান শুনবেন এবং আমাদের পাশে থাকবেন আশারাখি।
ua-cam.com/video/s9Feo1Zr2zk/v-deo.html
@@BD29Multimedia a 😭*,,,, aojkuni to
নাউজুবিল্লাহ
@@rajibroymusic8414 ধন্য বাদ
জীবনের প্রতিটি জায়গাতেই ভালোবাসা
নেওয়ার থেকে ভালোবাসা দেওয়াটা
বেশি আনন্দের💝🖤
বেঈমান মানুষটিকে পেলে এসব গানগুলো আর হয়তো শোনা হতোনা।তাকে না পাওয়ার কারনে এই গানগুলো শোনা হলো তবে আলহামদুলিল্লাহ এখন যাকে পেয়েছি সে তার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে।সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারাজীবন ভালো থাকতে পারি।আজ একটা কমেন্ট করে রেখে গেলাম কেউ এসে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনবো।ধন্যবাদ প্রিয় সুকুমার স্যার এতো সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য
মেয়েদের মন বুঝা বড় কঠিন ,এরা চলনাময়ি
একটি মানুষ নয় যেকেউ হতে পারে
একটি মানুষ নয় যেকেউ হতে পারে
@@KamrulIslam-ee1hqছেলে কিংবা মেয়ে নয় মানুষের জীবনে এমন অনেক প্রিয় মানুষ থাকে তাদের দেউআ আঘাত বিষাক্ত হয়ে ওঠে
সুকুমার স্যার আপনাকে ধন্যবাদ এতো ভাল একটা গান আমাদের উপহার দিয়েছেন।দোয়া করি আপনি সব সময় এরকম আরো অনেক গান আমাদের উপহার দেন।
ভালোবাসা যদি হয় দামি,
তবে কেন ভালোবাসার
জন্য ঝরে চোখের পানি.
ভালোবাসা যদি হয় জীবনের নাম,
তবে কেন অকালে ঝড়ে
যায় হাজারো মানুষের প্রান.
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
কারণ তুমি ত ভালোবাসাই নাই ভালোবাসাকি একটি মেয়ে একটি ছেলে হা হা তুমি কি তোমার বাবা মাকে ভালোবাসো না 💖💖
@@foridbai2784 🤔🙄🙄🙄
এই দুনিয়ায়তে ভালোবাসা বলতে কিছু নাই।
@@mohammadnurealam2095 বুল ভাইয়া
দেশ যতই আধুনিক হোক না কেন পুরনো সিনেমা আর গানগুলোর চাহিদা কখনো কমবে না,, ২০৭০ সালের জন্য কমেন্ট করে গেলাম প্রিয় সুকুমার চাচা। ❤❤
সবার দেওয়া আঘাত কলিজায় লাগে না,,,, কিন্তু যখন আপন মানুষ আঘাত দেয় ,,,,, মনে হয় কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে 😢😢😢
😢😢😢😢
দুনিয়ার সবচেয়ে বড় আঘাত গুলো আপন মানুষদের থেকে পাওয়া যায় 💔💔😭
অসাধারণ গানটা ❤️
Right Bro 💔
@@ornobahmede_mon9552 💔💔
ঠিক বলেছেন
আমি প্রেম করমু ভালো মানুষ সাথে
@@aloakter3245 এই জগতে কে ভালো কে কালো তা বোঝায় দায়
প্রেমে ব্যর্থ না হলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় 🥰 স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আরেকটা ব্যর্থ প্রেমিক কে দেখবো আর বেচে না থাকলে কমেন্ট টা স্মৃতি হয়ে থাকবে।😔
Rajibul islamm
Aj life er 8 year er Valobasa k haralam.....oxigen
Life er best kosto akhon hocche....
Kbl haralam
08/02/2023-akhon rat 12:04
Ami sunci... 14/2/ 2023 rat 1.47 minite
@@monirahabib9287
মানুষ চিনতে আমারও ৮ টা বছর লেগে গেলো 😢
😂😂😂😂
ভেঙ্গে পড়ো না, ভরসা রাখো।
দুঃখ যিনি দিয়েছেন,
সুখ ও তিনি দিবেন..!🙏
🌸🙏♣️হরে কৃষ্ণ ♣️🌸🙏
হরে কৃষ্ণ
Dada Amar kosto ta hoito Sara jibon ar jonoi raksa Shree Krishna 🙏🙏🙏
Madari
আমার এনার গান বেশির ভাগ ভালো লাগে আর জীবনে অনেক কিছুর সাথে মিলে গেছে 🌹🌹
স্মৃতি রেখে গেলাম, সত্যিই বাস্তববাদী একটা গান😭😭
আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়😭🙏🙏🙏🙏
"মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই "
- চিরস্থায়ী নেতা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)
মহান সৃষ্টিকর্তা এক ও একক
মহান সৃষ্টিকর্তার নিকট
সকল হৃদয়ের প্রার্থনা একটাই
সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য
সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই.....
সৌজন্যে : মানবজাতি পরিবারের সকল মুসাফির
আপনি বুঝলেও এই সমাজে তথাকথিক কিছু আলেম আছে যারা এই গুলো কোন দিন ও বুঝবে না।
যথার্থ বলেছেন🌷💝🌷
আমিন
রাজাকার আর মুক্তিযোদ্ধার মাঝে কি কোনো ভেদাভেদ নেই?
একদম। ঠিক এটা আমার সাথে হয়েছে।😂😂😂😂😂
আল্লাহ ও রাসুল স: ছাড়া আপন কেউ ই নাই😭
2:40
বাউল সুকুমারের গান গুলো একেকটা তীর যা আমাদের তরুন প্রজন্মের বুকে বাঁধে 🙂
জীবনের প্রতিটি বাস্তবতার এই সন্ধিক্ষণে,, এসে মনে হচ্ছে সত্যিইতো তাই।। আপন মানুষ চেনা বড়ো দায়।।। ধন্যবাদ বাউল গানের সম্রাট সুকুমার স্যার আপনার সূন্দর গানের জন্য।।।
নাইচ
হুম খুব সুন্দর বলছেন
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইজান
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
াদদদঅ
গানের বাস্তব কথা ও আবেগে ভরপুর। শুনলে ভিতর টা নেড়ে ওঠে।।।
যুগ যুগ ধরে এমন গান রয়ে যাবে।
।
এখন এই সব গান আছে বলেই কিছু জিন্দালাশ এখনও টিকে আছে পৃথিবীতে। ভালোবাসা নিবেন প্রিয় সুকুমার রায়।❤️❤️
এত কষ্ট আপনার বুকে😢😊
সবাই খালি শিল্পীর প্রশংসা করতেছে কিন্তু গীতিকারেরপ্রশংসা কেউ করতেছে না ধন্যবাদ জসীম উদ্দিন আকাশ ভাই আপনার লেখা খুব সুন্দর
আপনি কি করে জানলেন জসিম ভাই গিতিকার
যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর আল্লাহ যাকে তোমার জন্য তৈরি করেছ, সে সব ছেড়ে তোমার কাছে আসবে।🤍
এই গানটা খুব গভীর দুঃখের কথা সরন করিয়ে দেয় 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
বাস্তব জীবনের কথা তুলে ধরেছেন, 🥺
ধন্যবাদ বাউল সুকুমার দা। ❤️
বাউল সুকুমার এ-র ভক্তদের দেখতে চাই 🥰🥰🥰😘।
গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
@@BD29Multimedia ..এও
এই গানটা কয়েকশো বার শুনেছি তাও মন ভরে না৷ ইনশাআল্লাহ ২০৫০ সালেও মানুষ এই ধরনের রুচিসম্মত গান শুনবে। হয়তো সেদিন আমি থাকবো না।
মানুষ যতোটা আপন সাজে । ততোটা আপন না। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কারো আপন নয়😢😢
গানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এই গানটা না হলে আমি 100 বার শুনেছি, গুরু আপনাকে শত হাজার সালাম, আমি নিউইয়র্ক থেকে বলছি আমিও একজন মিউজিশিয়ান শিল্পী, তবে বিশ্বাস করেন গুরু, অসম্ভব একটি ভালো গান আপনি করেছেন, যে গানটা শুনলে বুক ফেটে কান্না আসে, সালাম আপনাকে গুরু শত হাজার সালাম, সব সময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক এবং সুস্থ রাখুক।
💯💯💯💯
আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।
কিভাবে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো
Nazmullah khan আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।
সত্যি গানটা শুনলে বুক ফাটে কাঁন্না চোলে আসে😭😭😭আর আপন সেজে থাকা বোহুরুপি মানুষদের কোথা মনে হয় বার বার
এই গান টা আমার ৫০০ বার এর উপর শুনা হয়ছে,
যত শুনি ততই ভালো লাগে,👌👌
কি একটা গান গাইলো দাদাই,
এই গানের উপর প্রেম এ পরে গেছি💞💞
১৭/০৩/২৩ রেখে দিলাম।
এই স্বার্থের দুনিয়াতে মানুষকে চেনা বড়ই কঠিন। মানুষ তার স্বার্থের জন্য অন্যকে দূরে ঠেলে দিতে এক বিন্দুও ভাবে না। দোয়া করি পৃথিবীর সকল ভালোবাসা গুলো পূর্ণতা পাক।
2024 a k k suncho ai gan 😢
অবহেলা জিনিসটা কী, যার সাথে হয় সেই বুঝে অবহেলার যন্ত্রণা কি 😢
সৃতি রেখে গেলাম 😔
❤❤ SOMA + TANViR ❤❤
Moner kotha likhecen😢😢
গানটা নিয়মিত ই শোনা হয়
তাই কমেন্ট টাও রেখে গেলাম ! ❤️
পৃথিবীতে আপন বলতে মা ছাড়া কেউ নাই😢😢😢😢
প্রিয়মানুষ টার সাথে আবার কোন দিন দেখা হোক সেদিন তাকে বলবো তুমি ছেড়ে গিয়েছো বলেই গান গুলোর মানে বুঝতে তেমন একটা কষ্ট হয় না
আর পরিশেষে তোমায় পেয়ে গেলে বিরাট এক সমস্যা হয়ে যেত নাহলে বাস্তাবতার চিনতে আরো কিছু দিন লেগে যেত
বাউল সুকুমারের এত বয়স হওয়ার পরেও বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে এত সুন্দর গান উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ ছাড়া আর কেউ আপন
নয়😭😭😭
হুম
যারা ছেকা খাইছে তাদের শুনতে অনেক ভালো নাগে😇😇😇
@@piasgopasdg7783 😄😄😃
আপন মানুষ এক মাত্র 😍😍😍😍😍 মা😍😍😍😍😍মা ছাড়া দুনিয়াতে আপন কেহ নাই
বাস্তবতা মিশানো একটা গান... প্রতিটি কথাই সত্যি.. জীবনে যাকে সবচেয়ে বেশি আপন ভাবতাম,বিশ্বাস করতাম...সেই জীবনে বড় ক্ষতি গুলো করছে,করতেছে....আসলে স্বার্থের জন্য মানুষ মুখোশ পরে থাকে...স্বার্থ ফুরালে তাকে চেনাই যায়না..
আপনার সাথে স্বার্থপরতা কে করেছে
আপনার সাথে কি ধোঁকা বাজি করেছে আমি মনে করতাম সুধু আমার সাথে এইরকম ধোকা বাজি করেছে 😢😢😢😢
আসলে দুনিয়া টা সার্থপর😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MdRasel-rh1wc1:19
তোমায় ভালোবাসি, সবটুকু দিয়ে চেষ্টা করেও রাখতে পারিনি।তোমার জন্য আমার ভালোবাসা একটুও কমবে না, ভালো থেকো তুমি❤
আজ গান শুনে কমেনট করে গেলাম।।। যদি কেও লাইক করে এই দিন টার কথা মনে পরে যাবে💔🥀😢
শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহকাল এবং পরকাল আল্লাহ❤️ ছাড়া কেউ আপন না কেউ না😊 অসাধারণ বাস্তব সম্মত ১ টা গান👌🥰
সত্যি একটা কথা 👍♥️🥰
জীবনে কষ্ট পাওয়ার প্রয়োজন আছে কষ্ট যদি নাহি পেতাম তাহলে জীবনের আসল মানেটা বুঝতাম না আর এই কষ্টের গান গুলো শুনতে আসতাম না অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার কারণে এত সুন্দর গানটা উপভোগ করতে পারলাম আমি হয়তো চলে যাব আমার এই লেখা থেকে যাবে
গানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
ধন্য এই জীবন,,ধন্য এই সময়,,যে সময়ে এই সকল বাউল শিল্পী রয়েছে,, আর এই সময় আমাদের বর্তমান প্রজন্ম।
হুম ভাই
Lll😴😴😴👿
~ তাঁর ব্যাথায় আমি মুমূর্ষু,,
কিন্তু আমাকে ছাড়াই সে পরিপূর্ণ!! 🥀🙂
মা ছাড়া আর সবাইকে চেনা দায় ❤️
আহ ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন মা মা মা আমার জান্নাত
@@tanbeer861semm❤❤❤
Tik
আসলে যাদেরকে আপন মনে করা হয় তারাই কাদায়😭😭😭😭😭😭😭😭
কে কে আল্লাহ তায়ালা কে ভালো বাসো লাইক দিয়ে বুঝতে দাও 🙏🙏🙏🙏
যারা বলেন ভালো গান তৈরী হয় না তাদের জন্য এই গানটি ۔BD29Multimedia এগিয়ে যাক
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
সত্যি গানটা যখন শুনলাম চোখে জল এসে গেল ♥️
লাভ ফ্রম
কচুখালি 🇮🇳
Keu karo apon noy eita tumi bujiye diye gele priyo 😢😅💔
আজ সাত বছরের মধ্য চিনতে পারলাম না কে আপন কে পর 😂আপন মানুষ বেশি কাদায় 😢😅বাবুই পাখির মতো আমিও একটা ছোট ঘর বেধেছি যানিনা সেই ঘরে কবে থেকে থাকতে পারবো❤❤ সবাই আমার জন্য দোয়া করবেন🤲🤲❤💓
23🙃🙃🙂🙂
এই গান কখনো পুরোনো হবে না,,,রুচির খোঁজে সার্স ইঞ্জিনে থেকে হবে হাজারো মানুষের,,❤️
ফুরফুরি নগর থেকে ঘুরে এসে গানটা শুনলাম মনটা ছুয়ে গেল। আমাদের বগুড়া জেলার গর্ভ একটা সময় তার গান শোনার জন্য তার পিছনে পিছনে ঘুরতাম ঈশ্বর দাদুভাই কে সুস্থ সবল রাখুক।
Sotti osadaron
গানটা শুললে শরীরের পশম দাঁড়িয়ে যায়। একেবারে বাস্তবমুখী একটা গান। খুব সুন্দর। জানি এই কমেন্টাও একদিন স্মৃতি হয়ে যাবে। যদি কেউ লাইক দেও তখন না হয় আবার নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসব
অনেকে শিল্পীর গান শুনি,,,, তবে বাউল সুকুমারের প্রতিটি গান যেন রিদয় ছুয়ে যায়,,,,,,,, ভালোবাসা অবিরাম সুকুমার দাদু🥰🥰🥰🥰🥰
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য.লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটুনটি চেপে পাশে থাকুন. আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে ভালো ভালো গান উপহার দিতে উৎসাহিত করবে
অসাধারণ একটি গান।।আর শুধু গান নয় বাস্তব সত্যি কথা।।। মনের আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি।।।। 😍😍🙏🙏 আলিপুরদুয়ার থেকে 🇮🇳
অসাধারণ একটি গান।
এটা শুধু গান নয় বাস্তব সত্যি কথা, মনের আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি।
Qksgsj
❤❤❤❤
❤❤❤❤