তোমারে লইয়া নি আমার হইবো নি মরণ ওগো আমার আল্লাহ পাঞ্জাতন। Dinohin Shama Mahfil | শিল্পী সালাম সরকার

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • তোমারে লইয়া নি আমার হইবো নি মরণ ওগো আমার আল্লাহ পাঞ্জাতন। Dinohin Shama Mahfil
    tomare loiya amar hoyboni moron go amar Allah panjatan
    আধ্যাত্মিক সাধক, সুফি মরমী কবি দীনহীন সৈয়দ আব্দুন নূর হোছেনী চিশতি (রহঃ) এক জীবন্ত ইতিহাসের নাম।সুলতানুল বাংলা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনী (রাঃ) এর সঙ্গীয় দরবেশ তরফ বিজয়ী বীর সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রাঃ) অধঃস্থন পুরুষ মধ্যযুগের সাধক কবি, মহান ‘‘নবী বংশ’’ প্রণেতা মহাকবি সৈয়দ সুলতান কর্তৃক সুলতানশী হাবিলী প্রতিষ্ঠা এবং হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সৈয়দ হবিব উল্লাহর নামে হবিগঞ্জ নামকরণ তথা ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি চর্চার ধারক ও বাহক সেই ঐতিহাসিক সুলতানশী হাবিলীর আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কামেল বুজর্গ মরমী সাধক, সুফি মরমী কবি দীনহীন সৈয়দ আব্দুন নুর হোছাইনী চিশতি (রহঃ) (১৮৫৪-১৯১৮ খ্রিস্টাব্দ) অসংখ্য মরমী গান, জারী, মর্সিয়া, রঙ্গিন রচনা করে লোকজ সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি শৈশবেই আরবী, উর্দু, ও ফারসী ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর বিখ্যাত গান ‘কাঙ্গালের বন্ধুরে একবিন্দু মোরে কর দান’, ‘আইজ পাশা খেলবরে শ্যাম’ থাক বন্ধু হিয়ার মাঝারে-হৃদয়ের হৃদয় দিয়া রাখিব তোমারে বন্ধু’সহ অসংখ্য গান শ্রোতাদের মনে নাড়া দেয়।
    ছোট বেলা থেকেই তিনি ভাবুক প্রকৃতির ছিলেন। তাঁর কণ্ঠস্বর অতিশয় মধুর ও আকর্ষণীয় ছিল। তিনি আশেকে রাছুল (সাঃ),আহলে বায়তের মহব্বতে ফানা এবং সাহেবে হাল ছিলেন। তিনি মরমী কাব্যগীতি ও আধ্যাত্মবাদের সন্ধান লাভ করেন। বিভিন্ন চিরন্তন জিজ্ঞাসার জবাব খুঁজতে গিয়ে তিনি হারিয়ে যান রহস্যের অতল গহ্বরে। আবার অন্তর্মুখি হয়ে মর্ম রাজ্যে ফিরে আসেন। অন্তর রাজ্যে ফিরে এসে যিনি আত্মদর্শন লাভ করেন-তিনিই তাপস মরমীয়া ভাব সাধক। দীনহীন মূলতঃ তাঁরই প্রতিচ্ছবি। তাঁরই অধঃস্থন ইসলামি চিন্তাবিদ বহু গ্রন্থ প্রণেতা সাহিত্যিক গবেষক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি (আউলিয়া মিয়া) কর্তৃক সম্পাদিত দীনহীন রচনাবলী-১ম খন্ড (প্রকাশ ১৯৯০ এবং ২০১০) যাতে মরমী গান, ভাব সংগীত, জারী মর্সিয়া পাঠককুলে সমাদৃত হয়েছে। তাঁর সংগীত সকল পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে- পরিপূর্ণ মনের খোরাক জোগারে সেই দৃঢ় প্রত্যয় রইল।

КОМЕНТАРІ • 23

  • @mdjubel8063
    @mdjubel8063 11 місяців тому +2

    অসাধারণ গান

  • @LimonmiahLimonmiah
    @LimonmiahLimonmiah Рік тому +3

    মার হাবা৷৷ মারহাবা৷ ❤❤❤❤❤❤

  • @ahmedhossain2638
    @ahmedhossain2638 10 місяців тому +2

    আল্লাহ ও পাঞ্জাতন কে বিশ্বাস করাই হল ঈমান।আপনাকে ধন্যবাদ।

  • @ফকিরআজাদতিয়াগী

    সুন্দর গান। চালিয়ে জান

  • @JesminAkther-k3m
    @JesminAkther-k3m 6 місяців тому +1

    মাশাআল্লাহ অনেক ভালো লাগলো

  • @udasisur
    @udasisur Рік тому +3

    দিনহীনের বিচ্ছেদ জ্বালা বাউল তানজিনার অন্তরে দ্বীনের গান কে আমি বাংলার সকল গানের থেকে আমি ভালোবাসি দ্বীন এখন মসজিদের গান তাই বলে একটি কমেন্ট করেছি আমার জন্য সকলেই দোয়া করবেন আপনারা যারা দিনহীনের বক্তা সবাই দয়াল জেনুইনের জন্য দোয়া কামনা করবেন এই বলে ইতি

  • @shiponshipon2707
    @shiponshipon2707 2 роки тому +2

    মারহাবা

  • @user-kh7xg3fh7d
    @user-kh7xg3fh7d 2 роки тому +3

    😭জয় পান্জাতন জয়😭🙏💚

  • @MDRahmanMia-rk5wm
    @MDRahmanMia-rk5wm Рік тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @মদীনারপাগলআমি

    এ গানটা সুনলে আমার চখে পানি চলে আশে৷, কারন পাক পান্জাতন আমার ইমান৷,,

  • @dulamiah4074
    @dulamiah4074 2 роки тому +2

    খুব ভালো লাগছে খুব ভালো লাগছে

  • @MdMd-uo1sf
    @MdMd-uo1sf Рік тому +2

    Bary good

  • @rashidbaul
    @rashidbaul 2 роки тому +3

    অসাধারণ গায়কী সালাম সরকার

  • @lipiabdulhalem9142
    @lipiabdulhalem9142 Рік тому +2

    🇧🇩

  • @MfRahim-gl6hh
    @MfRahim-gl6hh 6 місяців тому +1

    এম ফেরদৌস

  • @mdnurullah1989
    @mdnurullah1989 2 роки тому +1

    এই গান টা কি কেও আছে লিকে দিতে পারে ভাই

    • @dinohinmusic
      @dinohinmusic  2 роки тому

      দীনহীন রচনাবলী চেক করেন

  • @mdsumel4631
    @mdsumel4631 8 місяців тому +1

    গানের কথাগুলোকে মারাত্মক ভাবে বিকৃত করে গাইতেছে।
    এই পাগল দড়ি ছিড়ে গানের আসরে আসলো কিভাবে?

  • @MDRahmanMia-rk5wm
    @MDRahmanMia-rk5wm Рік тому +2

    ❤❤❤❤❤❤❤