যৌথ উদ্যোগে 'নবসৃজন' অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান কৃষ্ণসায়র পার্কে

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • স্বেচ্ছাসেবী সংস্থা 'বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি' এবং শ্রী -সবুজের অভিযানের যৌথ উদ্যোগে 'নবসৃজন' অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান কৃষ্ণসায়র পার্কে |
    এই দিন ১৮ মে ২০২৪ শনিবার সকালে দশটি বৃক্ষ চারা রোপন করা হলো এই পার্কে |
    বৃক্ষ চারাগুলির মধ্যে ছিল দুটি শাল, দুটি সেগুন, দুটি মেহগনি, দুটি আমলকি এবং দুটি বুদ্ধ নারকেল গাছ |
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, প্রকৃতিপ্রেমী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন দুই সংস্থার সদস্য ও সদস্যারা এবং একদল ছাত্রছাত্রী।
    প্রসঙ্গত, বহুল প্রচারিত দৈনিক বাংলা সংবাদপত্রের সূত্র অনুসারে ইতিপূর্বে এই কৃষ্ণসায়র পরিবেশ কাননে বৃক্ষছেদনের মতো দুঃখজনক ঘটনা পরবর্তী তার ঘাটতি পূরণের জন্য বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায় |
    একইসঙ্গে বেষ্টিত নিরাপদ স্থানে বৃক্ষরোপণের ফলে বৃক্ষ গুলি বেড়ে ওঠার নিশ্চয়তা থাকে |
    স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এই উদ্যোগ নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাছে এক সদর্থক বার্তা পৌঁছে দেবে |
    দুই সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বনবিভাগ কে বৃক্ষরোপনের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া এবং প্রয়োজনীয় বৃক্ষ চারা দিয়ে সহযোগিতা করার জন্য | ধন্যবাদ জানানো হয় কৃষ্ণসায়র পার্কের দায়িত্বপ্রাপ্ত জনকে যিনি এদিনের অনুষ্ঠানে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন |

КОМЕНТАРІ •