অদৃশ্য কিছু দিয়ে দৃশ্যমান বিশ্ব তৈরি হয় কিভাবে?| Quantum Field Theory Explained| Quantum Physics

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 301

  • @tislam_official
    @tislam_official 7 місяців тому +14

    অসাধরণ, amazing 🤩, সত্যি বলছি UA-cam এমন সুন্দর করে explanation দিয়ে কেউ video বানায় বলে আমার জানা নাই 😮
    বাংলাতে তো নেইই বরং হিন্দি কিংবা english এ ও কেউ বোধহয় এতো সুন্দর করে বোঝায় না ❤❤❤
    আশা করছি quantum Physics নিয়ে আরো এরকম সুন্দর সুন্দর well informed, well explained video পেতে চলেছি ❤🎉
    অসম্ভব ধন্যবাদ আপনাকে Sir

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +2

      এই ধরনের কমেন্ট একজন ভিডিও ক্রিয়েটরের কাছে যে কতটা মূল্যবান সেটা ভাষায় প্রকাশ করার মতো যথেষ্ট ভাষা বোধ আমার নেই। আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই।ভালো থাকবেন ।❤️❤️🙏

    • @tislam_official
      @tislam_official 7 місяців тому +2

      Sir, এর পরবর্তীতে quantum Physics এর বিভিন্ন terminology নিয়ে video বানাবেন please 🙏🏻, যেমন দরুণ quantum entanglement, quantum realm, quantum cumputer, quantum coherence, quantum superposition ইত্যাদি 💕💕💕
      Asole আমি akjon Medical student কিন্তু quantum Physics আমাকে ভীষণ ভালো লাগে 🫡🫡🫡❤️‍🔥

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      April 2023 তে আপলোড করা ভিডিওটা কাইন্ডলি দেখুন , ভিডিওর টাইটেল
      " আইনস্টাইনকে কিভাবে ভুল প্রমাণ করে নোবেল প্রাইজ পেলেন?"/Quantum entanglement.

    • @tislam_official
      @tislam_official 7 місяців тому

      @@ScienceAroundYou thanks 👍🏻🙏👍🏻

    • @asishmukherjee64
      @asishmukherjee64 2 місяці тому +2

      হিন্দি এবং ইংলিশে দেখেছি(শুনেছি) কিন্তু এত গভীরতা ছিলনা সে গুলোতে। এখানে যে ভাবে বলা হলো সেটা বিজ্ঞানের ছাত্র না হলেও বুঝতে অসুবিধা হবার কথা নয়।। দারুণ।।

  • @Deb.1997
    @Deb.1997 7 місяців тому +5

    UA-cam এ আমার দেখা শ্রেষ্ঠ ভিডিও। এসব বিষয় যে এত সহজ করে বোঝানো যায় ধারণাই ছিল না, আমি ভাবতাম এসব বিষয় আমার মস্তিষ্কের বোঝার ক্ষমতার বাইরের বিষয়। কিন্তু আপনার ভিডিও দেখে আমার বিশ্বাস হল যে এসব বিষয় আমার পক্ষেও চর্চা করা সম্ভব। গাণিতিক জটিলতা এড়িয়ে কোনোকিছু সহজ ভাষায় বোঝাতে পারা আপনার অনন্য সক্ষমতা। গণিতের যে জটিল বিষয়গুলো আছে যেগুলোর ফিজিক্যাল সিগনিফিক্যান্স আমরা বুঝতে পারি না, সেগুলোকেও সহজ করে বোধগম্যভাবে উপস্থাপন করে কিছু ভিডিও বানাতে পারেন থিওরিটিক্যাল কনসেপ্টগুলো কভার করার পর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে অনেক অনেক শুভকামনা আপনার এই প্রচেষ্টার জন্য।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      আপনার কমেন্টটা পড়তে ভীষণ ভালো লাগছিল !!!! -অনেকটা অনুপ্রাণিত হলাম।
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য 🙏

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 7 місяців тому +8

    অশেষ ধন্যবাদ জানাই আমার অনুজ প্রতিম ভাইকে এতো সহজে এই বুড়োকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকুন।‌

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন।

  • @khaledsaifuddinahmed7442
    @khaledsaifuddinahmed7442 7 місяців тому +12

    আমি বাংলাদেশী, physics ভালোবাসি, আপনাকে কি ভাবে ধন্যবাদ দিব জানিনা, এত কঠিন বিষয় এত সহজভাবে বুঝালেন, সত্যই অসাধারণ ,

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @kzmonir-u7b
    @kzmonir-u7b 6 місяців тому +2

    স্যার, কোয়ান্টাম ফিজিক্স এর পাশাপাশি ক্লাসিক / জেনারেল ফিজিক্স নিয়েও সহজভাবে আলোচনা মূলক + এনিমেশন নির্ভর ভিডিও দিন যাতে সাধারণ / দুর্বল শিক্ষার্থীরাও বুঝতে পারে ।

  • @asheshmajumdar4258
    @asheshmajumdar4258 7 місяців тому +6

    চমৎকার। অত্যন্ত জটিল বিষয় সহজ করে উপস্থাপন করা হয়েছে।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @rabindranathbanerjee8271
    @rabindranathbanerjee8271 7 місяців тому +1

    ভাই আপনার ব্যাখ্যাটি অতি সুন্দর হয়েছে । 11 12 স্ট্যান্ডার্ডে কোয়ান্টাম থিওরি বোঝাবার ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনার এই বক্তব্য আমাকে অভিভূত করেছে ।একটা সময়ে এইসব বিষয় নিয়ে চর্চা করতাম । এখন যথেষ্ট বৃদ্ধ কিছু মনে রাখতে পারি না । আপনার এই বক্তব্যটি ছাত্র সমাজে খুবই উপকারে লাগবে ।আপনাকে অশেষ ধন্যবাদ এই জটিল তত্ত্বটি আলোচনা করার জন্য

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার কমেন্টটা আমাকে অনুপ্রাণিত করল ,আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই🙏

  • @mrinaldey6489
    @mrinaldey6489 7 місяців тому +4

    Apnar video gulo sab somoy sabar theke alada. And sikshaniya. Thanks to you.

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      Thank you very much. Valo thakben...❤️❤️

  • @agooglepage9428
    @agooglepage9428 Місяць тому +1

    Darun dhonyobad sokoler jonno onek bhalobasha aar alo

  • @anilkonai1562
    @anilkonai1562 25 днів тому +1

    সত্যিই অসাধারণ বাস্তব সত্য ঘটনা তুলে ধরেছেন এটাই বাস্তব সত্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কুর্নিশ জানাই।

  • @atmajoburman7335
    @atmajoburman7335 7 місяців тому +3

    jibonke dekhar ekta sompurno onno rokom dristikon,...khub bhalo laglo sir, aro jante chai🙏

  • @tushargayen1589
    @tushargayen1589 7 місяців тому +1

    To introduce about quantum field with such clarity and depth is not an easy task. I give you 100/100. Thanks a lot and please keep posting such videos for the knowledge seekers.

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      Thank you very much for your wonderful feedback 🙏

  • @mdjulfikarislam3563
    @mdjulfikarislam3563 Місяць тому +1

    Khub sundor bhave bojhan. Khub bhalo legeche.

  • @mdgiasuddinahmed
    @mdgiasuddinahmed Місяць тому +1

    আমার অনেকদিনের একটি কাঙ্ক্ষিত তথ্য পেলাম। অনেক অনেক ধন্যাদ বাদ

  • @asitdas7960
    @asitdas7960 7 місяців тому +5

    খুব খুব সহজ করে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ!

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @KRNandi
    @KRNandi 7 місяців тому +2

    খুব ভাল লাগল , অনেক ধন্যবাদ। মানুষ কত কি জেনে গেল, তবু বোধ হয় সব ‌ই বাকি রয়ে গেল,ন‌ইলে মনে হয় সবাই অন্তত এক একটা পৃথিবী তৈরি করে নিত। তবে এ সব ই মানুষের ব্রেনের বিহ্বলতা বলে মনে হচ্ছে। কেননা এর কি কোন শেষ আছে? অন্তত আমি তো বিভ্রান্ত।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @saleksalfehsani7789
    @saleksalfehsani7789 7 місяців тому +1

    ভালো লেগেছে, কথা গুলো তথ্যবহুল, আমরা যারা ধীরে বুঝি তাদের জন্য এক বার নয়,কয়েক বার দেখতে হবে। আপনার ভূমিকা টা একটু বড় মনে হয়েছে, তবে সুন্দর উচ্চারণের জন্য ধন্যবাদ। আরো ভিডিও ক্লিপ বানান, বিশেষ করে কোয়ান্টাম ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেখানে দেখলে ইলেকট্রন অবজেক্ট, না দেখলে ওয়েব, এটা ঠিক বুঝে উঠতে পারি না। ধন্যবাদ সব কিছুর জন্য।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      Apr 2023 te upload করেছিলাম - "আইনস্টাইনকে ভুল প্রমাণ করে নোবেল পুরস্কার পেলেন" - এই ভিডিওতে ডাবল slit এক্সপেরিমেন্ট সম্পর্কে আইডিয়া পাবেন.....
      আপনাকে ধন্যবাদ।

  • @rajarshiseth03
    @rajarshiseth03 7 місяців тому +1

    Sir, apni khub bhalo kaaj korchen, ei dhoroner , jonosadharoner curiosity er jonno BANGLA te video baniye. Khub dorkar egulo sobar kache pouchanor, matribhasa te howar fole sobai segulo khub sojojei bujhte parbe.

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      আপনার কমেন্টটা খুবই ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ,ভালো থাকবেন।

  • @bigshah4909
    @bigshah4909 7 місяців тому +4

    অসাধারন উপস্থাপনা।আপনি আরেকজন আইনস্টাইন।

  • @meerkhalid184
    @meerkhalid184 15 днів тому +1

    Thank you for nice presentation.

  • @SHStudioBD
    @SHStudioBD Місяць тому +1

    Informative

  • @mrcaccessories4865
    @mrcaccessories4865 5 місяців тому +1

    U r provided good quality to make other understand and that are gifted by Almighty. Wish u all the best.

  • @smoitracivil
    @smoitracivil 3 місяці тому +1

    দারুন ভিডিও। তবে কতগুলো জায়গায় কনসেপশন ক্লিয়ার হল না, হয়তো আরো পড়াশোনা করতে হবে।

  • @findmearp
    @findmearp Місяць тому +1

    Darun legeche

  • @shaikhtariq-8495
    @shaikhtariq-8495 7 місяців тому +2

    good job. Keep it up.
    Many many thanks.আপনার বাচনভঙ্গি অতীব সুন্দর। খুব ভালো লাগলো।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার কমেন্টটা পেয়ে খুবই ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই-ভালো থাকবেন।🙏

  • @struggleoflife5573
    @struggleoflife5573 7 місяців тому +4

    খুব সুন্দর এবং সহজে ব্যাখ্যা করেছেন বুঝতে অনেক সুবিধা হয়েছে ধন্যবাদ আপনাকে।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @md.nashiruddin7283
    @md.nashiruddin7283 7 місяців тому +2

    খুব ভালো আলোচনা। কঠিন বিষয় যে ুত সহজে বুঝানো যায় তা এই আলোচনা না শুনলে বুঝতাম না❤

    • @tauhidulislam1582
      @tauhidulislam1582 7 місяців тому +1

      Excellent, waiting for this sort of explanation for so long. Thank you very much. Pls keep it up.

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      Thank you very much

  • @MultiManass
    @MultiManass 7 місяців тому +4

    Excellent knowledge sharing

  • @debasismishra1484
    @debasismishra1484 7 місяців тому +1

    It is very good depiction and expression. Wish your success in this field. Carry on.
    Thank you.

  • @mdtalh2200
    @mdtalh2200 5 місяців тому +1

    এতো ভালো একটা চ্যানেলে সাবস্ক্রাইবার এতই কম যে বিশ্বাস করা যায় না।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  5 місяців тому

      আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই 🙏

  • @31rimjhimbhattacharjee7d2
    @31rimjhimbhattacharjee7d2 26 днів тому +1

    Ami physics khub valobasi kintu apnar moto kore explain asadharon onek gulo prosner uttar pachhi

  • @MDNURALAM-ut6bi
    @MDNURALAM-ut6bi 7 місяців тому +1

    দাদা, আপনার উপস্থাপনটা সুন্দর এবং গোছালো।তাই সহজে জটিল কিছু বুঝতে পারলাম।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

  • @nikhilmandal2772
    @nikhilmandal2772 7 місяців тому +1

    এ বিষয়টি জটিল বলেই আমরা এড়িয়ে যাই । এই রহস্যময় জগৎ অতি বাস্তব । এবিষয় বুঝতে অনেক সময় ধরে পড়া ও শোনার দরকার। আপনার বলা সুন্দর । বোঝানো টা খুব সঙখেপ মনে হলো ।

  • @prabirKumarGuria17
    @prabirKumarGuria17 7 місяців тому +2

    Extraordinary clarification sir.
    Make such type of videos for us.

  • @chandanajana
    @chandanajana 7 місяців тому +1

    I am from India, emon explanation kothao paini, thank u, amader gyan chokku alokito karar jonno. Aro video banan plz😊❤

  • @TareqIslam-h3z
    @TareqIslam-h3z 26 днів тому +1

    দারুণ লগলো

  • @AQMChannel_
    @AQMChannel_ 7 місяців тому +4

    এই ভিডিও থেকে সহজেই কোয়ান্টাম ফিল্ড তত্ত্ব জানা গেল, ধন্যবাদ আপনাকে

  • @arunsinghamahapatra2918
    @arunsinghamahapatra2918 7 місяців тому +3

    Awesome explanation 😊
    Khub sundor 👍
    Dhanyawad Sir 🙏

  • @indranilpaul6253
    @indranilpaul6253 7 місяців тому +1

    Khub sorol kore bojhanor aschorjo dokhota apnar ache...thank u sir

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই Mr. Paul 🙏

  • @nikhilmondal6414
    @nikhilmondal6414 7 місяців тому +1

    একটা জটিল বিষয় উদাহরণের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে।

  • @eashaqueali5270
    @eashaqueali5270 13 днів тому +1

    Extra ordinary presentation. Carry-on.

  • @shahriarhossain9500
    @shahriarhossain9500 Місяць тому

    Most simple and logical explanation I have ever found about field and particle described in wonder full way thanks a lot

  • @arunsau5942
    @arunsau5942 7 місяців тому +3

    Such excellent knowledge sharing is well appreciated.

  • @sukantadey9383
    @sukantadey9383 7 місяців тому +1

    অত্যন্ত ভালো কাজ করছেন। অনেকেরই আগ্রহ আছে কিন্তু ইংরাজি না জানার কারনে জানতে পারেন না। এই ভিডিওটা থেকে তাঁরা ভীষণ উপকৃত হবেন।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ Mr. Dey.🙏

  • @pinakisen8652
    @pinakisen8652 7 днів тому +1

    In a word , excellent.

  • @monalisaghosh586
    @monalisaghosh586 5 місяців тому

    Khub bhalo legechhe . Erokom aro video chai . Anek prasner uttar pai . Dhonyobaad .

  • @Tn5er
    @Tn5er 7 місяців тому +1

    সুন্দর এক্সপ্লেনেশন! আপনার বিজ্ঞান এর সাথে হালকা দর্শন এর মিক্সিং টা দারুন লাগে!

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার কমেন্টটা পেয়ে খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @asishmukherjee64
    @asishmukherjee64 2 місяці тому +1

    অনবদ্য ও দুর্দান্ত।। এতো প্রাঞ্জল ভাষায় quantum physics explain করা যায় ভাবাই যায়না। ধন্যবাদ।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  2 місяці тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মিস্টার মুখার্জি ।

  • @bangladesh52
    @bangladesh52 7 місяців тому +1

    আমাদের জীবন সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করি। জন্ম বা মৃত্যু নিয়ে খুব ভাবি। এই প্রোগ্রাম টি দেখে একটা জিনিস মনে আসল আর সেটা আমরা শেষ হয়ে যাই না মৃত্যুর পর। রূপান্তর হই । আত্মা একটা এনার্জি থেকে আর একটা এনার্জিতে রূপান্তরিত হয়। আপনার ব্যাখ্যা চাই। আপনি আর একজন আইনেস্টাইন আমার কাছে । please ব্যাখ্যা করবেন ।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      April 2023 তে আত্মা নিয়ে এই চ্যানেলেই একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওর টাইটেল ছিল " আত্মা কি সত্যিই আছে/Mystery of consciousness " -একটু খুঁজে দেখে নেন প্লিজ🙏

  • @DebabrataGhoshIMU
    @DebabrataGhoshIMU 2 місяці тому +1

    Osadharon Subhasish Da. Hats off to you.

  • @rajudhali
    @rajudhali 7 місяців тому +1

    ঘোষ সাহেব অনবদ্য ভিডিও । আমি ভাষা হীন, কোন প্রশংসাই এই ভিডিও টার জন্য যথেষ্ট নয় । তবে আমি এটুকু বলতে পারি পৃথিবী আবার একটা নতুন আইনস্টাইন কে ফিরে পেয়েছে। ❤❤❤❤❤❤❤❤

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার কমেন্টটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।❤️❤️❤️🙏

  • @অচেনারঙ
    @অচেনারঙ 7 місяців тому +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার
    এতো সুন্দর করে গুছিয়ে এবং বুঝিয়ে ব্যাখ্যা
    দেওয়ার জন্য । তবে এখানেও আমার কিছু প্রশ্ন রয়েই যায় 🧏‍♀️
    অনুগ্রহপূর্বক আশা রাখি বিরক্ত হবেন না । 🥀♥️
    প্রশ্ন নং- (০১)
    ❝কোয়ান্টাম❞ এর ব্যাখ্যা কী ?? এবং quantum field গুলো
    কীভাবে সৃষ্টি হলো ??
    প্রশ্ন নং- (০২)
    আপনি বলেছেন quantum field স্থির নয়, এরা vibrate
    করেই চলেছে । তাহলে এদের শক্তির যোগান
    আসে কোথায় থেকে, অনন্য particle দ্বারা বাধা প্রাপ্ত হয়ে
    যেকোনো সময় vibrate বন্ধ হওয়ার কথা ছিল
    কিন্তু হচ্ছে না কেন ??
    প্রশ্ন নং- (০৩)
    আপনি বলেছেন electro magnetic forces এর জন্য
    ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে । তাহলে একই বলের
    কারণে নিউক্লিয়াস কেন ঘুরে না ?? বিভিন্ন কক্ষপথে যে
    ইলেকট্রনগুলো ঘুরছে theory of general relativity অনুযায়ী
    কক্ষপথ তো বেঁকে যাওয়ার কথা, তাহলে তার উত্তর কী হবে ??
    প্রশ্ন নং- (০৪)
    কোয়ার্কের spin, colour charge, isospin,
    baryon number ইত্যাদি সম্পর্কে কোন আলোকপাত
    করা হয়নি, এগুলো আসলে কী? কীভাবে সৃষ্টি হয়? ইত্যাদি ।
    প্রশ্ন নং- (০৫)
    light spectrum অনুযায়ী আলোর ৭টি রং থাকে
    একখানেই আমি confused পৃথিবীর সমস্ত রং
    এর জন্য দায়ী কী ফোটন, নাকি অন্য particle
    যদি অন্য particle দায়ী হয়, তাহলে আলোর মধ্যে
    রং আসে কীভাবে ??
    প্রশ্ন নং-(০৬)
    বিগব্যাং অনুযায়ী বিশ্বের প্রথম মৌল হাইড্রোজেন
    সৃষ্টির অনেক পরে মহাবিশ্ব আলোকিত হয়েছিল কিন্তু ফোটন
    তার আগেই সৃষ্টি হয়েছিল, তাহলে মহাবিশ্ব হাইড্রোজেনের
    আগ-পর্যন্ত অন্ধকার থাকে কীভাবে ??
    প্রশ্ন নং- (০৭)
    quantum fluctuations অনুযায়ী প্রত্যেকটি particles
    এর Anti particles আছে, তাহলে আমাদের মহাবিশ্ব গঠিত
    হলো কীভাবে?? হিসাবমতে এগুলোও ধ্বংস হওয়ার কথা ছিল
    প্রশ্ন নং- (০৮)
    আমরা জানি প্রত্যেক বস্তুরই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক রয়েছে
    অর্থাৎ বস্তুতে যত বেশি তাপমাত্রা দেওয়া যাবে বস্তু ততই
    পদার্থের চতুর্থ এবং পঞ্চম অবস্থা ছাড়িয়ে বিগব্যাং এর আদি
    অবস্থায় চলে যায় । আমি বলতে চাইছি হাজার হাজার
    কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেকোন বস্তুই fundamental
    particles লেভেলে চলে যায় । তাহলে সার্নের Large Hadron
    Collider ল্যাবে যে পরীক্ষাগুলো করা হয়, এতো বিপুল
    তাপমাত্রায় এ ল্যাবের সমস্ত যন্ত্রপাতি অক্ষত থাকে কীভাবে ??
    প্রশ্ন নং- (০৯)
    theory of general relativity অনুযায়ী আমরা gravity স্থান
    কালের বক্রতা সম্পর্কে ধারণা পাই । প্রকৃতপক্ষে স্থান-কাল
    কোন particles দিয়ে সৃষ্টি ??
    মহাবিশ্বের সবচেয়ে গতিশীল বস্তুই হলো আলো, তাহলে মহাবিশ্ব
    কীভাবে আলোর চেয়ে বেশি বেগে প্রসারিত হয় ??
    প্রশ্ন নং- (১০)
    আমাকে এমন কিছু বিজ্ঞানের বই suggest করুন, যেগুলো
    একেবারে pure scenic এর authentic ভাবে cosmology এবং
    quantum physics এবং বিগব্যাং এর সমস্ত কিছু একেবারে
    নিখুঁতভাবে ব্যাখ্যা দেয়া আছে । যেগুলো ধর্মীয় এবং রাজনৈতিক
    প্রভাবমুক্ত । এবং বাংলাূেশ থেকে আমি কীভাবে পাবো তাও
    জানাবেন ।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +2

      সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে পেয়ে যাবেন - ভিডিও দেখতে থাকুন।❤️

  • @hrkamal
    @hrkamal 7 місяців тому +1

    You are a genius. Difficult subjects covered in an easier way.

  • @kaustavsahoo8413
    @kaustavsahoo8413 7 місяців тому +1

    Nice Video...such an impressive illustration!!!

  • @prashantachakraborty6598
    @prashantachakraborty6598 6 місяців тому +1

    দারুণ লাগলো

  • @ajoysutradhar1779
    @ajoysutradhar1779 3 місяці тому +1

    দারুন লাগল

  • @saifurdulal9698
    @saifurdulal9698 7 місяців тому +1

    সত্যিই আমাদের কল্পনার চাইতেও বেশী কিছু।ধন্যবাদ।

  • @eashaqueali5270
    @eashaqueali5270 Місяць тому +1

    Excellent!

  • @gopabanerjee9595
    @gopabanerjee9595 7 місяців тому +1

    Ami science janina but kichuta bujhlam.valo laglo.

  • @shaikhshahnurrahman6470
    @shaikhshahnurrahman6470 7 місяців тому +2

    Thank you so much Sir!.....Really hard to imagine our real world.....but your explanation and videos made it interesting!!....Thank you again.

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      Thank you very much for your nice words.🙏

  • @sailensarkar3241
    @sailensarkar3241 7 місяців тому

    খুব ভাল ও প্রয়োজনীয় ভিডিও। কে বলে সহজ ও প্রাঞ্জল বাংলায় বিজ্ঞান বোঝানো যায় না, আপনার ভিডিও দেখে বাংলা ভাষায় বিজ্ঞান পড়ানো নিয়ে আশাবাদী হলাম।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার কমেন্টটা পেয়ে খুবই ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই🙏

  • @susmitadutta7845
    @susmitadutta7845 7 місяців тому +2

    খুব ভালো লাগলো 😊

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।

  • @siddiqueali1891
    @siddiqueali1891 Місяць тому +1

    Very good.

  • @MahbubAli-nc8sk
    @MahbubAli-nc8sk 7 місяців тому +2

    বেশ ভালো লাগলো।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @polymukherjee1082
    @polymukherjee1082 4 місяці тому +1

    Anek sundor poriskar video

  • @anantadatta6022
    @anantadatta6022 Місяць тому +1

    দাদা অসাধারণ লেগেছে আপনার প্রতিবেদন।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  Місяць тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

  • @pradiprajbanshi9832
    @pradiprajbanshi9832 4 місяці тому +1

    খুব ভালো

  • @SomnathDe-y2z
    @SomnathDe-y2z 5 місяців тому +1

    Khub bhalo Laglo.

  • @mamunrashid4900
    @mamunrashid4900 6 місяців тому +1

    Marvellous

  • @bidyutbiswas1849
    @bidyutbiswas1849 7 місяців тому +1

    Very nice video, but difficult to understand.

  • @raindronathgoshgosh3863
    @raindronathgoshgosh3863 7 місяців тому +1

    very nice to understand our world

  • @sangitagoenka6710
    @sangitagoenka6710 6 місяців тому +1

    Khub bhalo bojhate perechen darun

  • @deeptwo6167
    @deeptwo6167 7 місяців тому +1

    জানার আগ্রহ আরো বাড়িয়ে দিলেন😮
    আরো ভিডিও বানিয়ে গভীরতায় ডুব দেওয়াবেন

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @SomnathDe-y2z
    @SomnathDe-y2z 5 місяців тому +1

    Darun Laglo.

  • @badalchandranath2583
    @badalchandranath2583 3 місяці тому +1

    Verygood

  • @biswajitbiswas1019
    @biswajitbiswas1019 7 місяців тому +2

    খুবই ভালো লাগলো। সমৃদ্ধ হলাম ।🙏

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই 🙏.

  • @narenhait
    @narenhait 7 місяців тому +1

    Excellent

  • @mrinaldas13
    @mrinaldas13 7 місяців тому +1

    আরও কয়েক বার শুনবো। হঠাৎ যেন শেষ হয়ে গেলো। শেষ হইয়াও হইলোনা শেষ.......

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।

  • @subhashbhawal3443
    @subhashbhawal3443 Місяць тому +1

    Sir, এই পৃথিবীর সব থেকে গভীর সমুদ্রে যে সব জীব উদ্ভিদ জীবাণু তাড়া আমাদের মতো অক্সিজেন ছাড়া অন্য গ্যাস গ্ৰহণ করে বেঁচে থাকে। জানালে বাধিত হবো কি ভাবে বৈজ্ঞানীক ব্যাখা দেবেন। 🙏🙏🫡🫡 খুব ই আনন্দ, রোমাঞ্চিত হ ই।

  • @DPChwdrY
    @DPChwdrY 7 місяців тому

    Aro valo kore bujhate hobe sir, topics ta khubbi interesting coz er moddhei god ache! Aro animation add korle easily bujhbe shobai.

  • @abuhenamostafakamal7949
    @abuhenamostafakamal7949 7 місяців тому +1

    Excelent, more about I want to know religion and Science, specially Hindu and Muslim said about Science is created by quaran & bet.

  • @swarupdeb5788
    @swarupdeb5788 Місяць тому +1

    Asadharon explanation just love it❤

  • @sahanarakhatun5568
    @sahanarakhatun5568 6 місяців тому

    স্যার আমি আপনার ভিডিও আজকে থেকে দেখা শুরু করেছি আপনার ভিডিওগুলো এতটা যুক্তিবান মনে হয়েছে ফলে আমার ইচ্ছা হলো আরো কিছু ভিডিও দেখি কিন্তু সব ভিডিওগুলি চুক্তি মান আমি একটা সমস্যায় বুঝি যেখানে ডাক্তারের যুক্তি আমি মেনে নিতে পারছিনা স্যার যদি দয়া করে আপনার নাম্বারটা একটু দিতেন আপনার সাথে কথা বলতাম আর আমার পুরো বিশ্বাস আপনার যুক্তিতে আমার সমস্যা সমাধান হয়ে যাবে আর আমি আপনার সবগুল ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক করেছি ধন্যবাদ স্যার।🙏🙏🙏

  • @asishkumarghoshdastidar1409
    @asishkumarghoshdastidar1409 7 місяців тому +1

    Excellent.
    Learnt a lot.

  • @achintyakumarsarkar4991
    @achintyakumarsarkar4991 7 місяців тому +1

    Generally quantum physics is hard to realize. but you make it easy.Thank you

  • @sanjibanilife9449
    @sanjibanilife9449 7 місяців тому +1

    Amazing ❤

  • @MalayBhattacharya-d5b
    @MalayBhattacharya-d5b 7 місяців тому +1

    Banglay sadharon bhabe bujhte parlam. Lot of thanx.

  • @Dr.Farhad
    @Dr.Farhad 7 місяців тому +1

    অসাধারন ! খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ । অনেক ইনফরমেটিভ । লাইক ও সাবস্ক্রাইব করলাম ।

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @subrataghosh2343
    @subrataghosh2343 Місяць тому +1

    Thank you dada I knew a vast and intrigue matter

  • @phanindratamuly9197
    @phanindratamuly9197 7 місяців тому +1

    Excellent explanation

  • @TapanSingha-y4d
    @TapanSingha-y4d Місяць тому

    আপনার পরবর্তীকালের কোন এক ভিডিওতে এই বিষয় নিয়ে আবার আলোচনা করুন এটা চাই। আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি।

  • @hasmotali2791
    @hasmotali2791 Місяць тому +1

    Thanks ❤❤❤

  • @MotasimBillah-l4b
    @MotasimBillah-l4b 27 днів тому +1

    Very nice indeed.

  • @al-aminsikder1589
    @al-aminsikder1589 6 місяців тому +1

    Simply awesome...

  • @bikramjamatia2296
    @bikramjamatia2296 7 місяців тому +1

    Excellent.

  • @dr.ahasan.ullah.chowdhury1986
    @dr.ahasan.ullah.chowdhury1986 7 місяців тому +1

    Very nice explanation dada

  • @RabiRaja-yd3fl
    @RabiRaja-yd3fl 7 місяців тому +1

    Superb video sir, love from india ❤❤

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      Thank you very much ❤️❤️ from India.

  • @KBSP-o3c
    @KBSP-o3c 7 місяців тому +2

    অসাধারণ, অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ScienceAroundYou
      @ScienceAroundYou  7 місяців тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ❤️❤️❤️

  • @music8555
    @music8555 7 місяців тому +1

    carry on please

  • @chandan9042
    @chandan9042 7 місяців тому +1

    Asadharan.