দাদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আসলে আপনার ব্লগের চেয়েও আপনার ভাষার প্রেমে পড়ে গিয়েছি। বাংলা ভাষা যে এত সুন্দর , এত শ্রুতি মধুর , আসলে আপনার মুখ থেকে না শুনলে হয়তো এতটা অনুধাবন করতে পারতাম না। আপনার ভয়েস ও অসাধারণ দাদা। ফলো দিয়ে রাখলাম। আশা করি ভবিষ্যতে আরো অনেক ব্লগ পাব। খুবই ভালো লাগলো । ভালো থাকবেন, শুভকামনা রইল দাদা।
Hawker নেই বলেই ওত পরিষ্কার স্টেশন, আর মনে হয় ওখানকার বেশিরভাগ নাগরিক এর মনোভাবের জন্যই ট্রেনটাও পরিষ্কার। তবে ভোরের বাইরের দৃশ্য, দেখে কিন্তু Bangkok বলে আলাদা কিছু মনে হচ্ছিলো না, আমাদের নিউ জলপাইগুড়ি এর এলাকার মতোই লাগছিল। তবে আগেও ব্যাংকক এর ভিডিও দেখেছি, কিন্তু আপনার পরিবেশনায় , মধ্যে কিছু আছে, যা থেকে উপভোগ করছি বেশি, মানে জানো আমি ঘুরছি।
দাদা কিছু না হলেও শুধু মন মুগ্ধকর ভয়েসের জন্যই আমরা খালি আপনার ভিডিওটা দেখি। ভিডিওগুলি এক কথায় অপূর্ব অপূর্ব এবং অপূর্ব আর কোন কথা হবে না। অসংখ্য ধন্যবাদ
সন্ধের ঝালমুড়ি আর সকালের চা মিস করা ছেড়ে দিলে ট্রেন টা অপূর্ব। চিয়াং মাই খুব সুন্দর জায়গা শুনেছি। আশা করি আপনার পরিবেশনের গুনে সুন্দরতর হয়ে ধরা দেবে আমাদের কাছে। অপেক্ষায় রইলাম। 👍
Darun..sob kichu..jono dorodi govt. ar responsible citizen er somonnoye ki sundor gorey utheche deshti.. Drishtantamulak..ar tar moddhe Shivaji tomar vlog, sob Miley Great!!
অপূর্ব। এত পরিস্কার পরিচ্ছন্ন train ও station আমাদের দেশে যদি হতো, কি ভালো হতো। তবে ভোরবেলা ও সন্ধ্যায় চা ও ঝালমুড়ির অভাব বেশ কষ্টদায়ক। আপনার পরিবেশনার তুলনা নেই। বেশ আকর্ষণীয়। ভালো লাগলো।
খুব সুন্দর লাগলো ট্রেন জার্নিটা। হোটেলের ভাড়া টা আবার অবাক করার মত। থাইল্যান্ডের আর সবকিছুই একটু দাম বেশি হলেও হোটেল ভাড়া টা সত্যি খুবই কম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। ❤️❤️❤️❤️❤️
দাদা আপনার ব্লগটি সাবস্ক্রাইব করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারন এতো সুন্দর আপনার উপস্থাপনা সবকিছু এতো বিশদ আলোচনা করে আমাদের সামনে তুলে ধরেন সত্যি ধন্যবাদ বললে কম হয়। খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️🇧🇩
Darun lagche Bangkok er blog gulo. Train gulo ato valo service day r ato kom takay ato valo hotel sotti awesome lagche. Sange roilam. Next blog er jonno agam suvechha roilo.
অবাক করার মত ব্যাপার,এত বড় টুরিস্ট স্পট হওয়া সত্ত্বেও থাইল্যান্ডের হোটেল ভাড়া সত্যিই সস্তা,আর দারুণ পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরগুলো,আমাদের দেশে টুরিস্ট স্পটে এই দামে এই ঘর কল্পনা করা যায় না!
Darun journey video 👍👍👍👍📸📸📸📸❤️❤️ train ta bapok. Amr meye train journey er vokto sobsomoy bole engine no. 9 aj sotti mile galo tmr engine no 9 😎😎. Jayga ta khub sundor amader uttorbonger moto sobuj.
🌹😘👍🏻🎉🙏 শহর কলকাতা থেকে। আজ আমিই প্রথম কমেন্ট করতে পারলাম। খুব ভালো লাগলো।🌹👍🏻 ২ বার থাইলেন্ড এসেছি। একবার সপরিবারে।তবে ট্রেনে চড়া হয় নি। খুব ভালো লাগলো... 👍🏻🌹😘 হাজার টাকার হোটেলের নামটা পেলে উপকার হবে। শিবাজি এখন বাংলাদেশে... পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় রইলাম 🌹🎉👍🏻😘🙏
শিবাজি দাদা, আসসালামু আলাইকুম। আপনার ভিডিও গুলোর সাথে অন্য কোনো ভিডিওর তুলনা করা যায় না। আপনি এগিয়ে যান। আল্লাহপাক আপনাকে দীর্ঘায়ু করুন। আপনি ভালো ও সুস্থ থাকবেন এই কামনাই করি। আমিঃএম.এ.কাদের, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। 🌺☘️🌹☘️🌺☘️🌹
Atto sundor and perfect and glowingly neat Railway system dekhe as an Indian, vishon embarrassed. Obosshoi Thailand e giye ei railway system avail korte hobe. 😇😇😇🤗🤗👀
Darun laglo Thailand er train jatra....sei Sealdah theke Bangkok, train dhorar joynno dourano - tobe Rajdhani dhorar video ta sanghatik chilo, mon e hochilo ami o apnader sathe taxi kore train dhorte jachi 👍👍👍
I have seen the video. It seems that there is a good governance.The people of Bangkok is Disciplined and mostly honest. I like Bangkok.Thank you for video.
Wowthats awesome train Dada. Tomader ei journey dekhe khub jete icche korche. R only 1000/ rupee te hotel room to bhabai jayna. Ekdam 5 star catagory room
Darun Laglo Dada...video ta khub sundor and informative...Ami Bangkok to Surat Thani gechilam in such Night Train...but seems that Train service ektu better hoyeche...but sotti there should be Pantry Car...aar majhe majhe Cha bikreta 👍
Apnake ashes ashes dhanyabad--- ei karone je , apnar bhramon brittanto ebong sabolil amayeek byabohar amake eto mugdho kare je ebong eto bhalo lage je ta ami barnona kore -o- bojhate parbo no. Apni ei bhabe amader monoranjan kore jan.
দাদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আসলে আপনার ব্লগের চেয়েও আপনার ভাষার প্রেমে পড়ে গিয়েছি। বাংলা ভাষা যে এত সুন্দর , এত শ্রুতি মধুর , আসলে আপনার মুখ থেকে না শুনলে হয়তো এতটা অনুধাবন করতে পারতাম না। আপনার ভয়েস ও অসাধারণ দাদা। ফলো দিয়ে রাখলাম। আশা করি ভবিষ্যতে আরো অনেক ব্লগ পাব। খুবই ভালো লাগলো । ভালো থাকবেন, শুভকামনা রইল দাদা।
জয় বাংলা
আপনার প্রথম আন্তরজাতিক ভ্রমণ খুব উপভোগ করছি। ব্যাংকক এবং তার পার্শবর্তী এলাকা সম্বন্ধে সম্যক ধারণাও হচ্ছে। মোট কথা খুব ভালো লাগছে।
এতো কষ্ট করে ভিডিও তৈরি করা সব মা দূর্গার আশীর্বাদ ছাড়া আর কিছু না 🙏😊👌গ্রেট শিবাজী দা 💓💖💓
সত্যি দাদা, আপনি যে ভাবে ভিডিও করেন তার কোন তুলনা হবে না....👍
অসাধারণ বললে কম বলা হয়...💐
Not night but day send so population is matching train .not india 150cr population is absard
আপনার সৌজন্যে এমন অসাধারণ সুন্দর জায়গা পরিদর্শন করতে পারছি !! ধন্যবাদ আপনাকে !!!
Hawker নেই বলেই ওত পরিষ্কার স্টেশন, আর মনে হয় ওখানকার বেশিরভাগ নাগরিক এর মনোভাবের জন্যই ট্রেনটাও পরিষ্কার।
তবে ভোরের বাইরের দৃশ্য, দেখে কিন্তু Bangkok বলে আলাদা কিছু মনে হচ্ছিলো না, আমাদের নিউ জলপাইগুড়ি এর এলাকার মতোই লাগছিল।
তবে আগেও ব্যাংকক এর ভিডিও দেখেছি, কিন্তু আপনার পরিবেশনায় , মধ্যে কিছু আছে, যা থেকে উপভোগ করছি বেশি, মানে জানো আমি ঘুরছি।
দাদা কিছু না হলেও শুধু মন মুগ্ধকর ভয়েসের জন্যই আমরা খালি আপনার ভিডিওটা দেখি।
ভিডিওগুলি এক কথায় অপূর্ব অপূর্ব এবং অপূর্ব আর কোন কথা হবে না। অসংখ্য ধন্যবাদ
ট্রেনটা অসাধারণ; ওই বাজেটে হোটেল রুমটাও। দুটো জিনিস খুবই অদ্ভুত লেগেছে- দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রি না থাকা আর নিচু প্ল্যাটফর্ম।
এত সুন্দর ট্রাভেলিং ভিডিও আগে কখনো পাইনি।অনেক ,অনেক ধন্যবাদ।👍🌻
আপনার সাথে দিব্যি আমার থাইল্যান্ড ঘোরা হয়ে যাচ্ছে।দারুণ লাগছে।সুস্থ থাকুন, ভাল করে ঘুরুন আর আমাদেরও ভার্চুয়ালি ঘোরান❤️❤️
সন্ধের ঝালমুড়ি আর সকালের চা মিস করা ছেড়ে দিলে ট্রেন টা অপূর্ব। চিয়াং মাই খুব সুন্দর জায়গা শুনেছি। আশা করি আপনার পরিবেশনের গুনে সুন্দরতর হয়ে ধরা দেবে আমাদের কাছে। অপেক্ষায় রইলাম। 👍
Train khub neat & clean.station gulo ekebare phaka.hotel room rent just unbelievable.happy jounney.darun laglo shibajida.
চমৎকার ট্রেন ভ্রমণের ভিডিও। দেখলাম। খুব ভাল লাগল। মনভরে উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে
এত সুন্দর ও পরিষ্কার ট্রেন ভাবা যায়না। স্টেশন গুলিও কত পরিষ্কার। এই রেল থাইল্যান্ডের গর্ব। আর এত সস্তায় যে এমন হোটেল হতে পারে , ভাবা যায়না ।
ব্যাবহারকারি মানুষ গুলো মনে হয় পরিস্কার।
@@arijitkumar7686 right
Onek video dekhechi , kintu ei rokom beautiful r smart r honest video ami konodin dekhinai , that was awesome , really good
Darun sundor train journey (minus tea, coffee, jhalmuri etc.) ebong extraordinary hotel room rate at Chiangmai !
apnar paribesner gune khub bhalo laglo train journey and hotel room khub cheap abak laglo.
আমি গল্লামারী, খুলনা,বাংলাদেশ থেকে দেখছি আর আপনাদের সাথে সাথে যেনো ঘুরছি।
আপনার উপস্থাপনা বাচনভঙ্গী কন্ঠস্বর অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Mon ta juriye jacche bhai...darun cholche ei series ta..definitely missing P...bkk khabar amazing..and very hygenic..great going 100& Below!!
Thanks a lot Ayan da
Dekhey khuub valo laaglo satyii, dada!
Foreign er train journey vlog gulo, satyiii valo laage dekhtey go, dada!👌🏻👌🏻💯
ট্রেনের স্পিড যাই হোক না কেন ট্রেনের ভেতরটা কিন্তু মনের মত। উন্নত টেকনোলজি। ভালো লাগলো।
থাইল্যান্ডের অনেক ভিডিও দেখ। নিজেও গিয়েছিলাম কয়েক বছর আগে। কিন্তু থাইল্যান্ডের ট্রেনের ভিডিও ... প্রথমবার দেখলাম। খুব ভাল লাগল।
apurbo train jatra, asadharon prakritik poribesh, darun hoteler ghar o jharbati
Darun..sob kichu..jono dorodi govt. ar responsible citizen er somonnoye ki sundor gorey utheche deshti..
Drishtantamulak..ar tar moddhe Shivaji tomar vlog, sob Miley Great!!
দারুণ লাগল। ট্রেন তো ফাটাফাটি। হোটেলের room টাও অসাধারণ। 👌
Khub valo laglo! 😍Explorer Shibaji 🙏😍🙏
Apnar vedio khoob sunder o romachoksr.aporva drciption dileln.maajannonir kripa apnar upor riolo.sabdrcptio balo bavekolen.asadaro apnar jarney
Valothkben.
অপূর্ব। এত পরিস্কার পরিচ্ছন্ন train ও station আমাদের দেশে যদি হতো, কি ভালো হতো। তবে ভোরবেলা ও সন্ধ্যায় চা ও ঝালমুড়ির অভাব বেশ কষ্টদায়ক। আপনার পরিবেশনার তুলনা নেই। বেশ আকর্ষণীয়। ভালো লাগলো।
ব্যাংকক র ভিডিও গুলো দারুন হয়েছে, ব্যাংকক র মতো এতো সুন্দর শহর কে ভিডিও তে দেখে দারুন লাগলো
খুব সুন্দর লাগলো ট্রেন জার্নিটা। হোটেলের ভাড়া টা আবার অবাক করার মত। থাইল্যান্ডের আর সবকিছুই একটু দাম বেশি হলেও হোটেল ভাড়া টা সত্যি খুবই কম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। ❤️❤️❤️❤️❤️
hi, could you please be specific regarding pricing as you mentioned as high. just curious dada.
দাদা আপনার ব্লগটি সাবস্ক্রাইব করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারন এতো সুন্দর আপনার উপস্থাপনা সবকিছু এতো বিশদ আলোচনা করে আমাদের সামনে তুলে ধরেন সত্যি ধন্যবাদ বললে কম হয়। খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️🇧🇩
ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত , দেখেই ট্রেনেটায় ওঠার ইচ্ছে হলো ।
থাইল্যান্ড গ্রুপ ট্যুরের পরিকল্পনা আছে ?
অসাধারণ লাগলো।এতো সস্তায় হোটেল ভাবতেই পারি না। আপনার পুরো জার্নি টা দারুন লাগলো।
দারুণ দারুণ লাগলো ।পরের ভিডিও অপেক্ষায় থাকলাম ।
দুরন্ত,,,, রাজধানী,, বাহিরে ভিন্ন স্বাদের ট্রেন ভ্রমন দেখলাম,,,,গুড ভাল লাগছে।
Darun lagche Bangkok er blog gulo. Train gulo ato valo service day r ato kom takay ato valo hotel sotti awesome lagche. Sange roilam. Next blog er jonno agam suvechha roilo.
Bah apner sanghe porer bar jabo,khub valo laglo Thailand,apni darun explore korechen
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️❤️
(Pranab Traveller's)
ধন্যবাদ প্রণব
Hello Shivaji I enjoy your Thailand travel very nice country and very beautiful all things so many many thanks from Agartala
দাদা অসাধারণ লাগলছে আপনার থাইল্যান্ডএর ভিডিওটা। এক কথায় অনবদ্য।
Osadharon bolleo kom hobe, ato darun hotel r ato kom khoroch bhaba jay na, porer video r opekkhay roilm dada.
অবাক করার মত ব্যাপার,এত বড় টুরিস্ট স্পট হওয়া সত্ত্বেও থাইল্যান্ডের হোটেল ভাড়া সত্যিই সস্তা,আর দারুণ পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরগুলো,আমাদের দেশে টুরিস্ট স্পটে এই দামে এই ঘর কল্পনা করা যায় না!
Onara off season gechen bole eto sosta.
@@ronydey8826 তাও এখানকার গোয়া,রাজস্থান বা পাহাড়ি অঞ্চলে আপনি অফ সিজনে এই দামে এমন ঘর বোধহয় কোনোদিন পাবেন না!
@@gaurabsinha5416এটা অবশ্য আপনি ঠিক বলেছেন
Darun journey video 👍👍👍👍📸📸📸📸❤️❤️ train ta bapok. Amr meye train journey er vokto sobsomoy bole engine no. 9 aj sotti mile galo tmr engine no 9 😎😎. Jayga ta khub sundor amader uttorbonger moto sobuj.
🌹😘👍🏻🎉🙏
শহর কলকাতা থেকে।
আজ আমিই প্রথম কমেন্ট করতে পারলাম।
খুব ভালো লাগলো।🌹👍🏻
২ বার থাইলেন্ড এসেছি। একবার সপরিবারে।তবে ট্রেনে চড়া হয় নি।
খুব ভালো লাগলো... 👍🏻🌹😘
হাজার টাকার হোটেলের নামটা পেলে উপকার হবে।
শিবাজি এখন বাংলাদেশে...
পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় রইলাম 🌹🎉👍🏻😘🙏
Sir apnar voice ta osadaran. R presentation nea kichu bolar nei.👍👍👍👍👍
Shivaji da Nomoskat, Aapni je bhabe presentation koren ek kothai onobodyo.
Darun laglo aapnader Bangkok tour.
2018 Sale ghure esechi .Sada hatir desh .Airporti khub baro .DICIPLINE COUNTRY .Hotegulo te Sakaler Tiffin dekhe obak hayechi .30 .35 Rakam pad diye Tiffin .Apurbo desh .khub valo legechilo . Thanks Dada .
Eto sundor bachonbhongi apnar 🙏all the best, egiye jan
I agree with you
Darun laglo jurneyr video ta, dhonyobad dada
শিবাজি দাদা, আসসালামু আলাইকুম। আপনার ভিডিও গুলোর সাথে অন্য কোনো ভিডিওর তুলনা করা যায় না। আপনি এগিয়ে যান। আল্লাহপাক আপনাকে দীর্ঘায়ু করুন। আপনি ভালো ও সুস্থ থাকবেন এই কামনাই করি।
আমিঃএম.এ.কাদের,
চট্টগ্রাম, বাংলাদেশ থেকে।
🌺☘️🌹☘️🌺☘️🌹
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা দারুন ট্রেন জার্নি সত্যি ভালো লাগে
Oshadharon…. Train E jhalmuri ar cha miss kora bad dile train journey ta chomotkar.
বিশ্বাস করুন এই এপিসোড গুলো আমার খুব কাজে লাগবে কারন আমি লক্ষী পুজোর পর আমার দশ দিনের বাংলাদেশ সহ থাইল্যান্ড journey ঠিক হয়ে আছে। ধন্যবাদ।
Welcome to Bangladesh 🇧🇩🇧🇩
Amra railway management e Oder theke anek pichiye Achi. Difference ta anek tai. Khub bhalo laglo, Dhannyobad.
Atto sundor and perfect and glowingly neat Railway system dekhe as an Indian, vishon embarrassed. Obosshoi Thailand e giye ei railway system avail korte hobe. 😇😇😇🤗🤗👀
Darun hoyeche Dada... Shivaji da r train journey always super hit.
Khub sundor laglo.. Room tariff satti unbelievable.
শিবাজী বাবু অসাধারণ ব্লগ, মন ভোরে গেলো, ধন্যবাদ 🙏
Suvo mahalaya dada roilo pujor antorik prity o agrim subhechha apnar apnar poribar team pritwijit da r pritwijit dar family r jonno
Osadharon sir... prithibi eto sundor eta Apnar jonno dekhte pacchi... ♥️♥️😍😍
Darun laglo Thailand er train jatra....sei Sealdah theke Bangkok, train dhorar joynno dourano - tobe Rajdhani dhorar video ta sanghatik chilo, mon e hochilo ami o apnader sathe taxi kore train dhorte jachi 👍👍👍
লোভ বাড়িয়ে দিলেন, Thailand যাওয়ার 😊😊👍
অনবদ্য... অন্য অভিজ্ঞতা হল
বিছানা করার ভদ্রলোক চাবি দেওয়া পুতুল (পুং)... 😍😍
Thailand tourist related place... Everything cheap..👏
I have seen the video. It seems that there is a good governance.The people of Bangkok is Disciplined and mostly honest. I like Bangkok.Thank you for video.
Wowthats awesome train Dada.
Tomader ei journey dekhe khub jete icche korche.
R only 1000/ rupee te hotel room to bhabai jayna.
Ekdam 5 star catagory room
Awesome video.bhishon bhalo laglo sir
Onek train journey apnar dekhchi , but foreign e train journey durdanto.
এই জন্যই শিবাজী দা র ভিডিও দেখতে এত ভাল লাগে ❤
মনে হচ্ছে আমিও ভ্রমণে সরিক হয়ে সব দেক্সি,অতি সুন্দর ধারা বিবরনি, খুবই সুন্দর Thai ট্রেন
Shivaji apnar ei video ta dekhe gie mone hochchilo ami apnader sathe gechi.Apnar poribesona osadharon.Eto bhalo lagche dekhte.Thank you bhai
Puro mone holo swapno dekhchi dada...eirakom train r eirakom service amader deshe pete hole r o 100 bar janmate habe....👍👍❤❤
আপনার কথা বলার স্টাইল টা দারুন লেগেছে। আপনার ব্লগ প্রথম দেখলাম বেশ দারুন লেগেছে। বাংলাদেশ আসার আমন্ত্রণ রইলো।
বাংলাদেশ থেকে দেখছি 🇧🇩
Shibaji Da, Prithijit Da ke miss korlam. Next time apnader dujon ke Thai tour e dekhar opekkhay thaklam.
Khub valo laglo bangkok thailand and your tran journey
Dada, I feel the train compartment compared to India is more compact. Wonderful.
Ki sundor train. Amader Rajdhanir toilet o eto neat and clean noi.khub khub valo laglo.
Excellent. My family are enjoying a lot. Best Regards
Sotti train ta darun r hotel room Tao👍
এতো সুন্দর সাজানো স্টেশন, ট্রেন সবকিছু কিন্তু লাইনের ধারে যেসব স্লাম দেখালেন তা আমাদের পার্ক সার্কাস স্টেশন এর দু পাশের কথা মনে করিয়ে দেয়।
Neat and clean train, platform ar train er toilet dekhe mon vore galo,puro swapno amader kache
Darun Laglo Dada...video ta khub sundor and informative...Ami Bangkok to Surat Thani gechilam in such Night Train...but seems that Train service ektu better hoyeche...but sotti there should be Pantry Car...aar majhe majhe Cha bikreta 👍
দারুণ একটা ভিডিও দেখলাম আঙ্কেল।
তুমি বেশি করে ট্রেনের ভিডিও দেবে।
আরণ্যক।
খুব সুন্দর,আরো দেখতে চাই,অপেক্ষায় রইলাম 🙂🙂
Sibajida great job without any guide you travelled Bangkok awaiting for next vlog
dada onek dhonyobad apnar travel vlogging er jnno, apnar theke onek information pawa jay, j bideshe ghurte gele , ki ki preparations nite lage, kon jayga ta ghorar jnno bhalo,,, erokom onek information,,,, apnake osonkhyo dhonyobad tar jonno
অসাধারণ... দারুন সস্তা... বিদেশে ও সস্তা হয় 👍
Apnake ashes ashes dhanyabad--- ei karone je , apnar bhramon brittanto ebong sabolil amayeek byabohar amake eto mugdho kare je ebong eto bhalo lage je ta ami barnona kore -o- bojhate parbo no. Apni ei bhabe amader monoranjan kore jan.
Fascinating episode including soothing train journey !!🙏🌹🌿💞
Amazing hotel tariff! Every episode of your blog is outstanding, matchless with full of informations.
দারুন দাদা এই ভাবেই আপনার চোখ দিয়ে আমরা স্বপ্নের মত সব যায়গা দেখে নিই ....😊
অসাধারণ উপস্থাপনা দাদা আপনার। চালিয়ে যান। আমরা বাংলাদেশ থেকে দেখছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
খুব ভালো লাগলো। অপুর্ব সুন্দর।
ভালো লাগলো। চিয়াংমাই আগে যাইনি। এখন ওই হোটেলের জন্যই যেতে ইচ্ছে হচ্ছে।
Osadharon. Onno rokom Thailand dekhlm dada.
Vison sundor lagche apnar blog.
Nice vlog. Been to Chiangmai many times. Waiting for next Vlog. Stay safe. Bless you. Regards
Train journey asadharan. Hotel excellent👍👍👍
Sir anyanyo vdeor moto e sundor eta apnar eto sundor presentation!!
খুব ভালো লাগছে। উত্তর থাইল্যান্ড আমার দেখা নেই। তাই আপনার চোখ দিয়ে দেখি।