একটি সুখকর রাতের উপর জলের ছাপ স্পষ্ট

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Visuals by: Alex Joven with his Samsung S22 ultra. Watch at 1080p.
    The poems that accompany the video, both are written by Sreetama.

    একটি সুখকর রাতের ওপর জলের ছাপ স্পষ্ট
    আমি ভাবছি,
    এখন আর রাত নেই
    এক্ষুনি যদি সামনে এসে পড়ে; এক খোলা প্রান্তর
    হুড়মুড়িয়ে ঢুকে পড়ে গরাদ বেয়ে
    তছনছ করে দেয় কাগজ কলম
    ঢুকে পড়বো লেখার ভাঁজে,
    থাক পড়ে যাবতীয় কাজ, হিসেব - বেহিসেব
    হারিয়ে যাক সমস্ত পছন্দের গান, আর
    যত মিথ্যে মিথ্যে ব্যথা
    নাহয় একদিন আমি শিকড় ছড়িয়ে গাছ হলাম,
    একটা ফুলদানি অন্তত আমার থাক!

    ভাবি, এত আলো আসে কোত্থেকে!
    এই ভাগাড়ের মত শহরে দিবারাত্রি,
    এতো আলো!
    চোখ ঝলসে যায়;
    ঝলসে যায় চামড়া
    তবু তো ভাবতে পারিনে
    এ শহর অরণ্য!
    তাকিয়ে দেখি,
    অজস্র মানুষের মিছিলে আলো আঁধার
    নেতৃত্ব দেয় কে!
    কারাই বা বলে কোথায় যেতে হবে?
    নিজেকে বোঝাতে পারিনে,
    আমি যে স্থির!
    এতো আলো আসে কোত্থেকে?
    এতো সৌরভ,
    মাধবীলতার মতো...
    আসে কোত্থেকে!
    অবশেষে বুঝি,
    মানুষ বুকে আগুন জ্বেলে পথ খোঁজে।

КОМЕНТАРІ • 2