দাদা নানার সম্পত্তিতে নাতি পুতির অধিকার। নাশরিক আইন। মাহরুম মীরাজ সাতকাহন ep

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @Tobefaniking2
    @Tobefaniking2 Рік тому

    আসসালামুয়ালাইকুম 1961সালের 15 জুলাই যে আইন টি করা হয়েছে তা ঐতারিখের পর থেকে বলবৎ না আগের লা ওয়ারিশ বাতিল বলা হয়েছে।

  • @AbulKalam-rx3uv
    @AbulKalam-rx3uv 2 роки тому

    ভাই কেমন আছে।

  • @sohelrupsibagla7464
    @sohelrupsibagla7464 5 років тому

    ভাই অামি সৌদি অারবে থাকি

  • @AsmaAsma-f2u
    @AsmaAsma-f2u 8 днів тому

    তবে মেয়েদের ক্ষেত্রে কি

  • @noorislam1702
    @noorislam1702 5 років тому

    আসসালামুয়ালাইকুম। স্যার ভালো আছেন। আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। দেখে আমিও উপকৃত হলাম। আমি বিদেশে থাকি। একটি জমি ক্রয়ের জন্য কিছু টাকা বায়না দিয়েছে। বায়না দেওয়ার আগে কথা ছিলো আমার নামে বায়না দলিল হবে। পরে তিন মাস পরে সব টাকা দিয়ে সাফ কবলা দলিল আমার নামে করিবো।কিন্তু বায়না দলিল করিতে গিয়ে জানতে পারিলাম। বায়না দলিল দাতা আর গহিতা দুজনেই উপস্থিত থাকিতে হইবে। তখন আমার কাছের এক লোকের নামে বায়না দলিল করা হয়। কথা ছিলো মুল দলিল আমার নামে হইবো।সাফ রেজিস্ট্রার বলেছেন তিন মাসের মধ্যে মূল দলিল করার জন্য। নাহলে বায়না বাদ যাবে। এখন তিন মাসের বাকি আছে আর সাত দিন। আমি যাইতে আরো কিছু দিন দেরি হবে। এখন আমার প্রশ্ন হলো বায়না একজনের নামে হয়েছে। মূল দলিল আমার নামে করা যাবে। আর তিন মাসের কিছু দিন বেশি হলে বায়না বাদ যাবে কিনা। আশা করি উত্তর টা দিবেন।

    • @noorislam1702
      @noorislam1702 5 років тому

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @mdabdulquddus6199
    @mdabdulquddus6199 Рік тому

    মেয়েদের নাতি কি মেয়ের বাবার ওয়ারিশ হবে।

  • @ভালোবাসারকবিতা-ঘ৪ষ

    আমার পর দাদা তার নিজের সম্পত্তি কে আমার দাদু এবং তার এক ভাই এক বোন কে দিয়ে যায় এখন কথা হচ্ছে যে বোনটিকে দিয়ে যায় সেই বোনটির নিজ কোন সন্তান ছিল না একজনকে পালিত হিসেবে নেন এবং সেটি মেয়ে সন্তান এবং তিনিও মারা যায় তৃণার ছেলেরা কি সম্পত্তির অধিকার পাবে কি কারন আমার দাদুর যে আরেক টি ভাই আছে তিনি আমার দাদুর বোনের সম্পত্তি দখল নিতে চাইছে এটা আমি কখনো চাইব না

  • @tanzilhasan2743
    @tanzilhasan2743 2 роки тому

    জমির মালিক ১৯৭৫ সালে মারা যায় তার একটি মাত্র কন্যা ১৯৬১ সালের আগে মারা যায় এবং তার ঘরে একটি কন্যা সন্তান হয়।এখন নাতনী কি নানার সম্পত্তির মালিক হবে?ভাই উত্তরটা দিবেন আশা করি।

  • @senseorgan1505
    @senseorgan1505 4 роки тому

    ভাই না শরিক নিয়ে আমি ভুক্তভুগী আমাকে কি কোন হেল্প করতে পারবেন।

  • @AmirAmir-ko8yu
    @AmirAmir-ko8yu 2 роки тому

    আসসালামুয়ালাইকুম।চার।আমার।দাদা।থাকতে।আমার।বাবা।মারা।গিয়াছে।কিন্তু।আমার।দাদা।মিতু।রেজিস্টার।হয়।নাই।এখন।কি।নাতিরা।দাদার।জমি।পাইবেন।কি।পাইবেন।না।পরে।মিস।কেস।করে।1965সন।ই্্রাজী।রেজিস্টার।করা।হে।ইয়াছে

  • @shamsulalamdhaka
    @shamsulalamdhaka 5 років тому

    ভাই সাহেব,
    আসসালামুয়ালাইকুম। আমার একটি প্রশ্ন, মায়ের সম্পত্তি কেবলমাত্র মেয়েরা পায়, ছেলেরা পায়না? উত্তর দিলে খুশি হবো।

  • @smmehedi1889
    @smmehedi1889 3 роки тому

    পিলিচ পিলিচ ভাই আমার উত্তরটা দিন।
    আমরা তিন বোন আমার বাবা মা দাদা দাদী ।
    আমাদের ছোট রাইখা মারা গেছেন।
    আমার জানতেপাই আমার দাদার জমিন আছে। কিন্তু তা দখলে আছে দাদার বাতিজাগো কাছে। তবে আমার কোনো আপন চাচা ফুফু নেই। আর আমাদের কাছে জমির কোনো কিছুকেই।

  • @joynulakbor3241
    @joynulakbor3241 4 роки тому

    dada o mara gese baba o mara gese kintu dadar sompod baba, chacha , fofo der moddhe bhag hoy nai and (1) chachai/ chachato(1) bhai ra sob sompod bhog dhokhol kore khacche tokhon ki korbo e niye ekti video baban . please request korlam ekta somadhan den

  • @jonykhan4292
    @jonykhan4292 2 роки тому

    স্যার ,,,, According to section 4 of the MFLO, 1961 is only apply child but
    except wife or any.

  • @sadekamir6642
    @sadekamir6642 5 років тому

    ইচ্ছালামু আলাইকুম ৩ বাই এক বাই এর ছেলে মেয়ে নেই মরার পর তার সম্পদ বাবা তার এক ছেলেকে দলিল করে দিল ২০ ৩০ বছর পর বাতিজা ঐ সমপদ দাবি করছে তাকি বইধ দয়া করে একটি ভিডিও দিবেন বা জানাই বেন

  • @mainulhasan9502
    @mainulhasan9502 4 роки тому +1

    আমি জানতে চাই ১৯৬১সালের আগে আমার ফুফু মারাগেল। দাদামারাগেল ১৯৬৩ সনে তা হলে দাদার সম্পদ ফূফূর ছেলে পাবে কি না। আনুরদ রইল জানাবেন।

    • @mdsiraj2431
      @mdsiraj2431 3 роки тому

      পাবে

    • @arifjaki3198
      @arifjaki3198 Рік тому

      ​@@mdsiraj2431 কতটুকু সিউর

  • @mdsiraj2431
    @mdsiraj2431 3 роки тому +1

    আমার নানা মারা গেছে ১৯৪৮ সালে এবং আমার নানার বাবা মারা যায় ১৯৭৮ সালে,,তাহলে আমার মামা ও মা,, তাদের দাদা সম্পত্তি পাবে????

    • @masudhossain9529
      @masudhossain9529 2 роки тому

      বিষয়টি আমিও জানতে চাই।
      কিন্তু আপনি তো উত্তর দেন না।

    • @mdazmal8689
      @mdazmal8689 2 роки тому

      আমিি৷ ভিডিিও করে পয়সা কামায় করি৷ উত্তর দিলে ত পয়সা৷ পাবনা

    • @Tobefaniking2
      @Tobefaniking2 Рік тому

      উত্তর না, এইজন্য যেকোন আইন যেদিন থেকে পাস হয় সেদিন থেকেই তার কার্যকারিতা শুরু হয়। এবং ঐ আইনে তা লিপিবদ্ধ থাকে।

  • @sejuthiislam482
    @sejuthiislam482 4 роки тому

    Sudu meye thakle ki total ta pabe?

  • @sabbirahmmed8545
    @sabbirahmmed8545 4 роки тому

    মায়ের সম্পওি কি নাতনি নাতিরা পায়

  • @faisalhossain2829
    @faisalhossain2829 5 років тому +1

    ভাই নানার আগে যদি আমার মা মানে নানার মেয়ে মারা যায় তাহলে কি নাতিরা নানার সম্পত্তি পাবে কিনা দয়া করে জানাবেন।

  • @dewanmobarock7494
    @dewanmobarock7494 3 роки тому

    ভাই আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিলো।আশা করি উত্তর দিবেন।১৯৪৪ সালে মায়ের আগে তার দ্বিতীয় সন্তান মারা গেলো এবং মা ১৯৪৮ সালে মারা গেলো। যেহেতু ১৯৬১ সালের পূর্বেই দ্বিতীয় সন্তান মার আগেই মারা গেলো সেক্ষেত্রে কী দ্বিতীয় সন্তানের পুত্র তাহার দাদীর সম্পত্তির মালিকানা অর্জন করবে?

  • @osmangoni3063
    @osmangoni3063 3 роки тому

    ১২ দিয়ে কেনো ভাগ?

    • @masudhossain9529
      @masudhossain9529 2 роки тому

      আসসালামু আলাইকুম।
      ৪ মেয়ের ৪ ভাগ আর ছেলেরা যেহেতু মেয়ের দ্বিগুণ পাবে তাই ৪ ছেলের ৮ ভাগ - মোট ১২ ভাগ। এই ১২ ভাগের ১ ভাগ করে প্রতি মেয়ে আর এর দ্বিগুণ পরিমাণ প্রতিটি ছেলে পাবে।

    • @mamunhosain2781
      @mamunhosain2781 2 роки тому

      জনাব, ছালাম নিবেন। আমার প্রশ্ন হল আমার বাবার দুই সংসার। আমরা ১২ ভাই বোন এবং দ্বিতীয় সংসারে ৩ বোন। আমার দুই বোন ও এক ভাই বাবা জীবিত থাকতে মারা যায় ১৯৬৮ সালে। তাদের বিয়ে হয় নাই এবং কোন সন্তান নাই। এখন ১৯৬১ সালের আইন অনুযায়ী তারা কোন সম্পত্তি পাবে কিনা এবং পেয়ে থাকলে ঐ সম্পত্তি আমরা আপন ভাইবোন রা পাবো কিনা। দয়া করে জানাবেন।