Munmun Mukherjee recitation I Ekta Dussongbad Ache I একটা দুঃসংবাদ আছে I বাংলা কবিতা আবৃত্তি

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 717

  • @MunmunMukherjee1
    @MunmunMukherjee1  4 роки тому +604

    'একটা দুঃসংবাদ আছে। যারা আমাকে ভেঙেচুরে টুকরো কাচের মত ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য'.....জীবনে যারা বারবার হারতে হারতে জিততে শেখে এ কবিতা তাদের জন্য....❤️

    • @sobaghm5768
      @sobaghm5768 4 роки тому +4

      অসাধারণ ম্যাম❤️

    • @suksin841
      @suksin841 4 роки тому +5

      এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি❤️

    • @bappihabib7061
      @bappihabib7061 4 роки тому +3

      অসাধারণ লেগেছে শুভকামনা থাকলো

    • @baishaliroy9312
      @baishaliroy9312 4 роки тому +4

      " নিশিদিন আলোক - শিখা জ্বলুক গানে "
      এমন দুঃসংবাদ আরো চাই। ধন্যবাদ 💐💐

    • @suchetasarkar7551
      @suchetasarkar7551 4 роки тому +1

      ভালোবাসি খুব ❤️❤️❤️

  • @suchetasarkar7551
    @suchetasarkar7551 4 роки тому +80

    অনেক অনেক অনেকটা জীবনীশক্তি পেলাম। বাঁচিয়ে রাখুন ম্যাম আমাদের স্বপ্ন গুলো আপনার কণ্ঠে❤️❤️❤️

  • @manikroy8064
    @manikroy8064 3 роки тому +13

    আমি আগে কখনোই কবিতা শুনি নাই,
    কিন্তু আপনার কবিতা শোনার পর এতো ভালো লাগে তা হয়তো বলে বুঝাতে পারবো না। ধন্যবাদ দিদি ভাই ❤️❤️

  • @sharmigharami4848
    @sharmigharami4848 4 роки тому +33

    আপনার কবিতা আমি শোনার আগেই লাইক দিয়ে দেই❤️❤️
    আপনার কবিতা আবৃত্তি শুনেই প্রথম কবিতার প্রেমে পড়ি

  • @Arpita1106
    @Arpita1106 4 роки тому +15

    অনেক দিন অপেক্ষার পর আপনার কবিতা পেলাম ... অসাধারণ ma'am .... আপনাকে খুব খুব সুনদর লাগছে ❤️

  • @mahadiakash
    @mahadiakash 4 роки тому +12

    প্রথম ভালোলাগা আপনার কণ্ঠ,দ্বিতীয় ভালোলাগা আপনার ঠোঁট,তৃতীয় ভালোলাগা আপনার আবৃত্তি।এবং সব কিছু মিলিয়ে গোটা একটা ভালোবাসা আপনি।
    বিধাতা ভয়ংকর মায়াবী একটা কণ্ঠ আপনাকে দিয়েছেন।ধন্যবাদ ঐ বিধাতাকে।

  • @s.collections
    @s.collections 4 роки тому +8

    এই দুঃসংবাদটা আমিও এখন দিই কয়েকজনকে মাঝে মাঝেই।
    প্রিয় কন্ঠে মনের কথা। ছুঁয়ে গেলো গো।

  • @tahminaakhtermina8607
    @tahminaakhtermina8607 4 роки тому +6

    আপনার কন্ঠে জাদু আছে বলব না,
    আপনি একটা জাদু
    একটা miracle.
    একটা সুন্দর সৃষ্টি।

  • @suparnabajkhan4409
    @suparnabajkhan4409 4 роки тому +17

    দিদি ভেঙে পড়া মানুষের জন্য কবিতাটি খুব বেশি উপযুক্ত বলে আমার মনে হয়

  • @sayantanighosh4888
    @sayantanighosh4888 4 роки тому +1

    Ma'am apni bhogobaan apni onek manush er jibon sokti . Apnar kobita Proti ta kotha hridoy chuye jay...nijer emotions gulok control Kora jayena ....apni khub valo thakun ma'am aaro jibon e shob vule egiye jawar jnno erokom ashadharon kobita upohar diye jaan.. love you so much 🙂🙂❤️❤️❤️

  • @pratimaroy7719
    @pratimaroy7719 3 роки тому +5

    বাংলা ভাষার মতো এত আবেগঘন মাধুর্যতা আর কোথায়🥰
    হৃদয় ছুঁয়ে গেলো দিদিভাই🥰🥰🥰

  • @diltaznaharakasheofficial
    @diltaznaharakasheofficial 4 роки тому +20

    তোমাকে যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই দিদি ভাই😶😍😍😘 তুমি এত অদ্ভুত কেনো!!

  • @ruppal9362
    @ruppal9362 4 роки тому +12

    শুধু কবিতার কথা নয়۔۔۔আরও আছে অনেক۔۔ অনেক۔۔ গভীর লুকিয়ে থাকা কথা ওই সুন্দর কণ্ঠে۔۔۔

  • @arpitahazra4055
    @arpitahazra4055 4 роки тому +3

    জীবনে সবাইকে সুসংবাদই দিতে চাই।কিন্তু কখনও কখনও নিজের অস্তিত্ব বোঝানোর জন্য এরকম দুঃসংবাদ খুবই প্রয়োজন হয়।

  • @anirudra_adhikary
    @anirudra_adhikary 3 роки тому +24

    "আমিও জানি
    ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে
    দুফলা এক ছুড়ি হতে ।
    এই যে মানুষ
    দুঃখ দিতে দক্ষ ভীষণ
    সেও জানুক,
    আমি এখন হাসতে জানি।"
    Best lines ❤️

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 4 роки тому +49

    অসামান্য ! 💝💝
    আজ ১লা মাঘ, বিয়ের মরসুমের শুরু...কত শত সম্পর্ক পরিণতি পাবে আজ থেকে... সেই আজকেই সম্পর্কের ভাঙাগড়া নিয়ে অসামান্য এক লেখা প্রাঞ্জল হয়ে উঠল অসাধারণ পাঠে...👏👏
    আজ সকালে অসামান্য প্রাপ্তি!

    • @shohelynaznin4272
      @shohelynaznin4272 4 роки тому

      magh mash biyer moushum suru!! biye to besi hoy December e apu,,

    • @dolonmukhopadhyay8994
      @dolonmukhopadhyay8994 4 роки тому

      @@shohelynaznin4272 পৌষমাসের বিরতির পর মাঘ মাসে আসে আবার বিয়ের লগ্ন...আমরা ,যাঁরা সনাতনী প্রথায় দিনক্ষণ মিলিয়ে বিয়ের দিন স্থির হওয়া দেখে অভ্যস্ত,-- এই কথাটি তাঁদের জন্য প্রযোজ্য

    • @shohelynaznin4272
      @shohelynaznin4272 4 роки тому

      @@dolonmukhopadhyay8994 oh assa bujhesi,,hindu dhormer manus der biye poush mashe hoyna...

    • @nituchowdhury8834
      @nituchowdhury8834 3 роки тому

      ua-cam.com/channels/rR1k3RROJiQEhp293wYIMA.html

    • @GANEGOLPESUNANDA
      @GANEGOLPESUNANDA 3 роки тому

      ua-cam.com/video/AU3DfIMz8wE/v-deo.html

  • @Anindita_Mondal
    @Anindita_Mondal 4 роки тому +2

    আমিও এখন আমিও কে জানি।
    অসাধারণ ,শব্দগুলো হৃদয়কে বিদারিত করে।সেরা তুমি ,তোমার আওয়াজ ।

  • @bilkismosfafa705
    @bilkismosfafa705 5 місяців тому

    মনে অনেক সাহস পাই আপনার কবিতা আবৃত্তি শুনে। ভালো থাকবেন সবসময় শুভকামনা নিরন্তর। ❤️❤️

  • @draparupasinha9222
    @draparupasinha9222 4 роки тому +24

    দুর্দান্ত❤️ ভোরের উপহার।

  • @soumighosh3958
    @soumighosh3958 4 роки тому +5

    আপনার কবিতা যে কত সুন্দর তা সত্যিই comment এ বর্ণনা করে শেষ হবে না ।🙏

  • @HafizasCraftGallery
    @HafizasCraftGallery 4 роки тому

    Khub valo lage apnar kobita.... apnar dikhe takiye thaki atho valo lage osadharon 😍😍💚💚

  • @toufiqueahmed358
    @toufiqueahmed358 4 роки тому +1

    এত সুন্দর আবৃত্তি আর উপস্থাপনা, সত্যিই প্রশংসার দাবি রাখে!
    মুনমুন মুখার্জি ❤️
    সাদাত হোসাইন ❤️

  • @JahedaKhatun-8
    @JahedaKhatun-8 2 місяці тому

    অনেক অনেক সুন্দর হয়েছে আপি ধন্যবাদ আপনাকে

  • @KosturiRoy-d6k
    @KosturiRoy-d6k 4 роки тому +4

    সাদাত হোসাইন সত্যিই অসাধারণ লেখেন, আর আপনার আবৃত্তি... সেটা আর নতুন করে কি বলবো!❤🙏🙏🙏😌

  • @cherryblossomsforyou739
    @cherryblossomsforyou739 3 роки тому

    Ei voice amake kaday... hashay... poth cholar prerona dey..
    Tar kontho Ami chinesilam ek bristy veja raat e. Megh bollo .. jabi ??
    Sei kobita ta sedin Amar rokte mishe gase.
    Thank you very much

  • @চাঁদেরবুড়ি-ফ৯ঞ

    অন্যান্য দিনের চেয়ে আজ বেশি ভালো লাগছে.... প্রথম মন্তব্য করলাম... বেশ কিছু বছর কবিতা শুনার পর ❤

  • @sujatamandal8
    @sujatamandal8 4 роки тому +1

    Nijer jiboner songe mile jachche.....asadharon...khub valo laglo..❤❤

  • @nadiaakter6188
    @nadiaakter6188 4 роки тому +2

    সাদাত ভাইয়া সত্যিই খুব ভাল লেখক।
    আর আপনার গলায় তার লেখা কবিতা জীবন্ত হয়ে উঠেছে ।
    ❤❤

  • @shorttime9315
    @shorttime9315 3 роки тому +1

    সত্যি মুনমুন দি তোমার কবিতা শুনলে মনে হয় আমি যেন নতুন করে বাঁচি।

  • @kabbokotha1941
    @kabbokotha1941 3 роки тому

    প্রিয় মুনমুন মুখার্জি,
    তোমার কন্ঠ, তোমার কবিতা
    আমার হৃদয়ের অনুভূতি গুলোকে জায়গায়।
    মুগ্ধ হৃদয় নিয়ে শুধু বলতে চাই,
    অনেক ভালোবাসি তোমায়।

  • @malihasuma3734
    @malihasuma3734 4 роки тому +1

    সত্যি অসাধারণ আমার জীবনের সাথে একদম মিলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই

  • @anupamabhattacachrjee1706
    @anupamabhattacachrjee1706 3 роки тому

    Khoob bhalo rochona.Mohila der positive energy deachhe.

  • @shibabratamandal2616
    @shibabratamandal2616 4 роки тому

    💛💛💛অভূত পূর্ব অতীব সুন্দর .......মিষ্টি একটি পথ চলা ,মাটির ভারে চায়ের চুমুক ,হাত পা ছড়িয়ে বসে পৃথিবীপৃষ্ঠে চাঁদের চমক গ্রাম বাংলা শস্যখেত দিগন্তজোড়া আকাশ আরো কত কি ভালোলাগা নতুন করে বাঁচতে শেখা ......অতীব সুন্দর উপস্থাপনা ....... প্রতিমুহূর্তে ফিরে আসা নতুন নতুন ভালো লাগা নিয়ে অনবদ্য 💛💜❤💚

  • @tiyasharaha9973
    @tiyasharaha9973 4 роки тому +1

    Tumi proti muhurte bachiye cholcho amader
    Protibar ekta venge jaoar por tomar kobita amay pran dan koreche
    Dhonnobad didibhai 🙏🏼

  • @sangitabera5002
    @sangitabera5002 4 роки тому +1

    সাদাত হোসাইন এর কবিতা ❣️❣️❣️আর তোমার কণ্ঠস্বর 💕💕কি দারুন 😘😘😘

  • @joytalukder3400
    @joytalukder3400 4 роки тому +1

    চমৎকার ,আপনার ভয়েস । মায়ায় পড়ে আছি সেই "আমি একটা তুই চাই" আবৃতি থেকে । ভালবাসা নিবেন আপু । সুস্থ থাকুন ,ভালো থাকুন ।

  • @rabirkobitangan8440
    @rabirkobitangan8440 2 роки тому

    খুব ভালো লাগলো ।
    এটাই তো এই সমাজের উচ্চবর্গের বা নিম্ন উচ্চবর্গের দৈনন্দিন জীবন ধারণ এর বাস্তবতা ।
    কি করে অন্যের সসর্বনাশ করা যায় তারই অপচেষ্টা ।
    কিন্ত শক্ত মেরুদন্ডের মানুষ সেসবের তোয়াক্কা না করে নিজের গন্তব্যে পৌঁছে যায় ।
    যাইহোক , এককথায় অসাধারণ সুন্দর উপস্থাপনা ।
    ভালো থাকবেন সবসময় ।
    🙏🙏🙏🙏🙏

  • @saradabag858
    @saradabag858 3 роки тому +1

    মনটা ভীষণ ভালো লাগছে , এত আমার মনের মধ্যে লেখা অব্যক্ত কথা ❤️❤️❤️ ,,, ধন্যবাদ দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏

  • @priyankamondal4248
    @priyankamondal4248 3 роки тому +1

    আমি এই কবিতাটা কতবার যে শুনেছি, শুনছি আর শুনবো তা আমি নিজেই জানি না ❤️😍...
    ভালোবাসা নিও দিদি 😇....

  • @jayasreemondal239
    @jayasreemondal239 3 роки тому +1

    Asadharon 👍👍👍👍

  • @جاهدهالحربي
    @جاهدهالحربي 3 роки тому

    আপনার কবিতা কষ্ট দেয়, ভাল রাখতে শেখায়, ভাল বাঁচতে শেখায়, ভুলে যেতেও শেখায় আপনার কবিতা গুলো। অনেক কেঁদেছি আমি, আপনার কন্ঠে একটি কবিতা শুনে।এক অপ্রেমিকের জন্য।

  • @supercopp6917
    @supercopp6917 4 роки тому

    অসাধারণ... খুবই উৎসাহজনক কবিতা... ভেঙে চুরে আবার গড়ে ওঠার কবিতা... নতুন করে বেঁচে ওঠার কবিতা... আমার আমি হারিয়ে ফের খুঁজে আনার কবিতা... নিজেকে ভালোবাসার ভালো রাখার সম্মান করার কবিতা... বিশ্বাসঘাতক দের দম্ভ কে চূর্ণ করে এগিয়ে যাওয়ার কবিতা.... ধন্যবাদ আপনাদের এই উপহার এর জন্য... খুবই প্রয়োজন ছিল..

  • @umamukherjee963
    @umamukherjee963 4 роки тому +1

    Anek din pre sunlam ei madhur kantho.god bless u

  • @lifeismusic2012
    @lifeismusic2012 3 роки тому

    Didi ami to tomar kobitar preme pore gechhi,anek meyeder moner katha tumi ei kobitay tule dhorecho,hats off to u didi

  • @samimakhatun4366
    @samimakhatun4366 3 роки тому

    ki6u bolar nei....kono word diye express kora jabe na...ei ta koto sundar hoye6e.

  • @singingloverssangita3326
    @singingloverssangita3326 4 роки тому

    অসাধারণ অভিনয়ের মাধ্যমে কবিতার ছন্দ 😘🥰💝চোখে জল এসেগেল 😭 মেয়েদের এভাবেই বাচতে হবে👌👌👌 👍👍👍👏👏👏

  • @ratnamodak7225
    @ratnamodak7225 4 роки тому

    Didi osadharon.Apnar kobita amr khubee valo lage.

  • @subhajitparbat
    @subhajitparbat 4 роки тому

    Di. Ami Tomar koto Boro fan you can't imagine 😍. Di khub Bhalo theko ..... Onek unnoti koro ❤️. Tomar ei Bhai er onk bhalobasa roilo ❤️🌼...... Didi khub Bhalo theko 🤗🔥.

  • @pallabidutta4809
    @pallabidutta4809 4 роки тому +13

    অসাধারণ দিদি😘❤
    কোনো কথা হবে না❤

  • @drkazimunirsb3615
    @drkazimunirsb3615 3 роки тому

    Munmun mukherjee আপু, আপনার আবৃত্তি গুলো অসাধারণ।
    হৃদয়ে লেগে যায়।

  • @hizeebizeengardening5802
    @hizeebizeengardening5802 2 роки тому

    সত্যি, প্রায় স্তব্ধ হওয়া জীবন কে নতুন করে এগিয়ে নিয়ে যেতে অনেক রসদ যোগাবে।
    কবির লেখাগুলো দিদি আপনি জীবন্ত করে তোলেন।
    ধন্যবাদ 🙏

  • @kanaparamanick7219
    @kanaparamanick7219 4 роки тому

    Khub sundor ma'am ami wait korchilam apnar kobitar jonno

  • @dorinsabiha7490
    @dorinsabiha7490 3 роки тому

    তোমার কিছু কবিতা আমাকে প্রান ফিরিয়ে দেয়।আমি আবার জীবন টা ফেরত পাই

  • @nayanghosh9513
    @nayanghosh9513 4 роки тому +2

    আপনার আবৃত্তি গুলো মন ছু্ঁয়ে যায়।

  • @moumitamondal1684
    @moumitamondal1684 4 роки тому +1

    না একদমই কিছু বলার নেই এক কথাই অসাধারণ

  • @BaishaliSaha
    @BaishaliSaha 4 роки тому

    একটা মন্তব্যে বর্ণনা করা যাবে না, কতোটা অসাধারনভাবে মন ছুঁয়ে যায়..

  • @Afairytales
    @Afairytales 4 роки тому +1

    প্রিয় লেখক আর দিদি তোমার আবৃত্তি সব মিলে আর কি বলবো 🥰🥰🥰🥰

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 3 роки тому

    Sundar kabita tomake dhanyawad erokom asha niye ami apekkhay thakbo.

  • @sudeshna5360
    @sudeshna5360 4 роки тому +1

    সকালটা খুব ভালো হয়ে গেলো দিদিভাই, তোমার কবিতা গুলো নিজেকে চিনতে শেখায়, ভালো থেকো দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য❤❤

  • @মনেথাকবে-ফ৯ম

    সত্যি দিদি সুপ্রভাতে এর থেকে ভালো উপহার কিছু হতেই পারে না, মন টা ভরে গেল....

  • @Rinkir_Meyebela
    @Rinkir_Meyebela 4 роки тому

    Darun didivai👌👌👌 Ami tomar protita kobita bar bar suni .....r mugdho hoyejai.......❤❤❤❤

  • @nahidscookingworld9350
    @nahidscookingworld9350 4 роки тому +1

    Khub khub khub shundor

  • @farjanaprity2684
    @farjanaprity2684 4 роки тому

    অসাধারণ দিদি।আবৃত্তি টা শোনার সাথে আমিও যেন নিজের মাঝে প্রাণ সঞ্চার করলাম

  • @sathibag1609
    @sathibag1609 4 роки тому

    মনের কথা|মৃত্যু মেরে বাঁচতে জানি|ধন্যবাদ দিদি|ভালো থাকবেন

  • @tapashroy2447
    @tapashroy2447 3 роки тому

    Ki6u bolar nei mam apnar sob kobitai amr bhison prio😌

  • @jassica946
    @jassica946 4 роки тому

    jibon ar akta addhay ar satha mile gelo ......
    khub valo laglo didi ...
    thank you ❤️

  • @ujjalkayal2537
    @ujjalkayal2537 4 роки тому

    Tomer voice didi amar sobtheke bhalo lage. Bises kore tomar prem er kobita gulo amar mon chue jai.❤️❤️

  • @শুধুকবিতারজন্য-ষ২প

    প্রতিবারের মতনই এবারেও শুনে মুগ্ধ হলাম। সবথেকে বড় কথা এই মুহুর্তে এই কবিতাটা আমার জন্য ভীষণ উপযুক্ত। ভালো থেকো। ভালোবাসা নিও।

  • @manidipamajumder5175
    @manidipamajumder5175 4 роки тому

    দারুন লাগলো। আবার ও মুগ্ধ হলাম। আমি ত্রিপুরা আগরতলা থেকে লিখছি। আমি আপনার একনিষ্ঠ ভক্ত এবং শিষ্য। আরো এমন আবৃত্তি শুনতে এবং শিখতে চাই দিদি ।

  • @danceharmony2561
    @danceharmony2561 4 роки тому

    অসাধারণ এক কণ্ঠ...মুগ্ধ করে দেয় আমাকে। মায়াবী দুই চোখ...স্বপ্ন দেখতে শেখায় আমাকে। মধুর হাসি মিশ্রিত ঠোঁট... আকৃষ্ট করে আমাকে। আপনি মানুষটাই অপূর্ব, অসামান্য, অদ্ভুত। অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম.....খুব ভালো থাকবেন❤️ নতুন বছর আপনার খুব ভালো কাটুক🙏

  • @mimicu9495
    @mimicu9495 4 роки тому

    দিদির আবৃত্তি সবসময় অনুপ্রাণিত করে।অনেক অনেক ভালোবাসা আপনার মুনমুনদি।❤

  • @piyalighosh1988
    @piyalighosh1988 4 роки тому

    জীবনের সব সত্যি গুলো যেন আপনার কবিতার সাথে মিলেমিশে একাকার হয়েগেছে।।।খুব সুন্দর। ।।

  • @bdrecreationdoor2711
    @bdrecreationdoor2711 4 роки тому

    I love u so much Divai....eto nice akta kobita present deyer jonno...

  • @rimacraftandart
    @rimacraftandart 8 місяців тому

    মানসিক শান্তি পাই , তোমার কবিতা শুনে ।❤

  • @fact9296
    @fact9296 3 роки тому +3

    গায়ে কাটা দিল ❤❤❤

  • @srijitapal5432
    @srijitapal5432 3 роки тому

    অনেক টা সাহস পেলাম, জীবনের মন্ত্র পেলাম....আপনার কন্ঠেই যেনো আছে সেই শেষ থেকে শুরু হওয়ার শক্তি।

  • @arpitamishra6842
    @arpitamishra6842 3 роки тому

    অসাধারণ,,, আমার গুছিয়ে না বলতে পারা বাক্য গুলো তোমার কবিতায় খুঁজে পাই,,,, 👍🏼❤️😃

  • @kakatua440
    @kakatua440 Рік тому

    আপনার আবৃত্তি শুনেই প্রথম আবৃত্তির প্রেমে পরেছিলাম। আপনার আবৃত্তি শুনে সত্যি খুব মুগ্ধ হই। এখন চেষ্টা করি আবৃত্তি করার। জানিনা কতটা পারি তবে চেষ্টা করছি শেখার।

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 4 роки тому

    বিষয় নির্বাচন ও পরিবেশনা যথার্থ উপলব্ধি ফিরিয়ে আনে, বর্তমান পরিস্থিতিতে সময় ও সমাজ যেভাবে এগিয়ে যায় জীবন নৌকায়।
    ভীষণ ভালো লেগেছে। শুভেচ্ছা ও শুভকামনা জানাই। 🌹🌹🌹👌👌👌🌹🌹🌹

  • @pialpied1394
    @pialpied1394 4 роки тому

    অদ্ভুত একটা সৌন্দর্য অাছে অাপনার অাবৃত্তিতে।

  • @ShramanaSingha
    @ShramanaSingha Місяць тому

    অপূর্ব অসাধারণ অনবদ্য

  • @rakhiroychowdhuri5287
    @rakhiroychowdhuri5287 4 роки тому

    অনবদ্য, এটা আর নতুন নয় আপনার কাছে তবে এই ডুবে যাওয়া তরী হয়তো আপনার এ এই কবিতা শুনে অনেকটাই ভাসতে শুরু করে দিলো, অনুপ্রাণিত হলাম এটি এ আমার সার্বোচ বিজয়ধয!💞🌹💞🌹💞🌹💞🌹💞

  • @afmfakhruddin8575
    @afmfakhruddin8575 4 роки тому

    ভীষণ সুন্দর অাবৃত্তি। অাজকের সকালটাতেও অন্যরকম একটা মাত্রা দিয়ে দিলেন। ধন্যবাদ ও ভালবাসা।

  • @neamatullah1646
    @neamatullah1646 4 роки тому

    মনের মধ্যে দাগ কেটে দেয় কথাগুলো। ধন্যবাদ।

  • @priyadas8242
    @priyadas8242 4 роки тому

    যেমন lyrics তেমন video &voice etc.. অনেক দিন পর আপনার লেখা পেয়ে খুব ভালো লাগল

  • @jhumpamandal6656
    @jhumpamandal6656 3 роки тому

    Sotti Didi tomar kobitar kotha amr jiboner golpo jeno aki sutoi badha tai tomar kobita sunle bachar shakti pai 😭😭😭😭😭😭

  • @hafsayasmin395
    @hafsayasmin395 4 роки тому

    যত শুনি ততই মুগ্ধ হই
    ক্ষণিকের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম অজান্তে

  • @sakilakhatun6594
    @sakilakhatun6594 3 роки тому

    jiboner sathe ato mil keno mone hosse je amar jonno lekha r tumi osadharon vabe uposshapon koreso didi onek valobasa roilo

  • @nameless8071
    @nameless8071 3 роки тому

    আমার মনের কথাগুলোর সাথে সম্পূর্ণ মিল পেলাম!আমি আপনার নতুন ভক্ত ম্যাম।আপনার এবং আপনার আবৃত্তির ভীষণ প্রেমে পড়ে গেছি❤️❤️❤️

  • @rajachakraborty5334
    @rajachakraborty5334 4 роки тому +1

    অসাধারণ একটি প্রয়াস।

  • @bokulnahid5348
    @bokulnahid5348 3 роки тому

    দিদি, তুমি আর তোমার কিবিতা দুটোই অনেক ভালোলাগে!

  • @tasnuriyasiddika558
    @tasnuriyasiddika558 4 роки тому

    একদম অসাধারণ, প্রতিবারের মতই...

  • @Lifeunfiltredwithmithu
    @Lifeunfiltredwithmithu 4 роки тому

    Kono bgasa nei je ki bolbo ,sobtamile just ...touched

  • @sumitamazumder6193
    @sumitamazumder6193 4 роки тому

    Ekdom mokkhyom jobab.....darun patth... osadharon Munmun Di🙏❤️❤️😭😭🙏

  • @barshahome9255
    @barshahome9255 4 роки тому

    Asadharon sotti asadharon,

  • @souvikghoshal4510
    @souvikghoshal4510 4 роки тому

    আপনার recitation গুলো যেনো তীরের মত শরীরের মধ্যে ঢুকে মন কে টেনে বের করে তার মধ্যে বিঁধে যায় বার বার, ঠিক তীর নয় যেন কোনো sensor missile, মনের defance কে ভেঙে দিয়ে ওর মধ্যে থাকা দলা পাকানো কষ্ট গুলো মুছে দেয় 🙏

  • @samsherali-cw6tv
    @samsherali-cw6tv 3 роки тому

    অসাধারণ হৃদয়বিদারক উপস্থাপনা

  • @alishanasrin1715
    @alishanasrin1715 4 роки тому

    Just osadharon didi.khub I sundor hoyeche.

  • @mrinmoyeesinha941
    @mrinmoyeesinha941 4 роки тому +1

    সত্যিই অসাধারণ

  • @Rodelapushpo
    @Rodelapushpo 2 роки тому

    কবির কবিতা ও আবৃত্তি আমাকে আপ্লূত করছে,সাহস জাগিয়েছে।।