মহররম মাসে যে ব্যক্তি ৪টি জিকির করবে সে জান্নাতের খাজানা লাভ করবে | জীবনের গুনাহ মাফ হবে | Jannat

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • মহররম মাসে যে ব্যক্তি ৪টি জিকির করবে সে জান্নাতের খাজানা লাভ করবে | জীবনের গুনাহ মাফ হবে | Jannat laver amol | জিকিরের ফজিলত | Hazrat Tv
    #hazrat_tv
    #zikir
    #subhanallah
    #lahawlawalaquwwataillabillah
    #la_ilaha_illallah
    #সুবাহানআল্লাহ
    #জিকির
    #জিকিরের_ফজিলত
    #jannat
    #জান্নাতে_যাওয়ার_আমল
    #লা_ইলাহা_ইল্লাল্লাহ
    #mohorram
    #মহররম_মাসের_আমল
    #jikir
    Video keywords:
    জিকিরের গুরুত্ব ও ফজিলত
    জান্নাত লাভের আমল
    লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত
    সুবহানাল্লাহ এর ফজিলত
    লা ইলাহা ইল্লাল্লাহু এর ফজিলত
    la hawla wala quwwata illa billah
    la ilaha illallahu
    Subhanallah Zikir er fojilot
    benefits of zikir
    zikir er benefits
    simple wazifa for Jannat
    jannate jaoyar amol
    Hazrat Tv
    জীবনের সকল গুনাহ মাফ হবে
    গুনাহ মাফের আমল
    মহররম মাসে যে নারী ৪টি জিকির করবে
    হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন ১০০০ নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে ১০০০ হাজার নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, ১০০ বার سُبْحَانَ اللهِ (সুবহানাল্লাহ) বললে, তার জন্য ১০০০ হাজার নেকি লেখা হবে। অথবা তার ১০০০ পাপ মোচন করা হবে। (মুসলিম, মিশকাত)।
    হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১]
    হজরত মুয়াজ ইবনে জাবাল রা: থেকে বর্ণিত হয়েছে, রাসূল (সা:) ইরশাদ করেছেন, ‘জান্নাতের চাবি হলো এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই।’ (মুসনাদে আহমাদ : ৩৬/২২১০২)।
    হজরত ওসমান রা: থেকে বর্ণিত হয়েছে হজরত রাসূল সা: ইরশাদ করেছেন, ‘কোনো ব্যক্তি যদি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’র ঘোষণা দেয় এবং এরই উপর মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম : ১/২৬)।
    রাসুল সাঃ বলেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রীকে “লা ইলাহা ইল্লাল্লাহ” এর তালক্বীন দাও।
    কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা “লা ইলাহা ইল্লাল্লাহ” হবে, সে জান্নাতে প্রবেশ করবে। [তিরমিজি, হা/৯৭৬]
    আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ (লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ) (বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬

КОМЕНТАРІ • 2

  • @NasimaAkther-pk6yp
    @NasimaAkther-pk6yp Місяць тому +2

    ❤ আমিন ❤ আমিন আমিন ❤ আমিন ❤ আমিন ❤ আমিন ❤

  • @FatehaAkter-vv1ki
    @FatehaAkter-vv1ki Місяць тому +4

    ❤❤❤❤❤❤