বাংলাদেশের অপূর্ব দ্বীপ | A Cinematic Travel Vlog | নারিকেল জিঞ্জিরা
Вставка
- Опубліковано 9 лют 2025
- নারিকেল জিঞ্জিরা খ্যাত বাংলাদেশের অপূর্ব দ্বীপ সেন্টমার্টিন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে, যেখানে আমি আশা করছি আমার মত করে কয়েকটা দিন ঘুরলে নিশ্চয়ই আপনি অনেক আনন্দ পাবেন।
সেন্টমার্টিন, সেন্টমার্টিন, সেন্টমার্টিন
শীতের পর্যটনের ডামাডোলে, একটুখানি স্বস্তির শ্বাস এই সেন্টমার্টিন
বছরের ৪টা মাস, তারায় উদ্ভাসিত আকাশের স্বাদ নেওয়ার নাম এই সেন্টমার্টিন
নীলের রাজ্যে, নীলকে মাখিয়ে, বহু সাদা নীল কমলার রেঙ্গে থাকার নাম এই সেন্টমার্টিন
যেথায় দখিণা হাওয়ায় ঝটকা লাগায় তাপহারা উত্তরি বায়
যেথায় ফেনিল ঢেউ, ফোঁসে সেউ সেউ, মন সকলই ছুঁয়ে যায়
যেথায় প্রবাল মেলায়, শামুক শুধায়, লাখো ঝিনুক কোথায়
যেথায় কাছিমের গায়, চিল বসে যায়, স্নিগ্ধ ঊষার নিরালায়
যেথায় পবন ছুঁয়ে যায়, নারিকেল গাছে, কেয়া বনানীর শাখে
যেথায় নির্মলা দ্বীপে, জন হেঁটে যায়, ঝাউ ঘেরা সব বাটে
যেথায় রিক্ত বালুতে ঝাপটা লাগায়, তরি কত ভিড়ে ঘাটে
সেথায় খড়গহস্তে মনু-পিপিলিকা শকট দলিয়ে নাশে
আসেন সেন্টমার্টিনে এবার গল্প ছুটাই, শিতকালের এই প্রাতে
আসেন নতুন রুপে দেশকে চিনি, বিদেশের মোহবাতে।
ফলো চেপে কি বেলটা বেজে, হাত বাঁধুন একসাথে
আপনার সুখ, পুরনে আমি শতমুখ, জ্ঞানতাপসের এই রাজ্যে।
এই ভিডিওতে নতুন পথে, কক্সবাজারগামি রেল ধরে, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাত্রা আয়োজন করা হয়েছে। সেন্টমার্টিনের রুপবৈচিত্র্য নতুন করে ফুটিয়ে তোলার কিছু চেষ্টাও করা হয়েছে। কাজটা আয়াসসাধ্য। পুরোটা দেখার আমন্ত্রন জানাচ্ছি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👉 Cox's Bazar Series:
• যেভাবে কক্সবাজারকে দেখ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For collaboration or sponsorship:
👉 E-mail: info@mrmworld.com
mr.mixer.mm@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Enjoy planning your travels with GoZayaan app: cutt.ly/RwjfTmGB
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
0:00 - Intro
1:53 - Dhaka to Cox's Bazar train
5:27 - Cox's Bazar Iconic Railway Station
6:58 - Station to Hotel
7:24 - Cox's Bazar to Teknaf Bus
8:29 - Boarding MV Baro Awlia ship
9:05 - Teknaf to Saint Martin
13:12 - Saint Martin jetty terminal to resort
14:38 - Coral Haze Beach Resort
22:00 - Beautiful sea view & sunset
23:15 - Night ambience & dinner
24:05 - Beautiful morning
24:27 - Somudro Bilash
26:56 - west beach to golachipa
27:40 - Golachipa
29:33 - History of St. Martin
30:33 - Chhera Island at sunset
32:43 - Night barbecue
34:05 - Maldives of Saint Martin
36:08 - Corals of St. Martin
37:53 - Last point of Bangladesh
40:32 - Chera Dwip tour
42:35 - Bazaar of St. Martin
43:42 - Last day
44:47 - Daruchini Dwip to Teknaf
46:22 - Take Care
আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভ্রমণ পর্বে। এই বিষদ পর্বটি যত্ন করে বানানোর চেষ্টা করেছি। ৫ দিনের পুরো গল্পকেই একটি পর্বে এনেছি, যেনো একটা ছোট্ট ভ্রমণ সিনেমার মতন আপনারা একবারেই দেখে তৃপ্তি পেতে পারেন। পর্ব কেমন লাগলো জানাবেন এবং কোনও অংশ বিশেষভাবে ভালো লেগে থাকলে তাও জানাবেন।
good vedio
আপনার এই পর্বে আমিও আপনার সাথে ছিলাম কক্সবাজার পর্যন্ত আপনার কয়েক টা ভিডিও করার পিছনে আমার কিছুটা সহযোগিতা ছিলো আশা করি বুজতে পারেছেন আমি কে বলতেছি🥰
👍
bhai apne turky vlog sesh korlen na keno ? aro to video ashar kotha chilo taina ?
❤
প্রশংসার যোগ্য আপনি বটেই, কিন্ত কোনো প্রশংসাই আপনার যোগ্য নয়।আপনি সেরাদের সেরা।❤
আপনাকে ধন্যবাদ। চেষ্টা করা আমার দায়িত্ব, আপনারা উপভোগ করলে তাই আমার সার্থকতা।
aponar potom kibita ta ku bala laglo
@@MrMixersWorld
@@Creative999ধন্যবাদ আপনাকে
❤
আপনার সকল ভ্রমণ কথা মন ছুঁয়ে যায়।
আপনার ভ্রমণ পর্ব গুলো আমি আমার সপরিবার নিয়ে টিভিতে চালিয়ে দেখি।
আপনার মতো তাত্ত্বিক আলোচনা কেউ কোনো ভিডিওতে করে না।আর উপস্থাপনা তো অন্য লেভেলের। কথার স্টাইল,ভয়েস এক কথায় অসাধারণ
আপনার শব্দচয়ন খুব চমৎকার। পাশাপাশি ভ্রমণের স্থান নিয়েও বিশদ বর্ণনা করেন যেটা আমজনতা হিসেবে আমাদের খুব ভালো লাগে, উপকারেও আসে।
এভাবেই কোয়ালিটিফুল কনেন্ট বানিয়ে যান, ভালো থাকুন সবসময়।
আমার দেখা সবচেয়ে সুন্দর এবং তথ্যমূলক ভিডিও।
মেইনস্ট্রিম মিডিয়াও সেইন্টমার্টিনকে এইভাবে প্রচার করে নাই।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
অসাধারন ছিল ভিডিওটা। আর ভিডিওগ্রাফী তো!!😮😮
আমি যেহেতু কক্সবাজার থেকে,তাই বলছি,বরাবরই পর্যটকদের থেকে সবাই সবকিছুর দাম ২-৩ গুন বেশি দাম চায় এরা।এই যে যেখানে আমরা লোকালরা ৮০-৯০ টাকায় ভাড়া দিই,সেখানে আপনাদের থেকে নিল ২০০ টাকা। এইজন্যই মনে হয় পৃথিবীর বেশিরভাগ পর্যটন এলাকা গুলোতে দামের প্রার্থক্য তৈরি হয়।🤔
প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে পর্যটকদের থেকে যেভাবে অতিরিক্ত ভাড়া কাটা হয় তার পরিবর্তন আশা করছি।
এত দেশ দেখার পরে যখন নিজের দেশের এমন ভিডিও দেখি তখন মনে হয় অবশ্যই আমার দেশ সকল দেশের রানী❤️
❤
আমার ও তাই মনে হতো কিন্তু মনে
করার মতো অনেক জয়ধ্বনি আছে
সকল দেশের সেরা জানিনা কিন্তু আমার
দেশের রানী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
😂😂😂😜
ভিডিও ইন্ট্রো টা একদম মাস্টারপিস। পুরো ভিডিওটা অসাধারণ খুবই ভালো লাগলো, যদিও আমি একবার সেন্টমার্টিন গিয়েছি ভিডিও দেখে এখন আবার যেতে ইচ্ছে করছে।
Vai apnar video gula khub valo lage amar ❤❤❤ami khub enjoy kori ❤❤take love brother ❤doya kori apni khub taratari 1m+ subscribe a pa rakhan ❤love you brother ❤amar issa ase apnar sate akta cuontry tour daoar❤
আসসালামু আলাইকুম ভাইয়া আমি কিন্তু আপনার পুরো ভিডিওগুলো উপভোগ করি সবসময়ই সত্যিই আপনি যেমন ফ্রেশ ঠিক ফ্রেশ আপনার প্রত্যেকটি ভিডিও
ভাই কি সুন্দর একটা ভিড়িও! মনে হলো আমিও আপনাদের সাথে ছিলাম। চমৎকার উপস্থাপনা, চমৎকার সিনেমাটোগ্রাফি। এক কথায় অসাধারণ ❤
অসম্ভব ভদ্র একজন উপস্থাপক, এগিয়ে যান ভাই ❤
mashallah ❤
Very nice
আমার সবথেকে প্রিয় ইউটিউবার😍 আপনার কথা গুলো অনবদ্য লাগে😍 কষ্ট লাগে বাংলাদেশের মানুষ আপনাকে সেই মূল্যটা দিতে পারেনা যেটা আপনার প্রাপ্য নাহলে বেষ্ট ট্রাভেল ইউটিউবার সর্বদা আপনাকেই দেওয়া হতো💗💗
মাশাল্লাহ খুব সুন্দর আমাদের এই মাতৃ ভূমি বাংলাদেশের ছোট্ট এই সেন্টমার্টিন 🏖️😊
তবে দেখার চাইতে আপনার কথা গুলো আরো বেশি মুগ্ধ করেছে 🤗
জাযাকাল্লাহ খাইরান
আপনার উপস্হাপন অনেক অনেক সুন্দর👌❤️
Apnar voice ta eto sundor keno
ধন্যবাদ আপনাদেরকে
ai niye 10 bar daklam seii 🤩
@@tasinabdullah8964 বাহ! ধন্যবাদ
আপনার উপস্থাপনা সবচেয়ে বেশি সুন্দর
সেন্টমার্টিনের সেরা ভিডিও দেখলাম।
আপনার সবগুলো ভিডিও চমৎকার।
পরের ভিডিওর অপেক্ষার রইলাম।
বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💞💞💞💞💞💞
এতো অসাধারণ বাচনভঙ্গি দেখে বার বার মুগ্ধ হই,আপনাকে দেখেই ফেইসবুকে ভিড়িও বানানো শুরু করেছি।
প্রথম কমেন্ট করলাম।
লাইক দিও ভাই।
❤❤❤❤❤❤
❤❤
Oh Oh Oh my God Noton chomok 😱
Oshadaron vaiya ❤️💙
❤
Bangladesh er youtuber der modde apni amr kase number one. Sera Bhai
ধন্যবাদ আপনাকে
বাংলাদেশের বেস্ট ব্লগার
খুব ইচ্ছে হয় যাইতে.কিন্তু টাকা কুলাতে পারি না..যা কামাই ডাবল খরচ হইয়া যায় ৷ ইনশা-আল্লাহ যাব একদিন ৷
ইনশাআল্লাহ, যাবেন আশা করি।
ভাই সেন্টমার্টিন ভ্রমণ স্বপ্নই রয়ে গেল,কারণ আমি হিসাব করে দেখেছি একজন মানুষের ৩ দিন ২ রাত কাটাতে গেলে সবমিলিয়ে ১৫ হাজার টাকা লাগে
নারিকেল জিঞ্জিরার এমন অপূর্ব দ্বীপের সুন্দর ভিডিও দেখে মুগ্ধ হলাম! আপনার সিনেম্যাটিক ভ্লগটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে শান্তি এনে দেয়। ধন্যবাদ এমন একটি অসাধারণ ট্র্যাভেল ভ্লগ শেয়ার করার জন্য! 🌴📹❤
আপনি এবং nadir on go বাংলাদেশের মধ্যে সেরাদের সেরা ট্রাভেল ব্লগার।। আপনাদের ধারে কাছেও কেও যেতে পারিনি।
আপনার কথা গুলা অনেক সুন্ধর শুনা যায় কি সুন্ধর ছন্দে ছন্দে কথা বলেন ভাই অসাধারণ আমি সেই আপনার প্রথম থেকে আসি
❤ দাদা যত টুকুই বলি আপনার কনটেন এর ব্যাপারে ,সেটাও কম বলা হবে,সত্যি দাদা তুলনা করা যায় না দারুন দারুন,আপনার প্রসংশা পাবার যোগ্যতা আছে , ইনশাল্লাহ আরো সফলতা আসবে এগিয়ে যেতে থাকেন
ভাইয়া আপনার সাথে টেকনাফ দেখা হয়ে খুব ভাল লাগলো। আপনার এই ভিডিও অপেক্ষায় ছিলাম
ধন্যবাদ আপনাকে ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।@@MrMixersWorld
আপনার ছন্দেগড়া কথাগুলো ভিডিওতে সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
অসাধারণ ভাই❤❤ বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আপনি একজন। গত ২ বছর ধরে টানা আপনার ভিডিও দেখতাছি❤
অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।
blog ta onk vlo hoica ❤❤❤❤🎉🎉🎉🎉
দেখা শুরু করলাম! আপনার ট্যুর সম্পর্কে বিশ্লেষণ অনেক সুন্দর। ধন্যবাদ ভাই ❤
ধন্যবাদ ভাই
আপনার কথা বলার ধরন অনেক সুন্দর। ❤
ট্রাভেল ভ্রমণ দেখার জন্য বার বার আপনাকেই বেছে নেই!❤
ভিডিও যতবার দেখি ততবারই ভালো লাগে অসাধারণ
দারুণ লাগলো সবকিছু
অসম্ভব সুন্দর প্রকৃতির অসম্ভব সুন্দর উপস্থাপনা 😊
23:38 | মুরগির মাংসটা যেমন অসাধারণ ছিল আপনার ভিডিওটাও তেমনি অনেক অসাধারণ ছিল 😅❤Take love brother
❤
One of the best ❤❤❤❤
Bangladesh এ ট্রাভেল ব্লগারের মধ্যে আপনি আর নাদির অনদা গো এই দুইটা মানুষের মধ্যে অনেক মিল ❤
আপনাদের দুই জনের ভিডিও দারুণ হয়❤
ভাইয়ের ছন্দ সেই।
ধন্যবাদ আপনাকে 💐👍আপনার ভিডিওর এতো সুন্দর বিবৃতি ও মনোমুগ্ধকর ভিজুয়াল দৃশ্য। বাংলাদেশের বেশ কয়েকজন Best Travel Vloger এর মধ্যে আপনি আমার পছন্দের একজন। আমি সবগুলো ভিডিও দেখতে পারিনি। তবে সেগুলো দেখেছি তা অসাধারণ ❤।
বিশেষ করে দার্জিলিং এর ভিডিও টা খুব ভালো লাগছে।
প্রথম বার ভিডিও দেখছি আপনার
সত্যি বলতে এতো গুছিয়ে সুন্দর করে ইনফরমেশন দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক উপকারী ❤
Omg You uploaded a long travelling video!😍
Definitely i always love our country's Traveling than anything else!!!❤
Edit: 7:02 Yoo WTF Bro we locals paid around 70-80 Tk!! 😑
ধন্যবাদ আপনাকে 😊।
লোকালদের সাথে তো পর্যটকদের এখানেই পার্থক্য হয়ে যায়।
পর্বটা যেন এক স্বপ্নের মতোই ছিল। অসাধারণ 🤍💙
দারুণ লাগলো ভাইয়া। আপনার সব ভিডিও একেবারে ডিটেইলস ❤❤❤
♥️
অবশেষে 😍😍😍😍
প্রতি সপ্তাহে আপনার চ্যানেল থেকে নোটিফিকেশন না আসলে ভালো লাগে না।
খুব ভালোবাসি আপনাকে।❤️
অনেক ধন্যবাদ আপনাকে ♥️
অসাধারণ ভিডিও করেছেন আপনি
অসাধারণ লাগলো ভাই ভিডিওটি দেখে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সেই লেভেল এর । ভিডিওটি দেখে ঘুরতে যাবার আগ্রহ আরো বেড়ে গেল।
ভালোবাসা অবিরাম ❤🌹❤️
ধন্যবাদ আপনাকে 😊
Vai onek sundor hoice .Apnr bolk Amr onek Valo lage ar Apne onek sundor kore Kotha bolen so nice ❤❤❤ and enjoy
অসম্ভব অসম্ভব ভালো লেগেছে 💚💚
সেন্টমার্টিন নিয়ে আপনার মত তথ্যবহুল , গোছানো, সুন্দর ও সুপ্রশস্ত ভিডিও / ব্লগ কখনো কেউ করেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ভাই । আপনি আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ট ট্রাবেল ব্লগার।
আপনার ভিডিও অসাধারণ মাশা-আল্লাহ খুবই সুন্দর
amr baba ma apnar video dekhe boleche apnar kotha bolar dhoron eto sundhor! Khub enjoy kore tara. Amra sobai ekshate boshe apnar video dekhi! Outstanding bhai! Keep going!
অসম্ভব ভালো লেগেছে
স্টেশন টা তো দারুন
অনেক দিন হয়ে গেলো আপনার ভিডিও পাইনা । আজকের ব্লক টা দেখে সেই অনেক দিনের কালান্তি দুর হলো। সেই সাথে মন ভরে ইন্জয় করলাম। মনটা শিতল হয়ে গেলো। তো ভাইয়া ভালো থাকবেন ধন্ধবাদ আপনাকে 🌹🌹🌹
ধন্যবাদ আপনাকে ভাই। আপনি কি কুয়াকাটা থেকে নাকি? সেই ক্ষেত্রে এখন আবহাওয়া কেমন চলছে জানতে চাই।
আবহাওয়া এখন ভালো ভাই। কিছুদিন আগে বৃষ্টি ছিল কিছুটা। আমন্ত্রণ জানাই আপনাকে।
ভালো লাগেছে ❤😊
দীর্ঘদিন অপেক্ষার পরে ভিডিওটা পেলাম
ভাই সবসময় আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি
ধন্যবাদ অসাধারণ ভিডিও গুলোর জন্য
Apnr onek vdo dekhi ami, khub valo lage dekhte.. Chomotkar hoy apnr vdo gulo.. Apnr kotha gulokhub valo lage, agiye jan vai, apnr jonno onk shuvo kamona roilo.. Valo thakben sob somoy, Allah Hafeez ❤️
অনেক সুন্দর হয়েছে
অসাধারন ব্লগ!!
অসাধারণ সুন্দর ভিডিও ❤
ভাই, আপনার ভিডিওগুলো অসাধারণ 😮
ভিডিও কোয়ালিটি এবং আপনার উপস্থাপন, জাস্ট অতুলনীয় ❤️❤️
এইভাবে ভিডিও বানিয়ে যান আমরা আপনার সাথে আছি❤
সুন্দর হয়েছে.
চমৎকারভাবে সেন্টমার্টিনকে উপস্থাপন করেছেন
Valo legese
আবারও অসাধারণ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। আরও এগিয়ে যান সেই দোয়া করছি ও সুস্থতা কামনা করছি।আর আপনার ভিডিও এর অপেক্ষায় থাকবো। ইতি আপনার ছোট একটি ভক্ত।
ভিডিও উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। 😊
চমৎকার উপস্থাপন, খুব ভালো লেগেছে।
ধন্যবাদ
এই ভিডিওটা দেখে যে আনন্দ আমি পেয়েছি এর আগে কখনো পাইনি।
Excellent presentation and wonderful video quality and details.
ধন্যবাদ আপনাকে
ভাই আপনার উপস্থাপনা আর দৃশ্যগুলোর দেখানের যে প্রক্রিয়া এবং খুঁটিনাটি সব বিষয়ে আলাপ করা সব মিলিয়ে অসাধারণ। মনে হচ্ছে আপনি না আমি নিজেই ঘুরে দেখতেছি।
ধন্যবাদ আপনাকে
সেরা উপস্থাপনা।আপনার মতো চেষ্টা করেও পারি না
ধন্যবাদ। আরও ভালো পারবেন। দোয়া করি।
শুকরিয়া ভাই🥰❤️❤️❤️
খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ ভাই।
Best.
অসাধারণ ভাইয়া,,,অপেক্ষায় ছিলাম ভিড়িও র🥀🥀🥀🥀
❤
Oneeek sondor vaiya apnar video gula josss🥰🥰🥰🥰
এমন একটি ভিডিওর জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম ভাই❤,,আপনিই সেরা❤
চমৎকার উপস্থাপনা 😊
সহজ ভাষায় প্রকাশ করলে বলবো অসাধারণ, সুন্দর ভাবে গুছিয়ে বাংলা ভাষার প্রয়োগ খুবই উপভোগ্য।
ছন্দময় ভ্রমন ভিডিও সত্যিই উপভোগ করলাম।ধন্যবাদ আপনাকে সত্যিই অসাধারণ হয়েছে
ধন্যবাদ আপনাকে
সুন্দর, মার্জিত এবং রুচিশীল কনটেন্ট ক্রিয়েটর🥰🥀
Love you Vai🖤
Aro agie jan❤
ধন্যবাদ 😊
সেন্টমার্টিন ভ্রমণ গাইড লাইন নিয়ে আমার দেখা সেরা ভিডিও এটি, অসাধারণ ভাষা শৈলী ❤
আপনার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগছে তাই আপনাকে অনেক ধন্যবাদ ❤
ধন্যবাদ
সেইন্ট মার্টিন নিয়ে এতো সুন্দর ভিডিও এর আগে কখনো দেখিনি, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য❤️❤️❤
সেইন্ট মার্টিন সফরে আপনাদের কত টাকা খরচ হয়েছে জানতে পারলে ভালো হতো।
This is called Pure Vlogging , Absolutely Amazing! 😍
ধন্যবাদ
এক কথায় দুর্দান্ত ❤
আপনার ভিডিও টা সুন্দর , অনেক সুন্দর করে করার বলার অধিকারী আপনি।
আপনার শব্দ চয়ন গুলো ভীষণ ভালো।
ধন্যবাদ আপনাকে
তাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আমি সব সময় দেখি
Dhonnnobad apnk attu sundhor koree amdr saint martin ke uposthapon korar jnno....................//
Eee shakkhor...❤
এত সুন্দরভাবে খুব কম ব্লগারই উপস্থাপনা করতে পারে 🫶 ❤️❤️ 🫶 একজন ভ্রমনপাগল হিসেবে আমি মনে করি আপনি আসলেই আমাদের দেশের 🇧🇩🇧🇩🇧🇩 সবচেয়ে সেরা একজন ট্রভেল ব্লগার । আপনার উপস্থাপনা আসলেই অসাধারণ !!! যা ভাষায় প্রকাশ করার মতো না.... এত সুন্দর প্রকৃতির মাঝে আপনার উপস্থাপনা ব্লগটাকে আরও মধুর করে তুলেছে ❤️❤️ অনেক শুভকামনা রইলো ভাই । আমি প্রায় সময় আপনার ভিডিও দেখি আপনার মাধ্যমে আরও সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে চাই ভাই ।।।।
অসাধারন শব্দচয়ন
হায়দার ভাই আপনার এই তথ্যভিত্তিক উপস্থাপনা আমাকে বিমোহিত করে, অনেকদিন যাবতই আপনার ভিডিও দেখছি,, সত্যিই অসাধারণ !!
ধন্যবাদ আপনাকে ভাই
অনেক সুন্দর হয়েছে। ভাই আমেরিকা ভিডিও দেখতে চাই