জগন্নাথপুর উপজেলা || জগন্নাথপুর শহর দেখুন || JAGANNATHPUR - SUNAMGANJ - SYLHET
Вставка
- Опубліковано 1 гру 2024
- বিপুল সংখ্যক প্রবাসী এবং বিখ্যাত মানুষদের জন্মস্থান জগন্নাথপুর উপজেলা।
জগন্নাথপুর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
জগন্নাথপুর এলাকার লোকজন সাধারণত সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। জগন্নাথপুর উপজেলার প্রচুর লোক বহির্দেশে বসবাস করায় তাদের পাঠানো রেমিট্যান্সের উপরও এলাকার অর্থনীতি নির্ভরশীল।পাশাপাশি কৃষিপণ্যের মধ্যে ধান আর পাটের বিপুল আবাদ রয়েছে। আর আছে হাওর ভরা মাছ। এছাড়াও জগন্নাথপুর লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। মোট আয়তন ৩৬৮.২৭ বর্গকি.মি.। জগন্নাথপুর উপজেলার পূর্বে সিলেট জেলার বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা, উত্তরে ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, পশ্চিমে দিরাই এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা।
জগন্নাথপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে।
ইউনিয়নসমূহ:
১নং কলকলিয়া
২নং পাটলী
৩নং মীরপুর
৪নং চিলাউড়া হলদিপুর
৫নং রাণীগঞ্জ
৬নং সৈয়দপুর শাহারপাড়া
৭নং আশারকান্দি
৮নং পাইলগাঁও
ও জগন্নাথপুর (জগন্নাথপুর পৌরসভা )
নদীসমূহ:- ১. কুশিয়ারা, ২. নলজুর
উপজেলার নামকরণের ইতিহাস:-
১১৯১ খ্রিষ্টাব্দে লাউড় রাজ্যের অধিপতি ছিলেন রাজা বিজয় মাণিক্য। তৎকালে তিনি জগন্নাথ মিশ্রকে দিয়ে বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করান। পরবর্তীতে এই স্থানকে জগন্নাথ মিশ্রের নামানুসারে “জগন্নাথপুর” বলে ঘোষণা করেন। আর সেই থেকে জগন্নাথপুর রাজা বিজয় মাণিক্যের রাজ্য বলে ঘোষিত। এইভাবে জগন্নাথপুরের নামের উৎপত্তি হয়।
জগন্নাথপুরে অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন,
তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:-
রাধারমণ দত্ত, বৈষ্ণব কবি ও বাংলার ধামাইল গানের জনক।
সৈয়দ শাহনুর, সুফি সাধক, মরমি গীতিকার
আনোয়ার চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হাইকমিশনার।
আব্দুস সামাদ আজাদ, রাজনীতিবিদ
সৈয়দা শাহার বানু, ভাষা সৈনিক
সুহাসিনী দাস, ব্রিটিশ বিরোধী বিপ্লবী
মোহাম্মদ এবারত উল্লাহ
রাজা বিজয় মাণিক্য
রাজা দিব্য সিংহ
অধ্যাপক আসাদ্দর আলী, সাহিত্যিক (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
আছিম শাহ সুফি সাধক, মরমি গীতিকার
ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
সুফি মৌলভী ওয়াজিদুর রহমান সুফি সাধক, মরমি কবি ও বহু মসজিদের প্রতিষ্ঠাতা।
ফকির মজির উদ্দীন সুফি সাধক ও মরমি কবি
আপসানা বেগম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ।
মুক্তিযুদ্ধে জগন্নাথপুর:-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ৩১ আগস্ট জগন্নাথপুর উপজেলায় শান্তি সভার নামে রাজাকারেরা শ্রীরামসি হাইস্কুলে স্থানীয় শিক্ষক, কর্মচারী, ইউপি সদস্যসহ গণ্যমান্য ও সাধারণ লোকজনের একটি সমাবেশের আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাকসেনারা উক্ত সভার ১২৬জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। এছাড়া ৮ সেপ্টেম্বর পাকসেনারা রানীগঞ্জ বাজারে ৩০জন লোককে হত্যা করে এবং ১৫০টি দোকান জ্বালিয়ে দেয়।
দর্শনীয় স্থান:-
১.আছিম শাহর মাজার,জগন্নাথপুর, সুনামগঞ্জ
২.পাইলগাও জমিদার বাড়ি পাইলগাও, জগন্নাথপুর
৩.রাধারমন দত্ত এর সমাধি কেশবপুর গ্রাম, জন্নাথপুর,
৪.শাহ শামসুদ্দিন এর মাজার আটঘর গ্রাম, মিরপুর, জগন্নাথপুর সুনামগঞ্জ।
আপনাদের ভালোবাসা আর আমার চেষ্টামাত্র (Imdad Sylhet Subscribe) করে পাশে থাকবেন।
আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে আপনার সহযোগিতা প্রয়োজন, তাই অবশ্যই আপনার মতামত জানাতে এবং লাইক দিতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।
-------ধন্যবাদ আপনাকে------
Please Like Share & Subscribe
Hi guys. I am a new content creator of youtube. So every Sylheti people stay with me & Subscribe to My channel Imdad Sylhet. I hope you have Subscribed to my channel and See you again. Inn Shaa Allah One Day I Will Achieve (100k Subscriber )
Thank You.
---------------------------------------
ANTI-PIRACY WARNING
---------------------------------------
This video Copyright is reserved for Imdad Sylhet. Any unauthorized re-production or re-upload is strictly prohibited of this video. Those who re-upload the video will be sent a copyright strike.
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
Channel Tags:
imdad sylhet,imd sylhet, imd syl, imdad syl,imdad lifestyle,sylheti lifestyle,sylheti vlog,beautiful sylhet,Jagannathpur Upazila documentary,emdad sylhet,imdad,sylhet_imdad,emdad vlogger,Jagannathpur Upazila of Sunamganj district,sylheti biker,Jagannathpur Upazila video 2021,Jagannathpur Sunamganj Sylhet,Jagannathpur Bazar,sylhet division all upazila,Jagannathpur town tour,Jagannathpur city 2021,Sunamganj district,imdad bd,imdad bangladesh,Sunamganj district,#Jagannathpur_Upazila,ইমদাদ সিলেট.
আমার বাড়ি কুমিল্লা,, কিন্তুু আমার জন্ম এই জগন্নাথ পুরে,আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমরা কুমিল্লা চলে আসি।কিন্তুু ছোটবেলা থেকেই আমার জগন্নাথ পুরের প্রতি আমার একটা টান রয়ে গেছে❣️
অসংখ ধন্যবাদ আপনাকে জগন্নাথপুর নিয়ে ভিডিও করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জগন্নাথপুর উপজেলা কে নিয়ে এত সুন্দর প্রতিবেদন করার জন্য।
জগন্নাথ পুর যেতে কত সময় লাগে
. Kon jagat taki Jagannathpur aitai
আহা ভালোবাসার জগন্নাথপুর ❤️❤️
সত্যিই অনেক সুন্দর ❤️
অনেক ভালো লাগলো !
আপনাকে ধন্যবাদ 💐
খুবই ভাল লাগল
জগন্নাথপুর আমার শহর,
Jagannathpur. Mera..thana/upzilla
আসসালামু আলাইকুম
ভাই ভালা নি
I enjoyed the attractive natural beauties along with sweet music. Thanks.
ধন্যবাদ ভাইকে আমাদের জগন্নাথপুর নিয়ে ভিডিও করার জন্য
সিলেট তেমুখী থেকে জগন্নাথ পুর যেতে কত সময় লাগে আর জগন্নাথ পুর কোথায়
Thank you, watching from London 🇬🇧
Missing Bangladesh 🇧🇩 ❤
আমাদের জগন্নাথপুর কে নিয়ে বিডি ও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
ধন্যবাদ আমাদের জগন্নাথপুর থানা দেখা জন্য
,
বাড়ি জগন্নাথপুর আছার,জন্য আহবান,রয়েল,বাড়ি জগন্নাথপুর কালি,বাড়ি,পুকুরে
ওমান থেকে, দেখছি
ধন্যবাদ এগিয়ে যাও ভাই
ধ্যনবাদ ভাইয়া
In sha allah,Ami o KHUB taratary jogonnathpur ar bou hobo,
LOVE From Dhaka
প্রানের সহর আমার,,, জগন্নাথপুর 🇧🇩🇧🇩🇧🇩👈👈👈👈🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓
My.upzilla/thana..Jagannathpur
হবিগঞ্জ থেকে দেখছি
ধন্যবাদ আমাদের জগন্নাথপুর উপজেলা কে নিয়ে ভিডিও বানানোর জন্য
Hi
কোন গ্রাম
প্রতিবেদন তুলে ধরেছেন ভাল কথা এর জন্য ধন্ন্যবাদ কিন্ত কি দেখালেন শহরের ভিতরে কি আছে কেমন উন্নতি হয়েছে এসব তো কিছুই দেখতে পারলামনা । আর বিশেষ একটি কথা এই থানার মানুষ আমি কিন্ত খুব খারাপ লাগে রাস্তার অবস্তা দেখে আমরা প্রবাসি হয়েও এলাকার উন্নয়নে অনেক পিছিয়ে আমরা শুধু ব্যাস্ত বিল্ডিং বানাতে আর বাগান বাড়ি বানাতে । গ্রামে গ্রামে ভাল মানের স্কুল দরকার পরে হাসপাতাল রাস্তার মেরামত এসবের দিকে কোন খেয়ালই নাই আমাদের । কি হবে নামে প্রবাসি হয়ে । (Uk)
Onek onek donnobad aponake
Love❤️ from Beanibazar
Bai onek donno bad onek din por nijer sohor ta dektam
nice,,
ধন্যবাদ ভাই আপনাকে রাজনগর থানা এরিয়া থেকে
Jagannathpuri 4lyf
We the best 👌
Insa allah amio khup taratari Jagannath pur er jamai hobo 🤦🤦🥰
So nice
Jagannathpur is a very renowned Upzilla under Sunamganj District.
This region is foreign expatriate orintered(this locality is the home of Millions of Expaterates) improvised locality( adjecent to Biswanath Upozilla( Have Strong bondage and nexus with Jagannathpur).
Every year inhabitants of this area are sending Millions of dollars to the government exchequer to fatten our Economy.
All.Authorities concerned : Plesse, establish an Industrial park to investment their( inhabitants of this regeion ) hard earned money as are they investmenting unproductive sectors.
Thank you,All.
Beautiful ❤️🥰
Thanks bie froud of
আসসালামু আলাইকুম
Nice
সুনামগঞ্জ যে দিরাই আব্দুল করিম 🖤🖤🖤
জগন্নাথপুর থানার আশেপাশের মিলন পাড়া নামে কোন গ্রামের নাম আছে কি?
কারো জানা থাকলে জানানোর অনুরোধ করছি
ঢাকা থেকে কি ভাবে কি কি পরিবহনে এই জগন্নাথপুর উপজেলায় আসা যায় তার তথ্য দিলো ভালো হতো।
এখন ঢাকায় থেকে সরাসরি জগন্নাথপুর বাস পাওয়া যায়।
সরাসরি বাস আছে
Dada Jagannathpur district er Manihara r ekta blog korun kindly
ভাই কি দিয়ে ভিডিও করেন
Waw
দয়া করে কেউ রাগ করবেন না।
বিয়ানীবাজার গোলাপগঞ্জ এর এক গল্লির সমান নয়। জগন্নাথপুর ৷ Town এবং গ্যাস নেই
সকল উপজেলা ও সকল ইউনিয়ন এর ভিডিও চাই
Authorities concerned ( please,pay Attention)The road condition of this road, From Biswanath to Jogonnathpur is in a sorry and dilapidated state for many months.
Repair and renovation works is going on In a snales pace.
Civilians are in tormented agonies and sufferings..
In thhis circumstances, please speed up the repair and renovation works as soon as possible doing no dilly delly. Thank you, All.
Nice video
Nice voice
Salam walekum bhaiya abhi pravritti MP3
Naice
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশাকরি ভালো, আমার বাড়ি সিলেটের ওসমানী নগর থানায়, আমাদের ওসমানী নগর থানা নিয়ে একটি ভলগ বানানোর রিকুয়েষ্ট রইলো আপনার কাছে।
mashaallah
আমি জগন্নাথ পুর যেতে চাই কিন্তু কিভাবে যাবো?
Eta ki london 😊
আমার হবু শশুর বাড়ি জগন্নাথপুর
nice
🎉🎉🎉
জগন্নাথপুর জায়গার দাম নিয়ে ভিডিও চাই
🌹❤️❤️❤️🌹
Wow
আমি গিয়েছিলাম
দন বাদ জগনাত পুর দেকানু জন
ভৈরব কিশোরগঞ্জ
Asa
gajn fermentation pharments putrefaction
জগন্নাথপুরে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।ভাইয়া আপনি কোন উপজেলার বলবেন আশা করি
Aicha bai amio jagannatpuri amra jagannatpuri okol sylheti na Bengali?
jege achi
Thank you
👍
যে সকল জায়গায় সড়কের পাশে পানি জমে থাকে সেই পানি সরানোর ব্যবস্থা করা প্রয়োজন অন্যথায় সড়ক ভেঙে যাবে।
No.its.not.vati.its.uzan.under.Sunamganj
Jagannathpur 2 London 😊
Sohorer raja derai sohor
😂😂😂😂❤❤❤
🎉b
Eita sohor naki bhai gramaer bazar oh onek unnoto
কিন্তু মজার বিষয় হলো 😱 এই অজপাড়া গ্রামে অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন 😇
nure alam 2I ekTa pagol. জগন্নাথপুর শহর পুরাটা ভিডিওতে ধারণ হইনি। পরু জগন্নাথপুর শহরে ২০ হাজার মানুষের বসবাস।
@@ramimahmed4689 pagol or baccha ni na kita tui ... Amader nabiganj... town er video dekish...
@@nurealam4272tik ❤
Mrera.upzilla/thana.Jagannathpur
Nice
Nice