তোরা দেখবে যদি আয়, ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায় || কীর্তন গান || রতন দেব

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2024
  • #BDSongDiary
    কীর্তন গান : তোরা দেখবে যদি আয়, ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।
    শিল্পী : রতন দেব।
    স্থান : পণ্যতীর্থ শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম। জয়পুর,মিরপুর, বাহুবল, হবিগঞ্জ।
    এই কীর্তন গানটি আপনাদের কাছে কেমন লাগল কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং একটি লাইক দিন।
    এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ 🙏
    Facebook page follow now👇
    www.facebook.c...
    গানের কথা :
    ব্রজের রাই কিশোরীর ভাব খানি অঙ্গে শোভা পায়।
    ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।। ও তোরা দেখবে যদি আয় নাগরী গো,দেখবি যদি আয়, ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।। ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।। ও গৌরা মুখে রা রা রা গো বলে বক্ষ ভাসায় নয়ন জলে গো। নদীয়া ভাসাইল আজি নয়ন ও ধারায়।। ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।। ও গৌরার নয়ন বাঁকা, ভঙ্গী গো বাঁকা, কপালে তীলকের রেখা গো।। দেহ থেকে প্রান কেরে নেয় যারও পানে চায়।দীনহীন রতনে বলে ভাবের গৌরার চরণ ভজলে গো, অনায়াসে ভব নদী পাড়ি দেওয়া যায়।।ভাবের গৌর উদয় হইল সোনার নদীয়ায়।।
    =গীতিকার : রতন দেব =

КОМЕНТАРІ • 115