Āpel Māhmud--Morā Ekṭi Phulke Bāncāba আপেল মাহমুদ--মোরা একটি ফুলকে বাঁচাব (১৯৭৯, শ্রোতার আসর)

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • #বাংলাদেশের_হৃদয়_হতে #Morā_Ekti_Phulke_Bāncāba #মোরা_একটি_ফুলকে_বাঁচাব #১৯৭৯ #শ্রোতার_আসর #gobinda_haldar #Apel_Mahmud #গোবিন্দ_হালদার #আপেল_মাহমুদ #1979 #Srotar_Asar #শ্রোতার_আসর
    শিল্পী: আপেল মাহমুদ
    Singer: Āpel Māhmud
    গান: মোরা একটি ফুলকে বাঁচাব বলে
    Song: Morā Ekṭi Phulke Bāncāba Bale
    কথা : গোবিন্দ হালদার
    Lyric: Gobinda Hāldār
    সুর : আপেল মাহমুদ
    Tune: Āpel Māhmud
    অ্যালবাম: বাংলাদেশের হৃদয় হতে
    Album: Bāṅlādeśer Hr̥day Hate
    রেকর্ড প্রকাশ সাল: ১৯৭৯
    Year of release: 1979
    রেকর্ড প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী অঙ্কিত তৈলচিত্র ‘প্রতিবাদ’
    Record Cover: 'Prativād' (Oil Painting) by Kāiyum Caudhurī
    এই অ্যালবামের পরিচিতি লিখেছেন জামিল চৌধুরী--
    Sleeve note of the album was written by Jāmil Caudhurī--
    "স্বাধীনতা আন্দোলনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের সকলের পুণ্যস্মৃতির উদ্দেশে বাংলাদেশের হৃদয় হতে এই শ্রদ্ধার্ঘ্য। স্বাধীনতা সংগ্রামের গান নিয়ে এই গীতসস্কলন।
    এই রেকর্ডের গান নির্বাচনে আমরা স্বাধীনতা আন্দোলনের ধারার দিকে নজর রেখে অগসর হয়েছি। বাহান্ন সাল থেকে যে আন্দোলনের শুরু তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত গানগুলোই মোটামুটি আমরা এখানে তুলে ধরেছি। ভূমিকা হিসেবে রেখেছি দেশকে ভালোবাসার গান।
    আজ মনে পড়ে শহীদ আলতাফ মাহমুদের কথা, যাঁর গানের সুর একশে ফেব্রুয়ারীর আকাশকে মুখর করে তোলে। তাঁর কণ্ঠের গান আমরা ধরে রাখতে পারিনি, তবে তাঁর সুর আমরা তুলে নিয়েছি আমাদের কণ্ঠে। এ সুর বাংলাদেশের হদয় থেকে উচ্ছ্বসিত হবে চিরকাল।
    রেকর্ডের শিরোনাম নির্বাচনে এ রেকর্ডের শেষ গান ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি গানটির ভুমিকার কথা স্মরণে রাখা হয়েছে। উনিশ শ একাত্তরের তেইশে মার্চ তারিখে এদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিন পাকিস্তানের জাতীয় দিবসে ঢাকা শহরে, সেনানিবাস ছাড়া আর কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। টেলিভিশনে সেদিনকার অনুষ্ঠানের শেষে পাকিস্তানের পতাকা দেখানো না হলে প্রচার কেন্দ্র থেকে কাউকে বেরিয়ে আসতে দেওয়া হবে না বলে সামরিক কর্তৃপক্ষ হুমকি দিলেন। টেলিভিশন ভবন সেদিন সম্পূর্ণভাবে পশ্চিম পাকিস্তানী সৈন্য পরিবেষ্টিত। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সময় পেরিয়ে গেলেও তেইশে মার্চের রাত্রি বারোটা পর্যন্ত ফাহমিদা খাতুনের কণ্ঠে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তমি এই অপরূপ রপে বাহির হলে জননী’ গানটি বার বার প্রচারিত হতে থাকল। মধ্যরাত্রি পর্যন্ত উপর্যুপরি এই গানের পর, বারোটা এক মিনিটে, চব্বিশে মার্চ তারিখ ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি যোষণা করা হয়। তেইশে মার্চ তারিখে পাকিস্তানী পতাকা বর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত এই গানটির একাংশ তাই এই রেকর্ডের শিরোনাম হিসেবে গৃহীত হয়েছে।
    এই সঙ্কলনের কাজে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত শিল্পীদের যুক্ত করবার চেষ্টা আমরা করেছি। সকলেই পরম আগ্রহে সাড়া দিয়েছেন । যাঁরা বিদেশে রয়েছেন অথবা নিতান্ত কোনো অসবিধার সম্মুখীন, তাঁরাই কেবল এ রেকর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেননি। বহুজনের সহৃদয় সহযোগিতা ছাড়া এই রেকর্ড প্রকাশ করা একান্ত অসম্ভব ছিল, তাঁদের সকলকে আমরা অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। কণ্ঠশিল্পীরা কোনোরকম দক্ষিণা গ্রহণ না করে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন।
    সঙ্গীত পরিচালনায় সহায়তা দিয়েছেন শেখ লুৎফর রহমান, আবদুল লতিফ, সোহরাব হোসেন, কলিম শরাফী, সনজীদা খাতুন, আজাদ রহমান, অজিত রায় এবং সুবল দত্ত। সমবেত কণ্ঠের গানে অংশ গ্রহণ করেছেন সনজীদা খাতুন, আজাদ রহমান, অজিত রায়, রথীন্দ্রনাথ রায়, কল্যাণী ঘোষ, সাদিয়া আফরীণ মল্লিক, মীনা বড়ুয়া, রাণু, আহমেদ, প্রমীলা ভট্টাচার্য, মৃদুলা ভট্টাচায, শাম্মী রাব্বানী, আজাদ হাফিজ, নাসিম আহমেদ, মুশফিক, রবিউল ও ছায়ানট শিল্পী গোষ্ঠী এবং উদীচী শিল্পীগোষ্ঠী।
    ধারণ ও সম্পাদনায় অক্লান্ত সহযোগিতা দিয়েছেন আজাদ রহমান ও নাজিমুদ্দীন চৌধুরী।
    স্বাধীনতা সংগ্রামের গান সংরক্ষণের এই আয়োজন করতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের উত্তরাধিকারীদের জন্য এ ইতিহাস ধরা রইল। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার সামান্য প্রয়াস করে দেশবাসীর পক্ষ থেকে কিছুটা কর্তব্য পালন করবার চেষ্টা আমরা করলাম। আশা করি যোগ্যতর হাতে এর চেয়ে সুষ্ঠুভাবে স্বাধীনতা সংগ্রামের গান সংরক্ষণের ব্যবস্থা হবে।
    জামিল চৌধুরী
    আহ্বায়ক
    শ্রোতার আসর
    ঢাকা
    ১৫ পৌষ ১৩৮৬
    (৩১-১২-৭৯)"
    ১২" ৩৩ ১/৩-আরপিএম ভিনাইল রেকর্ড। প্রকাশক: শ্রোতার আসর, রেকর্ড নম্বর শ/দ ১০৭৯-০১/২| বাণিজ্যিকভাবে এই রেকর্ড বাজারজাত হয়নি, রেকর্ডের ব্যাক কভারে লেখা ছিল--"এই রেকর্ড বিক্রয়ের জন্য নয়, কেবল শ্রোতার আসরের সদস্যদের জন্য।"
    12" 33 1/3-rpm vinyl disc published by the Śrotār Āsar. Record No. S/D 1079-01/2. This album was never commercially released. Albums published by the Śrotār Āsar were meant for the distribution among the members of the Śrotār Āsar
    রেকর্ড সংগ্রহ: মহাশ্বেতা এবং গৌতম সেনগুপ্ত; বৈদ্যুতিনীকরণ এবং আপলোড: রাজীব চক্রবর্তী
    Record collection: Mahāśvetā & Gautam Sengupta; Digitization & upload: Rājīv Cakravartī
    "বাংলাদেশের হৃদয় হতে" অ্যালবামের লিংক: • Bangladesher Hriday Ha...
    Link to the album "Bāṅlādeśer Hr̥day Hate": • Bangladesher Hriday Ha...

КОМЕНТАРІ •