এমন কবিতা আবৃতি শুনলে গায়ের লোম দাড়িয়ে যায়!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • এত সুন্দর কবিতা আবৃতি আমি খুব কম শুনেছি। অসাধারন!! প্রতিটা উচ্চারণ একেবারে হৃদয় ছুঁয়ে যাবার মত। আপনি শুনুন। আপনারও ভাল লাগবে, নিশ্চিত।

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @bikashchakraborty4729
    @bikashchakraborty4729 2 роки тому +19

    কবিতা শুনে মনে হয় যেন চোখের সামনে ঘটে যাচ্ছে কোন এক সাঁঝলির প্রতিবাদের ঘটনা! ধন্য আবৃত্তিকার, ধন্য কবির কলমের জোর 🙏🙏

  • @rajibbhattacharya7215
    @rajibbhattacharya7215 3 роки тому +22

    অসাধারণ সিত‍্য চোখের জল ধরে রাখতে পারি নাই, হৃদয় দাগ কেটে গেল, বিশ্বাস করুন এমন আবৃত্তি আজ অব্দি শুনি নি। 🧡🧡

  • @bablurahman8310
    @bablurahman8310 4 роки тому +34

    এতো চমৎকার আবৃত্তি ! আবৃত্তি এমন সুন্দরভাবে ও একদম সাবলীলভাবে করা যায়---তা সচরাচর দেখা যায় না। কবি দেবব্রত সিংহ’র আঞ্চলিক ভাষায় লিখিত কবিতাখানি এতো প্রাঞ্জল ও আন্তরিক উপস্থাপনায় মুগ্ধ হয়ে গেলাম। বাচিক শিল্পী মেধা বন্দোপাধায়কে অভিনন্দন।

  • @altabhusen1499
    @altabhusen1499 3 роки тому +176

    ভেবে পাইনা, কবিতার ভিতর এতোটা ঢুকো কিভাবে দিদি। প্রত্যেকটা কবিতার ছন্দ যেন তোমার আবেগ দিয়ে মুড়ানো। স্যালুট দিদি,,,,

  • @nijamhossain4377
    @nijamhossain4377 3 роки тому +57

    💗অপুর্ব 🙏
    কবি যেমন তার সমস্ত হৃদয় দিয়ে লিখেছেন , ঠিক তেমনি আপনার হৃদয় নিংড়ানো আবৃত্তি! যা দশের বাইরে মানে এগারো!
    🌱এক কথায় অতুলনীয় 🙏💗🇧🇩

    • @shahanazpervin9827
      @shahanazpervin9827 3 роки тому

      কবিতার নাম কি ?

    • @shahanazbegum2948
      @shahanazbegum2948 2 роки тому

      কবিতার নাম "তেজ "। কবি দেবব্রত সিংহ

  • @sumonchowdhury001
    @sumonchowdhury001 6 років тому +35

    হয়তো জীবনের অনেক কবিতা'ই শুনেছি....কিন্তু এইরকম কবিতা আগে কখনোই শুনিনি...হৃদয়ে কাঁপন জাগানো এই কবিতা শুধু কাঁপন'ই জাগায়নি...এক'ই সাথে নতুন করে বাঁচাতে শিখিয়েছে...ধন্যবাদ...আমার খুব খুব প্রিয় মেধা বন্দোপাধ্যায়'কে....অসাধারন কন্ঠস্বর দিয়ে প্রান ভরালেন...এবং সত্যতা তুলে ধরলেন বলে.....।।।

    • @suchandrapanja4867
      @suchandrapanja4867 3 роки тому +1

      ) lll) l)))))))))) l) l

    • @priyankachitrakar6061
      @priyankachitrakar6061 3 роки тому

      @@suchandrapanja4867
      ua-cam.com/video/MVEISp9NyYI/v-deo.html
      Please 🙏 sunun,

    • @কবিতাপাঠে
      @কবিতাপাঠে 3 роки тому

      ua-cam.com/video/i6izq8Y_83A/v-deo.html

    • @taniyadas6134
      @taniyadas6134 3 роки тому

      নতুন করে বাঁচতে শিখলাম এই কবিতা শুনে 😊❤

  • @bikramduttaroy2051
    @bikramduttaroy2051 4 роки тому +47

    এই আবৃত্তিটা বহু বার শোনার পর মনে হয় আবার শুনি। কি অসাধারণ আবৃত্তি! সত্যিই গায়ের লোম খাড়া হয়ে যায়। মেধা আপনাকে কুর্নিশ!

  • @rakibsarker2233
    @rakibsarker2233 3 роки тому +82

    কথার কত মধুর্য,অবাক হই।
    শৈল্পিক কারুকাজ গলার৷ 🌸❣️

  • @manassahaharmonica
    @manassahaharmonica 2 роки тому +5

    আমি বাঁকুড়ার মানুষ। কবিতার প্রত্যেকটি শব্দ আমার চেনা। বাচিক শিল্পীর অসাধারণ দক্ষতা যেন চোখের সামনে জ্যান্ত জলছবি এঁকে দিচ্ছে প্রতিমূহুর্ত্যে। অসাধারণ উচ্চারণ শৈলী মুগ্ধ করলো আমাকে। ঠিক যেমন করে কথা বলেন প্রান্তিক বাঁকুড়া ও পুরুলিয়াবাসী। আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা শিল্পীকে।

  • @hadiulislam2788
    @hadiulislam2788 3 роки тому +8

    এমন আবৃত্তি জীবনে শুনি নাই, সেরার চেয়ে সেরা,, অসাধারণ,

  • @dasofsrikrishna755
    @dasofsrikrishna755 3 роки тому +10

    অসাধারণ এতো সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা বললেন.. দুচোখের জল গড়িয়ে পড়ল..👌😢😢

  • @OmarFaruk-ij4cy
    @OmarFaruk-ij4cy 6 років тому +177

    আমার জীবনে এতো ভালো আবৃত্তি আর শুনবো কিনা জানি না । একদিকে কান্না আরেক দিকে অপার মুগ্ধতা নিয়ে চেয়েছিলাম । হৃদয় নিংড়ানো শুভ কামনা আপনার জন্য ।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      ua-cam.com/video/RooqntDR20I/v-deo.html

    • @sumitabasu2297
      @sumitabasu2297 3 роки тому +1

      ঢঠ

    • @motiurmediatv
      @motiurmediatv Рік тому

      আপনি সাহিত্য প্রেমী। আপনার মন্তব্য পড়ে বুঝলাম । আমিও কবিতা প্রেমী, সেই থেকে আবৃত্তির আগ্রহ। আমন্ত্রন রইলো আমার ছোট্ট পরিবারে। আপনার হাতে সময় হলে ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে। আর আমার এই পরিবারের সদস্য হলে অনেক খুশি হব...

    • @shahariarnahid007
      @shahariarnahid007 8 місяців тому

      ua-cam.com/video/UjRW6aEmezA/v-deo.htmlsi=I06A6HJa_MzdvFhf

  • @udoymohanta6833
    @udoymohanta6833 4 роки тому +8

    মেধা, তুমি কিসের উপর পড়াশোনা করেছো? এমন সুন্দর করে গুছিয়ে তুমি আবৃত্তি করো, অবাক, মুগ্ধ হয়ে শুনি। আবেগে বুক ভরে ওঠে, চোখের কোণে জমে ওঠে এক ফোটা জল।
    এই কবিতা টা যে কতো বার শুনলাম।!!!

  • @sabbirhosain8144
    @sabbirhosain8144 3 роки тому +15

    আবৃত্তি অনেক শুনেছি...তবে এমন আবৃত্তি এই প্রথম শুনলাম....অসাধারন।
    প্রশংসা করলেও কম হবে।❤️❤️❤️❤️

  • @sujanbiswas7461
    @sujanbiswas7461 3 роки тому +12

    অসাধারণ.... শুধু কবিতার জন্যে সত্যি দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয়..

  • @sandiproychoudhury1548
    @sandiproychoudhury1548 3 роки тому +5

    সুন্দর বড় সুন্দর । মনটা একটা অদ্ভুত আনন্দে ভরে উঠলো।

  • @madhusudonbose146
    @madhusudonbose146 4 роки тому +4

    অভুতপূর্ব গ্রামীন ভাষায় আবৃত্তি,অতি সুন্দর,মনকে নাড়া দিয়ে গেল।

  • @salmanasreen7982
    @salmanasreen7982 3 роки тому +55

    অসাধারন আবৃত্তি। অভিনন্দন আপনাকে। এত দরদ দিয়ে আবৃত্তি করেছেন যে হৃদয় ছুঁয়ে যায়।

    • @gangamuni305
      @gangamuni305 2 роки тому +1

      হরি ওঁ। অপুর্ব হয়েছে।

  • @MdIslam-ie4zh
    @MdIslam-ie4zh 3 роки тому +4

    কবিতা টি শুনে শত্যি গায়ের লোম শিউরে উঠেছে, অজান্তেই ঝরেছে চেখের জল, কি অসাধারণ কথা

  • @makbulhossain6218
    @makbulhossain6218 3 роки тому +17

    এমন অসাধারণ কবিতা আমি জীবনেও শুনিনি।

  • @Ayubali-dr7th
    @Ayubali-dr7th 3 роки тому +33

    এমন হৃদয় নিংড়ানো আবৃত্তি বহুদিন শুনিনি। লেখাটিও চমত্কার। অভিনন্দন উভয়কেই।

  • @shayansec
    @shayansec 4 роки тому +7

    এমন রোমহর্ষক কবিতা আগে কখনো শুনিনি আর আপনার কবিতা পাঠের দক্ষতা নিয়ে কিছুই বলার নেই, আপনি অনবদ্য।

  • @kmanisurrahman2459
    @kmanisurrahman2459 4 роки тому +5

    হৃদয়স্পর্শী অাবৃত্তি!মন ছুঁয়ে গেল।
    অতুলুনীয় রচনাশৈলী, বাংলাদেশ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

  • @rabibangla
    @rabibangla 3 роки тому +11

    খুবই চমৎকার কবিতা ও আবৃত্তি,
    সবার সকল কষ্টের হোক নিবৃত্তি!

  • @kashpiacharjee5681
    @kashpiacharjee5681 3 роки тому +4

    অসাধারণ একটা আবৃত্তি, মনটায় ছুঁয়ে গেল। চোখের কোনে জল চলে এলো যে🥺

  • @udoymohanta7560
    @udoymohanta7560 4 роки тому +6

    কি অসাধারণ সুন্দর মেধার আবৃত্তি, শুনতে শুনতে চোখ দুটো ভারী হলো, চোখের কোল বেয়ে ক ফোটা অশ্রু গড়ালো আমার।

  • @williamgolding9547
    @williamgolding9547 3 роки тому +7

    জীবনে আজ এই প্রথমবার আবৃত্তি শুনে কেদে ফেললাম। লেখক ও আবৃত্তিকারকে শ্রদ্ধা।

  • @laxmihalder1512
    @laxmihalder1512 3 роки тому +5

    অসাধারণ!!!!চোখে জল এনে দিল👍👍👍👍👍👍👍👍

  • @rubiyakhatun2126
    @rubiyakhatun2126 3 роки тому +7

    চোখে পানি চলে এসেছে,খুব ভালো লেগেছে ❤️❤️❤️

  • @tapaschakraborty2663
    @tapaschakraborty2663 3 роки тому +14

    এরকম চোখে জল আনার বাস্তব কবিতা যেন আরো পাই আমরা শুনতে ,

  • @tapandowari9045
    @tapandowari9045 Рік тому +4

    অপূর্ব গলা স্পষ্ট উচ্চারণে শিল্পীর আবৃত্তি মোহিত করে দিলে।

  • @banglasongsstation9006
    @banglasongsstation9006 6 років тому +14

    অসাধারণ। দারুন কবিতা। শিক্ষিত সমাজের প্রত্যেক মানুষকে কবিতাটা শুনার অনুরোধ করছি। তাহলে আপনাদের ভেতরে ভালবাসার একটা যায়গা তৈরি হবে।প্রচলিত নোংড়া সমাজের দাঁত ভাঙ্গা জবাব এই কবিতা আর আবৃত্তিশৈলী!!! মরতে মরতে আবার বাঁচার অনুপ্রেরণা পেলাম, হারতে হারতেই জিতে যাবার সাহস নিলাম মনে। শুভ কামনা থাকলো।

    • @kanthagraaph_Creative_Covers
      @kanthagraaph_Creative_Covers Рік тому

      দুর্গা পুজোর শুভেচ্ছাসহ "কন্ঠগ্রাফ" এর নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিকবিতা'র আবৃত্তি কোলাজ "শারদ আগমন"
      ua-cam.com/users/কন্ঠগ্রাফ?sub_confirmation=1
      ua-cam.com/video/fBKRw3OFSFs/v-deo.html
      সন্ধিপূজোর মহালগ্নে কবিগুরুর গীতিকবিতা 'আমি বহু বাসনায় চাই' 2022 শোনাবে সুতপা ঘোষ
      ua-cam.com/video/M5142LIVrhY/v-deo.html
      শুভ মহানবমীতে অলকা চক্রবর্তী শোনাবে কবি সুবোধ সরকারের কবিতা 'পাড়ায় পাড়ায়'
      ua-cam.com/video/NUlhCwlPCNM/v-deo.html
      আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান আর ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আরও কবিতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
      SUBSCRIBE করুন!
      ua-cam.com/channels/Kpr_2QpAkciBQW5Ma3zDMQ.html
      Please like, comment and share.

  • @saifullaalmamun708
    @saifullaalmamun708 4 роки тому +6

    অসাধারণ,,, অসাধারণ,,,!!!
    সত্যি, অতি সুন্দর, অনবদ্য লিখনী,,,এবং অনবদ্য ও অসাধারণ আবৃত্তি।।
    Extremely Beautiful,,,,!!!
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।।

  • @fitnabaz
    @fitnabaz 3 роки тому +5

    সত্যিই মন মুগ্ধকর । প্রথম ভাবতেই পারিনি এমনটা হবে♥️♥️

  • @ashokchowdhury952
    @ashokchowdhury952 3 роки тому +15

    নির্মম কথামালা! এমন অসাধারণ কবিতা ও মনকাড়া আবৃত্তি অনেকদিন শুনিনি।

  • @sharminprome4408
    @sharminprome4408 3 роки тому +3

    এতো অসাধারণ আবৃত্তি... বাকরুদ্ধ হয়ে গেলাম....কি মনোমূদ্ধকর কবিতার প্রতিটি লাইন..অন্তর জুড়িয়ে যায় 🙂🙂🙂

  • @mohammadsumon4668
    @mohammadsumon4668 3 роки тому +115

    পরিশ্রমে ধন আনে,
    পূন্যে আনে সুখ,
    আলস্যেতে দারিদ্র্যতা আনে,
    আর পাপে আনে দুখ,

    • @chondeanondemoni1952
      @chondeanondemoni1952 3 роки тому +1

      ua-cam.com/video/FnNeo24Vo3A/v-deo.html

    • @siralexferguson9803
      @siralexferguson9803 3 роки тому

      Madan Mitra Babur khetre ei probad khate naa.😄

    • @happymind8526
      @happymind8526 3 роки тому

      MADAN DA to ekhon politician der IDOL

    • @rakhidas9254
      @rakhidas9254 2 роки тому

      @@siralexferguson9803 অসাধারণ দিদি ❤️

  • @mdmahdizzamanjoty6772
    @mdmahdizzamanjoty6772 3 роки тому +8

    আমার প্রিয় আবৃতি শিল্পী । এই কবিতাটা শুনেই তার ভক্ত হয়েছিলাম । আজ আবার শুনে অনেক ভালো লাগছে ।

    • @SaharukhMondal25
      @SaharukhMondal25 3 роки тому

      ভাইজান কবি ও কবিতার নামটা বলিবেন ?

    • @kibriaahmed3572
      @kibriaahmed3572 3 роки тому

      উনার নাম কি???

  • @shamshulhuda2854
    @shamshulhuda2854 3 роки тому

    সত্যি অসাধারণ আব্রীতি আমি কোন দিন এত অসাধারণ একটা আব্রীতি শুনিনি । আমার ও খুব ইচ্ছে যে আমার বাংলার প্রতিটি ছেলে ও মেয়ে উচ্চ শিক্ষা পায় ।

  • @ashasaha4292
    @ashasaha4292 3 роки тому +4

    দূর্দান্ত,,,,,,,,, অসাধারন অর্থবহনকারী আবৃত্তি,,,,,,😊

  • @balarambhattacharya8970
    @balarambhattacharya8970 3 роки тому +6

    এই তো আবৃত্তি ! গনগনে আগুনের আঁচ লাগা হৃদয় মোচড়ানো ব্যথা ও আনন্দের অনির্বচনীয় মহামিলন। এমন আবৃত্তি আবার কবে শুনব জানিনা।

  • @dhakamusic6407
    @dhakamusic6407 11 місяців тому +9

    এই কবিতা শোনার সময় অন্য মনস্ক হওয়া সম্ভব নয়।

  • @tapasbhattacharyya5676
    @tapasbhattacharyya5676 3 роки тому +2

    অপূর্ব,এই কবিতা আবৃত্তি শুনে আবেগ ধরে রাখা সত্যি কঠিন, আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই,সত্যিই অসাধারণ।

  • @MdAlamin-oi1fx
    @MdAlamin-oi1fx 3 роки тому +5

    অসাধারন দিদি ভাই বাংলাদেশ থেকে বলছি কখন যে চোখের কোনে পানি এসেছে নিজেও টের পাইনি৷

  • @srijitachakraborty2736
    @srijitachakraborty2736 3 роки тому +9

    এমন কবিতা শুনে চোখের জল আটকানো কঠিন 🙂

  • @runarunkumar5173
    @runarunkumar5173 4 роки тому +4

    সম্পূর্ণ স্মৃতি থেকে পুরো রচনা টি আবৃত্তি করে আমাদের চমকে দিলেন।
    কবি কে প্রনাম।

    • @kanthagraaph_Creative_Covers
      @kanthagraaph_Creative_Covers Рік тому

      দুর্গা পুজোর শুভেচ্ছাসহ "কন্ঠগ্রাফ" এর নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিকবিতা'র আবৃত্তি কোলাজ "শারদ আগমন"
      ua-cam.com/users/কন্ঠগ্রাফ?sub_confirmation=1
      ua-cam.com/video/fBKRw3OFSFs/v-deo.html
      সন্ধিপূজোর মহালগ্নে কবিগুরুর গীতিকবিতা 'আমি বহু বাসনায় চাই' 2022 শোনাবে সুতপা ঘোষ
      ua-cam.com/video/M5142LIVrhY/v-deo.html
      শুভ মহানবমীতে অলকা চক্রবর্তী শোনাবে কবি সুবোধ সরকারের কবিতা 'পাড়ায় পাড়ায়'
      ua-cam.com/video/NUlhCwlPCNM/v-deo.html
      আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান আর ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আরও কবিতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
      SUBSCRIBE করুন!
      ua-cam.com/channels/Kpr_2QpAkciBQW5Ma3zDMQ.html
      Please like, comment and share.

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 роки тому +4

    বাকরুদ্ধ হলাম...
    অসাধারন.. কানে যেন এখনো বাজছে, প্রতিটি শিরা শিহরিত 🙏

    • @kanthagraaph_Creative_Covers
      @kanthagraaph_Creative_Covers Рік тому +1

      দুর্গা পুজোর শুভেচ্ছাসহ "কন্ঠগ্রাফ" এর নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিকবিতা'র আবৃত্তি কোলাজ "শারদ আগমন"
      ua-cam.com/users/কন্ঠগ্রাফ?sub_confirmation=1
      ua-cam.com/video/fBKRw3OFSFs/v-deo.html
      সন্ধিপূজোর মহালগ্নে কবিগুরুর গীতিকবিতা 'আমি বহু বাসনায় চাই' 2022 শোনাবে সুতপা ঘোষ
      ua-cam.com/video/M5142LIVrhY/v-deo.html
      শুভ মহানবমীতে অলকা চক্রবর্তী শোনাবে কবি সুবোধ সরকারের কবিতা 'পাড়ায় পাড়ায়'
      ua-cam.com/video/NUlhCwlPCNM/v-deo.html
      আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান আর ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আরও কবিতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
      SUBSCRIBE করুন!
      ua-cam.com/channels/Kpr_2QpAkciBQW5Ma3zDMQ.html
      Please like, comment and share.

  • @eyasinarafat7932
    @eyasinarafat7932 3 роки тому +2

    আল্লাহু আকবর। আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেল। ধন্যবাদ লেখক কবিকে।

  • @udaymazumder3352
    @udaymazumder3352 3 роки тому

    আসাধারন বললেও কম বলা হবে। সত্যিই অনবদ্য, আসাধারন লাগলো।

  • @Bidisha_2002
    @Bidisha_2002 3 роки тому +8

    অসাধারণ কবিতা,অনবদ্য আবৃত্তি, ভালো থাকবেন।

  • @syedabbasali4956
    @syedabbasali4956 3 роки тому +22

    Excellent. I'm far away from my country. But your recitation of this poetry took me to that place where poverty is still alive in every single step. God bless you 🙏

  • @sharminsultana9039
    @sharminsultana9039 4 роки тому +10

    আমি বাংলাদেশ থেকে বলছি। কি অসাধারণ আপনার আবৃত্তি। খুব ভালো লাগে শুনতে। এত সুন্দর বলার মাধুর্য যে স্নায়ুতন্ত্রের প্রতিটি অংশে যেন বাজতে থাকে সারাক্ষণ। আমার শুভকামনা রইল।

    • @Torongo
      @Torongo 3 роки тому

      ua-cam.com/video/aL-dafRjfBU/v-deo.html💖

  • @mantudey7418
    @mantudey7418 3 роки тому +1

    আবৃত্তি টা শেষ হওয়ার পর বুঝলাম যে এতক্ষণ একটা আবৃত্তি শুনছিলাম
    তার আগে মনে হচ্ছিল কোন একটা একাঙ্ক নাটক দেখছিলাম । শিল্পীর শৈল্পীক দক্ষতা অসাধারন ছিল ।

  • @sbbs_
    @sbbs_ 3 роки тому +1

    আপনার আবৃত্তি এত সুন্দর ও ভালো কেন?? আমি মুগ্ধ হয়ে যাই আপনার আবৃত্তি শুনে।

  • @বিমূর্তপ্রহর

    অসাধারণ আবৃত্তি।।আপনার আবৃত্তি মুগ্ধ হয়ে শুনি...

  • @recitationtinkukidsvideos5847
    @recitationtinkukidsvideos5847 3 роки тому +3

    অপূর্ব আবৃতি ,,সত্যি শরীরের লোম খাড়া
    হয়ে গেলো 👌👌👌👌

  • @rudrakashsumon1618
    @rudrakashsumon1618 3 роки тому +3

    সত্যিই লোম দাঁড়িয়ে ছিলো সাথে চোখের পানি ধরে রাখতে পারিনি! প্রনাম রইলো!!

  • @triptidas9739
    @triptidas9739 3 роки тому +2

    হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের এমন কবিতা শোনার দিন যেন আসে।

  • @parichoygupta5859
    @parichoygupta5859 3 роки тому +3

    সত্যিই ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না । অসাধারণ ! এমন হৃদয়গ্রাহী আবৃত্তি আজীবন মনে থাকবে ।

    • @kanthagraaph_Creative_Covers
      @kanthagraaph_Creative_Covers Рік тому

      দুর্গা পুজোর শুভেচ্ছাসহ "কন্ঠগ্রাফ" এর নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিকবিতা'র আবৃত্তি কোলাজ "শারদ আগমন"
      ua-cam.com/users/কন্ঠগ্রাফ?sub_confirmation=1
      ua-cam.com/video/fBKRw3OFSFs/v-deo.html
      সন্ধিপূজোর মহালগ্নে কবিগুরুর গীতিকবিতা 'আমি বহু বাসনায় চাই' 2022 শোনাবে সুতপা ঘোষ
      ua-cam.com/video/M5142LIVrhY/v-deo.html
      শুভ মহানবমীতে অলকা চক্রবর্তী শোনাবে কবি সুবোধ সরকারের কবিতা 'পাড়ায় পাড়ায়'
      ua-cam.com/video/NUlhCwlPCNM/v-deo.html
      আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান আর ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আরও কবিতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
      SUBSCRIBE করুন!
      ua-cam.com/channels/Kpr_2QpAkciBQW5Ma3zDMQ.html
      Please like, comment and share.

  • @bikramparamanik1939
    @bikramparamanik1939 3 роки тому +12

    আদর্শ কবিতা আবৃত্তি!যেন কবিতার বিষয়বস্তুকে বইয়ের পাতা থেকে জ্যান্ত আমাদের সামনে তুলে ধরলেন!!!

  • @aajkerpomitakobighar800
    @aajkerpomitakobighar800 3 роки тому +7

    অ-তু-ল-নী-য় 👌 লেখা এবং উপস্থাপনা খুবই সুন্দর ।

  • @jannatulislammoumita9945
    @jannatulislammoumita9945 3 роки тому +4

    (মাশাল্লাহ) 👏👏।এই অনন্য আবৃত্তি পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ।।
    গা,আসলেও শির্ শির্ করে উঠেছিল..

  • @abidazainab1168
    @abidazainab1168 3 роки тому +4

    মনে হচ্ছে যেন সে তার নিজের কথা বলছে।উনি এই চরিত্রের মধ্যে ঢুকে গেছে।।।❤️❤️❤️

  • @sumitachoudhury4196
    @sumitachoudhury4196 3 роки тому

    কি বলব তোমায় বোন, ভেবে পাচ্ছি না। এত ভাল কবিতা, তার সঙ্গে এত ভাল আবৃত্তি। সত্যি আমি অভিভূত। অনেক ❤❤❤👌👌👌

  • @pratimadey7306
    @pratimadey7306 4 роки тому +8

    আমি ঘরের কাজ ছাড়া কিছুই পারি না তবুও আপনার কবিতা শুনে প্রানটা যেক জুড়িয়ে গেল।

    • @debankitabanerjee2535
      @debankitabanerjee2535 3 роки тому +1

      আমি অষ্টম শ্রেণীতে পড়ি । কবিতাপ্রেমী সকল দর্শকদের আমার এই কবিতার ভিডিওটি দেখার অনুরোধ রইল 🙏🙏
      ua-cam.com/video/-n5kZHUVf5Q/v-deo.html🙏

  • @ruhelmiah6060
    @ruhelmiah6060 3 роки тому +4

    কিছু বলার মতো ভাষা নেই, প্রথমে এক ঝলক হাসি, তারপর কবিতার শেষের দিকে, এসে গেলো দু'টি চোখে পানি / অসাধারণ। ধন্যবাদ ঃঃঃঃঃ ইউরোপ থেকে।

    • @minabiswas1847
      @minabiswas1847 3 роки тому

      অসাধারণ। আরও শুনতে চাই।

  • @md.anisurrahmanrumi2718
    @md.anisurrahmanrumi2718 3 роки тому +8

    ভাষাটা আমার পরিচিত না, তবে অঙ্গভঙ্গিতেই সারমর্ম বুঝতে পেরেছি। খুব সুন্দর কবিতা।

    • @Gazi_00786
      @Gazi_00786 7 місяців тому

      পাগলা নাকি 😂 আপনি

  • @ranjitsen4275
    @ranjitsen4275 3 роки тому

    অসাধারণ আবৃত্তি। বলার আদব কায়দা এবং উচ্চারণ অসাধারণ। খুব সুন্দর লাগলো। ধন্যবাদ আপনাকে।

  • @mohammadharunalrashid2690
    @mohammadharunalrashid2690 3 роки тому +4

    অসাধারন অভিনয়-কবিতার সংলাপ যখন শ্রোতার আবেগকে আচ্ছন্ন করে ফেলে তখন আবৃতি হয়ে উঠে শ্রেষ্ঠ অভিনয়। দিদি ভাল থাকুন!

  • @mayasbeautycareacademy7821
    @mayasbeautycareacademy7821 3 роки тому +4

    দিদিভাই, যেমন প্রশংসনীয় লেখা কবিতা তেমনিই প্রশংসনীয় আপনার আবৃত্তি ।💖💖💖

  • @shamimkhan5407
    @shamimkhan5407 3 роки тому +30

    কবিতা শুনে মানস পটে ভেসে উঠলো এক জীবন্ত সমাজ বৈষম্যের প্রতিচছবি।

  • @sanjibkrdas2951
    @sanjibkrdas2951 4 роки тому +17

    I don't know how to express how I have been moved by this recitation. Kudos to the poet and recitor.

    • @BaakshilpeSajujya
      @BaakshilpeSajujya 3 роки тому

      @Enjoy Engish with Sanjay Sir Das
      ua-cam.com/video/jukdsR0fGes/v-deo.html

  • @ABDLIISH
    @ABDLIISH 2 роки тому +1

    মুগ্ধ হলাম!
    কবি ও আবৃতি শিল্পীকে আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা।

  • @BiswanathDebnath
    @BiswanathDebnath 3 роки тому +1

    Wonderful! simply wonderful! B. D. New Delhi 16FEB2021

  • @ayshatakia203
    @ayshatakia203 6 років тому +13

    আমার জীবনে শোনা অন্যতম সেরা অাবৃত্তি❤❤❤ বাংলাদেশ থেকে ভালোবাসা রইল❤

  • @marjukrusselhera8143
    @marjukrusselhera8143 3 роки тому +16

    কেঁদে ফেলেছি সত্যি! বাংলাদেশ থেকে...

  • @mdabdulmonim3188
    @mdabdulmonim3188 4 роки тому +4

    কোন প্রশংসাই যথেষ্ট নয় । অশ্রুতপূর্ব অসাধারণ অব্যক্ত নীরব ভাষায় কেবল অনুভব করা যায় , বর্ণনা করা যায় না ।

  • @sajalsu1497
    @sajalsu1497 3 роки тому +2

    অসাধারণ আবৃত্তি, আপনাকে অনেক ধন্যবাদ.

  • @shobhanannandaroychoudhury121
    @shobhanannandaroychoudhury121 3 роки тому +4

    I have never seen a heart tauching recitation and unbeaten performance. I am really charmed by her skill. May God bless you

  • @salmanasreen7982
    @salmanasreen7982 3 роки тому +3

    আমি বাংলাদেশ থেকে কমেন্ট করেছি। এককথায় মর্মস্পর্শী আবৃত্তি। কবিতার চরিত্র ১০০% রিফ্লেক্টেড। অসাধারণ।

  • @kazimdshamim3864
    @kazimdshamim3864 3 роки тому +7

    এই আবৃত্তি শুনে বুঝতে পারলাম কত কি জানি না আমরা ... কেঁদে ফেললাম ...

  • @krishnapadapramanik4784
    @krishnapadapramanik4784 3 роки тому +4

    শান্তি এর মতো দারিদ্র্যতার অন্ধকারে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের প্রতি সরকারের ও বুদ্ধিজীবী দের নজর দেওয়ার জন্য অনুরোধ জানায়, এবং শান্তি এর মতো ছাত্র ছাত্রীদের জানাই কুর্ণীশ।

  • @dilipkumarmahapatra9863
    @dilipkumarmahapatra9863 3 роки тому +1

    এত উদ্দিপক কবিতা বহু দিন শুনিনি। অসাধারণ। জাগরণের এমন আরো কবিতা নিয়ে আসুন।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      ua-cam.com/video/RooqntDR20I/v-deo.html

  • @harunrashid5228
    @harunrashid5228 3 роки тому

    কবিতা টি শুনে আমি বাক রুদ্ধ হয়ে পরেছি। ভাষা হারিয়ে ফেলেছি।ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করতে পারলামনা।শুধু বলবো অসাধারন,এবং অপুর্ব।

  • @user-zi7rm4xw6n
    @user-zi7rm4xw6n 3 роки тому +13

    এমন কবিতা আবৃতি সব সময়ই আমরণ হয়ে থাকবে-

  • @sujitkar867
    @sujitkar867 3 роки тому +15

    The recitation has touched the heart Many many thanks to the poet and the recitor.

  • @mosaddekhossain830
    @mosaddekhossain830 3 роки тому +3

    Wonderful, বাচনভঙ্গি অতুলনীয়। Thank you, salute you.

  • @manamarahman457
    @manamarahman457 3 роки тому

    ‌যেমন সুন্দর ক‌বিতা তেমন মেধাবী আবৃ‌ত্তিকার।আপনার আবৃ‌ত্তি বরাবরই সুন্দর।‌চো‌খের পা‌নি ধ‌রে রাখ‌তে পা‌রি‌নি ক‌বিতার মর্ম কথা আবৃ‌ত্তি শু‌নে।

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 3 роки тому

    অসাধারণ হৃদয়স্পর্শী কবিতা এবং ততোধিক হৃদয়স্পর্শী আবৃত্তি,যেন জাম বনির মেয়েটি নিজেই নিজের কথা বলছে।

  • @jehadkhan5795
    @jehadkhan5795 3 роки тому +4

    কবিতা ও আবৃত্তি দুটিই অসাধারণ...

  • @TKSaha-jn8io
    @TKSaha-jn8io 3 роки тому +13

    A heavenly composition touching the heart of an earthly common, a journey to dreamland trekking the terrain of troubles with determination, energy and inspiring souls surrounding the sound and light of learning. Thankful hearty appreciation of the great poet and the charm of recitation with perfect presentation.

  • @themaskman7905
    @themaskman7905 6 років тому +12

    এই দিদির নাম আমি জানিনা। কিন্তু উনার কবিতা অনেক বার শুনেছি।শুনতে শুনতে নিজের অজান্তেই চোখ কেমন জানি ভিজে আসে।দিদি তুমি বেঁচে থাকো।তোমার জন্যই কালো কালো লেখা গুলো কথা হিসাবে ফুটে উঠে।

  • @adityapiyash4763
    @adityapiyash4763 3 роки тому

    আবৃত্তির মাঝে হারিয়ে গেলাম। এত মনোমুগ্ধকর আঞ্চলিক ভাষা

  • @mrinalkantipandit1428
    @mrinalkantipandit1428 3 роки тому

    চমৎকার আবৃত্তি পাঠ।
    মন ছুঁয়া আবৃত্তি ‌।
    ভীষণ ভালো লাগলো।

  • @sanjibonmalakar4879
    @sanjibonmalakar4879 3 роки тому +20

    শরীরের লোম নয় চোখের জল বাঁধ ভেঙে দিলো ।।🙂🙂🥀🥀

  • @runarunkumar5173
    @runarunkumar5173 6 років тому +14

    Salute to the poet, salute to the orator. Salute to her 2TB memory. Made us to stand before a mirror

  • @sajedarahma7833
    @sajedarahma7833 3 роки тому +3

    Stunning. Salute to both the writer & the reciter. One gave the body, other life.

  • @biplabgorai3162
    @biplabgorai3162 2 роки тому

    কি বললি , কি বলার ঢং , সত্যি মনের বেথা গলা আপদি উঠে আইলো। দারুন , অবাক।

  • @emrulahammed2580
    @emrulahammed2580 3 роки тому

    বাকরুদ্ধ হয়ে শুধু শুনেই গেলাম, অনুভব করলাম!
    বাহ কি অসাধারণ...! 💖

  • @deepakchhetry5702
    @deepakchhetry5702 3 роки тому +3

    The language n the way poem is recited is really worth praising.