আমি যখন গিয়েছিলাম তখন বর্ষা কাল ছিলো।বর্ষাকালে বেশিভাগ নদীতে ঢেউ এবং প্রচুর বাতাস থাকে তাই যেতে একটু সময় বেশি লাগে।ভৈরব থেকে অষ্টগ্রাম যেতে সময় লেগেছিলো ৬-৭ ঘন্টা।স্বাভাবিক সময় থাকলে ৪-৫ ঘন্টা লাগতো।ভৈরব থেকে সরাসরি অষ্টগ্রাম মিঠাইমন এর ৪-৫ টি লঞ্চ ছেড়ে যায়।যদি ঘুরতে যান তাহলে অবশ্যই বর্ষা মৌসুমে যাবেন।হাতে সময় থাকলে হাওরে থাকার ইচ্ছে থাকলে অবশ্যই ভৈরব থেকে লঞ্চে যাওয়ার চেষ্টা করবেন তাইলে হাওড়ের মূল সুন্দর্য গুলো এবং হাওড়ের প্রকৃতির রুপ দেখতে পারবেন।আর যদি একদিনে ঘুরে আসতে চান তাহলে কুলিয়ারচর থেকে স্পীড বোটে করে যাবেন সকালে উঠে আপনি ১-২ ঘন্টার মধ্যে অষ্টগ্রাম পৌছাবেন,অষ্টগ্রাম যেয়ে ঘাটে ফিরতি স্পীড বোটের সময় জেনে অটো করে হাওড়ের রাস্তা ধরে জিরো পয়েন্ট মিঠাইমন গুরে আসবেন।ঘুরাঘুরি শেষ করে সন্ধার আগে আবার কুলিয়ারচর ফিরে আসার চেষ্টা করবেন।সর্তকতা হাওড়ের সুন্দর জলরাশি দেখে যেখানে সেখানে গোসলে নামা থেকে বিরত থাকবেন।চোখ কান খোলা রেখে হাওর ভ্রমণ করবেন।সেখানে গিয়ে কোনো তথ্য জানার থাকলে সেখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে নিবেন অথবা পুলিশের সহায়তা নিবেন। ধন্যবাদ।
সরাসরি লোকাল গাড়ি পাবেন না, তবে ব্যাক্তিগত বাহন আ পাইভেটকার, বাইক নিয়ে যেতে পারেন।ভৈরব থেকে বাজিতপুর দিঘির পাড় ফেরী ঘাট, সেখান থেকে ফেরী পার হয়ে হুমায়ুন পুর থেকে অষ্টগ্রাম- মিঠাইমন যেতে পারেন।আর যদি কোনো ব্যাক্তিগত গাড়ি না থাকে তাহলে সহজ পথ হলো ভৈরব থেকে কুলিয়ারচর লঞ্চ ঘাটে গিয়ে আপনারা স্পীড বোটে করে সরাসরি অষ্টগ্রাম যেতে পারবেন, সময় লাগবে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। ভাড়া জনপ্রতি ২০০-৩০০ কম বেশি হতে পারে।
ভৈরব থেকে চাতলপাড় /বাঙ্গালপাড়ার কয়টা লঞ্চ আছে ভাই? কেবিন ভাড়া কত কত আর নরমাল সিট ভাড়া কত?
Bhairab teke Nobinagor ar video chai
wow agiye jan vai ❤❤❤
ভৈরব থেকে প্রতিদিন কয়টি লঞ্চঘাট ছাড়ে অষ্টগ্রামের উদ্দেশ্য
৩টি,১২:৩০,১:৩০,২:৩০ বিশেষ কারণে টাইম পরিবর্তন হতে পারে
কতক্ষণ লাগে যেতে? আর ফিরতি লঞ্চ কয়টায় আছে?
DHAKA TO BORISHAL
কত ঘন্টা সময় লাগে ভাই।
৫-৬ ঘন্টা লাগবে,আর সময়টা সম্পূর্ণ নদীর প্রকৃতির উপর নির্ভর করে।
ভৈরব থেকে মিঠামইন কেবিন ভাড়া কত
Astogram kabin bara 250 tk
ভৈরব থেকে কি নবীনগরের লঞ্চ ছাড়ে?
জ্বি ছাড়ে
ভাই কত ঘন্টা সময় লাগলো।
আমি যখন গিয়েছিলাম তখন বর্ষা কাল ছিলো।বর্ষাকালে বেশিভাগ নদীতে ঢেউ এবং প্রচুর বাতাস থাকে তাই যেতে একটু সময় বেশি লাগে।ভৈরব থেকে অষ্টগ্রাম যেতে সময় লেগেছিলো ৬-৭ ঘন্টা।স্বাভাবিক সময় থাকলে ৪-৫ ঘন্টা লাগতো।ভৈরব থেকে সরাসরি অষ্টগ্রাম মিঠাইমন এর ৪-৫ টি লঞ্চ ছেড়ে যায়।যদি ঘুরতে যান তাহলে অবশ্যই বর্ষা মৌসুমে যাবেন।হাতে সময় থাকলে হাওরে থাকার ইচ্ছে থাকলে অবশ্যই ভৈরব থেকে লঞ্চে যাওয়ার চেষ্টা করবেন তাইলে হাওড়ের মূল সুন্দর্য গুলো এবং হাওড়ের প্রকৃতির রুপ দেখতে পারবেন।আর যদি একদিনে ঘুরে আসতে চান তাহলে কুলিয়ারচর থেকে স্পীড বোটে করে যাবেন সকালে উঠে আপনি ১-২ ঘন্টার মধ্যে অষ্টগ্রাম পৌছাবেন,অষ্টগ্রাম যেয়ে ঘাটে ফিরতি স্পীড বোটের সময় জেনে অটো করে হাওড়ের রাস্তা ধরে জিরো পয়েন্ট মিঠাইমন গুরে আসবেন।ঘুরাঘুরি শেষ করে সন্ধার আগে আবার কুলিয়ারচর ফিরে আসার চেষ্টা করবেন।সর্তকতা হাওড়ের সুন্দর জলরাশি দেখে যেখানে সেখানে গোসলে নামা থেকে বিরত থাকবেন।চোখ কান খোলা রেখে হাওর ভ্রমণ করবেন।সেখানে গিয়ে কোনো তথ্য জানার থাকলে সেখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে নিবেন অথবা পুলিশের সহায়তা নিবেন। ধন্যবাদ।
ভাই, লঞ্চ ছাড়া সড়ক পথে ভৈরব থেকে অষ্টগ্রাম উপায় আছে কি?
সরাসরি লোকাল গাড়ি পাবেন না, তবে ব্যাক্তিগত বাহন আ
পাইভেটকার, বাইক নিয়ে যেতে পারেন।ভৈরব থেকে বাজিতপুর দিঘির পাড় ফেরী ঘাট, সেখান থেকে ফেরী পার হয়ে হুমায়ুন পুর থেকে অষ্টগ্রাম- মিঠাইমন যেতে পারেন।আর যদি কোনো ব্যাক্তিগত গাড়ি না থাকে তাহলে সহজ পথ হলো ভৈরব থেকে কুলিয়ারচর লঞ্চ ঘাটে গিয়ে আপনারা স্পীড বোটে করে সরাসরি অষ্টগ্রাম যেতে পারবেন, সময় লাগবে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। ভাড়া জনপ্রতি ২০০-৩০০ কম বেশি হতে পারে।
দুপুর ১২:৩০, ১:৩০,২:৩০,বিশেষ কারণে এই টাইম পরিবর্তন হতে পারে।
ভৈরব থেকে যে লঞ্চ চাড়ে নাম্বার টা দেয়া জাবে ভাই পিলিজ
দুঃখীত লঞ্চের নাম্বার নেই।তবে সময় সূচি দিয়ে দিলাম,, দুপুর ১২:৩০, ১:৩০,২:৩০,বিশেষ কারণে এই টাইম পরিবর্তন হতে পারে।
ওজান ভাটির মা
ধন্যবাদ ❤❤
Bhairab lonce gat
Halar pot toi raj dut 7 er photo lagaisos kn ami tor nam e mamla kormo😄
ভাই মুখের ভাষা ঠিক করেন?কি বলছেন আপনি?
@@yougo1042 toy apni onno luc er pic lagaisan kn mia🐹
কোন লোকের পিক ব্যবহার করেছি??আর সে লোক কি আপনাকে এসে বলেছে যে সে আমার পিক ব্যবহার করেছে!!
@@yougo1042 lunch er kotha bolci vaia ami