দেখে এলাম পদ্মা সেতু (Padma Bridge)
Вставка
- Опубліковано 22 гру 2024
- পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়
জুন, ২০২২-এ পদ্মা সেতু
স্থানাঙ্ক--২৩.৪৪৪৩° উত্তর ৯০.২৬১০° পূর্ব
বহন করে যানবাহন, ট্রেন
অতিক্রম করে--পদ্মা নদী
স্থান--মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা
রক্ষণাবেক্ষক--বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
ওয়েবসাইট--www.padmabridge.gov
বৈশিষ্ট্য
নকশা---এইসিওএম
উপাদান--কংক্রিট, স্টিল
মোট দৈর্ঘ্য---৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)
প্রস্থ --১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)
ইতিহাস
নকশাকার---এইসিওএম
নির্মাণকারী---চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
নির্মাণ শুরু--২৬ নভেম্বর ২০১৪
নির্মাণ শেষ--২৩ জুন ২০২২
নির্মাণ ব্যয়
৳৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ[১][২]
উদ্বোধন হয়
২৫ জুন ২০২২
চালু
২৬ জুন ২০২২