Beldanga Kartik Larai 2021 I কার্ত্তিক লড়াই বেলডাঙ্গা I Kartik Puja I Saptami

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্ত্তিক লড়াই। বছরের পর বছর ধরে হয়ে আসছ এই প্রথা। বৃহস্পতিবার কার্ত্তিক লড়াই উৎসবের চেহারা নিল বেলডাঙ্গায়। সকলে মিলে কার্ত্তিককে ঘাড়ে চাপিয়ে ছাপাখানা থেকে নেতাজি পার্ক এবং নেতাজি পার্ক থেকে ছাপাখানা পর্যন্ত নিয়ে গেলেন। এই প্রথাই হয়ে আসছে কার্ত্তিক লড়াই নামে। কথিত আছে, একসময় প্রচুর বাথান ছিল সেই বাথানে মড়ক লাগে- বুড়োশিব এখানে এই উপদেশ দেন যে ঘাড়ে করে যদি শিবকে নিয়ে যাওয়া যায় তাহলে এই বিপদ থেকে রক্ষা পাবে। সেই থেকেই শুরু হয় এই প্রথা। আজ এই কার্তিক লড়াই বিরাট উৎসবের রূপ নিয়েছে। রাস্তার দু ধারে শোভা যাত্রা দেখতে ঢল নামে দর্শনার্থীদের।

КОМЕНТАРІ • 17