Bangla Kobita Abritti | Bikarna ( বিকর্ণ ) by Arjatirtha | Toru Bithy

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Bengali poem 'Bikarna' by 'Arjatirtha'.
    Recited by Toru Bithy.
    যাজ্ঞসেনীর খুলছে শাড়ি , টানছে ধরে দুঃশাসন,
    দায় ছিলো যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন।
    দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
    হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
    অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
    নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
    কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
    শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বশে।
    ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
    রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
    খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
    ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
    সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
    ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।
    বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
    তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
    জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
    ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
    কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
    স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
    চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
    মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
    রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
    ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।
    আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
    অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
    পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
    প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
    মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।

КОМЕНТАРІ • 12

  • @SwapnoKathan
    @SwapnoKathan 15 днів тому

    Khub bhalo laglo ❤

  • @TamasRecitation
    @TamasRecitation 9 місяців тому +1

    বাহ্ চমৎকার 👍❤️💐

    • @ToruBithyRecitation
      @ToruBithyRecitation  9 місяців тому

      অফুরন্ত ভালোবাসা ❤️🥰

  • @the_neuron2019
    @the_neuron2019 3 роки тому +1

    অসাধারণ কথাবন্ধু। সুস্পষ্ট উচ্চারণে আর কণ্ঠের খেলায় হৃদয় প্রকম্পিত হল। ভালবাসা নিরন্তর কথাবন্ধু❤️❤️❤️

    • @ToruBithyRecitation
      @ToruBithyRecitation  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার নতুন কবিতার অপেক্ষায়। শুভকামনা সর্বদা 💗

  • @sujatasaha8357
    @sujatasaha8357 18 днів тому +1

    ভালো লাগলো। আমি ও করছি এই কবিতাটি

  • @Toyaba393
    @Toyaba393 Рік тому +1

    আমি বুঝিনা আপু কীভাবে এত সুন্দর করে আবৃত্তি করতে পারেন?🤔🤔🤔

    • @ToruBithyRecitation
      @ToruBithyRecitation  Рік тому +1

      ❤️❤️😮

    • @Toyaba393
      @Toyaba393 Рік тому +1

      @@ToruBithyRecitation আমার আপনার আবৃত্তি খুব ভালো লাগে

  • @itihasdisha
    @itihasdisha 3 роки тому +1

    যেন আগুন ঝরে পড়ছে ।

    • @ToruBithyRecitation
      @ToruBithyRecitation  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় সুহৃদ। আপনার মন্তব্যে আমি আপ্লুত। শুভকামনা সর্বদা 💗💗