আসলে আমরা যারা হিন্দুধর্মের অনুসারী তাদের মধ্যে সংস্কৃত আর শাস্ত্রীয় জ্ঞান এর অভাবে নিজেরাই নিজের সনাতন ধর্মের স্বরূপ টা জানতে পারি না। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা তত্ত্ব দেয়ার জন্য। আমিও এই তত্ত্ব টা জানতাম না। যা জেনেছি আসলেই ভুল জেনেছি।
দাদা তোমার প্রতিটি video আমার খুব ভালো লাগে, এই video টা ও খুব ভালো লাগলো, দাদা একটা জিনিশ জানার ছিল সেটা হলো পুজোর সময় অনেকের দেখি ভর ওঠে কেউ বলে ওই ব্যাক্তির ওপর ঠাকুর ভর করেছে কেউ বলে উনি ঠাকুরের চিন্তাতে মগ্ন আবার কেউ বলে রোগ আবার কেউ বলে ইচ্ছে করে অভিনয় করছে সঠিক কারণ জনার আমার খুব ইচ্ছে যদি এই বিষয়ে একটি video বানাও খুব ভালো হয়, ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দাদা
গুরুকৃষ্ণ সত্যি এটা জানতাম না , কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে থাকা প্রমাণ হীন ভিডিও নিউজ এই গুলো কে কোনো দিন বিশ্বাস করতাম না। তোমার মাধ্যমে আজকের প্রমাণ সহ জানতে পারলাম । অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ আপনি এইভাবেই সনাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রতিটি সনাতনীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে থাকুন। আপনার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা রইল ❤🙏
আপনি ঠিকই বলেছেন, সাধারণের মধ্যে সনাতন হিন্দু ধর্মের জ্ঞান স্বল্পতা কারণে অজ্ঞানতায় ভুগছি ও অন্যান্য ধর্মের বিদ্রুপের কারণ হই। বেশ্যা দুয়ারে মৃত্তিকা, শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান অর্জন করে আনন্দ পেলাম।ধন্যবাদ।
বেশ্যালয় এর মৃত্তিকা দুর্গাপুজোয় লাগে এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক শুনেছি তবে আপনার ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি জেনে খুবই উপকৃত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। খুবই সময়োচিত, গুরুত্বপূর্ণ এবং আমাদের সনাতন ধর্মের প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসস্কার বিরোধী। সত্যিই ব্রাম্মন হয়েও আমি এটা আগে কখনও শুনিনি বা জানতাম না। নমস্কার 🙏
অসাধারণ বিশ্লেষণ। অনেক বারই এই বিষয়ের উপর ভেবেছি কিন্ত সঠিক বিষয়টি জানতে পারি নাই। আজ খুব ভাল ভাবে জানলাম, আপনার কাছ থেকে।অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন।
Hindu dharma ...ai sanaton dharma .... prithibir sab chaite poraton dharma....ar praman amader boidik bed bedante royeche...kinto loker kichu mon gora kahani diye ar originally ke khubdda korao hoyeche...jemon ajker topic tai bola jete pare...apni khub sundor kore amader ai bishoy ta bujhiye diye amader sonatan dharmer asol tattho take amader moddhe tole dharechen...apnake ashonkho dhannabad...DADA🙏🙏🙏🙏🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, কারণ এত কিছু মূল্যবান কথা এর আগে কোথাও শুনিনি। বরং ভুলটাই জেনে এসেছি এতদিন আজ আসল বিষয়বস্তুটা আপনি ভালো করে বুঝিয়ে দিলেন প্রণাম নেবেন। 🙏🙏🙏🙏
এই ব্যাখা আমরা কিন্তু ভিডিওতে পেয়ে ভালো লাগলো। সর্বোপরি আমার মনে হয় ইংরেজ শাসনের সময়ে আমাদের নিজস্বতা নষ্ট হয় এবং আমরা যেহেতু ইংরেজ দের ফলো করতে শুরু করি বা করতে বাধ্য হয়ে পড়ি ফলশ্রুতিতে নিজেদের জিনিস হারিয়ে যায়। এই সুযোগে কিছু মানুষ ভূল বোঝায় সমাজকে। খুব সুন্দর সময়োপযোগী প্রতিবেদন ভালো থাকবেন
Khub valo laglo...khub informative....Apni je ato khuje khuje sotyo ta ber korechen ebong amader ato sundor vabe bujhiye dilen tar jonyo asonkho dhonyobad....🙏❤️
সঠিক গুরুর এভাবে সকলে বিভ্রান্ত হচ্ছে, আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য , আপনার মত গুরু দেব পেলে খুশি হতাম , আমি গুরু মুখী হতে চাই , দয়া করে reply deben
☘️ নমঃ শিবায় ☘️ প্রনাম নেবেন দাদা🙏 ইন্টারনেট এ ছড়িয়ে থাকা তথ্য গুলোই মনে জায়গা করে নিয়েছিল , কিন্তু সদাশিব এর কৃপায় আজ আপনার মাধ্যম সত্য কি তা জানলাম। 🙏 অনেক ভালো থাকুন আর এই ভাবেই আপনার জ্ঞান এর দ্বারা সমাজ এর সকল কে উপকৃত করুন 🙏 আমরাও আপনার মার্গ অনুসরণ করে এগুলো সকল কে বোঝাতে, জানাতে সক্ষম হবো 🙏🙏
এতদিন মানুষের মনে ভুল ধারনার জন্ম দিয়েছিল।আজ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করে বুজিয়ে দিলেন।আপনাকে ধন্যবাদ।
অসাধারণ তত্ববোধ!
আসলে আমরা যারা হিন্দুধর্মের অনুসারী তাদের মধ্যে সংস্কৃত আর শাস্ত্রীয় জ্ঞান এর অভাবে নিজেরাই নিজের সনাতন ধর্মের স্বরূপ টা জানতে পারি না। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা তত্ত্ব দেয়ার জন্য। আমিও এই তত্ত্ব টা জানতাম না। যা জেনেছি আসলেই ভুল জেনেছি।
Ekdom thik
দাদা তোমার প্রতিটি video আমার খুব ভালো লাগে, এই video টা ও খুব ভালো লাগলো, দাদা একটা জিনিশ জানার ছিল সেটা হলো পুজোর সময় অনেকের দেখি ভর ওঠে কেউ বলে ওই ব্যাক্তির ওপর ঠাকুর ভর করেছে কেউ বলে উনি ঠাকুরের চিন্তাতে মগ্ন আবার কেউ বলে রোগ আবার কেউ বলে ইচ্ছে করে অভিনয় করছে সঠিক কারণ জনার আমার খুব ইচ্ছে যদি এই বিষয়ে একটি video বানাও খুব ভালো হয়, ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দাদা
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই প্রকৃত সত্যটিকে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য।
Sundar Katha ballen Eta age jana chilo na 🙏🙏
অপূর্ব এত গভীরভাবে কোন দিন চিন্তা করিনি। আলোচনার পর মন ভরে গেল। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি ও বোঝার চেষ্টা করি।
গুরুকৃষ্ণ
সত্যি এটা জানতাম না , কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে থাকা প্রমাণ হীন ভিডিও নিউজ এই গুলো কে কোনো দিন বিশ্বাস করতাম না।
তোমার মাধ্যমে আজকের প্রমাণ সহ জানতে পারলাম ।
অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
এ বিষয়ে অনেকেরই ধারণা নেই। ভুল জেনে সব চলেছি। আপনাকে সাধুবাদ জানাই সঠিক তথ্য জানানোর জন্য। আপনাকে প্রনাম জানাই ।
Vison sundor
বেশ্যালয় মৃত্তিকার প্রয়োজনীয়তা ও আসল যুক্তি সঠিক ভাবে জানতে পেরে খুব উপকৃত হলাম, ধন্যবাদ।... জয় মা 🙏
খুব সুন্দর টপিক দাদা।সংশয় দূর হল এবং নতুন কিছু জানালম🙏
অসম্ভব ভালো কন্টেন্ট। আপনার প্রদত্ত তথ্যের মধ্যে কিছু তথ্য আমার জানা থাকলেও কিছু অজানা তথ্যও জানতে পারলাম। ধন্যবাদ।।
অসাধারন ভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ দাদা সত্যটা জানানোর জন্য।🥰
আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ আপনি এইভাবেই সনাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রতিটি সনাতনীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে থাকুন। আপনার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা রইল ❤🙏
নমস্কার, তথ্যটি জেনে খুবই ভালো লাগলো। এতদিনের ভ্রান্ত ধারনার অবসান ঘটালেন।
এমন আলোচনা সনাতনীদের জ্ঞানকে অনেকাংশে সমৃদ্ধ করবে।নমস্কার রইল।
দাদা এই ভাবে অপপ্রচার যারা চালাচ্ছে তাদের মুখ বন্ধ করা হোক। ধন্যবাদ আপনাকে 🙏🏻🙏🏻🙏🏻
সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে শত কোটি প্রণাম
অনেক সুন্দর একটি ভিডিও অনেক অজানা কথা জানলাম আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি ভিডিও দেওয়ার জন্য
বহুদিন পর সঠিক প্রত্যাশিত উত্তর টি পেলাম। ধন্যবাদ মহোদয়।🙏🙏🙏
অসাধারণ দাদা, অনেক কনফিউশান দূর হল।
মার কৃপায় আপনি আরো এমন ভিডিও নিয়ে আসুন এই প্রার্থনা।
আপনি ঠিকই বলেছেন, সাধারণের মধ্যে সনাতন হিন্দু ধর্মের জ্ঞান স্বল্পতা কারণে অজ্ঞানতায় ভুগছি ও অন্যান্য ধর্মের বিদ্রুপের কারণ হই। বেশ্যা দুয়ারে মৃত্তিকা, শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান অর্জন করে আনন্দ পেলাম।ধন্যবাদ।
সত্যিটা জানার খুব ই্চ্ছে ছিলো,,, ঈশ্বর আপনার মঙ্গল করুন। 🙏🙏
জয় বাবা ভোলানাথ, জয় মা দূর্গা 🙏🏾🙏🏾🙏🏾 খুব ভালো লাগলো দাদা
😊 আপনি খুব সুন্দর বলেছেন অনুগ্রহ করে দেবীর আগমন প্রত্যাগমনের শ্লোকটি বর্ণনা করলে আমি চির কৃতজ্ঞ থাকবো।
বেশ্যালয় এর মৃত্তিকা দুর্গাপুজোয় লাগে এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক শুনেছি তবে আপনার ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি জেনে খুবই উপকৃত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
ভ্রান্ত ধারণা দূর করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
ধন্যবাদ। খুবই সময়োচিত, গুরুত্বপূর্ণ এবং আমাদের সনাতন ধর্মের প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসস্কার বিরোধী। সত্যিই ব্রাম্মন হয়েও আমি এটা আগে কখনও শুনিনি বা জানতাম না। নমস্কার 🙏
জয় রাধে রাধে। দাদা নমস্তে। একেবারে ঠিক বলেছেন। এটাই সত্য বচনম। অসংখ্য ধন্যবাদ। জয় রাধে রাধে।
ধন্যবাদ কাকু , আপনার যুক্তিপূর্ণ তথ্যের জন্যে ধন্যবাদ। আপনি অনুগ্রহ করে কালি পূজায় দেবীকে মদ নিবেদনের শাস্ত্র গত ব্যাখ্যা দিন ।
ua-cam.com/video/WnbsII6TA-E/v-deo.html
হর হর মহাদেব🙏🌺🔱 ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য ?
Khub important ahlocana ata Jana sob hinduder aknta darker karan atodin bhul tatya dewa hoece thank you
অনেক ধন্যবাদ আপনাকে। একটা ভ্রান্ত ধারনাকে স্বচ্ছ করে দেবার জন্য খুবই উপকৃত হলাম।
সাধু সাধু সাধু 🙏
আমাদের অজ্ঞানতা দূর করার জন্য ধন্যবাদ জানাই।
🧡
অসাধারণ বিশ্লেষণ। অনেক বারই এই বিষয়ের উপর ভেবেছি কিন্ত সঠিক বিষয়টি জানতে পারি নাই। আজ খুব ভাল ভাবে জানলাম, আপনার কাছ থেকে।অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন।
🙏🙏🙏
Khub valo laglo ei video..... Asol taththyo jante parlam...valo thakben... 🙏🙏
এ তথ্য জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রণাম নিন।
Khub sundor VDO koreche
Onek kichu jante parlay
Aponak onek dhoniobad
ভ্রম দূর করার জন্য ধন্যবাদ। 🙏🏼🙏🏼🙏🏼
এক সময় সংস্কৃত ভাষা শিখবার খুব ইচ্ছে ছিল । কিন্তু কোন সুযোগ পাইনি । আপনাকে দেখে ইচ্ছে আবার তেড়ে উঠেছে ।
অবশ্যই শিখুন। সংস্কৃত ভারতের সংস্কৃতির মূল
হরে কৃষ্ণ এই সঠিক তথ্য জানার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখে থাকুন ভালো থাকুন জয় গৌর নিতাই জয় শ্রীরাম ভারত মাতার জয়
খুব ভালো তথ্য দিলেন 🙏🙏🙏🙏🙏
Hindu dharma ...ai sanaton dharma .... prithibir sab chaite poraton dharma....ar praman amader boidik bed bedante royeche...kinto loker kichu mon gora kahani diye ar originally ke khubdda korao hoyeche...jemon ajker topic tai bola jete pare...apni khub sundor kore amader ai bishoy ta bujhiye diye amader sonatan dharmer asol tattho take amader moddhe tole dharechen...apnake ashonkho dhannabad...DADA🙏🙏🙏🙏🙏
জয় মা দূর্গা 🙏🔱🏹🚩🚩
অসংখ্য ধন্যবাদ জানাই দাদা
অসম্ভব ভালো লাগলো, যুক্তিসহ ব্যাখ্যা করারজন্য।
আপনার অসাধারণ মনোমুগ্ধকর যুক্তি ও প্রমান সহকারে আলোচনায় আমরা সনাতনীরা সমৃদ্ধ হই। ❤🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, কারণ এত কিছু মূল্যবান কথা এর আগে কোথাও শুনিনি। বরং ভুলটাই জেনে এসেছি এতদিন আজ আসল বিষয়বস্তুটা আপনি ভালো করে বুঝিয়ে দিলেন প্রণাম নেবেন। 🙏🙏🙏🙏
এই ব্যাখা আমরা কিন্তু ভিডিওতে পেয়ে ভালো লাগলো। সর্বোপরি আমার মনে হয় ইংরেজ শাসনের সময়ে আমাদের নিজস্বতা নষ্ট হয় এবং আমরা যেহেতু ইংরেজ দের ফলো করতে শুরু করি বা করতে বাধ্য হয়ে পড়ি ফলশ্রুতিতে নিজেদের জিনিস হারিয়ে যায়।
এই সুযোগে কিছু মানুষ ভূল বোঝায় সমাজকে। খুব সুন্দর সময়োপযোগী প্রতিবেদন ভালো থাকবেন
হ্যা,ঠিক ধরেছেন।মুসলিম,ইংরেজ শাসনকালেই এই প্রবলেমগুলো হয়েছে
Sotti ashadharon sastriyo guan apner , anak dhonnobad apnake
Khub valo laglo ..asonkho dhonyobad
আমার শ্রদ্ধেয় পন্ডিতমহাশয়েরা অনেক আগেই এটা জানিয়েছিলেন, তবে আরো বিশদে জানা হলো, ধন্যবাদ
খুব সুন্দর করে বুঝিয়ে আপনি এই তথ্য পরিবেশন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
খবই ভালো লাগলো .ধন্যবাদ .
Khub bhalo legecche Dada. Jay rad hay hare krishna
Ashadharon bakkha. 🙏🙏🙏 Korechen dada. Dhannyabad.
এত সুন্দর তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
🙏🙏🙏
Pranam khub valo laglo amar o bhul dharona bhenge gyalo ekta nuton gyaner kotha janlam.
Asol dotto jene mugdho holam dhonnobad.... ...
খুব সুন্দর 🙏🌼🙏
হর হর মহাদেব, 🙏🙏অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সনাতন ধর্মকে রক্ষার্থের আপনার এই যাত্রা হোক শুভ ও সুদূরপ্রসারী।
জয় মা দূর্গা 🙏🙏🙏🙏
না আমি জানতাম না ,আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্যের জন্যে .
ধন্যবাদ সত্যি টা উদঘাটনের জন্য অজস্র ধন্যবাদ
Khub valo laglo...khub informative....Apni je ato khuje khuje sotyo ta ber korechen ebong amader ato sundor vabe bujhiye dilen tar jonyo asonkho dhonyobad....🙏❤️
Jai ma durge. Dadavai apnake onek donnobad🙏
JOY JAGANNATH. JOY MAA BHAGABATI. WONDERFUL MAHARAJ JI. CARRY ON
দাদা ধন্যবাদ আপনাকে আসল সত্য জানানোর জন্য
Thanks for the valuable information...
কাকু আপনি যে ভাবে সনাতন ধর্মের ঠিক তত্ত্ব তুলে ধরেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই🙏🙏🙂🙂 । নমঃ শিবায়🌷🔱 জয় মা🔱🌷
শুভ কামনা রইলো। এভাবে শত শত কনটেন্ট তৈরি করুন। আপনার মাধ্যমে অজস্র মানুষ সত্য তথ্য ও ব্যাখ্যা জানবেন।
সঠিক গুরুর এভাবে সকলে বিভ্রান্ত হচ্ছে, আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য , আপনার মত গুরু দেব পেলে খুশি হতাম , আমি গুরু মুখী হতে চাই , দয়া করে reply deben
অনেক অনেক শুভকামনা আপনার জন্য প্রভু🙏💗🙏💗🙏
🙏🙏🙏
প্রভু যীশু আপনাদেরকে ভালবাসেন। যে ব্যক্তি যীশুর খোঁজ করবে সে স্বর্গে পরম শান্তির জায়গায় থাকবে।
Great analysis with very good proof from Mahanirvana Tantra.
সরল ভাষা বলাতে খুব ভাল লাগল |৷ হরে কৃষ্ণ
ৃ
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🚩🚩🚩🚩🚩🚩🚩🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🛕🛕🛕🛕🛕🛕🛕
খুব ভালো লাগল ভাই
Love From Bangladesh 💚
I am sending this video to Fifty persons.
Thank you.
thank you
khubsundar
অপূর্ব 🙏
প্রণাম দাদা।
মহানির্বাণ তন্ত্রের শ্লোকটি যদি ব্যাখ্যা সহ লিখে দিতেন খুব উপকার হত।
অগ্রিম ধন্যবাদ 🙏🙏
Thanks for explain an unknown history regarding Ma Durga Puja
অসংখ্য ধন্যবাদ
জয় রাধে হরেকৃষ্ণ জয় নিতাই আপনাকে অনেক ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন জয় রাধে
Khubvalo🙏🙏🙏🌼🌺🌼
Thank you.Bhul jantam.
Dhonnobad 🙏 dada ....onek kichu janlm ...
সমৃদ্ধ হলাম।
এত ভুল ধারণা মানুষের মধ্যে প্রচলন করার কারন কি ????? হিন্দু ধর্মের সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ 🙏🏼
সন্দীপন মুনির গুরু দেবের নাম কি?
ভারতীয় একটা এডভার্টাইজ দেখেছিলাম। বিষয়টা একদম বাজে লেগেছে। আজকে জেনে ভালো লাগলো।
হরে কৃষ্ণ 🌹🙏🙏🙏
অনেক অনেক বেশি করে শোনানোর জন্য বিনীত অনুরোধ করছি। সকল সনাতনীকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। অনেক অভিনন্দন। হরে কৃষ্ণ....
☘️ নমঃ শিবায় ☘️
প্রনাম নেবেন দাদা🙏
ইন্টারনেট এ ছড়িয়ে থাকা তথ্য গুলোই মনে জায়গা করে নিয়েছিল , কিন্তু সদাশিব এর কৃপায় আজ আপনার মাধ্যম সত্য কি তা জানলাম। 🙏
অনেক ভালো থাকুন আর এই ভাবেই আপনার জ্ঞান এর দ্বারা সমাজ এর সকল কে উপকৃত করুন 🙏
আমরাও আপনার মার্গ অনুসরণ করে এগুলো সকল কে বোঝাতে, জানাতে সক্ষম হবো 🙏🙏
প্রণাম
Eta ekdom e jana chilo na dada. Thank you eto research kore content bananor jonno.
খুব ভালো লাগলো আপনার ব্যাখ্যা। নর্মদা শিব লিঙ্গ কি বাড়িতে পুজো করা যায়, একটু যদি বিস্তারিত ভাবে আপনি বলেন, খুব উপকৃত হই।
আজ আমার ভ্রান্ত ধারণা কেটে গেল। বিজয়ার প্রণাম নেবেন।
অসাধারন
You analyse every topic very logically. I respect your deep knowledge
Thank you so much for your good information
Excellent discussed