জনগণ কর দিতে আগ্ৰহী । কিন্তু আয়কর অফিসের কর্মকর্তা কর্মচারীদের দূর্নীতি মুক্ত করতে না পারলে, হয়রানির ও ঘুষ আদায়ের মানসিকতা পরিবর্তন না হলে,কর আদায় পরিমাণ বাড়বে না ।
অসংখ্য অগণিত কর যোগ্য ব্যাক্তি কর দেয় না,তারা বাড়িওয়ালা এবং পুরনো ব্যাবসায়ী,বেশির ভাগ আলু পেয়াজ ব্যাবসয়ীর কোন ট্রেড লাইসেন এবং আয়কর সনদ নাই এদের কে আয়করের আওতায় আনা অতি জরুরি !
E - return বাধ্যতা মূলক, হুট হাট সিদ্ধান্ত নেয়া ... দূরদর্শিতার অভাব । ৩ -৬ মাস আগে থেকে জনগণকে সচেতন করতে হত । এখন নানা রকম সমস্যা হচ্ছে । নতুন রেজিষ্ট্রেশন করতে গেলে মোবাইল নম্বর বাইমেট্রিক নয় বা সার্ভার ইরর এধরনের অনেক ঝামেলায় পড়তে হচ্ছে ।
আমি কর দেই, অফিসে যাই বাসের হ্যান্ডেল ধরে ঝুলে। আর যারা আমার কর নেয় সেই কর্মচারী যায় এসি বাসে করে। একই বাস ষ্টেশন থেকে আমরা উভয়েই অফিসে যাই। কোন দেশে আছি যেখানে একটা সুবিধাভোগী শ্রেণী মাথার উপর কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে।
যারা করযোগ্য নন তাদের রিটার্ন দাখিলের নামে হয়রানি করা ছাড়া আর কিছু নয়।
আমি অনলাইনে কর দিতে পারিনা। আমাদের মতো মহিলাদের জন্য ব্যাবস্থা করুন।অফিসে গেলে অনেক ঝামেলা করে।
স্যুটটাই পরে কর আদায় - দাম কমান - গরীবকে বাঁচতে দিন ভাইজান চেয়ারম্যান ।
জনগণ কর দিতে আগ্ৰহী । কিন্তু আয়কর অফিসের কর্মকর্তা কর্মচারীদের দূর্নীতি মুক্ত করতে না পারলে, হয়রানির ও ঘুষ আদায়ের মানসিকতা পরিবর্তন না হলে,কর আদায় পরিমাণ বাড়বে না ।
অনলাইনে টিন বন্ধ সিস্টেম কবে হবে
ফেসবুকের জন্য ই টিন খুলে সমস্যায় পড়েছি,তারপরে বড় সমস্যা আমি এখন প্রবাসে। কিভাবে আমি জিরো রিটার্ন দাখিল করব
অসংখ্য অগণিত কর যোগ্য ব্যাক্তি কর দেয় না,তারা বাড়িওয়ালা এবং পুরনো ব্যাবসায়ী,বেশির ভাগ আলু পেয়াজ ব্যাবসয়ীর কোন ট্রেড লাইসেন এবং আয়কর সনদ নাই এদের কে আয়করের আওতায় আনা অতি জরুরি !
E - return বাধ্যতা মূলক, হুট হাট সিদ্ধান্ত নেয়া ... দূরদর্শিতার অভাব । ৩ -৬ মাস আগে থেকে জনগণকে সচেতন করতে হত । এখন নানা রকম সমস্যা হচ্ছে । নতুন রেজিষ্ট্রেশন করতে গেলে মোবাইল নম্বর বাইমেট্রিক নয় বা সার্ভার ইরর এধরনের অনেক ঝামেলায় পড়তে হচ্ছে ।
Amr server error ase account e dhuka jai na
Mashallh good job
Great 👌 student in Bangladesh
খেতে পারি না ঠিক মতো।অথচ নুন্যতম 3 হাজার রিটার্ন দাখিল করতে হয়েছে এবার
আমি কর দেই, অফিসে যাই বাসের হ্যান্ডেল ধরে ঝুলে। আর যারা আমার কর নেয় সেই কর্মচারী যায় এসি বাসে করে। একই বাস ষ্টেশন থেকে আমরা উভয়েই অফিসে যাই।
কোন দেশে আছি যেখানে একটা সুবিধাভোগী শ্রেণী মাথার উপর কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে।
এই সব সিদ্ধান্ত নেওয়া আগে সব শ্রেণির করদাতাদের কথা ভেবে দেখা উচিৎ ছিল।
Good decision 💗
করযোগ্য আয় নাথাকলে টিআইএন /রিটার্ন বাধ্যতামূলক না করার অনুরোধ। রিটার্ন মানে বড় অংকের খরচ /অনিচ্ছাকৃত ভুলের জন্য বিরাট জরিমানা। আওম পাবলিক?
Good decision of the NBR xxx salute to NBR
বছরে কতো টাকা ইনকাম হলে কর দিতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ চাই
৩৫০০০০ পর্যম্ত শূন্য
Sir, payment now option is not working. How can I submit my return without payment. Thank you
Bekti porjayer kor koman. 30% theke huge koman. Bekti porjaye turnover tax ta baad din. Petrol pump e turn over tax thakau uchit na.
হেল্প লাইন ফোনে কি কথা বলা সম্ভব? দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা করেও সম্ভব হয়নি।
Those who do not have taxable income, what about refund of their taxes deducted at source?
একজন বাক প্রতিবন্ধি যার কোনো যথাযথ আয় নাই তার জন্য কি হবে।
E return service centre doesn't respond to our calls
মানুষ কর বিষয় কে আতংক মনে করে। ভূল হলে নোটিশ তারপর ঘুষ।
দেখতে হারুনের বড় ভাই
আমার বাড়িতে কোন ভাড়াটে নাই কিন্তু আমার বাড়ির ৮০৭৫ টাকা কর আসছে অথচ আমরা একা থাকি
কর দিতে চাই , কিন্তু আজ ও বেকার!
আমি একজন গৃহিনী আমাকে কর দিতে হয়।