১০ - ২০ টাকায় সবজি, ফুল ও ফল গাছ | ফলবিথি Horticulture Centre in Dhaka। সরকারি নার্সারি।

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ফলবিথি হোটিকালচার সেন্টার, আসাদগেট, ঢাকা, বাংলাদেশ।
    Folbithi Horticulture Center, Asad Gate, Dhaka, Bangladesh.
    Address: হর্টিকালচার সেন্টার, ফলবিথী, আসাদগেট বাস স্ট্যান্ড, তেলের পাম্পের উল্টো পাশে। ঢাকা।
    সরকারী কর্মকর্তার নম্বর: ০২-৯১১৭৫৮৮
    মো : মোস্তাফিজুর রহমান: ০১৭৩৮৭৩৩৬১০
    এই হর্টিকালচার সেন্টারের ভিশন হচ্ছে - উদ্যান ফসলের টেকসই উৎপাদন। এছাড়া দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রিকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ, যাতে টেকসই ও লাভজনক উদ্যান ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়, এই অভিলক্ষ্য নিয়েই মূলত কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তত্তাবধায়নে এই হর্টিকালচার উইং সেন্টারটি পরিচালিত হচ্ছে।
    এখানে মূলত বিভিন্ন ফলজ ও সবজি গাছের উন্নতমানের দেশী চারা উৎপাদন ও বিপনন হয়ে থাকে। শীতকালীন সময়ে ফলজ ও সবজি গাছের চারার পাশাপাশি ফুল গাছের চারাও এখানে পাওয়া যায়। সেন্টারে অবস্থিত বিভিন্ন দেশী উন্নত জাতের মাতৃগাছ হতে কলম প্রক্রিয়ার মাধ্যমে চারা গাছ উৎপাদন করা হয় পাশাপাশি বৃহৎ আকারে বীজতলা প্রক্রিয়ার মাধ্যমেও চারা উৎপাদন করা হয়।
    বিভিন্ন রকম চারার মূল্যঃ
    - লাউ গাছের চারাঃ ১০ টাকা।
    - ধুন্দল / বরবটি গাছের চারাঃ ১০ টাকা।
    - চিচিঙ্গা গাছের চারাঃ ১০ টাকা।
    - আম গাছের চারাঃ ২০ টাকা থেকে ৬০ টাকা।
    - লিচু গাছের চারাঃ ২০ টাকা থেকে ৪০ টাকা।
    - সফেদা গাছের চারাঃ ২৫ টাকা।
    - বিভিন্ন ফুল গাছের চারাঃ ১৫ টাকা থেকে ৩০ টাকা।
    ভবিষ্যৎ পরিকল্পনা:
    চাষী পর্যায়ে উন্নত ও গুনগতমানসম্পন্ন উদ্যান ফসলের চারা/কলম, বীজ উৎপাদন ও বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য রক্ষা ও সার ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তণের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্থ এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উচ্চ-মূল্য উদ্যান ফসলের উৎপাদন বৃদ্ধি, রপ্তানীর লক্ষে মানসম্পন্ন ফসল উৎপাদন ও এর এলাকা সম্পসারণ, জলাভূমিতে ভাসমান ও বাড়ির ছাদে উদ্যান পরিকল্পনা, উন্নয়ন ও বাসত্মবায়ন। উদ্যান ফসল উৎপাদন ও বাজার উন্নয়নে ই-কৃষি প্রবর্তন ও কৃষিতে খামার যান্ত্রিকীকরণের সার্বিক উন্নয়ন ও বাসত্মবায়ন, জোন ভিত্তিক উদ্যান ফসলের উৎপাদন ও তা প্রক্রিয়াজাতকরনে পর্যাপ্ত শিল্প স্থাপন, সর্বসত্মরে পুষ্টি শিক্ষার প্রসার, উপযুক্ত অবকাঠামোসহ বাজার ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, কৃষিতে নারীর অধিকতর সম্পৃক্তায়নে দক্ষতা বৃদ্ধিকরণ। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে এবং কোন জমি যেন পতিত না থাকে।
    #garden
    #plantbd
    #indoorplant
    #plants
    #monsteraplant
    #gardening
    #indoorplantlover
    #indoorplantlover
    #houseplants
    #ছাদবাগান
    #nature
    #গাছের_পরিচর্যা
    #গাছের_দাম
    #গাছেরযত্ন
    #সরকারি_নার্সারি
    #কম_দামে_গাছ
    #সবজি_চাষ
    #সবজি_গাছের_দাম
    #ফুল_গাছের_দাম
    #ফল_গাছের_দাম

КОМЕНТАРІ • 14