আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ, রান্নাঘরের রান্নাবান্না থেকে আমাদের কোন ছুটি নাই।

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 204

  • @mosammatlipi5325
    @mosammatlipi5325 2 місяці тому +5

    প্রিয়,রুমা সোনা তুমি যে এতো অসুস্থ ছিলে আমি তো জানতাম না।আমার আর তোমার একসাথেই জ্বর হয়েছিলো। আমি তো ভেবেছি আমার সাথে সাথে তোমার ও জ্বর দু'দিন পর সেরে গেছে। এখন তো শুনে তোমার জন্য ভীষণ খারাপ লাগছে।জানোতো, আমার যতই জ্বর বা শরীর খারাপ হোকনা কেন ঠিক দু ঘন্টার জন্য আল্লাহ আমাকে সুস্থ রাখে। আর ওই দি ঘন্টাতে আমি সব রান্না বান্না সেরে বাসাটাকে ও গুছিয়ে ফেলতে পারি।যখনই কাজ শেষ হবে অমনি সাথে সাথে আমার কাঁপুনি দিয়ে আবার প্রচুর জ্বর আর শরীর বেথা শুরু হয়ে যায়।এর পরের কাজ গুলো তোমার ভাইয়া করে।সবাই কে খাবার দিয়ে গুছিয়ে নিয়ে ধুয়াপালি সব করে ফেলে।সাথে আমাকে ও খাইয়ে দেয়।যাইহোক, আমাদের রুমা এতো সুস্বাদু রান্না করে যেখানে সেখানে তো প্রশ্নই আসছেনা হাজবেন্ড বাহিরের খাবার খাওয়ার।তোমার রান্না দেখলে তো আমার ও খেতে ইচ্ছে করে।মাশাল্লাহ, আজকের রান্না গুলো ও দারুণ হয়েছে। আমরা কচুর ছড়া বলি। আর এটা আমার ভীষণ পছন্দের খাবার।আজ আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি।চিংড়ি মাছ দিয়ে ও আমার ভীষণ পছন্দ।জানো তো,আমার অসুখ সেরে যাওয়ার পর আমার ও দেশি মুরগী খেতে ইচ্ছে হয়েছে তাই বড় দেখে একটা কিনে এনেছে।তোমার কেক টা দারুণ হয়েছে। তবে কেক হওয়ার পর গরম থাকা অবস্থায় উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিবে।এতে করে কেকটা দেখতে গ্লিসমারে আর অনেকক্ষণ ধরে সপ্ট থাকে।যাইহোক, পুডিং টাও খারাপ হয়নি।সব মিলিয়ে অনেক সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দিয়েছ।দোয়া করি তুমি সব সময় পরিবারের সবাই কে নিয়ে ভালো এবং সুস্থ থাকো।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আমার লক্ষী বড় আপুটা 🤗🤗🤗 আমি সত্যি অনেক অনেক দুঃখিত এবং সেইসাথে লজ্জিত 😥😥😥😥 আমি যে তোমার কমেন্টের রিপ্লাই করি নি আমি বেমালুম একদম ভুলেই গিয়েছি 😔😔😔 আজকাল অনেক কিছু ভুলে যাই। মন টা ও শরীর টা দুটই খুব ই খারাপ ছিল। এই কয়টা দিন।😥😥😥😥 শুধু মাত্র চ্যানেল টা বাচিয়ে রাখার জন্য আজকে অনেক কষ্টে ভিডিও দিয়েছি। 😥😥😥 আমার টাইফয়েড জ্বর হয়েছিল 😥😥😥 এখন ও ঠিকমত দাঁড়াতে পারি না। 😥😥 আমি ভেবেছিলাম সময় নিয়ে তোমার কমেন্টের রিপ্লাই দিব। কিনতু আমি কিভাবে মিসটেক করে ফেলেছি, নিজে ও জানি না। 😔😔😔 যাই হোক আপু তোমার অসুখ সেরে যাবার পর দেশি মুরগি মোরগ খেতে ইচ্ছে করছে এটা জেনে,একটু মুচকি হাসলাম, তোমার সাথে আমার অনেক কিছুর ই মিল আছে 🤗🤗🤗 আপু এখন থেকে যখন কেক বানাবো তখন অবশ্যই সুগার সিরাপ দিয়ে দেবো এটা আমার জানা ছিল না। 🤗🤗 আমি বেশ ভালো করে জানি আপু তুমি অনেক বেশি সুন্দর রান্না জানো, অনেক রুচিশীল একজন মানুষ। আর এমন একজন মানুষ আমার রান্না পছন্দ করেছেন বা খেতে চেয়েছেন এটা জেনে আসলেই অনেক বেশি, আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। 🤗🤗🤗 ইচ্ছা আছে জীবনে যদি কখনো বড় হতে পারি, সেদিন আমার ভালোবাসার বোনদেরকে নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার পার্টি করব। 🤗🤗 সেই দিন কিন্তু অবশ্যই আসতে হবে। 🤗🤗🤗🤗 নিজের হাতে রান্না করে খাওয়াবো।আপু তুমি আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখো অনেক বেশি বুদ্ধি তোমার, তুমি কতটুকু বুঝতে পারো বা উপলব্ধি করতে পারো আমি জানিনা, তবে আমার হৃদয়ের অনেক উচু স্থানে, স্পেশাল একটা জায়গায় কিন্তু তোমাকে রেখেছি☺️☺️ আমার হৃদয় গহীন থেকে অনেক অনেক দোয়া আর ভালবাসা সবসময় থাকবে। 🤗🤗🤗 ভাল থেকো নিজের দিকে খেয়াল রেখো 💝💝💝💝💝💝💝💝💝

    • @mosammatlipi5325
      @mosammatlipi5325 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma রুমা সোনা তোমার এতটা শরীর খারাপ ছিলো আমার ভাবতেই খারাপ লাগছে। আমি যদি জানতাম অবশ্যই তোমাকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতাম।আর এই অসুস্থ শরীর নিয়ে এতো বড় রিপ্লাই দেওয়ারই বা কি দরকার।সব সময় রিপ্লাই দিতে হবে এমন কোন কথা নেই। লাভ রিয়েক্ট দিলে হবে।যাইহোক, তোমাকে ও আমি অনেক ভালোবাসি একেবারে একান্ত নিজের ভেবে। টাইফয়েড হলে শরীর অনেক দিন দূর্বল থাকে।চুল ও উঠে যায়।তাই তুমি শরীরের প্রতি বেশি করে যত্ন নাও।দুধ,ডিম, শাকসবজি এবং ফলমুল বেশি করে খাও।টাইমলি ঘুমাবে আর বেশি করে রেস্ট নিবে।তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সব সময় ভালো এবং সুস্থ থাকো এই দোয়া করি।

  • @MdNazmul-bx3cg
    @MdNazmul-bx3cg 2 місяці тому

    কেক টা দেখে খেতে খুব ইচ্ছা করতেছিল. বাট আফসোস খেতে পারবো না। চমৎকার হয়েছে। দারুন অতুলনীয়।

  • @ashamondal769
    @ashamondal769 2 місяці тому

    খুব ভালো লাগলো তোমার ব্লগ ভিডিও বন্ধু ❤

  • @ranimun5487
    @ranimun5487 2 місяці тому +1

    আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগলো।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝💝💝

  • @MdNazmul-bx3cg
    @MdNazmul-bx3cg 2 місяці тому

    কি সুন্দর পরিবেশন আপনার।
    এমন মুহূর্ত আমিও চাই।

  • @HassanSakin
    @HassanSakin 2 місяці тому

    আপু তোমার পুডিং বানানো খুব ভালো লাগলো তার সাথে কথা গুলো শুনতে অনেক ভালো লাগলো

  • @dilrubasultana1943
    @dilrubasultana1943 2 місяці тому

    পুডিং এবং কেক খুব সুন্দর হয়েছে আপু

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 2 місяці тому

    Cake টা মজার হয়েছে ❤ পুডিং টা ও দারুণ 😮 আপু

  • @triptysrecipeghor
    @triptysrecipeghor 2 місяці тому

    খুবই ভালো লাগলো। সারাদিনের কাজ করতে করতে নিজের জন্য সময়ই থাকে না। তুমি নিজের জন্য এত সুন্দর একটা সময় বের করেছো দেখতই ভালো লাগছে। মাশা-আল্লাহ ❤️❤️❤️আর একটা কথা তোমার নাইফটা কিন্তু জোস👌

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু সোনা অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইলো আপনার জন্য 💝💝💝💝

  • @abulanower2443
    @abulanower2443 2 місяці тому

    Nice very nice

  • @SavanaVlogs-vr3nw
    @SavanaVlogs-vr3nw 2 місяці тому

    Onek valo laglo bunu

  • @LittleThoughtsofMaliha9938
    @LittleThoughtsofMaliha9938 2 місяці тому

    আসলেই, এটা ঠিক না নিজের সমস্যা নিয়ে অন্যের মাথা খারাপ করা,নিজের সমস্যা নিজেরই সমাধানের চেষ্টা করা উচিৎ।
    কি সুন্দর উপস্থাপন তোমার❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইলো আপু আপনার জন্য 💝💝💝💝💝💝💝

  • @p0ppy426
    @p0ppy426 2 місяці тому

    Mashallah apu. Oneeekkk valo laglo! R apner jonno doa roilo!Fi-amanillah ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤗💝💝💝💝

  • @Home_of_delights
    @Home_of_delights 2 місяці тому

    আপু দোয়া করি আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক আমিন ❤❤🤲🤲

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমিন 🤲🤲🤲 অনেকগুলো ভালোবাসা রইল আপু 💝💝💝💝💝💝

  • @mimtanisha134
    @mimtanisha134 2 місяці тому

    আসসালামুআলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিও আমার অনেক অনেক ভাল লাগে আপনি অনেক সুন্দর করে কথা বলেন অনেক সুন্দর করে ভিডিও করেন অনেক অনেক সুন্দর করে আপনার সংসারের কাজ করেন আপনার ভিডিও দেখলে মনে সারাদিন আপনার মত করে কাজ করি কিন্ত আপনার মত হয় আপনার ভিডিও চমৎকার কোয়ালিটিফুল ভিডিও অসাধারণ লাগল অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗,আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🤗🤗🤗 আপনার কাছে আমার ভিডিও ভালো লেগেছে সেটা জেনে ভীষণ খুশি হয়েছি 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইলো আপু আপনার জন্য 💝💝💝💝💝💝💝

  • @manikmiahmanik8848
    @manikmiahmanik8848 2 місяці тому +2

    মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা।আপু,ফারহান বাবার তো একটা বোনের দরকার ছিল,সেতো একা একা দিন পার করছে।দোয়া করি মিষ্টি আপুর একটা মিষ্টি মেয়ে হোক ইনশাআল্লাহ ❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@manikmiahmanik8848 ইনশাআল্লাহ 🤲🤲🤲 আপু আমার জন্য খাছ করে একটু দোয়া করে দেবেন। অনেক দিনের আমারও মনের ইচ্ছা।আল্লাহু পূরণ করছেন না কেন জানিনা আপু 😥😥😥😥

  • @RupalirDin
    @RupalirDin 2 місяці тому

    প্রিয় মিষ্টি আপু পুরোপুরি সুস্থ হয়ে আবার আগের মত আমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার কর। আজকের ভিডিও সবসময়ের মত অসাধারণ হয়েছে। কেক টা খুব সুন্দর হয়েছে।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ইনশাল্লাহ আপু চেষ্টা করব। তবে, জানিনা কতদূর পারব।💝💝 সবার আগে পরিবার। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইলো আপু আপনার জন্য 💝💝💝💝

  • @Ayesha-fn7lh
    @Ayesha-fn7lh 2 місяці тому +1

    আসসালামুয়ালাইকুম আপু।সব অফিস একদিন দুইদিন করে বন্ধ থাকে কিন্তু আমরা মেয়েদের সংসার অফিসের কোন ছুটি নাই। নিজের কাজ নিজে করার আনন্দই আলাদা। নিজের সংসারের কথা অন্যকে বলার মত বোকামি ছাড়া আর কিছু নেই । বরাবরের মতো আজকেও অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় ❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু সোনা 🤗🤗🤗 অনেক সুন্দর কথা বলেছেন আপু 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপনাকে🤗🤗 দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য 💝💝💝💝💝💝

  • @Bandhan213
    @Bandhan213 2 місяці тому

    আপু ভিডিওটা খুব ভালো হয়েছে আর কেকটাও অসাধারণ হয়েছে

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝💝

  • @Fatihavlog-m7g
    @Fatihavlog-m7g 2 місяці тому +2

    প্রথমে আপনার সুস্থতা কামনা করে লাইক দিয়ে দেখা শুরু করলাম। আপনার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলাম ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইল আপু আপনার জন্য 💝💝💝💝💝💝

    • @Fatihavlog-m7g
      @Fatihavlog-m7g 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma ধন্যবাদ প্রিয় বড় বোন

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@Fatihavlog-m7g সোনা পাখি বোনটা 🤗🤗💝💝💝

  • @bdvlogersanjidarana
    @bdvlogersanjidarana 2 місяці тому

    পিঠে বেথা নিয়ে খুব কস্টে আছি আপু তবুও কাজ করতে হয় 😢দোয়া রইলো আপু তোমার জন্য ❤❤

  • @JahidaKhatun-x8e
    @JahidaKhatun-x8e 2 місяці тому

    ভালো বাসা দিয়ে সুরু করলাম ❤❤❤❤

  • @Mstmousumi113
    @Mstmousumi113 2 місяці тому

    নোটিফিকেশন পেয়ে চলে আসলাম,লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম ❤❤আপু কেমন আছো?

  • @ShukhiLifestyle321
    @ShukhiLifestyle321 2 місяці тому +1

    প্রিয় মিষ্টি আপু ইনশাআল্লাহ ফুল ভালোবাসা ডান ❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝

  • @বৃষ্টিমনিBristyMony
    @বৃষ্টিমনিBristyMony 2 місяці тому

    প্রিয় আপু ভিডিওটা খুবই ভালো লেগেছে দোয়া করি আল্লাহ তা'আলা যেন আপনাদেরকে ভালো রাখে 🤲🤲❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আমিন 🤲🤲🤲 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝💝

  • @cookingbyroma4837
    @cookingbyroma4837 2 місяці тому

    ও আমার সোনা আপুরে দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      সোনা পাখি বোনটা 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকগুলো ভালোবাসা রইলো আপনার জন্য 💝💝💝💝

  • @kolysrecipe
    @kolysrecipe 2 місяці тому

    নোটিফিকেশন পেয়ে চলে এলাম আপু আসলেই আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। খুব ভালো লাগলো ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗💝💝💝💝💝

  • @VlogswithSimu
    @VlogswithSimu 2 місяці тому

    আপু আমরাও মুখি বলি😊 আর চায়ের সাথে আমারও বিস্কুট না হলে চলেই না। দারুন হয়েছে আপু কেক & পুডিং টা। 😮 👍 L

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমার সোনা পাখি বড় আপুটা 🤗🤗 অনেকগুল ভালোবাসা রইলো তোমার জন্য 💝💝💝💝💝

  • @sabvlog79
    @sabvlog79 2 місяці тому

    নোটিফিকেশন পেয়ে দেখাশুরু করলাম।সত্যই আপু আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেনও আমাদের কোনও ছুটি নাই।অবিরাম ভালোবাসা রইল প্রিয় আপু।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗 অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল 💝💝💝💝💝

  • @mimisglimpse
    @mimisglimpse 2 місяці тому

    প্রিয় আপু আপনার কথাগুলো আমার ভীষন ভালো লাগে। আজ আমার হাসব্যান্ডও আপনার কথাগুলো শুনল। আপনার কিছু কথা শুনে বলল একদম ঠিক বলেছে আপু টা। প্রশংসা করতে সত্যিই মহৎ হৃদয়ের অধিকারী হতে হয়। আপনার জন্য অনেক অনেক দোয়া আপু। 😊❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আপু আপনার কমেন্টটি পড়ে ভীষণ ভালো লেগেছে 🤗🤗🤗 ভাইয়া দেখেছেন বা শুনেছেন সেটা জেনে কিনতু আরো বেশি ভালো লেগেছে 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 🤗🤗🤗 অনেকগুল ভালোবাসা আপনার জন্য 💝💝💝💝💝

    • @mimisglimpse
      @mimisglimpse 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma ভালো থাকবেন আপু ❤️

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      @@mimisglimpse জি আপুআপনি ও 🤗🤗💝💝💝

  • @SalimMiaa-l5w
    @SalimMiaa-l5w 2 місяці тому

    Apo apner protita kota oneeeeeeeeek Valo Lage apner Jonno doa roilo

  • @abdullaharian5640
    @abdullaharian5640 2 місяці тому +1

    Karo sathe compare krbo na Apu jar jar jaiga theke se SE best..valo laglo vedio and apnr Kotha gulo Apu..

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আপু অসম্ভব সুন্দর কথা বলেছেন 🤗🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 🤗🤗🤗অনেকগুলো ভালোবাসা আপনার জন্য 💝💝💝💝💝💝

  • @MotaDodo
    @MotaDodo 2 місяці тому

    ❤❤❤ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤ অনেক অনেক দোয়া ও শুভকামনা ❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗💝💝💝

  • @Tubavlogs-7
    @Tubavlogs-7 2 місяці тому

    রুমা আপু তুমি অনেক বুদ্ধিমতী তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু সোনা আমি জানি আপনি অনেক ভাল মনের মানুষ 🤗🤗🤗 একটা পবিত্র হৃদয়ের অধিকারিনী 🤗🤗 সেজন্য এত সুন্দর করে অন্যের প্রশংসা করতে পারেন 🤗🤗 হৃদয়হীন থেকে অনেকগুলো ভালোবাসা আপনার জন্য 💖💖💖💖💖💖💖

  • @Soniyavlog-2024
    @Soniyavlog-2024 2 місяці тому

    অনেক অনেক ভালো লেগেছে আপু তোমার ভিডিও আর তোমার কাজ ❤❤❤❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সোনা 🤗💝💝💝

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 2 місяці тому

    ১ম দর্শক ১ম পছন্দ ১ম মন্তব্য ❤
    দেখা শুরু করলাম ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ও হো 🤗🤗 আমার প্রিয় আপু সোনাটা, 💝💝💝💝

  • @shahinshahin4323
    @shahinshahin4323 2 місяці тому

    কেকটা অনেক সুন্দর হয়েছে আপু

  • @Ayeshavlogs-1a
    @Ayeshavlogs-1a 2 місяці тому

    অনেক সুন্দর তোমার ভিডিও মাশাআল্লাহ দেখছিলাম আর মন দিয়ে শুনছিলাম কখন যে ভিডিও শেষ হলো টের পেলাম না এমন কোয়ালিটির ভিডিও দিচ্ছ বলে এতো দুর এগিয়েছ,, দারুণ তোমার চিন্তা সত্য তোমার ভাবনা এজদিন তুমি অনেক দুর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ,,, দোয়াওমে ইয়াদ রাখনা বেহনা লাভ ইউ বেরি মাচ❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু সোনা আমাকে এতটা ভালোবাসা, আর এমন ভাবে অনুপ্রেরণামূলক কমেন্ট করার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ 🤗🤗🤗 আমার হৃদয় গহীন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তোমার জন্য 💝💝💝💝💝

  • @shamimaslifestyle7997
    @shamimaslifestyle7997 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু দোয়া রইল আপু তোমার জন্য যাতে আল্লাহ তোমাকে আরো ভালো রাখে আপু এত সুন্দর করে তুমি কথা বলা আর তোমার ভিডিও কোয়ালিটি মাশাল্লাহ অসাধারণ ❤❤❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 আপু আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হোয়েছি আপি 🤗🤗🤗 অসংখ্য অসংখ্য ধন্যবাদ 💝💝💝💝💝

  • @Muslimstylecooking2
    @Muslimstylecooking2 2 місяці тому

    মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও আপু। নতুন বন্ধু হলাম ❤❤❤❤ভালোবাসা বুঝে নিও

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু🤗💝💝💝

  • @RabeyaKhatun-g5j
    @RabeyaKhatun-g5j 2 місяці тому

    কথা দিয়ে মন কেড়েছো আপু ভালো থেকো ❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইল 💝💝💝💝💝💝💝

  • @vlogs_by_helen
    @vlogs_by_helen 2 місяці тому

    তুমি ঠিক আমার মত এই ব্যাপারে আমার কষ্ট আমি ও সহজে কাউকে বুঝতে দেই না❤।বিয়ের পরে বাবা মা কে তো নয়ই।কেক মাশ আল্লাহ্ দারুন❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      জি বোন আমি ও 😔😔😔 আমার সোনা পাখি প্রিয় বোনটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো 💝💝💝💝💝💝

  • @Md.ShofiqulISLAM-zt7qn
    @Md.ShofiqulISLAM-zt7qn 2 місяці тому

    আপু তোমার কথা এবং কাজ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগে ❤❤❤🎉🎉🎉🎉 আপু তোমার ছোট বোন ।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      সোনা পাখি বোনটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে🤗🤗 আপনি কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কেমন 🤗🤗অনেকগুল ভালবাসা রইল আপনার জন্য 💝💝💝💝💝💝

    • @Md.ShofiqulISLAM-zt7qn
      @Md.ShofiqulISLAM-zt7qn 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma আমি নেএকোনা জেলা থেকে বলছি । আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে 🥰🥰🥰🥰🥰

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@Md.ShofiqulISLAM-zt7qn বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দুরে থেকে আমাকে এতটা ভালবাসা দেবার জন্য 💝💝💝💝💝💝

  • @Nilu123
    @Nilu123 2 місяці тому

    খুব ভালো লাগলো আপু আর কচুর মুখী বা কচুর গাঠি জাই বলি না কেন এই সবজিটা আমার খুব পছন্দ মেডিসিন ছাড়া মনে হয় আমাদের জীবনটা অসম্পূর্ণ

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      তাই বুঝি আপু 🤗🤗🤗 আমারও অনেক পছন্দ 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপু অনেকগুলো ভালোবাসা আপনার জন্য 💝💝💝💝💝

  • @SalimMiaa-l5w
    @SalimMiaa-l5w 2 місяці тому

    Sotti kota apo apnak r Hira apok Amar onek Valo Lage Valo takben apo apner Jonno doa r Salam roilo

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু সোনা আপনার কাছে ভালো লাগে সেটা জানতে পেরে ভীষণ খুশি হয়েছি 🤗🤗 আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইলো আপনার জন্য 💝💝💝💝

  • @Lamia-wt2tq
    @Lamia-wt2tq 2 місяці тому

    আসসালামু আলাইকুম রমা আপু তুমি কেমন আছো ভিডিওটা দেখতে একটু দেরি করে ফেললাম তবু দেখে নিলাম তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। কুমিল্লা থেকে আমি।আমাদের জন্য দোয়া কর আপু ভালো থেকো।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 আমার লক্ষী আপু সোনাটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভালো থেকো আপু 🤗🤗💝💝💝💝💝💝💝💝💝💝

  • @Farzanas0
    @Farzanas0 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু তুমি যে অসুস্থ ছিল জানতাম না দোয়া করি সুস্থ হয়ে যাও পুডিং আর কেক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার কথা গুলো শুনলে আমার মনটা ঠান্ডা হয়ে যায় আপু আমার জন্য দোয়া করো অনেক অনেক ভালো বাসা রইলো তোমার জন্য

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপি 🤗🤗🤗 অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল 💝💝💝💝💝💝💝💝

  • @khadizajannat-uc1qr
    @khadizajannat-uc1qr 2 місяці тому

    কেকটা খুব সুন্দর হয়েছে বৃষ্টিমুখর সিনারি টা খুব সুন্দর❤

  • @MdNazmul-bx3cg
    @MdNazmul-bx3cg 2 місяці тому

    এত্তো এত্তো সময় নিয়ে আপনার ভিডিও দেখি। শুধু একা একা চা বানিয়ে খান।
    আমরা যারা সাবস্ক্রাইবার আছি আপনার, আমাদের সবাইকে তো চা বানিয়ে খাওয়াতে পারেন একদিন।
    চলি আপ্পি মজা করলাম।
    পুরোটা ভিডিও সুন্দর হয়েছে।

  • @Sanjidas_painting
    @Sanjidas_painting 2 місяці тому

    Very Beautiful Appu❤

  • @SOMAUSA_shorts
    @SOMAUSA_shorts 2 місяці тому

    Mashallah khob shondor video sharing apo, bishon balo laglo ❤️👍❤️

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗💝💝💝💝

  • @mhthonnicookingvlogs4573
    @mhthonnicookingvlogs4573 2 місяці тому

    আপু অনেক দিন পর তোামার বিডিও দেখলাম ❤❤❤অনেক অসুস্থ ছিলাম আল্লাহমদুল্লাহ ভালো আছি এখন

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আপু খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। 🤗🤗 অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইল আপু 💝💝💝💝💝💝💝

  • @AsmaKoli-pi5ct
    @AsmaKoli-pi5ct 26 днів тому

    আপু আমি আপনার সব ভিডিও দেখি। অনেক ভালোলাগে।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  21 день тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🤗🤗🤗 একরাশ ভালবাসা রইল 💝💝💝💝💝💝💝💝💝

  • @Bangladeshibloggerdilara
    @Bangladeshibloggerdilara 2 місяці тому

    কচুর ঘাটি প্রথম শুনছি আমরা কচুর মুকি বলি আপু আপনার সাথে রাগ করে আমি কখনো থাকতে পারবোনা আপনার নটি পেয়ে দেখিনা বেশি সময় হাতে নিয়েই দেখি কোন সময় টেনে আবার পিছনে থেকে দেখি❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আমি জানি যারা আমাকে মন থেকে ভালবাসে, যে সকল বোনেরা আমার ভিডিও পছন্দ করে🤗🤗 আমার সেই সকল প্রিয় বোনগুলো আমার উপর রাগ করে থাকতে পারবে না 🤗🤗🤗 এটা আমার পরম সৌভাগ্য 🤗🤗 আপু তোমার মতন কিছু বোন পেয়েছি 🤗🤗🤗 আমার হৃদয় গহীন থেকে অনেকগুলো ভালোবাসা রইলো তোমার জন্য 💝💝💝💝💝💝💝💝

  • @Rita-e2r3z
    @Rita-e2r3z 2 місяці тому

    আপু অনেক অনেক ভালো লেগেছে ❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗💝💝💝

  • @রাইছারাফসানেরআম্মু

    আপু তোমার কাজ গুলো খুবি গুছানো আর পরিপাটি। আপু চেষ্টা করলে বুজি সবি সম্ভব।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইল 💝💝💝💝💝💝💝

  • @sohaandme
    @sohaandme 2 місяці тому

    দোয়া রইলো আপু আল্লাহ সব সময় তোমাদের ভালো রাখুক🤲রাতে অর্ধেক দেখে ঘুমাতে গিয়েছিলাম,এখন বাকিটুকু দেখে নিলাম,নাহলে দেখা যাবে কাজে মন দিতে পারবো না,মনটা তোমার ভিডিওর মাঝেই পড়ে থাকবে🥰ফুল ভিডিও দেখে নিয়েছি,এখন মন দিয়ে কাজ করতে পারবো কেকটা দেখতে কি যে লোভনীয় হয়েছে,আর পুডিং আমার ভিষণ পছন্দের,দাড়াও আমিও বানাবো😊বই পড়ার মূহুর্তটা বেশ ইনজয় করেছি,যখন ক্যান্ডেলটা জলছিলো উফ্ কিযে ভালো লাগছিলো🥰ভালো থাকো আপু❤️❤️❤️❤️

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমি জানি আমার লক্ষী সোনা এই বোনটার মন অনেক সুন্দর 🤗🤗অনেক বেশি নির্মল 🤗🤗 সেজন্য এত সুন্দর করে প্রশংসা করতে পারে 🤗🤗তার কাছে আমার সবকিছুই ভালো লাগে 🤗🤗🤗 আমার বোনটার জন্য অনেকগুলো ভালোবাসা রইলো 💝💝💝💝💝💝💝💝

  • @mdatiq-dq3wf
    @mdatiq-dq3wf 2 місяці тому

    ❤❤❤tnk apu

  • @wacheislam
    @wacheislam 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু। আশা করি ভালো আছো ভালো থাকো সব সময় তোমার পরিবার নিয়ে এই দোয়া করি। আপু তোমার কথা যত শুনে আমি ততই মুগ্ধ হয়ে যাই তুমি কিভাবে এত সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারো। আপু তোমার কথা ও কাজ অসাধারণ আমার কাছে খুব খুব খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় আপু তুমি সংসার জীবন অনেক অনেক বেশি সুখী সব সময় দোয়া করি আমি। তোমার স্বামী ও সন্তান নিয়ে। তুমি সুখে-শান্তিতেও নিরাপদে থাকো। তুমিঠান্ডা মাথায় এতো সুন্দরকরে কিভাবে কথা বলো আপু। আমার খুব জানতে ইচ্ছে করে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু দোয়া করিও আমাদের জন্য।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 নিঃসন্দেহে আমার আপু সোনাটা অনেক পরিষ্কার মনের অধিকারিনী 🤗🤗🤗🤗 মন থেকে দোয়া আর ভালোবাসা রইলো💝💝💝 আল্লাহ তা'আলা আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন,আমিন। আপনার সকল নেক ইচ্ছা পূরণ করেন আমিন। অনেকগুলো ভালোবাসা রইলো আপনার জন্য 💝💝💝💝💝💝💝💝

  • @MrsShamima-un4bw
    @MrsShamima-un4bw 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। ভালো লাগে আপনার ভিডিওটি ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ 🤗🤗🤗আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপনার ভালো লেগেছে 🤗💝💝💝💝

  • @shahinuoorislam1933
    @shahinuoorislam1933 2 місяці тому

    Assalamualaikum Apu opekhay chilam tumar vedo dekhar jonno alhamdulliah like diye puro vdeo dekhe nilam masha Allah onek sondor chilo sob mile Amar onek pochondo cake poting Amio basar nasta onek pochondo kori alhamdulliah tumar r hira Apu vedo dekhe onek kichu shikheci alhamdulliah basay onek kichu banate pari 😊tumar Ekta Kotha shate aj Amar mil khuje pelam Amio kkhno Amar ma ba bon kawke kichu boli na Ami dekhechi onek meyera kichu hole husband Kotha ba nijer shusur bari Kotha Babar bari bole ja ami kkhno kori na alhamdulliah onek valosha niyo Apu sob somoy valo thakbe nijer jotno niba❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗🤗 আমার লক্ষী সোনা বোনটা কত সুন্দর একটা কমেন্ট করেছে 🤗🤗🤗🤗 আমার পরম সৌভাগ্য এই ইউটিউবে এসে তোমার এরকম একটা বোন পেয়েছি🤗🤗🤗 তুমি জানো না আপু আমি ভিডিও দিলে তোমার কমেন্ট অনেক বেশি মিস করি 🤗🤗🤗 আমার মতন একটা সামান্য মানুষকে তোমরা এতটা ভালোবাসা দাও আমি তোমাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ 🤗🤗🤗 আমার হৃদয় গহীন থেকে আমার আপুটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @hirasgoodlife
    @hirasgoodlife 2 місяці тому

    apu apnar purata video dekhechi maa sha allah onk sundor hoyeche apni onk sundor kore video make koren

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আমার লক্ষী আপু সোনাটা অসংখ্য ধন্যবাদ 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইল 💝💝💝💝💝💝

  • @shabihasharminvlogs
    @shabihasharminvlogs 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম আপু কেকটার ফুল রেসিপি দেখতে চাই

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু দিব 🤗🤗🤗 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 💝🤗

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 2 місяці тому +1

    কেক পুডিং খুব ভালো হয়েছে মাশাআল্লাহ । ❤ আমরাও কচুর গাটি বা কচুর ছড়া বলি। এটা আমার খুব পছন্দের। কিন্তু আমার বর এটা খেলে সমস্যা হয়। তাই আনা হয়না। 😢 ভিডিও ভালো লাগলো আপু। অনেক অনেক দোয়া আর শুভকামনা রইলো ❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আপু সোনা বাবাটা এখন কেমন আছে জানাবেন কেমন 😔😔 অনেকগুলো ভালোবাসা রইলো আপু আপনার জন্য 💝💝💝 বাবাটার জন্য সব সময় দোয়া করি 🤲🤲🤲

    • @aeyshashiddiqua9280
      @aeyshashiddiqua9280 2 місяці тому

      @@BangladeshivloggermumRumaআলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আর সকলের দোয়ার এখন ভালো আছে আপু। তবে আপু এখনো ভয় আর টেনশন থেকে বের হতে পারিনি আমরা। বাইরে থাকলেই পরিবার এর লোকজন অজানা আতংকে সময় কাটে। সবাই সকলের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাই কে সকল বিপদ থেকে হেফাজত করেন।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      @@aeyshashiddiqua9280 আসলেই আপু সব সময় এখন মনের ভেতর অজানা একটা টেনশন আতঙ্ক কাজ করবে সেটাই স্বাভাবিক। আপু সব সময় তিন কুল পড়ে বাবা সোনাকে ফুক দিয়ে দেবে। 🤗🤗 ইনশাআল্লাহ আল্লাহপাক সকল বিপদ-আপদ বালা-মুসিবত থেকে দূরে রাখবেন। আমিন।আপু বাবাটা এখন কোথায় পড়ছে? কি পড়ছে?

  • @That_desi_saima
    @That_desi_saima 2 місяці тому

    Maa Shaa Allah apu❤❤ joldi sustho hoye jaan 🩷 asholei sotti apu sob din soman jayna tai always alhamdulillah bole egiye jawa ucit 😊😊

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      জি আপু একদম ঠিক বলেছেন 🤗🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা লক্ষী সোনা বোন আপনার জন্য 💝💝💝💝💝💝💝

  • @limassweethomebd
    @limassweethomebd 2 місяці тому

    আপু আমার কিন্ত কেক খেতে খুব ভাল লাগে আর আমার সাহেব হচ্ছে পুডিং খেতে পছন্দ করেন 😊অনেক ভালোবাসা নিও আপু❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      তাই বুঝি আপু 🤗🤗🤗 আমার প্রিয় বোনটার জন্য অনেকগুলো ভালোবাসা রইলো 💝💝💝💝 অসংখ্য ধন্যবাদ তোমাকে 🤗🤗🤗

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 2 місяці тому

    আপু তোমার ভিডিও অনেক ভালো লাগেছে। আমারা বলে কচুর মুখী আপু।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপনাকে 💝💝💝

  • @Khimg-vlogs
    @Khimg-vlogs 2 місяці тому

    Nice wowo food😊❤❤😊❤😊🎉🎉

  • @Taniya098tafti
    @Taniya098tafti 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন ? আমি আপনার সব ভিডিও সবগুলি ভিডিও দেখি।আমারও আপনার মতো পরিপাটি একটা সংসার হোক। দোয়া করবেন আপু ❤❤আপু তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যেও না প্লিজ

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম বোন 🤗🤗 আমার লক্ষী সোনা বোন আপনার কমেন্টটি পড়ে অনেক অনেকটাই আবেগে আপ্লুত হয়ে গেলাম 😥😥😥 কেন যেন আপনার কমেন্ট আমার হৃদয়কে টাচ করেছে 🤗🤗🤗 আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ 🤗🤗🤗 আমার হৃদয় গহীন থেকে অনেকগুলো ভালোবাসা রইলো বোন আপনার জন্য 💝💝💝💝💝💝

  • @asjulskasjulsk1514
    @asjulskasjulsk1514 2 місяці тому

    Tomar mugdho kora kotha amar j sunte ki valo lage apu❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আমার সোনা পাখি বোনটার জন্য অনেকগুলো ভালোবাসা 💝💝💝💝💝

  • @AMENAKHATUN-bj2jl
    @AMENAKHATUN-bj2jl 2 місяці тому

    Assalamulaikum apu,apnar video amar onek valo laghe ❤,,ami Italy 🇮🇹 probasi ,Italy theke apnar video dekhi ❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗এত দুর থেকে এতটা ভালবাসা পাঠানোর জন্য আমি সত্যি অনেকটা আবেগে আপ্লুত 😌😌 আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤗🤗🤗💝💝💝💝💝💝💝💝💝

    • @AMENAKHATUN-bj2jl
      @AMENAKHATUN-bj2jl 2 місяці тому

      😊😊​@@BangladeshivloggermumRuma

  • @alamgiralamgir7580
    @alamgiralamgir7580 2 місяці тому

    Assalamu alaikum apu ❤

  • @sabihavlogsbd
    @sabihavlogsbd 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু ❤❤❤

  • @sabikunnaharmukta4881
    @sabikunnaharmukta4881 2 місяці тому

    আসসালামুয়ালিকুম আপু😊 একদম সত্য কথা বলেছেন আপু এগুলো সবই আল্লাহর পরীক্ষা😊 আপু মেয়েরা বেশি আবেগি হয় এর জন্য একটু কষ্টটাও বেশি পায়❤ বুঝতে পারছি আপু ওই তিনদিন আপনাদের বাসায় অনেক বেশি কষ্ট হয়েছিল সকলের😢 কচু মুখি বলি আপু😊 কচু মুখি আমারও ভীষণ পছন্দের আপু 😊 স্মৃতি আপু আপনাকে আমার দিক থেকেও অনেক অনেক ভালোবাসা 🎉 আপু দোয়া করি ফারহান বাবা যাতে খুব সুন্দর করে নিজেকে এই নতুন সিস্টেমের সঙ্গে চালিয়ে নিতে পারে। আপনার তার প্রতি প্রেসার যাতে একটু কম হয়ে যায়। আপু প্লিজ আমাদের ছেড়ে যাবেন না। আপনি আমাদের কলিজার আপু আপনাকে না দেখলে অবশ্যই ভালো লাগবে না😊 কেকটা কেমন লাগছে এটা আমাকে জিজ্ঞেস না করে আমার জিহবা কে জিজ্ঞেস করুন। এটাতো কথাই বলতে পারছে না😅😋 এত সুন্দর সুন্দর কথা শুনে মুগ্ধ হয়ে পলক না দিয়ে একভাবে তাকিয়ে থাকি আপনার ভিডিওতে 🥰 বুঝে নেন কতটুকু ভালবাসি❤ এরকম স্নিগ্ধ একটা পরিবেশে বই পড়ার মজাই আলাদা। আমার ছোট বেবি হওয়ার আগে আমি এরকমটি অনেক বার করেছি এবং অনেক ভালো লাগতো কিন্তু এখন আর পারিনা আপু😊 আপনারা ইনভারমেন্ট টা আমি ভীষণভাবে ফিল করতে পারছি আলহামদুলিল্লাহ। পুডিং টা ভীষণ ভালো হয়েছে। লাইক করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছি আর সবার শেষে কমেন্টও করে দিয়েছি😊 এখন একটা কথা বলি আপনাকে সুস্থ দেখে আমার যে কি পরিমান ভালো লাগছে বুঝাতে পারবো না। আল্লাহ আপনাকে সব সময় সুখী এবং শান্তিতে থাকার তৌফিক দান করুক আমিন ❤️❣️❣️ অনেকগুলো ভালোবাসা অনন্তকালের জন্য❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমিন।🤲🤲🤲 ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 আপু তোমার কমেনট পড়ে আমি বেশ বুঝতে পারছি তুমি অনেকটা ভালো, ও পরিষ্কার মনের একটা মানুষ 🤗🤗🤗 একটা সুন্দর আর পরিষ্কার পবিত্র হৃদয় ছাড়া এভাবে কাউকে উৎসাহ প্রেরণা দেওয়া যায় না 🤗🤗🤗🤗 প্রিয় বোন তোমাকে বলতে চাই 🤗🤗🤗 আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য 💝💝💝 মহান আল্লাহ পাক তোমার মনের সকল আশা পূরণ করেন যেন, আমিন।🤲🤲🤲 ভালো থেকো আপু 💝💝💝💝💝

  • @rahimripa7270
    @rahimripa7270 2 місяці тому

    👍👍❤❤

  • @mokimabibi43
    @mokimabibi43 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @taniyamajumder4632
    @taniyamajumder4632 2 місяці тому

    Please apu tomer curi ta ki sonar please ektu kace theak dakhiyo

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      জি না আপু সোনার নয় 🤗🤗তবে এটা গোল্ডের ডিজাইন। আমার ভাবীর সেম এই ডিজাইন গোল্ডের আছে 💝💝💝💝 অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🤗🤗

  • @sadiyamahmud-kb3er
    @sadiyamahmud-kb3er 2 місяці тому

    Apu apnr oventa koto diye kinecen,,ektu oventa somporke details bolben

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমি ওভেন টা আজ থেকে ১০ বছর আগে কিনেছি। আলহামদুলিল্লাহ সেই থেকে এই পর্যন্ত এখনো ব্যবহার করছি কোনদিন নষ্ট হয়নি। মিয়াকো কোম্পানির আপু। দেখি নেক্সট ভিডিওতে আপনার জন্য ডিটেইলে দেখিয়ে দিতে পারি কিনা। 🤗🤗

  • @MdJhdnsn
    @MdJhdnsn 27 днів тому

    আপু তোমাকে ভালো লাগে,

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  27 днів тому

      আমার পরম সৌভাগ্য 🤗🤗🤗 একরাশ ভালবাসা রইল 💝💝💝💝💝💝💝💝💝

  • @anodivlog39
    @anodivlog39 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jasminharoonpia
    @jasminharoonpia 2 місяці тому

    আসসালামু আলাইকুম আপু। আপু আমিও খুলনার মেয়ে আপু।আমার দাদা বাড়ি খুলনা দৌলতপুর।আমরা কচুর মুখি বলি।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗🤗 আমার লক্ষী সোনা বোনটা যে খুলনার মানুষ সেটা জেনে আমার ভীষণ ভালো লাগে 🤗🤗🤗 অনেকগুলো ভালোবাসা রইলো সোনা পাখি তোমার জন্য 💝💝💝💝💝

  • @Enan-ll9sn
    @Enan-ll9sn 2 місяці тому

    আপু কেকটা মাশাআল্লাহ সুন্দর হইছে ❤আর তোমার এই প্রায় প্রতিটা ভিডিওতে চাএর পার্ট টা আমি খুব এনজয় করি😊আমিও তোমার মত চা প্রেমি কিনা তাই😊❤❤❤❤আপু ভালবাসা নিও❤❤❤❤আমি ইভা😊

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ইভা আপু 🤗🤗🤗 অসম্ভব ভাল লেগেছে আপু আপনার কমেন্টটি পড়ে 🤗🤗🤗 আমার চা প্রেমী ইভা আপুর জন্য অনেকগুলো ভালোবাসা রইলো 💝💝💝💝💝💝💝💝

  • @DreamofSadeedsMom
    @DreamofSadeedsMom 2 місяці тому

    ahare apu tme ato osustho sile ami to jantam e na...jai hok tmr jonne onk onk doua o vlobasha roilo... Inshallah khub taratari sustho hoye jabe... R amk chinte pereso???ami Sumaiya

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      জি আপু অনেকদিন থেকে অসুস্থ ছিলাম ১০৪ ডিগ্রি জ্বর ছিল। তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি 🤗🤗 আপু আমি তো তোমাকে চিনতে পারিনি কোন সুমাইয়া তুমি 🤔🤔🤔 অনেকগুলো ভালোবাসা তোমার জন্য 💝💝💝💝💝

    • @DreamofSadeedsMom
      @DreamofSadeedsMom 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma sp Rokomari vlog er Sumaiya

  • @papripanday8188
    @papripanday8188 2 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @PinkiesCheftable
    @PinkiesCheftable 2 місяці тому

    ❤️❤️❤️

  • @DolysLife
    @DolysLife 2 місяці тому

    আমার প্রিয় শোনাও কেমন আছো তুমি❤ মাশাল্লাহ মাশাল্লাহ তোমার কথাগুলো অসাধারণ ❤আমি শুনে মুগ্ধ হয়ে যাই❤ কিছুদিন যাবত আমার ইউটিউব নিয়ে আর অসুস্থতা নিয়ে একটু ব্যস্ত আছি😢 নিয়মিত তোমার ভিডিও দেখতে পারছিনা 😢তার জন্য তোমার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি আপু 🙏🏻এখন থেকে কন্টিনিউ দেখব ইনশাআল্লাহ ❤অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার সোনা লক্ষী আপু❤❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আমি জানি আমার প্রিয় বোনগুলো কখনোই আমার ভিডিও না দেখে থাকতে পারে না 🤗🤗 আপু তুমি আগে সুস্থ হও তোমার কাজ আগে ঠিকঠাক করো পরে সব কিছু 🤗🤗🤗 সোনা পাখি বোন সরি বলার কিছুই নাই 🤗🤗🤗 আমার লক্ষী সোনা বোনটার জন্য অনেকগুলো ভালোবাসা 💝💝💝💝💝💝💝

    • @DolysLife
      @DolysLife 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma আমার সোনা লক্ষী বোন আমার ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hafsamoni8116
    @hafsamoni8116 2 місяці тому

    তোমার ভিডিও আইসুদিং লাগে❤ তুমি কি ফোন দিয়ে ভিডিও করো +এডিট , ভিডিও কোয়ালিটি সাথে কালার সব পারফেক্ট লাগে।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      আপু আমি,iPhone 14 Pro দিয়েও করি আবার দেখা যায় Samsung দিয়েও করি।অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 🤗🤗🤗 আমার অন্তরের অন্তস্থল থেকে অনেকগুলো ভালোবাসা আর দোয়া রইল 💝💝💝💝💝💝💝

  • @RabeyaAkter-e7r
    @RabeyaAkter-e7r 2 місяці тому

    Apu apnar video protidin dekhi ebar ki amra bondho hote pari na please ❤❤❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🤗🤗🤗জি আপু হতে পারি 🤗💝💝💝💝

  • @asrafia-w2d
    @asrafia-w2d 2 місяці тому

    Assalamualikum anti kmn aco?

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      ওয়াআলাইকুম আসসালাম মামনি আলহামদুলিল্লাহ ভাল আছি 🤗🤗🤗 তুমি কেমন আছো 💝💝💝💝

  • @Kitchenanddailyvlogs
    @Kitchenanddailyvlogs 2 місяці тому

    আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি সোনা লক্ষী কলিজার জান আপু ❤️❤️ তোমার অসুস্থতায় আমার মনটা খুব খারাপ ছিলো🥲 মাকে নিয়ে খুব সমস্যায় আছি🥲 দোয়া করিও আপু🤲🤲 অসুস্থতার মাঝে আবার কুকুরে কামড় দিয়েছে 🥲আরো বেশি সমস্যায় আছি🥲 কেক পুডিং মাশাল্লাহ দারুণ লোভনীয় হয়েছে 😋😋👍 তোমাকে না দেখলে মনটা কেমন যেন লাগে❤️❤️ দোয়া রইলো মিষ্টি সোনা লক্ষী আপু ❤️❤️

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      ওয়াআলাইকুম আসসালাম আপু 🤗🤗🤗 আপু আন্টি এখন কেমন আছেন 😔😔

    • @Kitchenanddailyvlogs
      @Kitchenanddailyvlogs 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma মায়ের শরীরের অবস্থা তেমন কোন পরিবর্তন নাই🥲🥲

  • @UmmeHabibawm9
    @UmmeHabibawm9 2 місяці тому +1

    মনটা খুব খারাপ আপু। আম্মুর বাসায় গিয়েছিলাম গত শনিবার আর আজ চলে আসলাম। তো আম্মুর বাসায় যাওয়ার কথা বলেছিলাম তাই আমার হাসবেন্ড আমাকে অনেক কথা শুনায় গালি দেয় বলে তুই কালকেই চলে যাবি তোর জন্য এই বাড়ির দরজা একেবারে বন্ধ আমি যেন না শুনি তুই ওই বাড়ি আছিস। এসব শোনার পর আমি যেতে চায়নি। আমার শাশুড়ী আমাকে আম্মুর কাছে যেতে বলেছিল তাই আমি গিয়েছিলাম। আজ বাসায় আসার পর আমার হাসবেন্ড আমাকে মেসেজ দিয়ে সব কিছুর জন্য সরি বলে। এতো দিন কথা হয়নি আমি কল দিয়েছিলাম কিন্তু সে কল না ধরে আমার সাথে ঝগড়া করে। তো আমি বললাম ঠিক আছে তারপর থেকে ভালোই কথা হচ্ছিল খানিক্ষন বাদে সে আবার পুরনো কথা তুলে ঝামেলা শুরু করে আমি কিছুই বলিনি সে এতো খারাপ খারাপ কথা বলতেছে আমি সহ্য করতে না পেরে তাকে ব্লক দিয়ে দেই। পরে সে নাম্বারে কল দিচ্ছিল আমি তার ব্লক খুলে বলি এসব বাদে যদি তোমার কিছু বলার থাকলে বলো তখন সে আমাকে বলে তুই আমারে ব্লক মারলি কেন এই খান** বাচ্চা। এটা শোনার পর আমি আবার তাকে ব্লক করে দিয়েছি তারপর সে আমার আম্মুর কাছে কল দিছে। আপু তুমি বলো এরকম মানুষের সাথে কিভাবে একটা মানুষ থাকতে পারে? কিভাবে সংসার করবো আমি তার সাথে?

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আসলেই আপু তোমার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন 😔😔😔 তুমি তো অনেকদিন ধরে এই নির্যাতন সহ্য করে আসতেছো 😔😔😔 আমার মনে হয় এখন একটু ভাবনা-চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে ভালো হয়। 😔😔 নয়তো সারাটা জীবন এই যন্ত্রণা তোমার ভোগ করতে হবে। 😔😔😔 তোমার পরিবারের সাথে আলাপ-আলোচনা করে, তোমার নিজের জীবন যেটা করলে ভাল হয় তুমি ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নেবে।💝💝💝 তোমার জন্য তো সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে একটু ভালো রাখেন,তোমার স্বামীর মন টা একটু নরম করে দেন । 💝💝💝💝💝💝 তবে একটা কথা সবসময় বলবো নিজের প্রতি কখনো অবহেলা করবে না। নিজের যত্ন নেবে এবং হাসিখুশি থাকবে। 💝💝💝💝🤗🤗🤗🤗🤗🤗

    • @UmmeHabibawm9
      @UmmeHabibawm9 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma কিভাবে হাসি খুশি থাকবো আপু বলো যদি মন ই না ভালো থাকে। ইচ্ছে করে মরে যেতে কিন্তু চাইলেই তো আর তা সম্ভব না। আল্লাহ ভাগ্যে কি রেখেছেন তিনিই ভালো জানেন। কি করবো আমার যদি ডিভোর্স হয়ে যায় আমার আম্মু অনেক কষ্ট পাবে তাকে সবাই কথা শুনাবে। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@UmmeHabibawm9 আপু 😔😔😔😔😔

  • @FarjanaYasmin-zu9li
    @FarjanaYasmin-zu9li 2 місяці тому +2

    আপু তোমার বাড়ি খুলনা কোথায়। আমিও খুলনাতে থাকি

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      খুলনা রয়েল মোড় থেকে কাছাকাছি 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 💝💝💝

  • @babyakther1197
    @babyakther1197 2 місяці тому

    রোমা আপু কেমন আছে আমি ভালো নাই আমার সন্তানে অনেক জর কাল কোচিং সেন্টার থেকেই এসে একশত পাঁচ ছয় জর তামার নাম নেই আজ ডাক্তার কাচে নিয়ে গেছি অনেক গুলো পরিকা দিল দোয়া করেন আমার সন্তান যেন শুসত হয়❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ আমি চট্টগ্রাম থেকে বলচি আপনারা একজন বক্ত বেবি আক্তার

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      বেবি আপু আমি দুঃখিত বোন কমেন্টটা এত দেরিতে দেখার জন্য 😥😥😥 বাবা সোনাটা এখন কেমন আছে 😔😔 আপু এখন জ্বর হলে সহজে ঠিক হতে চায় না। আমার তো জ্বর ছিল সাত দিন। আজ ১৫ দিন হলো এখনো শরীর ঠিক মতন সুস্থ হয়নি। আমার লক্ষী সোনা আপুটার জন্য অনেকগুলো ভালোবাসা রইলো 💝💝💝💝💝 বাবা সোনাটা এখন কেমন আছে আমাকে জানি আপু 💝💝💝💝

  • @wacheislam
    @wacheislam 2 місяці тому +1

    আপু তুমি অনেক গুনবতী রূপবতী। বয়সে আমি তোমার বড় হলেও আমার মাথায় এত বুদ্ধি নেই সুন্দর করে কথা বলার। আমি শুধু তোমার কথা প্রেমে পড়ে গেলাম।শুধু মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনে আমার খুব বেশি ভালো লাগে।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু সোনা, আমার বিশ্বাস নিঃসন্দেহে আপনার মনটা অনেক বেশি সুন্দর 🤗🤗🤗 সেজন্য আপনি এত সুন্দর করে প্রশংসা করেছেন। তবে আমি কিন্তু অনেকটাই লজ্জাবোধ করছি 🫣🫣 আমার হৃদয় গহীন থেকে অনেকগুলো ভালোবাসা আপু আপনার জন্য 💝💝💝💝💝💝💝💝

    • @khoshikhoshi1193
      @khoshikhoshi1193 2 місяці тому

      আপু মনটা খুবই খারাপ ছিল আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং কি মনটা ভালো হয়ে গেছে ভালো থাকবেন প্রিয় আপু ❤❤

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      @@khoshikhoshi1193 কেন আপু এত মন খারাপ কেন 😔😔😔 দোয়া করি আল্লাহ তোমার মনের সকল পেরেশানি দূর করে দিন, আমিন। 🤲🤲🤲🤲

  • @AmeenaKhatun-j3x
    @AmeenaKhatun-j3x 2 місяці тому

    বাবা মা।ভাই বোন রা অসুস্থ শুনলে এমনিতেই অস্থির হয়ে যায় আপু বলতে হয়না কিছু।এটা তারা পেরেশানি মনে করে না। মা বাবা ভাই বোন এর বিপদে আমি থাকি তারাও আমার বিপদে থাকে এটাই স্বাভাবিক।প্রত্যেক টা মেয়ে কি মা ছাড়া বাচ্চা পালতে পেরেছে?মা হতেও মা কে প্রয়োজন। তাই এটা এভাবে দেখার কিছু নেই আপু।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      জি আপু আপনি ঠিক বলেছেন 🤗🤗🤗 আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। তবে আমি চোখের সামনে এমনও দেখেছি অনেক মায়েদের কারনে ও অনেক মেয়েদের সংসার ভেঙেছে। 😔😔 মা সম্মানের জায়গা মায়ের সাথে কারো তুলনা হয় না। প্রত্যেকটা মায়ের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ওভালোবাসা। 🤗🤗 অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনার জন্য 💝💝💝💝💝💝💝💝

  • @DailyLifeCreation
    @DailyLifeCreation 2 місяці тому

    আপু কোন স্কুলে পড়ে আপনার ছেলে

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      সেন্ট জোসেফ হাই স্কুল খুলনা। 🤗🤗💝💝💝

  • @alishahid6498
    @alishahid6498 2 місяці тому

    আপু আপনাকে কমেন্ট করলে। বা যদি বলি কোথা থেকে কিনেছেন জায়গাটার নাম বলেন। কিন্তু কোন উওর দেন না।আপনি যাদের চেনেন বা কিছু ইউটিউবারদের উওর দেন। উওর দিবে না। আপনার ভিডিও কেন দেখি সময় নষ্ট করে।খুলনা সব জায়গা সব মানুষ চেনেনা।খুলনায় আমার ও বাড়ি কিন্তু কম যাওয়া হয়।১মাস আগে কমেন্ট করেছিলাম
    এ জন্য আর দেয় না। এই কাচের জ্বার গুলো কোথা থেকে নিয়েছেন।

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      আপু এভাবে কেন বলছেন হয়ত মিসটেক হতে পারে। 😔😔 আমি কোন জিনিস কোথা থেকে কিনেছি আমি সব ভিডিওতে সবসময় বলে দেবার চেষ্টা করি কমেন্টেও উত্তর দিয়ে দিই। তারপরও হয়তো আপনারা পুরো ভিডিও দেখেন না সেজন্য এরকম কমেন্ট করেন। আমি জার নিয়ে একটা ভিডিও দিয়েছি সেখানেও অনেকবার বলেছি আমি কোন শপ থেকে কেনাকাটা করি। 💝💝💝 তারপরও যদি আমি মিসটেক করে থাকি আপনার কমেন্ট আমি আন্তরিকভাবে দুঃখিত। 😔😔😔 সরি আপু মাফ কোরবেন। জার নিয়েছি মিয়াকো শোরুম, অথবা জনতা ট্রেড লিংক বললে যে কেউ চিনবে। খুলনা নিউ মার্কেটের অপোজিট সাইডে। অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন 🤗💝💝💝💝💝💝💝

    • @alishahid6498
      @alishahid6498 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma আপু আমি আপনাকে হার্ট করতে চাই নি।আগে অনেক ভিডিওতে কমেন্ট করতাম।যখন যেটা ভালো লাগতো।আপনার ড্রেংসিন টেবিল দেখতে চেয়েছিল। তার পার আর কখনো কমেন্ট করিনি।আপনি কোন উওর দিতেন না।আর কাচের জ্বার সেটা আমি এমনি বলেছি উওর দেন কি না।আপনার ভিডিও দেখতে ভালো লাগে দেখি। খুলনা শহরে কম যাওয়া হয় সব জায়গা চিনি না।এ জন্য জিগাসা করি।কোন জায়গা।আপনার ফার্নিচার দেখতে গেছিলেন তখন বলছি জায়গাটা নাম বলেন। তখনো উওর পাই নি এজন্য আমার রাগ হয়ে ছিলো।মনে কিছু করবেন না।কমেন্টের উওর দিলে ভালো লাগে।❤️❤️

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@alishahid6498 আপু আসলে প্রাইভিসির জন্য অনেক সময় অনেক উত্তর দেয়া হয় না। আবার অনেক সময় আমি অনেক কমেন্ট মিসটেক করি সেটা আমি স্বীকার করছি আপু। 😔😔😔 এখন থেকে চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেবার জন্য 🤗🤗🤗 আশা করছি বোনটাকে ক্ষমা করবেন। 💝💝💝💝 অনেকগুলো ভালোবাসা রইলো প্রিয় আপু আপনার জন্য 💝💝💝💝💝

  • @hafsamoni8116
    @hafsamoni8116 2 місяці тому

    আজকের কন্ঠ টা কেমন জানি লাগছে 😢

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому +1

      সত্যি আপু আপনি অনেক জিনিয়াস 😔😔😔 এতগুলো মানুষের ভিতর কেউই ধরতে পারেনি আপনি ঠিকই ধরে ফেলেছেন। 😔😔 ভয়েস দেবার সময় মনটা ভীষণ খারাপ ছিল। আর শরীরটাও পুরোপুরি সুস্থ হয়নি। অনেকগুলো ভালোবাসা রইলো প্রিয় আপু আপনার জন্য 💝💝💝💝💝💝💝💝

    • @hafsamoni8116
      @hafsamoni8116 2 місяці тому

      @@BangladeshivloggermumRuma ❤️ get well soon🤲

    • @BangladeshivloggermumRuma
      @BangladeshivloggermumRuma  2 місяці тому

      @@hafsamoni8116 love you 💝💝💝

  • @ghjfgh786
    @ghjfgh786 2 місяці тому

    𝙖𝙥𝙥𝙤.𝙗𝙤𝙡𝙤

  • @mdatiq-dq3wf
    @mdatiq-dq3wf 2 місяці тому

    ❤❤❤