১০ হাজার কোটি টাকার বিলাসি টানেল, দিনে লোকসান ২৬ লাখ! | Karnaphuli Tunnel | Mega project | Hasina

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 611

  • @atrahman4213
    @atrahman4213 Місяць тому +235

    টাকা পাচারের রাস্তা তৈরি করতেই এই প্রকল্প

  • @VIPRayhan-u5h
    @VIPRayhan-u5h Місяць тому +384

    সময় টিভি একদিন গলা ফাটিয়ে বলছিল যে উন্নয়ন আর উন্নয়ন
    😢😢
    সেই সময় টিভি এখন বলতেছে সাদা হাতি আহারে এ কেমন রূপ😂😂😂

    • @khanbongo5604
      @khanbongo5604 Місяць тому +29

      যখন যে দল ক্ষমতায় আসবে তার কথাই তো বলবে।

    • @Zia-l5h
      @Zia-l5h Місяць тому +8

      এহন সময় টিভির দোয় 😜

    • @shahin1024
      @shahin1024 Місяць тому

      সময়লীগ সময়ের অপেক্ষায় আছে।

    • @mdbilalhossain2868
      @mdbilalhossain2868 Місяць тому +3

      Right 100%

    • @SafimSowrob
      @SafimSowrob Місяць тому +18

      তেলমারা টেলিভিশন

  • @SalmanAhmed-ds7pw
    @SalmanAhmed-ds7pw Місяць тому +77

    সাড়ে ১০ হাজার কোটি টাকা ভাবা যায় কি পরিমাণ দুর্নীতি

  • @smemon153
    @smemon153 Місяць тому +156

    ভূমি হারা মানুষগুলো আজও তাদের ভূমির মূল্য পায়নি।

    • @anubis333
      @anubis333 29 днів тому +5

      @@smemon153 ভুমি আইনে মামলা করুন।

  • @MainuddinMainu-e1x
    @MainuddinMainu-e1x Місяць тому +143

    এটাকে বলে টাকা না থাকলে হাওলাত করে ঘি কিনে খাওয়া 😂😂😂😂

  • @mdbapparaj1980
    @mdbapparaj1980 Місяць тому +225

    লুটপাট করে খাওয়ার রাস্তা😢😢

    • @Darkgggx
      @Darkgggx Місяць тому +2

      তাও তো রাস্তা হইছে, তোরা করলে শুধু লুটপাট ই করতি। রাস্তা আর হইত নাহ।

    • @mdjulkernaiemprottay2871
      @mdjulkernaiemprottay2871 Місяць тому

      @@Darkgggx toder moto amlig cudte prlei sarthok

    • @dilkah6385
      @dilkah6385 Місяць тому

      মানুষ আর হয়লি না আওয়ামী লীগই রয়ে গেলি।

    • @SajibAhmed-m7q
      @SajibAhmed-m7q Місяць тому +2

      @@Darkgggx🩴🩴

    • @SaddamHossen-yc1in
      @SaddamHossen-yc1in Місяць тому

      ​@@Darkgggxতদের জন্যই দেশের এই করুন অবস্থা

  • @rizviahmed-py4ko
    @rizviahmed-py4ko Місяць тому +41

    এটা সত্য 😢হায়রে আমাদের গরীবের টাকা

  • @Mahbub-b2y
    @Mahbub-b2y Місяць тому +37

    বাংলাদেশের সর্বস্তরে যত জায়গায় টোল আদায় হয় সবগুলো পর্যবেক্ষণ করা হোক। এরকম অনিয়ম অনেক জায়গায় হইতেছে।

  • @ibrahimpatwary6640
    @ibrahimpatwary6640 Місяць тому +28

    জনগণ এমন উন্নয়ন চায় না যে উন্নয়ন দেশের অর্থনীতির ক্ষতির কারণ হবে।

  • @ataurrahman1636
    @ataurrahman1636 Місяць тому +28

    ঠিকইবলেছেন
    গত সপ্তাহে গিয়ে দেখলাম
    নিরব এলাকা

  • @sazzadkabir9119
    @sazzadkabir9119 Місяць тому +11

    আমি ওখানে ১ ঘন্টার মতো ছিলাম খুব কম গাড়ি চলতে দেকেছি, শুধুমাএ প্রাইভেট গাড়ি দেখেছি চলতে। কিন্তু এত্ত টাকা মেইনটেইন ফি কিভাবে হয়।সেটা বুঝতে পারছি না।

  • @MizanurRahman-i8d7u
    @MizanurRahman-i8d7u Місяць тому +18

    আগে কোথায় ছিলেন আপনারা

  • @MdShafiullah-g6s
    @MdShafiullah-g6s 29 днів тому +13

    উন্নয়ন নয় লুটপাট করাই ছিল মূল উদ্দেশ্য সেটা তো সফল হয়েছে

  • @kamalhossain9411
    @kamalhossain9411 Місяць тому +25

    এই টানেল পাটুরিয়া করলে দেশের ও দেশের মানুষের সবার জন্য উপকার হতো,,, এবং লস নয় বরং লাভ হতো।

  • @mdsultanahamed91
    @mdsultanahamed91 Місяць тому +18

    এর জন্য আরেকটি বাইপাস রোড করা দরকার যাতে টানেল দিয়ে বের হয়ে সরাসরি কক্সবাজার হাইওয়ের সাথে সংযোগ করবে

  • @mdmiah4490
    @mdmiah4490 Місяць тому +19

    এই রিপোর্ট কমল দে করলে শুধু উনয়ন আর উনয়ন উনয়ন হত তাই কমল দে কে দিয়ে এই রিপোর্ট করানো হোক

    • @topo2153
      @topo2153 29 днів тому

      এটাই খুজছিলাম। কমল

  • @AnikaTabassum-v3v
    @AnikaTabassum-v3v Місяць тому +53

    উন্নয়ন উন্নয়ন

  • @chowdhuryyeamihaider3348
    @chowdhuryyeamihaider3348 Місяць тому +11

    সে এত বেশী হাঁসছে যে তার সকল কান্না দেশবাসীকে দিয়ে বিদেশ চলে গেছে।

  • @MdMoyen-g5c
    @MdMoyen-g5c Місяць тому +9

    সফলতার ভার সবাই নিতে চাই, কিন্তু ব্যর্থতার ভার কেউ নেয় না,,

    • @mezbarahman9732
      @mezbarahman9732 28 днів тому

      কেনো ঋণ তো জনগণই পরিশোধ করছে নাকি হাসিনা ও তার স্বামী নরেন্দ্র মোদী করছে ?

  • @masudulhoque5534
    @masudulhoque5534 28 днів тому +2

    এই প্রকল্প করতে কতো হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করেছে, এটা দেখ ভাল করতে কতো শত কর্মচারী চাকরি করছে, তাদের জীবন জীবিকা নির্বাহ করছে

  • @md.alamgir9469
    @md.alamgir9469 29 днів тому +2

    "বিলাসি টানেল " বলে বিষয়টি হালকা কইরেন না। এ সমস্ত উন্নয়ন প্রকল্পের মাধ্যমেই দেশে লুটপাট করা হয়েছে। এই রকম আরো যা আছে, আমলে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, কঠিন শাস্তির আওতায় আনতে হবে যাতে এরকমটা করার সাহস বা সুযাগ কেউ না পায়।

  • @md.nasiruddin9223
    @md.nasiruddin9223 Місяць тому +28

    বাইক চলাচল অনুমতি দেয়ার জন্য জোর দাবি জানাই

  • @minuddinsumon8934
    @minuddinsumon8934 28 днів тому +2

    প্রতিদিন যে 37 লাখ টাকা খরচ হচ্ছে । এই ট্যানেল তেল গ্যাস দিয়ে চালাতে হয় নাকি ?

    • @mezbarahman9732
      @mezbarahman9732 28 днів тому

      টানেলে বিদ্যুৎ খরচ অনেক। ভিতরে অক্সিজেন পুশ করতে হয় যেটা ব্যায়বহুল, না জেনে কথা বলা ঠিক না।

  • @ABULKALAM-db5xm
    @ABULKALAM-db5xm Місяць тому +10

    কে যেনো বলে তাদের মা ফিরে আসবে?

  • @SohelRana-nk4eg
    @SohelRana-nk4eg Місяць тому +10

    Aha somoy channel er somoy😎

  • @MdAmir-bj3kd
    @MdAmir-bj3kd Місяць тому +14

    বর্তমান পরিস্থিতিতে টানেল বন্ধ করে রাখা হোক এবং ঋণ পরিশোধের পরে পুনরায় চালু করা হোক

    • @masudulhoque5534
      @masudulhoque5534 29 днів тому +1

      দেখবেন, তা করবে না, কারণ লাভ হয়

    • @syedistiake3529
      @syedistiake3529 28 днів тому

      Bondho kore rakhle taka shod dibe k?

  • @mdopu871
    @mdopu871 28 днів тому

    সময় টিভি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আবার তোরা মানুষ হ।

  • @JibonIslam-c9s
    @JibonIslam-c9s Місяць тому +8

    তখন তো আওয়ামী লীগের চামচামি করে পায়ের তালু পরিস্কার করে রাখতেন। 😂😂
    তখন উন্নয়নের বন্যার গান শোনাতেন...😂

  • @MMk-u3t
    @MMk-u3t 28 днів тому

    সেলুট জানাই স্যার সঠিক কথা বলছেন ধন্যবাদ জানাই স্যার

  • @rakib2077
    @rakib2077 28 днів тому

    এটা আমি বানানোর আগেই বলেছিলাম এটা তৈরিতে আমাদের তেমন কোন লাভ নাই, আবেগ দিয়ে বাপের নাম দিয়ে ট্যানেল তৈরি করতে হবে এটাই ছিলো তার বড় উদ্দেশ্য। হাজার কোটি আত্মসাৎ করার জন্য

  • @MdhabiburrahmanMolla
    @MdhabiburrahmanMolla 27 днів тому

    একজনের পরিকল্পনা অন্য জনের মাথায় গেলে তাঠিক সেই ভাবে ফল আসে না।তা ছাড়া বিদেশিদের সাথে সে ভাব মুর্তি ও নেই।

  • @mdmanik8298
    @mdmanik8298 Місяць тому +6

    টানেলের কারনে জ্যাম অনেক কমে গিয়েছে

    • @mezbarahman9732
      @mezbarahman9732 28 днів тому

      ৩৭ লাখ টাকা তু্ই দে। এতো যখন উপকার পাস।

  • @MdLuckman-g5h
    @MdLuckman-g5h 29 днів тому +4

    এটি দেশের সম্পদ এর সুফল এখন না পাওয়া গেলেও পরে পাওয়া যাবে

  • @shahzadasz8825
    @shahzadasz8825 28 днів тому +1

    *তলানি দিয়ে যাচ্ছে এখন দেশের জনগনের এই উন্নয়ন‼️🫵🤬*

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 29 днів тому +1

    আর কিছুদিন থাকলে ঢাকা থেকে সরাসরি মঙ্গল গ্রহে যাওয়ার সিড়ি তৈরি করতো⁉️

  • @Columnist-w6e
    @Columnist-w6e Місяць тому

    পরিকল্পনা ছাড়া কাজ করার ফল এটাই হওয়ার কথা। May Allah helps and protect us from act of these inefficient rulers.

  • @axtionClips
    @axtionClips 29 днів тому +6

    এই হচ্ছে আমাদের দেশের সাংঘাতিকদের জ্ঞান, এই ট্যানেল না থাকলে বা না দেখলে বিদেশীদের বিনিয়োগ আসবে না আর আনোয়ারার শিল্প নগরী সহ কর্নফুলীর ওপারের জীবন মান উন্নয়ন হবে সুতরাং এর সুফল পেতে সময় লাগবে😊

    • @mezbarahman9732
      @mezbarahman9732 28 днів тому

      সুফল কবে পাবে সবাই মরলে ? একেতো ঋণের টাকা পরিশোধ তারউপরে প্রতিদিন ২৭ লাখ টাকা লস সেইটা কে দেবে হাসিনার স্বামী নরেন্দ্র মোদী ?

    • @mahmudhasan4643
      @mahmudhasan4643 27 днів тому

      আহারে আফসোস লীগ 😅

    • @axtionClips
      @axtionClips 27 днів тому

      @@mahmudhasan4643 সেই ফ্যাসিবাদীর আচরণ দিয়ে দিলেন ট্যাগ, বাক স্বাধীনতার জন্য হাজারো প্রান গেল এখনো মত স্বাধীনতা নেই?

  • @shahalam2300
    @shahalam2300 Місяць тому +1

    কেউ হয়তো মনে করবেন,
    আমি কাডালীর সমর্থক ,
    মোটেও তা না ।
    আমি আমলিকের ঘোর বিরোধি ।
    তারপরও জানতে চাই ,
    এতো খরচের জায়গাটা কোথায় সেটাও একটা ভাবনার বিষয় ।
    প্রত্যেক দিনে খরচ ছাব্বিশ লক্ষ টাকা ।
    আশা করি বিস্তারিত জানাবেন।

  • @AbdulHakim-io2dq
    @AbdulHakim-io2dq Місяць тому +1

    খরচ এত বেশি কেন? খরচ কমাতে হবে।

  • @ishaqrodifa8472
    @ishaqrodifa8472 29 днів тому +2

    আমরা আর কোন অবকাঠামো চাই নাl দেশের জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোকl

  • @sofirahmed9664
    @sofirahmed9664 Місяць тому +4

    গাছ বাড়িয়া রাস্তা ফোর লাইন করে দেন কক্সবাজার যাবে সুজা

  • @RiponAhmed-i2y
    @RiponAhmed-i2y Місяць тому +2

    এই টানেলটি না করে যদি কালুরঘাট সেতুটি করতো তাহলে আরো বেশি লাভ হত।

  • @MdBelal-p6t
    @MdBelal-p6t Місяць тому +4

    বস এটা লুটপাটের একটা নতুন রাস্তা

  • @withnewaz
    @withnewaz 29 днів тому +2

    এখন তো আর টাকা প্রাচার হয় না। রোধ কৃত প্রাচারের টাকা দিয়ে সব ৠন পরিশোধ করে দেওয়া হোক॥

  • @md.sahadothossain6001
    @md.sahadothossain6001 29 днів тому +1

    উন্নয়ন।
    এমন উন্নয়ন হয়েছে ইটনা মিটামইনে।

    • @begumshahnaz3538
      @begumshahnaz3538 29 днів тому

      খরচ কনাতে হবে। কিভাবে খরচ কমানো যায় তার পথ বের করতে হবে।লাভ হবে ইনশাআল্লাহ

  • @upanandaghosh586
    @upanandaghosh586 Місяць тому

    এখন হয়তো লস হচ্চে কিন্তু ভবিষ্যতে এই ট্যানেল লাভ এর মুখ দেখবে, আর একটা কথা এটা দেশের জনগণ ব্যবহার করে অন্য কেউ তো না,

  • @famousartandhandwriting6789
    @famousartandhandwriting6789 Місяць тому +10

    হায়রে উন্নয়ন,,,,

  • @NazrulIslam-ji3xd
    @NazrulIslam-ji3xd Місяць тому

    দৈনিক এত খরচ হয় কি ভাবে? বিস্তারিত জানাবেন।

  • @চুপথাকা
    @চুপথাকা Місяць тому +6

    সবাই যদি সব কিছু বুঝতো তাহলে তো হতোই সবাই সব কিছু চালাতে পারে না

  • @mstrony8294
    @mstrony8294 Місяць тому +5

    আহারে উন্নয়ন উন্নয়ন 😂😂😂😂 আপা করেছে

  • @Nijamhdmedia1
    @Nijamhdmedia1 Місяць тому +1

    দক্ষিণ চট্টগ্রামে এত কার নাই, তাই আইন কড়া করে সব ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া উচিৎ, অন্তত লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া যাবে

  • @abdullahshuvo4484
    @abdullahshuvo4484 Місяць тому +1

    মাতারবাড়ি স্থল বন্দরের কাজ শেষ হলে সুফল পাওয়া যাবে হয়তো...

  • @mdabubakarsiddique3108
    @mdabubakarsiddique3108 29 днів тому +1

    টানেল এখন বাংলাদেশের গলার কাঁটা।

  • @Abusayed-uo8ko
    @Abusayed-uo8ko Місяць тому +11

    হেটেপার হওয়া বাবদ ১০ টাকা নিলে টাকা উঠে যেতো😂😂

  • @amjadhosainnahid8310
    @amjadhosainnahid8310 Місяць тому +2

    আমাদের উন্নয়নের প্রতীক

  • @AhsanHabib-fb2zs
    @AhsanHabib-fb2zs 28 днів тому

    রক্ষণাবেক্ষণ খরচ ৩৭.৫০ লক্ষ টাকা
    টোল আদায় হয় ১০.৩৯ লক্ষ টাকা
    মোট লচের পরিমাণ ২৭.১১ লক্ষ টাকা
    প্রতিদিন বাংলাদেশের টার্নেলের পিছনে লচ দারায় ২৭.১১ সাতাইশ লক্ষ ১১ হাজার টাকা। আয় তো দেরের কথা।
    উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন।

  • @Fahimkhanwtc5980
    @Fahimkhanwtc5980 27 днів тому

    উন্নয়ন উন্নয়ন

  • @amalchakraborty212
    @amalchakraborty212 24 дні тому

    মেট্রোরেল এবং পদ্মাসেতুতে কেমন লোকসান হচ্ছে?

  • @lutfunnesaahmed
    @lutfunnesaahmed 29 днів тому +1

    তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে এদের আইনের আওতায় আনা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়া দরকার ।

  • @Mdrobiulislam-dp6fd
    @Mdrobiulislam-dp6fd Місяць тому +1

    খুব ভালো সিদ্ধান্ত।
    নোটের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক।

  • @User.RD67
    @User.RD67 Місяць тому +1

    ছোট গাড়ির অনুমতি দেয়া হোক।
    বাস সিন্ডিকেট ভেঙে দেয়া হোক

  • @abusiddiquem4844
    @abusiddiquem4844 27 днів тому

    এইসব প্রজেক্ট পূর্বেই প্লানিং করে নির্মাণ করা হয়েছে। কিন্তু নতুন সরকারের উপদেষ্টাগণ সেই প্লাণকে বাস্তবায়ন করতে ব্যার্থ হবে ভয়ে বাতিল করছে।

  • @mohammadali-cf1nk
    @mohammadali-cf1nk Місяць тому

    এই টানেল শুধু উন্নয়নের জন্যই নয় এটা নিজের পকেট ভারী করার জন্য করা হয়েছে এই 10000 কোটি থেকে দেখেন 3000 কোটি টাকা নিজের পকেটে ভরা হয়েছে আমার ধারণা যার খেসারত এখন জনগণের দিতে হবে

  • @alrafiah1038
    @alrafiah1038 29 днів тому +1

    আসসালামু আলাইকুম জয় বাংলা

  • @sohailsajid8408
    @sohailsajid8408 Місяць тому +10

    এত সুন্দর কাজ কে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য সবার কাজ উচিত অথচ ভালো কাজের বিরোধিতা করছে সবাই ।

    • @giftgamer8715
      @giftgamer8715 Місяць тому +1

      Vodai koi ki😊

    • @NazrulIslam-ji3xd
      @NazrulIslam-ji3xd Місяць тому

      কিসের সুন্দর কাজ? চুরি করার সুন্দর কাজ? সামর্থ্য অনুযায়ী ব্যয় করাটা সুন্দর কাজ। ঋণ করে দেখানোর মধ্যে সৌন্দর্য নাই।

  • @mdyeasin6797
    @mdyeasin6797 28 днів тому

    This is the sustainable development which is project of tourism.. Mis journalist you couldn’t realised this terminology...

  • @abosaddam9275
    @abosaddam9275 28 днів тому

    আলহামদুলিল্লাহ
    স্বৈরাচারী সরকার থেকে আল্লাহ মুক্ত করেছেন আমিন

  • @AsifulIslam-z3z
    @AsifulIslam-z3z Місяць тому +6

    আহ আপসোস

  • @TaibaTaifa
    @TaibaTaifa Місяць тому +5

    উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন জোরে বলো উন্নয়ন আরো বলো উন্নয়ন বলোরে বলো উন্নয়ন 😢😂😂

  • @MdAzad-jr5rv
    @MdAzad-jr5rv 27 днів тому

    এক একজন ব্যক্তির প্ল্যানিং এক এক রকম যার প্ল্যানিং মতে তাই কাজ করেছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লানিং ছিল অন্যটা যদি শিল্প নগর এবং শিল্পের কাজ করা হয় তাহলে এই চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা সফল হতে পারে

  • @hasanalam9884
    @hasanalam9884 Місяць тому

    Alhamdulillah ekjon amader media is free

  • @Md.ForhadulIslam-p6y
    @Md.ForhadulIslam-p6y 28 днів тому

    এইটা মনে হয় শুধু ১০ বছর চলবে এর পর কিস্তি শেষে যে এটার আয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যাবে সেটা কি ভেবে দেখেছেন??

  • @AmirulIslam-q4f
    @AmirulIslam-q4f 28 днів тому

    পদতা সেতু নিয়ে কবে জানি কি শুরু হবে

  • @allVideopost72
    @allVideopost72 Місяць тому +6

    হাটতে না জানলে উঠান বাকা, ম্যানেজমেন্ট ভালো তার ফসল ভালো, ধন্যবাদ

    • @ibneomarfarukfaruk955
      @ibneomarfarukfaruk955 29 днів тому

      তুমি এসে ম্যানেজমেন্ট কর,

  • @sabbirahamed3965
    @sabbirahamed3965 Місяць тому +2

    কমল দে , সময় সংবাদ, চট্টগ্রাম কই 😂😂😂

  • @MdSagor-nl2ik
    @MdSagor-nl2ik 27 днів тому

    এতো দিন কোথায় ছিলা তোমরা

  • @ziaurrahman9733
    @ziaurrahman9733 28 днів тому

    ১০০ % সত্যি কথা বলেছেন।

  • @SuvashChandraRoy-my7rp
    @SuvashChandraRoy-my7rp Місяць тому +1

    Vi ami boli ja sob lava lav na ar sob loksan a loksan na.ok now this project less profit but one time it will be profitable. this tunnet is best for South Asis.

  • @BAhmed-g6d
    @BAhmed-g6d Місяць тому

    টানেল টা কোথায় হলে ভাল হতো এটা গবেষণা করে করতো কিন্তু এখানে হইছে খাওয়ার জন্য।
    পাটুরিয়া ঘাটে হলে লাভজনক হতো।

  • @RakibAhmed-h1s
    @RakibAhmed-h1s 27 днів тому

    টানেলের টোল কমিয়ে আপাতত গাড়ির পরিমান বাড়ানো সম্ভব।

  • @RedmiIndia-y3k
    @RedmiIndia-y3k 28 днів тому

    Maintenance 😊Cost is three yimes higher than the actual need m

  • @tuhinarnold3505
    @tuhinarnold3505 29 днів тому

    এই চ্যানেল আগে উন্নয়নের স্থুতিগাইত আর এখন কি বলছে এগুলা।

  • @mejubegum3237
    @mejubegum3237 27 днів тому

    3:23 এটাই আসল কথা

  • @chowdhuryyeamihaider3348
    @chowdhuryyeamihaider3348 Місяць тому

    এটিকে মার্কেট বানালে অনেক সেলামী পাওয়া যাবে, অন্তত নিয়মিত লস দিতে হবে না

  • @happybala9779
    @happybala9779 Місяць тому +7

    এটা তো একদিনের জন্য তৈরি হয়নি বা কয়েক বছরের জন্য ওহ না,এটা সারা জীবনের পথ সুগমের জন্য হয়েছে, তিনি এত টুকু করেছেন, বাকি কাজ আপনারা করেন, একটু কাজ আগে থেকে করা না থাকলে তার বিকল্প পথ ওহ বের হয় না,

    • @YtPersonal-p1k
      @YtPersonal-p1k Місяць тому

      Ohh😂😂
      Sesh somoy toh kono desh rin dite chay nai .
      2x sudh ay rin niye eita korceh .
      Ei rin sudh korte gele jonogon k Je koto korte hbe tar kono idea chilo naki seikh hasinar??
      Ekhon ei sorkar er somoy khabar er dam bere geceh bole age vlo chilam othoco ei bigoto sorkar billion billion rin niye rakhceh😂😂
      Oitar kono dosh apnara dekhen na .
      Ar ki bolbo .

  • @tutulsarkar7844
    @tutulsarkar7844 28 днів тому

    কুমিল্লা চট্রগ্রাম করিডোর বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী কোন করিডোর ব্যাবহার করবে উত্তর দে সময় টিভি

  • @MdRipon-m4j
    @MdRipon-m4j 28 днів тому

    লস আর লাভ দুটা একই বাংলাদেশ বলে কথা

  • @MsMizan1
    @MsMizan1 28 днів тому

    পর্যটন কেন্দ্র বন্ধ থাকলে গাড়ি চলবে কী করে ?
    কিন্তু এটি সফল হবে কোন এক সময়

  • @sahasan7224
    @sahasan7224 28 днів тому

    এতো দিন নিউজ করেন নি,কেনো? নাকি হিসাব মিলাতে দেরি হইছি

  • @MunaP-o7x
    @MunaP-o7x 29 днів тому +1

    উন্নয়নের নামে বলি দেওয়া হয় সবসময় জনগণের টাকা

  • @RuhulAmin-r5x9s
    @RuhulAmin-r5x9s Місяць тому +1

    পুরো পুরি সালু হয়ে নাই সব ঠিক হয়ে জাবে😢😢❤❤

  • @MDIsmail-dz2pg
    @MDIsmail-dz2pg 28 днів тому

    এত টাকা মাসিক খরচ কিভাবে তার হিসাব বলেন ।

  • @MdIsmael-jv9ly
    @MdIsmael-jv9ly 29 днів тому

    যার যেরকম মাথা, তার সেই রকম ব্যথা এরকম উন্নয়ন আপনাদের মাথায় ধরবে না
    এইজন্য বলেন উন্নয়ন ক্ষতির কারণ

  • @md.alamgir9469
    @md.alamgir9469 28 днів тому

    নির্মাণ-পূর্ব জরীপকারি সংস্থাকে আইনের আওতায় এনে জরিমানা করা হোক।

  • @ShirinaAkter-s8e
    @ShirinaAkter-s8e 27 днів тому

    2 ti TV ek sathe eki report korlen karon ki ? Jodi beay besi hoeye thake tahole apatoto bondo rakhen.Jokhon 20 hajar gari chalbe tokhon abar khule diben.

  • @MdHanif-z3h1w
    @MdHanif-z3h1w Місяць тому

    এটা আমাদের জন্য এখন ভাশ হয়ে পিরে এসেছে

  • @abaydurrahman436
    @abaydurrahman436 Місяць тому

    টোল এর ফী কমান। গাড়ি এদিকে আসবে এবং অন্য রাস্তাগুলা কানেক্টেট করেন, লাভ হবে।

  • @Solaafg
    @Solaafg 28 днів тому

    এটা চাপাবাজি হয়ে গেল। যে কোন হিসাবে দিনে ২৬ লাখ চাইলেও খরচ করা যাবে না।
    আর যদি আসলেই হয় তাহলে তদন্ত করেন নিশ্চয়ই কেহ ফ্রি খাচ্ছে। জেনুইন খরচ তো হইতেই পারে না।

  • @manikmanik7856
    @manikmanik7856 Місяць тому

    চাষার বড় আশা

  • @faizulislam2765
    @faizulislam2765 Місяць тому

    এটা এখন পার্ক তৈইরি করা হোক তাহলে যদি কিছুটা লোখসান থেকে বাচা যাই