AKHIL BANDHU GHOSH BENGALI SONGS - অখিল বন্ধু ঘোষ বাংলা গান

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 237

  • @sukamalsaha7564
    @sukamalsaha7564 Рік тому +17

    অনেক বুড়ো বয়সে এসে ওনার গান শুনলাম, আমাদের গুরুজনদের মুখে ওনার অনেক মুগ্ধতা লক্ষ করেছি, তবে টনক নড়লো অনেক পরে।

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 роки тому +30

    অসংখ্য ধন্যবাদ পুরনো গানের শিল্পীদের সামনে আনার জন্য।

  • @subhasbanerjee4318
    @subhasbanerjee4318 2 роки тому +35

    এইসব গান কখনও পুরানো হবে না। যতবার শুনব ততবারই মনে হয় আবারও শুনি। এরকম গানের কথা ও সুর আর হবেনা।

  • @mozammelhussain1316
    @mozammelhussain1316 Рік тому +29

    এ সকল গান গত প্রায় পাঁচ দশক ধরে শুনে আসছি।
    তখন শুনেছি রেডিওতে। 'মনের মতো গান' অনুরোধের আসরে।
    আজও পুরনো মনে হয়না।

    • @asitavasarkar6451
      @asitavasarkar6451 Рік тому +2

      মা বাবা কি কখনও পুরনো হয় !!!!!!!!!!!!?
      তাঁদেরকে কি কখনো ভোলা যায় !!!!!!!!!!!!!!!!!!!?

  • @parimaldas3514
    @parimaldas3514 2 роки тому +25

    Great 👍 অক্ষিল বন্ধু একজন ই ছিলেন আর হবেন না কেউ। আমারা পঃবঙ্গের মানুষ সব ই হারিয়ে ফেলেছি কালের কন্ঠ আজ অপ সংস্কৃতির জোয়ার এ আজ পঃবঙ্গ সবেই পিছন এ হাটছি রাজনৈতিক অপশাসন এ আমাদের দুর্ভাগ্য। 🥵

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 Місяць тому +4

    সোনালী দিনের এই সব গান শুনে আমি বড় হয়েছি। তাই বর্তমান প্রজন্মের গীতিকার সুরকার ও শিল্পীদের গান ভালো লাগে না।❤❤

  • @tapatimukherjee9388
    @tapatimukherjee9388 2 роки тому +14

    ওহঃ কি গান । ভীষণ ভীষণ সুন্দর।

  • @samikacharyya8748
    @samikacharyya8748 Рік тому +16

    ছোটবেলা থেকে শুনছি। তখন গাইতাম ... ও আমায় গুণ করেছে, যোগ করেছে, ভাগ করেছে... আজ এই গান শুনতে শুনতে মনটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে।

    • @kumareshdey4540
      @kumareshdey4540 Рік тому +1

      খুব ছোটবেলা থেকে ওনার গানগুলি শুনঙছি।আমার খুব ভাল লাগে।

    • @SomaChakraborty-ls5hj
      @SomaChakraborty-ls5hj 11 місяців тому

      ​❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathindrasekharchatterjee3654
    @rathindrasekharchatterjee3654 Рік тому +8

    রসগোল্লা সৃষ্টি হয় স্বাদে অতুলনীয় মিষ্টি ..... আজও সেই মিষ্টি স্বাদের রসগোল্লা পাওয়া যাবে ... অতএব এই সব গান ......? ?

  • @DipaliDhara-w1g
    @DipaliDhara-w1g 3 місяці тому +2

    আমি প্রত্যেক রাতে কানে হেড ফোন দিয়ে শিল্পী অখিল বন্ধু ঘোষ এর গান না শুনলে আমি তৃপ্ত হতে পারি না। এই শিল্পীই আমার ভগবান। শিল্পীর গানের সঙ্গে যিনি গীতিকার ,সুরকার,তবলা বাদক ইত্যাদি,ইত্যাদি এনাদের কেউ আজ আমাদের মধ্যে আর নেই। এখনও আমাকে ভীষণ ভাবে ভাবায় যে কী এমন জাদু কী এমন মধু দিয়ে গানগুলি সৃষ্টি করে গেছেন যা এ প্রজন্মের শিল্পীরা আঁকড়ে ধরছে।তবে এটাও ঠিক যে এখনকার বেশ কিছু নতুন শিল্পী ,শিল্পী অখিল বন্ধু ঘোষ এর গান গুলি খুব ভালো গাইছেন।

  • @bkghosh
    @bkghosh Рік тому +19

    এত শুধু গান নয়,আরও অনেক বেশি কিছু ,যা হৃদয়ে দাগ কেটে যায়। বরণীয় শিল্পীর কালজয়ী সৃষ্টি।

    • @asitavasarkar6451
      @asitavasarkar6451 Рік тому

      এ GUN নয়
      এ হলো সঙ্গীত
      সম্যকরুপে যে গীত পরিবেশিত হয় !!!!!!!!!!!!!!!?

    • @swapansarkar4380
      @swapansarkar4380 Рік тому

      ​@@asitavasarkar6451 1

  • @khetrahalder2497
    @khetrahalder2497 3 місяці тому +4

    যিনি এই শিল্পীর গাওয়া মূল্যবান গান গুলি আপলোড করেছেন তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। আপনার পরিচয়টা জানতে পারলে খুশি হতাম।
    ইন্টারনেটের যুগে নতুন প্রজন্ম এই গান গুলির সাথে পরিচিত হোক এবং গানগুলি সমাদৃত হোক এই আশা রাখি।
    মরমী শিল্পী অখিল বন্ধু ঘোষের আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি।। ২৬/০৭/২০২৪
    🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @bipashadey1896
    @bipashadey1896 Рік тому +6

    অতুলনীয় সুর বাহার ।🙏🏻🙏🏻🙏🏻

  • @uttammukherjee5739
    @uttammukherjee5739 2 роки тому +24

    "ও দয়াল বিচার কর" একটি অত্যন্ত জনপ্রিয় গান। এ গান কখনও পুরনো হবে না।

  • @safatsdiary8520
    @safatsdiary8520 2 роки тому +11

    বাংলা গানের কিংবদন্তি। শ্রদ্ধা 🙏

  • @asokdas8909
    @asokdas8909 Рік тому +5

    অপূর্ব।
    ছয়ের দশক,বাল্যকাল থেকেই শুনে আসছি এই গানটি ও অন্যান্য গানগুলি। এখনও শুনছি।

  • @quamrulsiddiqui4225
    @quamrulsiddiqui4225 Рік тому +11

    Most underrated singer in the history of Bengali songs.

  • @sujiteshbasu4769
    @sujiteshbasu4769 3 роки тому +13

    গান গুলো কোনদিন পুরানো হবে না।যত শুনি আরও শুনতে ইচ্ছা করে।

    • @sumitapatra4372
      @sumitapatra4372 Рік тому

      অসম্ভব সুন্দর গান এবং গায়কী, কিন্তু ওনার সঠিক মূল্যায়ন হয়নি, তার জন্য খুব খারাপ লাগে।

    • @tapandey7135
      @tapandey7135 Рік тому

      অদ্বিতীয় অনন্য অনবদ্য ও মরুভূমির কঠিন বালুকাচরে তৃষনা নিবারনের জলের মত ই বন্ধু আপনি 🙏🏼

  • @saraswatikashyapi451
    @saraswatikashyapi451 Рік тому +12

    এসব গান শুনলে মন প্রাণ ভরে যায়।
    কখনও পুরনো হবে না , চিরদিনের গান। 🙏🙏

  • @মাহমুদহায়াত
    @মাহমুদহায়াত 2 роки тому +13

    অসাধারণ একজন শিল্পি।

  • @manas9974
    @manas9974 3 роки тому +51

    অখিল বন্ধু ঘোষ যে মানের শিল্পী তাঁর স্থান শিল্পী সারিতে প্রথম দিকে থাকা উচিৎ ছিল।

    • @mrinaldey7968
      @mrinaldey7968 2 роки тому +1

      রেজওয়ান হক
      আপনি যে গানের একজন সমঝদার তা আপনার মন্তব্যে স্পষ্ট। আমি ও আপনার সাথে সহমত পোষন করি -অখিল বন্ধুঘোষ মহাশয়ের শৈল্পিক আসন আরও উঁচুতে থাকা উচিৎ ছিল। আর এমনটি হলে আরও অনেক সৃষ্টি তার নিকট থেকে আমরা পেতাম।

    • @dipanpaul3669
      @dipanpaul3669 Рік тому

      অবশ্যই, আপনি ঠিক বলেছেন। 👍

    • @debjitdas2389
      @debjitdas2389 Рік тому +1

      যতটুকু জানি অখিল বন্ধু ঘোষ তখনকার সময়ের বাংলাদেশের অন্যতম শ্রদ্ধার ও জনপ্রিয় শিল্পী ছিলেন বলে পড়েছি । তার উত্তরসূরী ছিলেন হেমন্ত , শ‍্যামল,মান্না । আমার জানা ভুল হতে পারে । খুব ছোটতে মা হাত ধরে গিয়ে ওনাকে দেখেছি । শতকোটি 🙏🙏🙏

    • @mrinalkundu5678
      @mrinalkundu5678 Рік тому

      তিনি আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে স্হান পেয়েছেন। 🙏

    • @asitavasarkar6451
      @asitavasarkar6451 Рік тому

      প্রথম মানে !!!!!!!!!!!?
      তিনি এমনই একজন শিল্পী যিনি
      প্রথমেও থাকেন আবার শেষের জনের সঙ্গেও থাকেন
      তিনি Versatile !!!!!!!!!!

  • @noormahammad3180
    @noormahammad3180 3 роки тому +11

    অসাধারন গান।

  • @manabendrapramanik2987
    @manabendrapramanik2987 3 роки тому +3

    Pleasant ! চমৎকার ! যেমন গান তেমনি বাজনা ! এরকম আরেকজনের কথা মনে পড়ছে , অপরেশ লাহিড়ী ৷

  • @swapandey1829
    @swapandey1829 Рік тому +3

    খুব উচ্চ মানের শিল্পী। আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @TCGhosh
    @TCGhosh Рік тому +5

    আমার ছোটবেলার অমূল্য সৃষ্টি এই গান গুলো। অনন্য ।

  • @dipanpaul3669
    @dipanpaul3669 Рік тому +24

    অসাধারণ!!! যেমন কথা, তেমনই সুর, আর ঠিক তেমনই শিল্পী।। এমন কথা, সুর আর শিল্পী এখন আর পাওয়া যাবে না।

  • @debasishbasak5548
    @debasishbasak5548 Рік тому +7

    এতো ভালো লাগে গানগুলো যে কি বলবো.....♥️♥️

  • @arijitmanna5967
    @arijitmanna5967 Рік тому +3

    শুধু গান নয়, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই গানগুলির সাথে।

  • @manajitmajumder7092
    @manajitmajumder7092 Рік тому +2

    Evergreen Bangla songs sung by the legendary vocalist late Akhilbandhu Ghosh - unparalleled

  • @haimantibanerjee2370
    @haimantibanerjee2370 3 місяці тому +1

    কোনো ভাষা নেই মন্তব্য ন্য় ,শুধু শুনে যাও।

  • @tapatichakraborty9971
    @tapatichakraborty9971 Рік тому +3

    আমার প্রিয় শিল্পী অসাধারণ বারবার শুনতে ইচ্ছা করে

    • @tapandatta521
      @tapandatta521 Рік тому

      অসাধারণ অসাধারণ মনকে বড়ো ভাবিয়ে তোলে.....

  • @aniruddhachakrabarti6497
    @aniruddhachakrabarti6497 Рік тому +2

    Priceless collection of songs ..by one of the most talented singer of Bengal....

  • @sankarchattopadhyay418
    @sankarchattopadhyay418 Рік тому +6

    হাজার বার শুনলেও পুরান হবেনা !!!!!!!!!!!!!!!!!!

  • @asokdas8909
    @asokdas8909 Рік тому +2

    অপূর্ব গেয়েছেন।
    যন্ত্র শিল্পী বাঁশিও খুব সুন্দর বাজিয়েছেন। এঁদের কথা আর কজন বলেন। শিল্পীর নাম জানালে খুশি হতাম।

    • @ramin39
      @ramin39 Рік тому

      অখিলবন্ধু ঘোষ

  • @srikrishnabera6740
    @srikrishnabera6740 Рік тому +1

    Darun darun apurbo 💐🙏💐💐🙏💐💐

  • @anangamohanbhattacharyya3260
    @anangamohanbhattacharyya3260 2 роки тому +4

    অখিল বন্ধুর জায়গা হল প্রথম শ্রেণীর প্রথম তিন জনের মধ্যেই । ইচ্ছা করেই যথাযথ মূল্যায়ন করা হয় নি । কিন্ত এই উচ্চ পর্যায়ের শিল্পী কে এই ভাবে আটকানো সম্ভব?

  • @somnathnandy1449
    @somnathnandy1449 Рік тому +2

    এরকম অমৃতকণ্ঠ শিল্পী তাঁর জীবদ্দশায় প্রাপ্য সম্মান পাননি। কাল জয়ী কণ্ঠ। অর্ধশতাব্দী অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গানগুলো এখনো পুরনো হয়নি।

  • @jagabandhughorai9186
    @jagabandhughorai9186 Місяць тому +1

    Very very nice songs .Old is gold

  • @moniruzzamandipu7129
    @moniruzzamandipu7129 3 місяці тому

    যেনো কিছু মনে করো না, না হয় মন দিতে পারো না উফ কি সাবলীল লিরিকঃ কি অদ্ভুত সুর আর কি মিষ্টি গায়কী সব মিলিয়ে সোনায় সোহাগা🌼

  • @bikashchandrasen1512
    @bikashchandrasen1512 Рік тому +2

    ছোটবেলায় এনার গান রেডিওতে মুগ্ধ হয়ে শুনতাম। ভাবতাম এমন গান যদি আমি গাইতে পারতাম কিন্তু ওনার মতো হুবহু গান গাইতে পারলাম না ।

  • @abhijitbairagi6380
    @abhijitbairagi6380 10 місяців тому +1

    তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা,

  • @kalyandas354
    @kalyandas354 Рік тому +2

    অসাধারণ গায়ক কণ্ঠ চিরদিন অমর হয়ে থাকবে উনার গাওয়া এই গানগুলো

  • @dwarakanathbanerjee9711
    @dwarakanathbanerjee9711 Рік тому +1

    Aha ki gayoki asadharon. Pronam Akhilbandhu Ghosh.

  • @nabaghosh2720
    @nabaghosh2720 2 роки тому +1

    পুরনো দিনের কিংবদন্তি গায়ক দের মধ্যে ইনি
    প্রথম সারিতে স্থান পাইনি এনার প্রতি অবিচার হয়েছে।

  • @mdsazzadhossain2113
    @mdsazzadhossain2113 Рік тому +1

    অসাধারণ

  • @khagendranathmondal7015
    @khagendranathmondal7015 2 роки тому +14

    এসব গান কোনোদিন পুরানো হবে না।

  • @ranjithaldar3238
    @ranjithaldar3238 5 років тому +12

    অখিল বন্ধু ঘোষ ছাড়া বাংলা গানের জগৎ যেনো অসম্পূর্ণ।

    • @kaustuvde5520
      @kaustuvde5520 2 роки тому

      Akhilbandhu, Manabendra,MannaDe and Pratima are four stalwarts of modern Bengali songs.l do believe it strongly.

  • @mozafforhossain7286
    @mozafforhossain7286 3 місяці тому

    তুমি বেঁচে রবে চিরকাল তোমার অননুকরণীয় কন্ঠ-সুবে…

  • @tapanchakraborty9963
    @tapanchakraborty9963 8 місяців тому +1

    Ashadharan shilpi

  • @rupabanerjee2761
    @rupabanerjee2761 2 роки тому +2

    Oh! Ki osadhoron gaan!

  • @mistumitra586
    @mistumitra586 8 місяців тому +1

    কোথায় ছিলাম কোথায় আছি।এখন সবাই বুঝতে পারছেন। প্রণাম।

  • @tapatichakraborty9971
    @tapatichakraborty9971 Рік тому +2

    আমার প্রিয় শিল্পী অসাধারণ

  • @BiluKhan-d2z
    @BiluKhan-d2z 5 місяців тому

    এই রকম শিল্পী আর হাজার প্রজন্মেও জন্মাবে না। এনার আত্মার শান্তি কামনা করি।🙏🏼

  • @madhumitadas8703
    @madhumitadas8703 Рік тому +1

    বাহ চমৎকার গান পাঠিয়েছেন

  • @avidas5926
    @avidas5926 Рік тому +5

    অমিত দাদার বাবার গলার স্বর ও গান গুলি খুব সুন্দর

  • @chandanchokraborty1740
    @chandanchokraborty1740 Рік тому +2

    এরকম পুরোনো দিনের গান আরও শুনতে চাই

  • @anjanabanerjee1452
    @anjanabanerjee1452 2 роки тому +1

    Amar. Babamar. Thekei. Pawa. Sudhajinish. Chena. O. Sraddhakara. Satya meba Jayate. PranamBanglar. Manav. Guni. Shilpi. O. Sikhsitera...pranamAkhilbandhu..

  • @krishnaghosh9122
    @krishnaghosh9122 Рік тому +2

    Wonderful!
    My tributes to this great singer.

  • @tapanmukherjee8339
    @tapanmukherjee8339 Рік тому +1

    বড়ো মাপের দরদী শিল্পী,এসব আর পাওয়া যাবেনা।

  • @swapankumarmondal410
    @swapankumarmondal410 Рік тому +2

    Really excellent your sweet beautiful song!!!

  • @kamaleshmondal2503
    @kamaleshmondal2503 2 роки тому +7

    When I hear these songs I become speechless.

  • @biswanathparal143
    @biswanathparal143 Рік тому +2

    অসাধারণ ❤

  • @sabanaazmi3167
    @sabanaazmi3167 2 місяці тому

    আহা কি সুন্দর পুরোনো দিনের গানের mistota আর মুগ্ধতা অনবদ্য।

  • @dilipsarkar3046
    @dilipsarkar3046 Рік тому +2

    নিখাদ মাদকতায় আবিষ্ট করে রাখার মাতো কাথা এবং সুর অসাধারণ।

  • @chandanpal504
    @chandanpal504 2 місяці тому

    আমার বয়স এখন ষাট বছর।আমি যখন বারো বছর বয়স তখন আমার বাবার সাথে ওনার অফিসে সামনাসামনি দেখার সুযোগ এবং ওনার গান শোনার সৌভাগ্য হয়েছিল ।তখন গান সম্বন্ধে কোনো কিছুই জানতাম না কিন্তু গান গুলো মনের মধ্যে ঢুকে গেছে ।

  • @sandiproy8710
    @sandiproy8710 10 місяців тому

    Thanks for presenting Akhil Babu ke aamader kache. Uni ana baddo gayak. Thik bhabe onake mullo deoa hai ni. Darad diye gaan unie gaan.❤

  • @ratangoswami768
    @ratangoswami768 Рік тому +1

    শিল্পী আমার মনের অনেক অনেক গভীরে ।প্রণাম ।

  • @Beekay727
    @Beekay727 9 років тому +8

    All memorable songs. All rendered in his masterly style. Remains as appealing today as they were many decades back.

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Рік тому

    অখিলবন্ধু ঘোষের সব কালজয়ী গান চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে ।

  • @biplobkumar3232
    @biplobkumar3232 Рік тому +3

    Evergreen song.

  • @ilaykundu7538
    @ilaykundu7538 2 місяці тому

    Many many thanks,your Presentation .❤❤

  • @girijabaidya5654
    @girijabaidya5654 2 роки тому +2

    Koto sunechi okhil bondhu ghosher gan

  • @suranjanadhikari7342
    @suranjanadhikari7342 Рік тому +10

    মহাভারতের কর্ণ বাংলা গানের অখিল বন্ধু ঘোষ।

    • @dhananjoybhattacherya2555
      @dhananjoybhattacherya2555 Рік тому

      সঠিক মূল্যায়ন। আমার ভাবনার সঙ্গে মিলে গেল। ওনার সব‌ গানেই‌ একটু অন্য রস খুঁজে পাই, বাংলা গানে যা স্বতন্ত্র অন্য শিল্পীদের চেয়ে। স্বর্ণযুগের শিল্পীদের তালিকায় একেবারে প্রথম ৩-৪ জনের মধ্যেই ওনার স্হান ও মর্য্যাদা পাওয়া‌ উচিত ছিল, যেটা উনি পাননি। সারা শিল্পী জীবন খুব দারিদ্রতার মধ্যেই কেটেছে। আসল ছেড়ে মেকির কদর বেশী এবং তা করতে গিয়ে আমরা এমন অনেককেই ভুলতে বসেছি। এই তালিকায় বেশ কিছু নাম আছে যা সঠিক শ্রোতার ধরে ফেলতে অসুবিধা নেই।

  • @nimaidas7495
    @nimaidas7495 Рік тому +2

    Unparalal voice& music for all time, take our pronam

  • @tapanchakraborty9963
    @tapanchakraborty9963 Рік тому +6

    He is God of melodies Bengali song.

  • @ahmednoorerabbi5724
    @ahmednoorerabbi5724 6 років тому +10

    আমি যে মুখেই মানা করি
    মরমে তারই পায়ে পড়ি
    ও দয়াল দিব্যি করে বলছি তারেই ভালবাসি!

  • @manotoshmondal8538
    @manotoshmondal8538 4 роки тому +8

    অ সাধারন সব গান ।শুনতে শুনতে হারানো দিনে হারানো দিনে ফিরে যাই

    • @jitenmistri4558
      @jitenmistri4558 3 роки тому

      স্মৃতি রঞ্জিত দিন গুলির নানা অনুষঙ্গ মনে পড়ে।

    • @jitenmistri4558
      @jitenmistri4558 3 роки тому

      মতামত জানানোর জন্যে কেউ আছেন কি?

    • @ParthaBiswas-r6l
      @ParthaBiswas-r6l 5 місяців тому

      Tulona hayena

  • @sabitribanerjee3478
    @sabitribanerjee3478 Рік тому +2

    চিরদিনের গান ।কখনও পুরোনো হবে না ।

  • @shyamashankarmukherjee8995
    @shyamashankarmukherjee8995 Рік тому +4

    Akhil Bandhu was a high grade singer.

  • @asokechatterjee5990
    @asokechatterjee5990 Рік тому +5

    Akhil Bandhu was a great singer

  • @Babli-r2d
    @Babli-r2d 23 дні тому

    Extraordinary singing,very nice.

  • @debangshuchakraborty4444
    @debangshuchakraborty4444 6 років тому +9

    So soothing. Best medicine for managing stressful corporate life

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 Рік тому +1

    অনবদ্য

  • @bilwamongalnaskar8149
    @bilwamongalnaskar8149 Рік тому

    এ সম্পদ অমূল্য সম্পদ, ভগবানের সৃষ্টি এ সম্পদ
    আমারা কেউ মূল্যায়ণ করিনি বা চেষ্টা করিনি,এর জন্য হতাশার গ্লানি যুগ যুগ ধরে আমাদের বহন করে নিয়ে যেতে হবে !

  • @sangeeta816
    @sangeeta816 Рік тому

    কোনোদিন পুরোনো হবে না। প্রণাম জানাই শিল্পী অখিল বন্ধু ঘোষ কে

  • @subodhchandrasaha8154
    @subodhchandrasaha8154 Рік тому

    খুব সুন্দর লাগছে গান, প্রকৃতির সম্পদ।

  • @tapanchakraborty9963
    @tapanchakraborty9963 Рік тому +3

    He was greatest

  • @KalyanMaity-p9i
    @KalyanMaity-p9i 11 місяців тому

    পুরনো গান পুরনো বন্ধু, পুরনো চাল কখনো কমেনা।সবসময় বাড়ে।

  • @sudiptomukherjee3432
    @sudiptomukherjee3432 Рік тому +2

    আপনাদের মতন গায়ক আর কোনদিন ফিরে আসবেনা জেরকম সুর সেরকম গান

  • @SikhaRaniMandal-s5p
    @SikhaRaniMandal-s5p Рік тому +1

    যখন শুনি এসব গান নতুন মনে হয়।

  • @swapanghosh5871
    @swapanghosh5871 Рік тому +1

    অপূর্ব

  • @krishnabhattacharjee8976
    @krishnabhattacharjee8976 Рік тому +1

    খুব ভালো লাগলো

  • @dilipgupta6673
    @dilipgupta6673 Рік тому

    😮 apurbo sur kantho are katha...ekhon are aaasob uthay jatchay...khub kosto hoy ekhon...sobe hariya galo

  • @tahmidplayz5666
    @tahmidplayz5666 6 місяців тому

    মা শুনতো টেপ রেকর্ডারে, আজ মা নাই শুনি আর মাকে স্মরণ করি।আর অসাধারণ কথা আর সুরে আশ্চর্য হই

  • @jayaroy9236
    @jayaroy9236 2 роки тому +1

    আ হা দারুণ দারুণ

  • @TarasankarAcharya
    @TarasankarAcharya 6 місяців тому

    Asadharan abak gan

  • @debidasbandyopadhyay8270
    @debidasbandyopadhyay8270 2 роки тому +1

    শিল্পী ও গানের কথা বারবার টানে।

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 Рік тому +2

    কালজয়ী শিল্পী অখিলবন্ধু ঘোষ মহাশয়ের মত শিল্পী আর হবে কিনা সন্দেহ আছে। বর্তমানে বাংলাভাষায় এমন দরদী গান লেখার লেখক খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় মাননীয় পুলক বন্দ্যোপাধ্যাযের মত লেখক?

    • @dhananjoybhattacherya2555
      @dhananjoybhattacherya2555 Рік тому

      এখন সবই কালের গর্ভে নিমজ্জিত। গীতিকার, সুরকার, গায়ক ও গায়কি সবই যা গেছে, গেছেই। পুণর্জন্ম আর হবে না। মানুষের জীবন থেকে শুরু করে সব কিছুই এখন সস্তা হয়ে গেছে, সস্তায় বাজীমাৎ করার প্রবণতা সবার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 'অধ্যাবসায়' শব্দটি এখন বিলুপ্তপ্রায়। অধ্যাবসায়ের দ্বারা দীর্ঘদিন ঘষামাজা করে অতি সাধারণ পর্যায়ভুক্ত বস্তুকে ও যে চকচকে করা যায় তা আমরা ভুলতে বসেছি। এখন এই‌ বাংলায় সঙ্গীত জগতে নিম্ন, অতি নিম্ন মেধা‌ ও মানের(দু-চার জন বাদ দিলে) শিল্পীর ই দৌরাত্ম।

  • @rinadey6695
    @rinadey6695 Рік тому +1

    একদম প্রথম সারির শি ল্পী

  • @sambhubhattacharjee5785
    @sambhubhattacharjee5785 Рік тому +1

    চিরকাল চিরদিন প্রথম শ্রেণীতে প্রথম ।