সুগার টেস্ট কোনটি সঠিক ? গ্লুকোমিটার এর টেস্ট আসলে কতটুকু সঠিক !Dr Golam Morshed FCPS, MRCP (UK).

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2023
  • সুগার টেস্ট কোনটি সঠিক ? গ্লুকোমিটার এর টেস্ট আসলে কতটুকু সঠিক !Dr Golam Morshed FCPS, MRCP (UK).
    আলোচনা করেছেন:
    ডাঃ গোলাম মোর্শেদ
    এমবিবিএস, এফসিপিএস (কার্ডিওলজী), এমআরসিপি (লন্ডন)
    সহকারী অধ্যাপক, কার্ডিওলজী
    মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
    চেম্বারঃ সিমেক হেলথ
    প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা।
    (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)।
    সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
    রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৯ টা (শুক্রবার বন্ধ)
    Discussed by:
    Dr. Md Golam Morshed, MBBS, FCPS (Cardiology), MRCP UK (Medicine).
    Assistant Professor, Cardiology
    Interventional Cardiologist
    Medicine, Diabetes & Heart specialist
    Dhanmondi, Dhaka, Bangladesh.
    ডাঃ গোলাম মোর্শেদ এর সাথে যুক্ত থাকুনঃ
    ওয়েবসাইটঃ drgolammorshed.com
    ফেসবুকঃ / drgolammorshed
    ইউটিউবঃ ua-cam.com/channels/4fc.html...
    ইন্সটাগ্রামঃ / drgolammors. .
    টুইটারঃ / drgolammorshed
    লিঙ্কডইনঃ / dr-g. .

КОМЕНТАРІ • 266

  • @nomanpatwary3110
    @nomanpatwary3110 Рік тому +33

    স্যার আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ, আল্লাহ আপনার মঙ্গল কামনা করুক।

  • @user-jo3hi2pr9j

    আমি সৌদি প্রবাসি ছয় দিন হাসপাতালে ভর্তি ছিলাম যে মেসিন টা স্কিনে দেখা যাচ্ছে আমার সেম এরকম একটি আছে খালি পেটে 100 ্্ 10 ্ বিশ হয় খাওয়ার দুই ঘন্টা পরে 140 ্ 150 ্ 130 হয় হাসপাতাল থেকে কাগজ দিলো সাত দিনের জন্য খাওয়ার আগে খাওয়ার দুই ঘন্টা পরে লিখে রাখতাম পরে জমা দিছি ডাক্তার বলছি তুমি আলহামদুলিল্লাহ সুস্থ্য বাংলাদেশের ভিডিও দেখলে মন খারাপ হয়ে যায় 😊

  • @SagorMahamud-oo9en

    আমার হাসপাতালে সুগার লেভেল ৮.৫ আসছে।ডাক্তার ২ বেলা ইনসুলিন দিলো। আমার ইনসুলিন নেবার আগেই বাসায় খালি পেটে ৪.৩, ভরা পেটে ৫.৯ আসছে।আমার কি তাহলে ইনসুলিন নিতে হবে?আমার প্রেগনেন্সির ৩৭ সপ্তাহ চলে।প্লিজ স্যার একটু রিপ্লাই দিবেন।

  • @rfbdworld9846
    @rfbdworld9846 14 днів тому

    আসসালামু আলাইকুম, স্যার আপনি সবার রিপ্লাই দেন তাই আপনার কাছে আমার প্রশ্ন দয়া করে মতামত দিবেন।আমার বয়স ৪১ বছর, উচ্চতা৫`-৬`` এবং ওজন ৬৭ কেজি, গত ৩ জুন আমি ল্যাবে টেষ্ট করি খাওয়ার আগে ১০.৪ এবং খাওয়ার ২ ঘণ্টা পর ১৭.২ হয়েছে, কিন্তু আমার কোন সিনটম বা সমস্যাও নেই তাই ডাক্তার না দেখিয়ে খাওয়া কন্ট্রোল করেছি এবং দৌড় ও ব্যায়াম শুরু করেছি, আল্লাহর রহমতে আজকে জুনের ৩০ তারিখ এখন পর্যন্ত কোন সমস্যা বা সিনটম দেখা দেয়নি, জুলাই য়ের ৩ তারিখে আবার টেষ্ট করবো যদি রিপোর্ট কম আসে তাহলে আলহামদুলিল্লাহ না হলে কি ঔষধ খেতে হবে স্যার না আরো কন্ট্রোল করে তারপর ঔষধ শুরু করবো দয়া করে জানাবেন স্যার। 🙏

  • @taslim2111
    @taslim2111 Рік тому +4

    Sir,আমার প্রণের দেশে সকল ঔষধ কোম্পানিগুলো প্রাণ হরনকারী। শাসক গোষ্ঠী খবই মানবিক যার কারনে ঔষধ কোম্পানি তথা মাফিয়াদের কোন ভাবেই আইনের আওতায় আনতে পারেনন।

  • @dewdrops5969
    @dewdrops5969 Рік тому +9

    আপনি সুন্দর ভাবে বুঝিয়েছেন। এই বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন।

  • @mdliton6235

    স্যার আসসালামুআলাইকুম স্যার যে কথাগুলো বললেন গুলুকোমিটার দিয়ে খাবারের 2ঘনটা ল্যাবের থেকে বেশী আসবে গুলুকোজ খেয়ে পরীক্ষা করলে ল্যাবের তুলনায় গুলূকোমিটারে বেশি আসবে

  • @ematvbd9817
    @ematvbd9817 21 день тому

    স্যার ল্যাবে আইছ ৬. ৮১ আর আমার গ্লুকো মিটারে আইছে ৯.৭ কোনটা ঠিক মনে করবো বলবেন কি দয়া কোরে

  • @SUMITAMUKHERJEE
    @SUMITAMUKHERJEE Рік тому +2

    Amar Sugar ekhon Glucometer diye barite dekhechi result hochche 122. kintu 6.6 or7.7 ei bhabe to report ase na.

  • @murshidabegum4501
    @murshidabegum4501 Рік тому +1

    কিন্তু আমার ল্যাব টেস্টে খালি পেটে এসেছে ৮.৮ আর বাসায় টেস্টে এসেছে ৬.৬

  • @tittamiah6841
    @tittamiah6841 Рік тому +16

    সালাম।আপনি নিজে ব্যক্তিগত ভাবে মন্তব্যকারীর সব প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ভাবতেও অবাক লাগছে।গর্ব হচ্ছে এ ভেবে যে আপনার মত সংবেদনশীল,সহৃদয় কিছু ডাক্তার আমাদের দেশেও আছে।

  • @shahazadsubhani8946

    সুশিক্ষায় শিক্ষিত, মানবতার ডাক্তার । সাফল্যে, সম্মানে বিকশিত হউক আপনার সারাটি জীবন ।

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 Рік тому +2

    খুবই দরকারী একটি বিষয় খুবই ভাল করে বুঝিয়ে বলাতে ভালো কিছু শিখতে পারলাম। ভ্লগের সাফল্য কামনা ও ডাক্তার এর সুস্বাস্থ্য কামনা করছি 🙏

  • @SUBORNOVISION

    আপনাকে অনেক ধন্যবাদ স্যার । আমার বিভ্রান্তি দূর হলো । আপনি অনেক মানবিক ডাক্তার । ভাল থাকবেন।

  • @jhalokschoudhury4955
    @jhalokschoudhury4955 Рік тому +9

    ডাক্তার সাহেবকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আলোচনা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার জন্য দর্শকদের।

  • @devapriyaguharoy7745

    We love listening such a.discussion in polished & urbane Bengali from you.Half of disease will be cured by your words.Great you're with your samaritan spirit.Come to Kolkata & stay with us !

  • @mdtufajjulislam538

    স্যার আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ।

  • @SAlam-qk2nh

    Thank you, I was scared when I checked in glucometer.

  • @chalangeboyrobiul5162

    মাশা-আল্লাহ স্যার,,,

  • @imtiajalam8704

    খুব সুন্দর বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ।