প্রখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়-এর কন্যা বাসবীদির স্মৃতিচারণ || Kastipathar : PRANARAM
Вставка
- Опубліковано 10 лют 2025
- প্রখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়-এর কন্যা বাসবীদির স্মৃতিচারণ ||
#Kastipathar : #PRANARAM
26.08.2020
---------------------------
{Donation be deposited for "Pranaram" channel in:---
Account Name:
PABITRA KUMAR SUR
(phone number--9331289391)
Punjab National Bank
Account Number: 0083010021243
Branch : 0083 COLLEGE STRRET
YMCA BUILDING
90/7A, M.G. ROAD}
IFSC Code is PUNB0008320
& MICR code is 700024205.
---------------------
Dynamic presentation.... 🙏🤠
চমৎকার। বাবার যোগ্য উত্তরসূরী। ভাল লাগলো দিদি।
Khub bhalo laglo,er sange etao boli je apnar acting khub sundor 👌👌👌
আমি বাংলাদেশের ছেলে, ভানু বন্দ্যোপাধ্যায় বাঙ্গাল ভাষাকে ব্যবহার করে কৌতুক যে উচ্চতায় নিয়ে গেছেন যা তাকে কিম্বদন্তীতে পরিনত করেছে। ধন্যবাদ বাসবিদী স্মৃতিচারন করার জন্য। সুযোগ পেল আবারো আমাদের আপনার বাবা'র স্মৃতিকথা শুনাবেন।
অসম্ভব ভালো লাগলো ! ভীষণ নস্টালজিয়া লাগছে শুনেই ! আপনার যে কতো সুন্দর সময় কেটেছে, ভাবলেও খুব ভালো লাগে !
আপনার বাবা শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের হৃদয়ে বসে আছেন আর থাকবেনও চিরদিন।
দারুণ লেগেছে। কী সাবলীলভাবে সব বলে গেলেন। বাবার মতন। অসাধারণ।
অসাধারণ স্মৃতিচারণা।খুব ভালো লাগলো।
কী মধুর বাচনভঙ্গি বাসবী দিদির ! তেমনি মিষ্টি কণ্ঠস্বর !!
বাহঃ বেশ ভালো লাগলো ! আপনাকে দেখে খুব খুশী হলাম অন্তত ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে দেখতে পেলাম ।
মনটা ভরে গেল। বাসবী দেবী আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।
Ba ki sundor language.ki Misti bhasha.osadharon.l have learnt from her.
Abdar roilo aro kichu bolun.Apnar katha Sammohito kore
Bhanu Babu nijey ekta institution . Anek pranam janai sei priyo abhineta r janyo .. anek shradhha railo aapnar janyo
I love him very much. He is grate. Bhanu Da! Still he is green and his acting drags him up to that position of no returning. Uttam Kumar, Bhanu Bandyopadhyay, Nobo podo Da .
মহৎ মানুষ না হলে মহান শিল্পী হওয়া যায়না।ওনার সহজ সরল জীবন যাপন মানুষের প্রতি ভালোবাসা এই কথাটি প্রমাণ করে।
ভানু বন্দ্যোপাধ্যায় এর অভিনয় খুব ভালো লাগে
Bah, darun laglo .
আপনার মতো মেয়ে পেয়েও আপনার বাবা গর্বিত। এতো স্নিগ্ধতা আপনার মধ্যে দেখে মুগ্ধ হলাম।🙏
Khub bhalo laglo pisima
Borenyo Mahan Shipike amar pronam roilo Basabidi apni amar nomoskar neben bhison bhalo laglo
amar dekha çomediansmadhye best and greatest jayo dekhi tato abak hoye jai dekhlei monta valo hoye jay basabiolhub sundar katha bollen.
Khub boro obhineta ebong bhalo manush chhilen Bhanu Bandopadhyay......onake amar shroddha o pronam 💐🙏🏻
আমার জীবনে দেখা এক মহান মানুষ ।
Oshongkho dhonnobad apnake....
Ami onar ek boro bhokto......khub valo laaglo onar jiboner golpo shune
খুব ভালো লাগলো আরো শোনার অপেক্ষায় রইলাম
কত যে খুজেছি, ভানু বন্দ্যোপাধ্যায় এর কন্যা বা পুত্র সন্তান এর ইনটারভিউ? আজ সেই আশা পূরন হলো। অজস্র ধন্যবাদ ম্যাডাম কে। যিনি অভিনেতার সুযোগ্য উত্তরসূরী হিসাবে আমাদের কাছে ধরা দিলেন।প্রনাম ও প্রানভরা ভালবাসা নেবেন!🙏🙏
Darun darun apni ki sundor bollen. Mone e holo na apni abhinoy jagot er keu non.
Sujogya kanya. Profoundly articulate.
khub valo laglo didi. khub sundor hoyeche. valo thakben.
Darunnnn
Anoboddo Video. Asongkho Pronam.
Darun laglo.. UA-cam k onek dhonyobad je Ei medium er Madhyam e Bhanu Bandhyopadhyay er meyer eto shundor ekta vdo dekhte pelam. Bhanu Bandhyopadhyay er humour choto boro shobaike hashiye asche from generations and will do so for generations to come!! Khub bhalo thakben Didi 🙏🏼🙏🏼
Khub bhalo laglo sune
You are right! Your father always remain in All Bangla-speaking people's hearts. And as Bangladeshi, we are proud he was born on our own soil.
অপূর্ব।
Basabidir kach theke tar babar smiriti Charon sune khub ananda pelam.
Now still I watch program of Respected Bhanu Babu at night to get relieve from stress He will remain in our heath for ever
আমি শমিত রায় ( জুবিলী পার্কের রাজার দাদা বাবু )। হয়ত তোমার মনে আছে ছোটবেলার জুবিলী পার্কের দিনগুলো। যাইহোক ভীষণ সুন্দর করে তুমি ভানু মেশোমশাই এর গল্প শোনালে। আমরা ছোটবেলায় ওনাকে ঠিক হাসিখুসি এক স্নেহপ্রবণ মানুষ এবং বাবার বন্ধু হিসাবেই জেনেছি। কখনও বুঝতে দেননি উনি কত বড় মাপের একজন শিল্পী। আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম।
প্রিয় শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম। বাসবী বন্দ্যোপাধ্যায় আপনাকে অনেক ধন্যবাদ। আরো শোনার অপেক্ষায় রইলাম। ওঁর করা হাস্যকৌতুক আপনিও সুচারুভাবে উপস্থাপিত করলেন। ভালো লাগলো। আন্তরিক শুভেচ্ছা।
Amar Shilpi Bhanu Banerjee.......................... Bengali will not forget you next 100 years..................
ইশ্বরের শ্রেষ্ঠ জীব মানব ভানু
খুব ভালো লাগলো। অজস্র ভালবাসা........❤️❤️❤️❤️
Dilwar-Sylhet-Bangladesh🇧🇩
He was one of the greatest actor Bengal has ever produced.
Excellent
Ki je bhalo laglo. Eto misti . Apnar babar Nirmal koutukabhinoy amader sompod. Kato Sroddha obhinoyer proti
বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত আপন ও কাছের একজন মানুষ। তিনি আমাদের ভাষায়, আমাদের উচ্চারনে, আমাদের ঢঙে কথা বলতেন। তিনি ছিলেন আমাদেরই লোক। আমরা ছাড়া তাঁকে আর কে বেশী ভালবাসবে? তাঁকে আর কেইবা বেশী ভালবাসতে পারে? তিনি ছিলেন অত্যন্ত উঁচুমাপের একজন অভিনেতা।
Bikrampur manush Bangladesh manush lungi toh porbe...
Vhanu ji our Proud...
শ্রদ্ধা
Thank you basbi di
Sotti khub bhalo laglo 👌👌
এক অসাধারণ প্রতিভা ভানু বন্দোপাধ্যায়.
ভালো থাকুন আপনিও ভালো মনের মানুষ।
Bhanu Banerjee and Johor Kaka (who was our family friend) are two great comedians Bengal has ever produced. Both are no more. My hearty pranam to both of them. May their souls rest in peace.
Khubi bhalo laglo , aro sunte chai 😊😊
খুব,ভালো লাগলো দিদি
Didi,ur way of speaking is beautiful
V.V. ইন্টেলিজেন্স বলে ই এমন কমেডিয়lন ছিলেন। বহু গুণী বড় মনের মানুষের আত্মার পরম শান্তি প্রার্থনা করি l
Best comedian of all time.
Khub bhalo
Khub bhalo laglo 👌❤️
Darun laglo 👍
Khub valo laglo
ভগবান আর একবার যেন তাঁহাদের এই বাংলায় জন্য দেন
Koutik abhineta hisabe onar abhinoy khub bhalo lagto.
Vanu babu ekjon mahan avineta. Amar mone hy onake dadasaheb falke sanman dewa uchit.
Khub bhalo laglo👍👍👍👍👍
অসাধারণ
আমি অল্প বয়সি একজন যুবক । পুরোনো দিনের সিনেমাগুলো আমার ভীষণ ভালো লাগে । উত্তমকুমার, সৌমিত্র, ছবি বিশ্বাস, অনুপকুমার, বিশ্বজিৎ, তরুণ কুমার , জহর রায়, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, দীপঙ্কর দে, তুলসী চক্রবর্তী প্রমুখ অভিনেতাদের অনেক ছবি দেখেছি । কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় অভিনেতা । তাঁর অভিনয়ে যে আকৃষ্ট হবে না এমন বাঙালি সিনেমাপ্রেমী মেলা মুশকিল । প্রণাম নেবেন .... 👃👃👃👃👃👃
😄😄khub bhalo laglo..🥰🤣❤🙏
Amazing, Bhanu Bandhopadhy is an iconic actor.can not be duplicate in bengal filmindustry and can not come again...., Bhanu Banerjee, Johor Roy,Rabi Ghosh these actors was the famous comedian actors and Bhanu Banerjee was always in 1st place.... his way of achting, dialog througing can’nt be forgotten......As a daughter of Bhanu Banerjee you are also amazing, when you start talking, I was thing sure she is an actress....you have a nice voice,,, I am from Netherland, lot of respect & love to you
Madam always remember Lord Vanu will be always in our heart
খুব ভালো লাগলো শুনে।
V Nice
আমি যখন প্রথম ইউটিউব এ তার ছবি দেখি তখন একটু অবাক হয়ে যাই, ছবির নাম টা মনে হয় সাড়ে ছিয়াওর ছিলো, ছবিতে দেখলাম সবাই কলকাতার ভাষায় কথা বলতে শুধু মাত্র একজন বাংলাদেশের লোকদের মুখের ভাষার মতো কথা বলছেন, তারপর ইন্টারনেট থেকে বানু স্যার এর সকল তথ্য দেখলাম, বানু স্যার এর জন্ম হয় বাংলাদেশের বিক্রমপুর এ।। 💝 বাংলাদেশ থেকে ভালোবাসা রইল দিদি।।।
DARUN LAGLO.
ভগবান ভানু ব্দ্যোপাধ্যায় ছবির দুনি যায় 🌟 স্টার
অতি সুন্দর কৌতুক শোনালেন আপনি, আপনার বাবা বলে ছিলেন ক্যাসট আছে আমার বাড়িতে।
খুব সুন্দর 💐🙏🙏
অসাধারণ আপনাকে কেন আমরা বেশি করে অভিনয়ে পেলাম না
DIDI TOMAR KATHA O KOUTUK NAKSHA KHUB KHUB VALO LAGLO.TOMAR BABA AAJO AMAR KACHHE NITYA DINER SANGI,UNI JOKHON AAJO NIJER KAJ DIYE AMI O AMAR MOTO ASANKHO MANUSH K VALO REKHECHHEN,TEMON UNI O VALO THAKUN CHIROKAAL. SI KAMONA KORI.
Till today no alternative of Bhanu babu. Great talented actor having good sence of humour. Bhanu babu rest in peace.
Ashadharan
প্রয়াত শ্রদ্ধেয় কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আমার ভীষণ ভালো লাগে। ওনাকে বিনম্র প্রনাম জানাই।
A God gifted person but he was neglected in Tollywood. He was a real comedian.
Vanu Bandyopadhyay belongs to Munishigang,his dialects & acting is Bengali & Bangladesher.His contribution for support like Satyajeet Roy & Hemantha Kumar Mukhopadhyay is more then his dialects Jake bole Ghati arr Bati.
Nice mm
I love your father really great man
Apurbo didi
Bangali der poti ta poribar r prio actor
Basobidi Onar Koutuknakshar Ekta Nomunadelhlam, Bhaloi Laglo. Onar Proti Sroddhajanie Pronam.
তার চমৎকার অভিনয়।
Your father very good man
বাহ্!
Asadharon avineta
Great actor
আপনিই তো কিংবদন্তী পরিচালক তপন সিংহ এর "অ তি থি" সিনেমাটিতে চারুর ভূমিকায় অভিনয় করেছিলেন?আর আপনার দাদা "কাঞ্চন মূল্য"সিনেমাটিতে অন্যবদদ অভিনয় করেছিলেন। আপনার বাবা কিংবদন্তী অভিনেতা স্বর্গীয় ভানু বনদোপাধাএর শ্রীচরনে শত শত কোটি প্রনাম।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻আর আপনাদের দুই ভাইবোন কে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।🍁❤❤❤❤👌👍কোন্নগর বয়স ৭৫
ও খুব ভালো লাগছে
Mahan manush 🙏🙏🙏
আরও জানতে চাই ❤❤
আমি আপনার বাবার সাথে দেখা করার জন্য হাতী বাগানের শুকতারা বোর্ডিং এ গিয়েছিলাম , ঢাকা থেকে , এখন আমি আমেরিকায় থাকি , তবে ওনার সব কৌতুক গুলো এখনও শুনি , আমি ঢাকার মানুষতো তাই , ভাল থাকবেন , আপনার কৌতুক এখন শুনি রেগুলার , ছারবেননা প্লীজ !