Chor Faad | HD1080p 2017 | ft Chanchal Chowdhury | Putul | Dr Ejajul Islam | Challenger
Вставка
- Опубліковано 8 лют 2025
- Subscribe to : / gseriesbanglanatok&tel...
Cast : Chanchal Chowdhury, Wahida Mollick Jolly, Putul, Challenger
Dr Ejajul Islam, Ahsanul Haque Minu, Ashok Bepari
Producer : Melanjo Creation
Story : Masum Reza
Camera & Director : Salauddin Lavlu
Label : G Series
Subscribe to our Exclusive UA-cam Channels and get the latest entertainment
Music: / gseriesmusic
For Mobile:
Stream your favorite songs directly in your mobile from RadioG at www.radiogbd.com
Get RadioG App (for Android): Search for radiogbd in Google Play Store
Get connected with us on Facebook: / gseriesproduction
Website: www.gseriesbd.com
Get the latest news from: www.newsg24.com
Subscribe to : / gseriesbanglamovies
• Video
অসাধারণ! অসাধারন!
Simplicityও যে কত সুন্দর আর শক্তিমান হ'তে পারে!
অসাধারণ!
আমি কলকাতা বাসী,,,, but কলকাতার সিরিয়াল দেখি না, দেখলেই মাথার যন্ত্রণা করে,,,,,, আমি বাংলাদেশের এইসব নাটক দেখেই অবসর সময় কাটায়। বহু প্রিয় অভিনেতা রয়েছে বাংলাদেশের এবং অসম্ভব প্রতিভাবান পরিচালক রয়েছে।
Love from India
জ
.
এত সুন্দর কবিতার মত এই ছোট ফিল্ম গুলো দেখলে কোলকাতার টিভি সিরিয়াল নয়,,নাটকের কথা মনে পড়ে,,
Sattai Bangladesher eaisab natak khub bhalo lage.
আপনাকে ধন্যবাদ ❤
আমি একজন ভারতীয়।বাড়ি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।বাংলাদেশের নাটক যে এতো ভালো হয় তা আমার পূর্বে জানা ছিলো না।বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়,মনে দাগ কেটেছে।শুধু এইকথাই বলবো,এই নাটক গুলি না দেখলে অনেক কিছু অদেখা থেকে যেতো।।ধন্যবাদ সকল শিল্পী কে,এবং বিশেষ করে ধন্যবাদ ওনাদেরকে যাঁরা এগুলো ইউবটিউব এ দেখার সুযোগ করে দিয়েছেন।।
হুমায়ন আহমেদ, সালাউদ্দিন লাভলু, বৃন্দাবন দাস, ইফতেখার আহমেদ ফাহমি, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, মোস্তফা সারওয়ার ফারুকী এবং আরো অনেক নির্মাতা আছেন যারা খুবই ভালমানের নাটক তৈরী করেছেন, মনে দাগ কাটার মত। এখন কিছু ফালতু নির্মাতা আছেন যারা নিম্নমানের নাটক তৈরী করছেন।
বাংলা নাটকের ইতিহাসের অন্যতম শিক্ষামূলক নাটক এইটা। তবে আফসোস যারা না দেখেই গ্রামের নাটক বলে ডিজলাইক দিছে।শুধু প্রেম ভালোবাসাই নাটকের বিষয়বস্তু হতে পারে না, নাটক এমন হওয়া উচিত যেইটা একবার দেখে চীরজীবন অন্তরে দাগ কাটার মতো হয়ে থাকে।ধন্যবাদ লাভলু ভাই
ওরা একটা dislike দিলেও, আমরা আছি শত কোটি লাইক দিয়ে ভরিয়ে দেব। আপনার দেশের সব নাটক আমি দেখি, সব গুলোই অসাধারান। krishnendu from এপার বাংলা।
+Krishnendu Mondal thanks dada....
লাভলু ভাইয়ের নাটক খুব ভালো লাগে
Ei rokom aro koekta natok er nam bolte parven
Eshob natok 70 s 80 s natoker tulonaie temon kichu na...songsoptok,kothao kew nei,aj robibar all time best...
যত নাটক দেখেছি তার মধ্যে এটি একটি অসাধারণ নাটক। মানুষের সততা এবং নিষ্ঠা শেষ পর্যন্ত সবকিছুকে হারিয়ে দিতে পারে, এই নাটকের এটাই মুখ্যকথা।
নাটকের সংলাপ খুব অসাধারণ।। এই নাটকের মূল বিষয় হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু। তক্কে বহু দূর।
এতো ভালো নাটক অনেক দিন দেখিনি । সহজ সরল সাবলীল অভিনয়। কলকাতার সিরিয়াল এখন মাকড়শার জাল , শুধু আড়ম্বর, রংচং ,ঢং এ ভর্তি। বাংলাদেশের মিষ্টি নাটকের নেশায় মেতে আছি।
সত্যিই চমৎকার!গ্রামের এই দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে।নাটকটি অসাধারন দেখতে আর সালাউদ্দিন লাভলুর নাটক মানেই গ্রামের সহজ সরল মানুষদের কথাগুলো তুলে ধরা।আমি ভালোবাসি এই নাটক গুলো যেখানে গ্রামের দৃশ্য থাকবে সেই সাথে তাদের অনুভূতি তুলে ধরা।ধন্যবাদ।
u
iý
সত্যিই এটি একটি উন্নত মানের নাটক। গ্ৰামবাংলা বেঁচে থাকুক। বাংলাদেশের নাটকের জবাব নেই।- পশ্চিমবঙ্গ থেকে।
Lovely, No word is enough for chanchal chowdhury . A lot of thanks and love to all for the awesome creation, from Bengal ( India).
কি সুন্দর! আহা মন জুড়িয়ে যাবার মতো নাটকখানা! এখন কেন এমন নাটক তৈরি হয় না? খুব ভালো লাগলো নাটকটি। ধন্যবাদ।
অসাধারণ নাটক আমি বাংলাদেশের অনেক নাটক দেখেছি। কিন্তু এই নাটকটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ পরিচালক সালাউদ্দিন লাভলু ভাইকে। নাটকের সকল অভিনেত্রী অভিনেতাকে। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছি।।
জানিনা এত সুন্দর নাটক থাকার পরও কেন মানুষ কলকাতার সিরিয়াল দেখে!আমরা প্রবাসীরা আছি সব সময় বাংলা নাটকের সাথে।
mofizul Islam I am Indian . natok Ami dekhi
Thik bolsen vai
mofizul Islam 0088/01754026487
Amra Indian amrao to ei natok gulo dekhi
@@dildarsk6286 কোসর
"তুমি যেমন পানি খেয়ে আসলে আমি তেমন পান খেয়ে আসলাম" অসাধারণ!
সত্যিই চমৎকার।
নাকটটি সামাজিকতার অনেক শিক্ষনীয় বিষয়ে সমন্বিত। খুব ভালো লাগলো💗
আজ চব্বিশ সাল শেষ নাটকটা দেখলাম তবে নাটকটা অসাধারণ ❤
মিষ্টি প্রেমের মজার নাটক।
এই নাটক দেখতে দেখতে যেন গ্রামের মেঠো পথে হারিয়ে যাই। অদ্ভুত একটা অনুভূতি হয় মনে।
অসাধারণ লাগে চঞ্চল চৌধুরীর বাস্তব জীবনকে ফুটিয়ে তোলার অভিনয়।
Salute to the eminent Director,honourable Salauddin Lavlu
সুন্দর খুব ভালো লাগা। ধন্যবাদ নাট্যকার কে আর লোকেশন চুজ করাও হয়েছে চমৎকার, চমৎকার ক্যামেরার কাজ, পরিচালনা, গল্প, ডায়ালগ, অভিনয় অসাধারণ। সব দৃষ্টিনন্দন। অভিনন্দন সবাইকে।
Mrs. D Mukherjee from Dum Dum, Kolkata .
Natok ti apurba
Chanchal asadharan
আসলেই মনের প্রবল বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাস। যে বিশ্বাস থাকলে হয়তো সবকিছু জয় করা সম্ভব। নাটকটা দেখে এটাই বুঝতে পারলাম। ভালো লাগলো নাটকটা দেখে। ❤
দেশে এমন চামচার কারনে সমাজের এই ওবস্তা নাটকের সব কথাগুলো সত্যিই ধন্যবাদ সালাউদীন লাভলু ভাই কে।
md jahangir hossen m)
অনেকসুন্দরনাটক
অভিনেতা চঞ্চল চৌধুরীর যত নাটক দেখছি ততো আমি অভিভূত হয়ে পড়ছি~ যতই চঞ্চল চৌধুরী অভিনয় দেখছি ততো আরো তার অভিনীত নাটক সিনেমা দেখার আগ্রহ বাড়ছে আমাদের পশ্চিমবাংলায় সত্যিই এমন সর্বগুণ সম্পন্ন অভিনেতা আজও তেমন একটা দেখি নি
চ্যলেনজার চাচা,চঞ্চল ভাই, ডাক্টার এজাজ স্যার অভিনয় অসাধারণ হইছে, কি বলব ভাই গ্রাম গন্জ কি ভালো লাগে, চঞ্চল চৌধুরী দেখে এই নাটকে মনপোড়া ছবি কথা মনে পরে গেল, ধন্যবাদ পরিচালক সালাউদ্দিন লাভলু ভাই কে
Apurva.Jug jug gio Bangladeshi writers and actor and actress.Dhannobad ei bhalo natak t upload korar jonno.Rajsekhar Dhar from India
thanks dada...
আমি একজন ভারতীয় কিন্তু আমার এটা বলতে দ্বিধা নেই যে লাভলু ভাই একজন ভালো পরিচালক ।।
দাদা আপনাকে ধন্যবাদ। বাংলা নাটক বেশি বেশি দেখবেন শিখার আছে অনেক কিছু।
যে মানুষ নিজের দেশের বদনাম সবার সামনে করতে পারে সে অন্য দেশের প্রশংসা ক্যামনে করে এটা ই চিন্তার বিষয়
@@mahadihassan7860 ..
বাংলাদেশের এই সামান্য ফিল্ম নাটক গুলো দেখেশুনে মুগ্ধ হয়ে যায়। প্রত্যেকটা একটা মানবিক নীতিকথা বহন করে। ধন্যবাদ।
অনেক কিছু বলার ছিল।
লেখক, পরিচালক, অভিনয় এবং অভিনেত্রী ,অভিনেতা সর্বত্র মনে দাগ কেটে গেছে।,👌👌👌
অসাধারণ! গল্প,পরিচালনা, অভিনয়!
চ্যালেঞ্জার এর নাম শুনলেই আমার নাটক দেখতে ইচ্ছে করে তার। খুব ভালো লাগলো চমৎকার একটা নাটক। সত্যিই এরকম নাটক আর হবে না আর এরকম মানুষ এই দুনিয়াতে থাকবে না ।অসাধারণ অভিনয় করেছেন সবাই ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার প্রতি 2020 সালে এসে আবার নতুন করে শুরু করলাম দেখার এই নাটকটা কে কে দেখছেন নতুন বছরের এসে এই নাটকটা তারাই লাইক দিন কমেন্ট করুন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ।
সালাউদ্দিন ভাইয়ের এক অসাধারণ উপহার। আপনের লেখনি সত্যিই সবাইকে মুগ্ধ করে।
স্যালুট ভাই 😍😍
😍
অনেক সুন্দর লাগলো তবে নাটক টা পর্ব পর্ব করে আরো বড় করে দালাল আর জমিদার কে একটা শিক্ষা দিলে আরো ভালো হতো
খুবই ভাল লাগলো
খুব প্রানবন্ত অভিনয়। অভিনয় প্রত্যেকেই ভাল। চঞ্চল এবং চ্যালেঞ্জার অপূর্ব।
২০২৩ সালের শেষে এসে যারা দেখছেন শুধু তারাই লাইক দিন। শিক্ষনীয় নাটক।
খুব সুন্দর শিক্ষা মুলুক নাটক,ধন্যবাদ সালাউদ্দিন লাভলুকে। বেশি করে এমন নাটক প্রচার করুন।
আমি নিজেই প্রমাণিত যে সত্য পথে আত্মবিশ্বাস রেখে চললে পৃথিবীতে জীবনের শেষ দিন পর্যন্ত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে অনেক কষ্টের স্বীকার হতে হবে।
খুব সুন্দর একটি গল্পের চিত্ররূপ। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইলো 💐
চঞ্চল চৌধুরী পুলিশ অফিসার কে যে প্রশ্ন করেছে তা একদম সঠিক প্রশ্ন। কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশ তা মানতে রাজি না।
চঞ্চল চৌধুরী সহ সকলের অভিনয়, এক কথায় অনবদ্য,,, আসলে চিত্রনাট্য ভালো হলে অভিনয়টাও ফুটিয়ে তোলা সম্ভব
এমন চমৎকার নাটক গুলো বাংলাদেশের ৮০ র দশকের নাটক গুলোর কথা মনে করায়। সেই সময়কার স্মৃতি ফেরে পেলাম।
অপূর্ব !!!!!!!!!!!
তাহলে আপনি তো বয়স্ক মানুষ সালাম আপনাকে
@@mdalamgirshike6640 amar o namaskar soho Walekum Assalam janalam bhai. Apni thik i andaaz korechen. Kichudin agey half century korechi. Ar ami o amar poribar orthat amar baba o maa, amra bohudin dhorei Bangladesh natoker ondho vokto. Ebong eta kono vul noy je sei 80r doshoker quality aaj o maintain kora hochhe. Bangla natok sotti apnader gorbo korar bishoy. 💎💎
Saab e Baraat er suvechha neben. 🙏🙏💚💚💜💜❤❤
অসাধারণ একটা নাটক। অসাধারণ অভিনয় করেছেন সবাই। ধ্যনবাদ সবাইকে এতো সুন্দর একটা নাটক দেখাবার জন্য।
সত্যিই অসাধারণ, সত্যের জয় চিরকালই হয়, সত্যমের জয়তে। চঞ্চল চৌধুরী মহানা অভিনেতা।
আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি এক কথায় অসাধারন নমস্কার ভারত থেকে
জদিও নাটকটি অনেক পুরনো তবে অসাধান নাটক 👌👌
ধন্যবাদ সবাইতো ❤️❤️🙏
অসাধারণ হয়েছে দেখলাম ব্রাহ্মনবাড়িয়া থেকে ৩১;১০/২১
সত্যি চঞ্চল দা তোমার জবাব নেই তোমার নাটকে আমার মন ভরে যায়
bahh.. ai natok gula sob somoy valo lage. onk bar kore dekheci.
ইন্ডিয়া থেকে বলছি দারুন নাটক দেখলাম
দাদা, সময় থাকলে একদিন হুমায়ুন আহমেদের "উড়ে যায় বক পক্ষী" নাটকটা দেখিয়েন।
@@solobdstudentingermany8346 ure jay bok pokkhi bade ar valo natok re name bolun dharabahik natok
@@boss-si8tv
হুমায়ুন আহমেদের "উড়ে যায় বক পক্ষী", কোথাও কেউ নেই, আজ রবিবার, বহুব্রীহি, নক্ষত্রের রাত ইত্যাদি জনপ্রিয় নাটক গুলো অনেকের কাছে পরিচিত বা হয়ত ইতোমধ্যে দেখা হয়ে গেছে।
আপনারও যদি দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আপনাকে অয়োময় নাটকটি দেখতে বলব। আমি যখন অয়োময় নাটকটি দেখি তখন খুব উপভোগ করেছিলাম। তখন ভাল মানের ভিডিও ছিল না, এখন ইউটিউবে খুজলে হয়ত ভাল মানের ভিডিও পেতে পারেন ।
সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী
আমি বাংলা দেশের নাটকের এক জন অন্ধ ভক্ত ইন্ডিয়া থেকে।
আমি ইন্ডিয়া থেকে বলছি, বাংলাদেশের সবকটি নাটকই খুবই সুন্দর ।
আমি আরো একটি কথা বলছি যে,,,, আমার যেইসব বাংলাদেশের বন্ধুরা বলছে যে বাংলাদেশের লোকরা কেন কলকাতার সিরিয়াল কেন দেখে।।। আমি তাদের বলতে চাই যে,,,,,, আমরা তাহলে কেন বাংলাদেশের নাটক দেখছি মহাশয়???
আপনারা দেখতেছেন এই জন্য যে বাংলাদেশের নাটকে শেখার অনেক কিছু আছে বুঝার অনেক কিছু আছে আর আপনাদের নাটকে রংগের ছড়া ছডি ছাকছন্ন সেই গুলো আমাদের দেশে র মা বোনেরা বুঝতে পারে না বলে তারা দেখে যেই দিন বুঝতে পারবে সেই দিন থেকে আর দেখবে না আপনাদের সিরিয়াল বুঝতে পেরেছেন দাদা
শুভকামনা চঞ্চল চৌধুরী স্যারের প্রতি
খুব সুন্দর হয়েছে।।।।।সালাউদ্দী লাভলু নাটক গুলো খুব ভাল হয়।।।।ধন্যবাদ তাকে।।।
আকাই মিয়ার বিশ্বাসকে সেলুট জানাই। এইরকম আকাই মিঁয়া যদি প্রতিটা গ্রামে থাকতো খুবই ভাল হতো।👍। পরিচালকে অনেক ধন্যবাদ এই রকম নাটক উপহার দেওয়ার জন্য।
তুমি যেমন পানি খেয়ে আসলে আমি তেমন পান খেয়ে আসলাম।।
হাহাহাহা
পুরাতন নাটকগুলো বারবার দেখি❤❤❤
আমাদের বাংলানাটকগুলো শিক্ষণীয় বাস্তবতা।
আফসোস!তাদের প্রতি যারা ভারতীয় সংসার ভাঙ্গার নাটকগুলো দেখে😅
😅😅😅
চমৎকার চিত্রনাট্য। মাসুম রেজা ভাই।
কলকাতা থেকে লিখছি । একটা খুব সুন্দর নাটক দেখলাম । ধন্যবাদ
আমি ইন্ডিয়া থেকে বলছি নাটক টি খুবই সুন্দর
ধন্যবাদ😘😘
ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ নাটকটি দেখার জন্য আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ
@@md.khokonemployee1393 আপনাকেও ধন্যবাদ দাদা
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনি বাংলাদেশের নাটকে এত ভক্ত
আদাব দাদা। আপনাকে ধন্যবাদ।
জানি না এইসব নাটক এত ভালো লাগে কেন। এই গ্রাম বাংলার নাটক এখন আর দেখা যায় না।
Ato sundore natok nijer desh a....khub gorbo kori Bangladesh er natok niye
ভাই আমাদের পাড়া গাঁয়ে় এমনই চোর ফাঁদ করার মতো কিছু মানুষ আছে৷ তবে এই নাটকের বিষয় বস্তু থেকে আমাদের, সমাজের এবং প্রশাসনের শিক্ষানীয় অনেক কিছুই আছে ৷আমাদের গ্রামীন বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাভলু ভাই৷
আমরা প্রবাসী বাংলাদেশি সব সময় আছি বাংলা নাটকের পক্ষে
বাংলা নাটকের মান এখনো এতো সুন্দর তা এই নাটক না দেখলে কেউ বুঝতে পারবে না।
ধন্যবাদ সালাউদ্দীন লাভলু ভাইকে
সবার কমেন্ট পরতে আসলাম।তুমি যেমন পানি খেয়ে আসলে আমি তেমন পান খেয়ে আসলাম।❤ অসাধারণ একটা নাটক।
Lavlu is the best director of notok world..
অনেক ভালো লাগলো,,,
-বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর
খুব সুন্দর একটা নাটক, ধন্যবাদ সবাইকে।
চঞ্চল চৌধুরী মানেই অসাধারণ অভিনয় ও ভিন্নতা 🔥
ধন্যবাদ
চোঁর ফাঁদ চন্চল চৌধুরী অভিনয় করেছেন খুবই সুন্দর,
This drama is from 2017. I am watching this drama in 2024. The play is really new. The story of the drama is heart touching. The acting of the actors is impeccable.
অসাধারণ একটা নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
"তুমি যেমন পানি খেয়ে আসলে, আমি তেমন পান খেয়ে আসলাম।" হা হা হা।
Thanks for the director and artists for such great work
মরিয়ম অনেক সুন্দর নাম 💚
ভাল লাগল । নতুন কিছু শিখতে টুটুল টিভি ।
অসাধারণ একটা নাটক খুব খুব ভাল লাগল পরিচালক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ, ভাগ্য খারাপ তাদের যারা না দেখে ডিসলাইক করছে
নাটক দেখে বেঁচে আছি। আর এরকম নাটক দেখলে চোখে আর অশ্রু ধরে রাখা যায় না😔❤❤❤
লকডাউনে পুরো তিন মাস বাংলাদেশি নাটক দেখছি, সবগুলো ভাল লেগেছে বলবো না, তবে বেশির ভাগই খুব সুন্দর নাটক। From India.
অসাধারণ ।নাটক তো না যেন বাস্তব চিত্র।❤❤❤❤
বাংলাদেশের কিছু কিছু নাটক অসাধারণ ।অনেক শিক্ষানিয় বিষয় আছে
সত্যি বলেছেন।
খুব সুন্দর । অসাধারণ।
So beautiful, I like Bangladeshi natok reality is there + acting ( abhinoi) is superb & natural. rajib from tura, meghalaya India
নাটকটি আমি দুই বার দেখেছি অনেক অনেক সুন্দর
সত্যিই অসাধারণ
নাটকটি যে রচনা করেছেন ওনাকে ধন্যবাদ জানাই
এমন একটা শিক্ষনিয় নাটক সমাজে অনেক পয়োজন
অসাধারণ একটি নাটক ।
নাটকের কিছু অংশ দুই বিঘে জমি কবিতার মতো।
তবুও অনেক ভালো লাগলো
Satata & manusatta bodh _ ato sunder natak . Sabaike thanks& kurnish.
সালাহ্উদ্দিন লাবলু'র নাটক গুলো দেখার মজাই আলাদা ।
এত সুন্দর নাটকের ভিউ কত কম। মানুষের রুচি দেখে অবাক।
@Qamrul QQওয়ালাইকুম আসসালাম।
পুতুল এর অভিনয় সবসময় ভালো লাগে
খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই সালাউদ্দিন ভাইকে
Onk sondor 🥰
২০২৩ ও দেখছি,, জানি না সালাউদ্দিন লাভলু এখন কেন এত সুন্দর নাটক বানাতে পারে না,,, আমার অনুরোধ থাকবে গ্রামের দৃশ্য দিয়ে আগের মত নতুন নতুন নাটক বানানোর জন্য
অনেক সুন্দর বাংলা নাটক শুধু দেখতে মন চায় ।। সৌদি আরব থেকে ---- টাংগাইল
MASUD পারভেজ hi
টাংগাইল কোথায় আপনার বাড়ি
তুমি যেমন পানি খেয়ে আসলে আমি তেমনি পান খেয়ে আসলাম।
অপূর্ব সুন্দর ভীষণ ভালো।
সত্যিই সোনার বাংলা।