ভাইজান, ৬-৭ টাকায় ট্রাইকো কম্পোস্ট তৈরি করা যায় এই কথার সংগে আমি দ্বিমত পোষণ করছি। মান সম্মত বা সুষম ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে কমপক্ষে ১২-১৪ টাকা খরচ হয় এবং কমপক্ষে ২২ থেকে ২৪ টা উপাদানের প্রয়োজন হয়। তবে আমি ২৫ টা উপাদান দিয়ে " পিওর সুষম ট্রাইকো কম্পোস্ট " উৎপাদন করি। ধন্যবাদ আপনাকে 🇧🇩🇧🇩❤️
আমার নিজের একটা ভার্মি কম্পোস্ট কারখানা আছে এই সাথে ট্রাইকো কম্পস ও শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আপনি যেভাবে বলেন যত কম খরচের কথা এই কম খরচে যদি যেকোন কম্পোস্ট সার বাজারজাত করা হয় স্বাভাবিকভাবে সেটা কম দামে বিক্রি হয় আর এই কারণেই জৈব সার এ সঠিক মানসম্মত না হয় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলতে সে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা কোয়ালিটি তৈরি করতে চাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের খরচ বেড়ে যাচ্ছে দামটাও বেশি আমাদের একটা স্বভাব সবসময় সস্তা জিনিস খুঁজি এই সস্তা জিনিস তৈরি করা বন্ধ করতে হবে তাইলেই এর সফলতা আসবে সারাদেশব্যাপী বাঁচবে মানসম্মত জৈব সার তৈরির উদ্যোক্তারা
আসসালামুয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই আমি নাটোর গুরুদাসপুর থানা থেকে বলতেছিলাম আমি আপনার কাছ থেকে কেঁচো নিয়েছিলাম এবং ট্রাইকোডার্মা পাউডার নিয়েছিলাম দু'রকম সার ভালই বিক্রি হচ্ছে
স্যার আমি ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য একটি ছোট পরিসরে শুরু করতে চাচ্ছি। কিন্তু আমার এ সম্পর্কে কোন জ্ঞান নেই আমি কি আপনার খামার পরিদর্শন করে দেখতে পারি করতে পারি ...?
@@krishokersateagamirpothay ওয়ালাইকুমুস সালাম । জি স্যার বুঝলাম কিন্তু আপনার যেহেতু খামার নাই । সে ক্ষেত্রে আমি যদি যাই । কার সাথে কিভাবে তথ্য নিয়ে যাব ।
আমি বেলে মাটিতে শাক চাষ করতে চাচ্ছি। এখন প্রতি শতকে কত কেজি ভার্মি কম্পোস্ট/ট্রাইকো কম্পোস্ট লাগবে? আর ২য় কথা হচ্ছে ভার্মি কম্পোস্ট/ট্রাইকো কম্পোস্ট দেওয়ার পরেও কি জৈব সাড় দিতে হবে কিনা? নাকি যে কোন একটি ইউজ করলেই হবে।
ভার্মীকম্পোস্ট বা ট্রাইকোকম্পোস্ট নিজেই জৈব সার। সুতরাং জৈব সার ব্যবহারের পর অন্য কিছু ব্যবহারের প্রয়োজন নেই। প্রতি শতাংশে ১২কেজি জৈব সার ব্যবহার করুন।
ভাইজান, ৬-৭ টাকায় ট্রাইকো কম্পোস্ট তৈরি করা যায় এই কথার সংগে আমি দ্বিমত পোষণ করছি। মান সম্মত বা সুষম ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে কমপক্ষে ১২-১৪ টাকা খরচ হয় এবং কমপক্ষে ২২ থেকে ২৪ টা উপাদানের প্রয়োজন হয়। তবে আমি ২৫ টা উপাদান দিয়ে " পিওর সুষম ট্রাইকো কম্পোস্ট " উৎপাদন করি। ধন্যবাদ আপনাকে 🇧🇩🇧🇩❤️
আপনি সুপার কোয়ালিটি নিশ্চিত করতে পারেন। তবে আপনার আনুপাতিক উৎপাদন বাড়ালে খরচ কমে আসবে।
অসাধারণ আলোচনা করছেন স্যার।
ধন্যবাদ ভাই।
আস্ সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ভালো আছেন ভাই হে আল্লাহ তাআলা এই ভাইয়ের সুস্থতার সাথে নেক হায়াত দান করেন
আমিন।
আমার নিজের একটা ভার্মি কম্পোস্ট কারখানা আছে এই সাথে ট্রাইকো কম্পস ও শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আপনি যেভাবে বলেন যত কম খরচের কথা এই কম খরচে যদি যেকোন কম্পোস্ট সার বাজারজাত করা হয় স্বাভাবিকভাবে সেটা কম দামে বিক্রি হয় আর এই কারণেই জৈব সার এ সঠিক মানসম্মত না হয় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলতে সে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা কোয়ালিটি তৈরি করতে চাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের খরচ বেড়ে যাচ্ছে দামটাও বেশি আমাদের একটা স্বভাব সবসময় সস্তা জিনিস খুঁজি এই সস্তা জিনিস তৈরি করা বন্ধ করতে হবে তাইলেই এর সফলতা আসবে সারাদেশব্যাপী বাঁচবে মানসম্মত জৈব সার তৈরির উদ্যোক্তারা
জি ভাই, ধন্যবাদ।
ট্রাইকো কম্পোষ্ট সার তৈরি করতে কি নিচের ফ্লোর পাকা করতেই হবে? যদি খরচ কমানের জন্য কাচা রেখে ছাইড দিযে পাকা করি এতে কি সার এর গুনগত মান ঠিক থাকবে।
সমস্যা হবে না।
❤❤❤
ধন্যবাদ ভাই।
আসসালামুয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই আমি নাটোর গুরুদাসপুর থানা থেকে বলতেছিলাম আমি আপনার কাছ থেকে কেঁচো নিয়েছিলাম এবং ট্রাইকোডার্মা পাউডার নিয়েছিলাম দু'রকম সার ভালই বিক্রি হচ্ছে
ধন্যবাদ ভাই।
আসসালামু আলাইকুম স্যার দেশি কেচো দিয়ে কম্পোস্ট সার তৈরি করা যায় কি না
যাবে।
@@krishokersateagamirpothay ধন্যবাদ স্যার, স্যার আমার আশেপাশে প্রচুর দেশি কেচো আছে আপনি যদি আমাকে একটু সাহস দেন তাহলে আমি শুরু করতে চাই।
@htitv3470 জি, করতে পারেন।
স্যার সিমেন্টের রিং এ করলে রিং একটা দিলে ভাল হবে নাকি দুইটা দিলে ভালো হবে।
বেশি পরিমাণ উৎপাদনের জন্য ১রিং উত্তম। সীমিত পরিসরে উৎপাদনের জন্য ২রিং নিরাপদ।
আচ্ছা ভাই লেয়ার মুরগির কাচা লিটার যদি জমিতে ১ মাস ছিটিয়ে শুকিয়ে জমি চাষ দিয়ে পেঁপে গাছ রোপন করি তাহলে কি কোন সমস্যা হবে
জমিতে প্রয়োগের পর সেচ দিতে হবে।
স্যার আমি ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য একটি ছোট পরিসরে শুরু করতে চাচ্ছি।
কিন্তু আমার এ সম্পর্কে কোন জ্ঞান নেই
আমি কি আপনার খামার পরিদর্শন করে দেখতে পারি করতে পারি ...?
ভাই, আসসালামু আলাইকুম। আমার নিজস্ব কোন খামার নেই। এগুলো আমার বিভিন্ন উদ্যোক্তার খামার। আসলে দেখতে পারবেন।
@@krishokersateagamirpothay ওয়ালাইকুমুস সালাম ।
জি স্যার বুঝলাম কিন্তু আপনার যেহেতু খামার নাই । সে ক্ষেত্রে আমি যদি যাই । কার সাথে কিভাবে তথ্য নিয়ে যাব ।
@AbdurrohomanJamil আপনি আসলে আমি আপনাকে সুবিধাজনক খামারে পাঠাতে পারি।
@@krishokersateagamirpothay
নতুন উদ্যোক্তার পাশে থাকার জন্য । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ।
স্যার আপনার পুরো ঠিকানাটা বলবেন প্লিজ ।
মোঃ আব্দুর রহিম
উপসহকারী কৃষি কর্মকর্তা
বগুড়া সদর, বগুড়া
০১৭১৪৫১২৩৭০
স্যার টাইকোকম্পোস্ট তৈরি হতে কত দিন সময় লাগে।
মোটামুটি ৪২-৪৫ দিন।
স্যার আমাদের এখানে তামাকের গুরা এবং হারের গুরা পাওয়া যায় না, এগুলো কোন জায়গায় পাওয়া যাবে।
তামাকের গুঁড়ার জন্য রংপুর ও হাড়ের গুড়ার জন্য যশোর/ খুলনা উত্তম।
সেভ বা নিরাপদ লিটার কি ভাবে তৈরি করব।
দেশিয় পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার খাওয়ায়ে যে খামার করা হয় এর লিটার।
আমি বেলে মাটিতে শাক চাষ করতে চাচ্ছি। এখন প্রতি শতকে কত কেজি ভার্মি কম্পোস্ট/ট্রাইকো কম্পোস্ট লাগবে?
আর ২য় কথা হচ্ছে ভার্মি কম্পোস্ট/ট্রাইকো কম্পোস্ট দেওয়ার পরেও কি জৈব সাড় দিতে হবে কিনা? নাকি যে কোন একটি ইউজ করলেই হবে।
ভার্মীকম্পোস্ট বা ট্রাইকোকম্পোস্ট নিজেই জৈব সার। সুতরাং জৈব সার ব্যবহারের পর অন্য কিছু ব্যবহারের প্রয়োজন নেই। প্রতি শতাংশে ১২কেজি জৈব সার ব্যবহার করুন।
@@krishokersateagamirpothay ভাই অর্থাৎ ট্রাইকো বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেই হবে?
@sobarjonno_36 জি।
ভাইজান কেমন আছেন আপনার সাথে কীভাবে কথা বলা যাবে
ধন্যবাদ।
০১৭১৪৫১২৩৭০
ভাই ভার্মিকম্পোস্ট কেজি কত।
১৫/-
স্যার ব্রয়লার এর লিটার দিলে কেমন হবে।
কাঠের গুড়ার লিটার হলে সম্ভব। তবে, ইউক্যালিপ্টাস এড়িয়ে যাওয়া উত্তম।
স্যার ট্রাইকোডার্মা কি পাওয়া যায়
জি, পাওয়া যায়।
তরলের লিটার কত স্যার? আর পাউডারের কেজি কত স্যার?
@ForHad-l6k ৫০০/-
ট্রাইকোকম্পোস্ট এর প্রতিকেজি কতো
১৫/- কেজি
@@krishokersateagamirpothay আছি ২/৩ টন এর মতো নিবো কিছুদিন পর আমার ২০০০ পেঁপে গাছ আছে লোকেশন ময়মনসিংহ জেলা ভালুকা থানা
স্যার আপনি কি ট্রাইকো কম্পোস্ট বিক্রি করেন?
ভাই, নিতে পারবেন।
ভাই আমাকে সাপোর্ট করবেনআমার নাম জসিম আমি একজন স্মার্ট কৃষক ো
জি অবশ্যই।
ভাই কেচো কত করে কেজি বিক্রি করেন।
ধন্যবাদ।
স্যার আপনার দুটো নাম্বার কিছু দিন বন্ধ পাচ্ছি।
আমি ইন্ডিয়াতে আছি।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
স্যার আমি ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রকল্প শুরু করতে চাই।
আমি কেঁচো কোথায় পাবো?
আমাকে সাহায্য করবেন প্লিজ
জি অবশ্যই সহযোগিতা পাবেন।
কেমন আছেন সার আপনার আপনার মোবাইল নাম্বার টা দেন
ধন্যবাদ ভাই।
০১৭১৪৫১২৩৭০
স্যার ট্রেনিং করার কি কোন উপায় আছে?
আছে।
@@krishokersateagamirpothay বিস্তারিত আমাকেও একটু বলেন
আমিও শিখতে চাই
আমাদের বিজ্ঞাপনে চোখ রাখুন।
@@krishokersateagamirpothay আপনাদের বিজ্ঞাপন কি শুধু ইউটিউব এ দেওয়া হয় । নাকি আরো অন্য কোন সাইট রয়েছে ।
❤❤❤❤❤
ধন্যবাদ ভাই।
ভাই আমাকে সাপোর্ট করবেনআমার নাম জসিম আমি একজন স্মার্ট কৃষক ো
জি ভাই, বলুন কি সহযোগিতা করতে পারি?