শ্রী -সবুজের অভিযান ও বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • কৃষ্ণসায়র পরিবেশ কাননে 'নবসৃজন' যৌথ উদ্যোগে :-
    সম্প্রতি বিভিন্ন সংবাদ পত্রে কৃষ্ণসায়র পার্কে একটি বৃক্ষচ্ছেদনের খবর প্রকাশিত হয় যা দেখে ক্ষোভে ফেটে পড়েন বর্ধমান শহরের মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং বিভিন্ন প্রকৃতিপ্রেমী সংগঠনগুলি। এই ক্ষোভকে ভালোবাসায় পরিণত করতে শ্রী -সবুজের অভিযান ও বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে
    এই দিন ১৮ মে ২০২৪ শনিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে 'নবসৃজন' প্রকল্পের আওতায় কৃষ্ণসায়র পার্কে দশটি বৃক্ষ চারা রোপন করা হলো |
    বৃক্ষ চারাগুলির মধ্যে ছিল দুটি শাল, দুটি সেগুন, দুটি মেহগনি, দুটি আমলকি এবং দুটি বুদ্ধ নারকেল গাছ |
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্য ও সদস্যারা এবং একদল ছাত্রছাত্রী।
    উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ,প্রকৃতিপ্রেমিক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত মহাশয় | সুভাষবাবু বলেন, এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় এই পৃথিবী একদিন সবুজ হবে এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করা যাবে | উপস্থিত দুই স্বেচ্ছাসেবী সংস্থা আশাবাদী, নিহত বৃক্ষের স্থলপূরণ হয়তো সম্ভব নয় কিন্তু 'নবসৃজন' প্রকল্পের মাধ্যমে নতুন বৃক্ষরা আগামী পৃথিবীকে সুরক্ষিত করবে | মানুষ ও প্রকৃতির মেলবন্ধনেই প্রকৃতি সুন্দর হয়ে ওঠে, তাই এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তোলার জন্য এই ধরনের
    প্রচেষ্টা আগামী দিনগুলিতে জারি থাকুক |

КОМЕНТАРІ •