আমলাদের আরও বাড়াবাড়ি । Zahed's Take । জাহেদ উর রহমান । Zahed Ur Rahman
Вставка
- Опубліковано 26 гру 2024
- সাবেক এবং বর্তমান আমলারা মিলে আবারো জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নেমেছেন। এবং ভবিষ্যতের জন্য আরো কর্মসূচি ঘোষণা করেছেন।
#প্রশাসন #শেখহাসিনা #আমলা #সচিব #zahedstake #drzahedurrahman #ডাজাহেদউররহমান #zahedurrahman #জাহেদউররহমান #জাহেদ #zahed
এবিষয়ে অন্তবর্তীকালীন সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং যারা বিগত তিনটি নির্বাচনে জড়িত তাদের বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। আশা করি আগামী দিন এভাবেই এগিয়ে যাবেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন। আমিন।
Dr Yunus’s kindness is taken for a weakness for those who were under Hasina’s armpits
ধন্যবাদ স্যার। আপনার এই কথা গুলো সবসময় মনে জাগতো।আজ মনের কথা গুলো বলতে শুনে খুব ভালো লাহলো।
জাহিদ স্যারের কথাগুলো অসাধারণ একটা জিনিস লক্ষ্য করলাম rab বিলুপ্তির ব্যাপারে যখন কমিশন সুপারিশ করেছলোড় তখন rab প্রধান বলেছিল সরকারের আদেশ মানতে আমরা বাধ্য। অথোচো আমলারা তার পুরোটাই বিপরিতগামী।
একদম সত্যি
অনেক ধন্যবাদ জাহিদ ভাই। পলিসি লেভেলে আপনার চিন্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি।
যাহেদ ভাই স্যালুট l আরও জোরালো আওয়াজ তুলতে হবে এই আমলাদের ব্যাপারে l
ভালোবাসা নিবেন জাহেদ ভাই। বরাবরের মতোই সত্য তুলে আনার জন্য আপনাকে সালাম।
জাহিদ ভাই, ঘাপটি মেরে থাকা এই শয়তান গুলোর পাপের কথা আমরা ভুলে ছিলাম।আপনি আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন।
সকল অতিরিক্ত সচিব ও সচিব দেরকে অনতিবিলম্বে চাকরীচ্যুত করে তাদের বিরুদ্ধে সমস্ত সম্পত্তির হিসাব নেওয়া হোক।
@@shahjahansarker5492 will be a very bad decision. Revengeful society never gets stability.
সাবাস জাহিদ ভাই, এসব কতিপয় কর্মকর্তার স্বরুপ উন্মোচিত করার জন্য। ধিককার জানাই, প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে।
ধন্যবাদ সত্য সুন্দর কথা বলার জন্য
এ বিষয়ে কথা বলার জন্য জনাব জাহিদ কে ধন্যবাদ। এটাই আমাদের মনের কথা।
আজকের বিশ্লেষণও সত্যি চমৎকার। এভাবেই বলে যাবেন নিরপেক্ষ (!) ভাবে।
ধন্যবাদ স্যার আপনার পক্ষ থেকে এমন তীব্র প্রতিবাদ আশা করেছিলাম❤
যারা যারা বক্তৃতা করেছে সবাইকে চাকুরি থেকে বহিস্কার করা দরকার। সব ঠান্ডা হয়ে যাবে।
ধন্যবাদ স্যার গুরুত্বপুর্ন আলোচনার জন্য ♥️🇧🇩♥️
দেশের সবচেয়ে বড় সর্বনাশ করছে এই আমলারা।
সকল ক্যাডার থেকে মেধা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সেটা এসরকারকেই করে যেতে হবে এবং সকল ধরনের হুমকির বিষয় নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এদেরকে শক্ত হাতে দমন করতে হবে ডক্টর ইউনুস স্যার না হলে আপনাকে এক পাও আঘাতে দেবে না এইসব আপনারা প্রয়োজন হলে এদেরকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে মুহূর্তের মধ্যে,, মন থেকে তাকে অভিনন্দন জানাই এই কথাগুলো আমাদের জানানোর জন্য,,, এরা হলো আমাদের চাকর অথচ আর আমাদের প্রভু মাথার উপর বসে থাকে,,,,,
প্রশাসনের এই আলাপের বিরুদ্ধে ছাত্রদের এখনই নামতে হবে।
কমিশনের প্রধান সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
ছাত্র-জনতার দ্রুত ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণ তথা সরকারের অধীনে চলবে নাকি জনগণ কর্মচারীদের অধীনে চলবে, এই প্রশ্নের সুরাহা হওয়া প্রয়োজন।।
চোরদেরকে যখন ক্ষমতা দেয়া হয় তখন সেই চোরদেরকে কি খুব সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে?
এসব কর্মকর্তা দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
আমি খুব কাছ থেকে সচিবদের কাজ দেখেছি। যো কাজ আমি ১ দিনে করতে পারি তা ওনারা ১ মাসেও ঠিক মত করতে পারেন না। এরা বাংলাদেশকে মন্থর করে দেয়ার জন্য দায়ী। তারা মনে করেন তারা সব জানেন, কিন্তু আমার পর্যবেক্ষন তা বলে না। আমার ঘরেও দুচারজন সচিব রয়েছে, তাই বাস্তব অভিজ্ঞতা বললাম।
চমৎকার বলেছেন আপনি। আমি কাছে থেকে তাদের অরাজকতা ও অন্যায় দুর্নীতি দেখেছি কিন্তু অন্য কেডার অফিসার বলে কিছু করতে পারিনি
সব গুলো কে বরখাস্ত করা হোক
সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে বরং কমিশন না তাদেরকেই অপসারণ করা উচিৎ।
ইউনুস সরকার'কে কঠিন হতে হবে।
Dr. Zahed is a real patriot man. His consultation needs the nation.
জনগণের এই চাকরগুলোর মধ্যে ২০১৪, ২০১৮ অথবা ২০২৪ এর নির্বাচন পরিচালনার জন্য যারা ডিসি বা ইউএনও ছিল, অবিলম্বে তাদের বরখাস্ত করে মামলা দায়ের করতে হবে। বাকি আলোচনা পরে হবে।
সচিবালয়ে আগুনের ঘটনায় এই আমলাদের গ্রেফতার করে জিজ্ঞেসাবাদ করতে হবে
১৮ কোটি মানুষ সব সময় সতর্ক অবস্থানে রাস্তায় থাকবে দেশটাকে সঠিক পথে চালাবার জন্য ইনশাল্লাহ
৫৩ বছরে অনেক আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে উত্তাল পতন হয়েছে একটা জিনিস বাদ আছে এই আমলাতন্ত্রকে ভেঙ্গে সাজানো এবং যে যে পেশার লোক সেই দায়িত্ব পালন করবে এটা করা অত্যন্ত জরুরী এবং যেকোনো মূল্যে তা করতে হবে ধন্যবাদ
পুলিশ ও প্রশাসনের লোকজনকে সড়িয়ে নতুন ভাবে লোকজন না নিলে প্রতি পদে পদে বাধা আসবে।
ওনাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার সংস্কৃতি চিরতরে বন্ধ করা সময়ের দাবি।
এত্তোগুলা সচিবও তো দরকার নাই আমাদের দেশের মতো গরীব দেশের জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সঠিক কথা বলার জন্য।
ওনারা নিজেদেের পাবলিক সার্ভেন্ট মনে করেন না, নিজেদের তারা পাবলিক লর্ড (প্রভু) মনে করেন।
তাই 'জেলা প্রশাসক ' নামটি পরিবর্তন করে 'জেলা সেবক' রাখতে হবে।
ডা: জাহেদ ভাই, আপনি আমার খুবই পছন্দের একজন বিশ্লেষক ছিলেন ৫ই আগস্টের পুর্ব পর্যন্ত। আমি তখন আপনার ভিউয়ারদের পরামর্শ দিয়েছিলাম একথা বলে "সত্য শুনতে চাইলে যেন সবাই আপনার আর তাজ হাশমীর কথা শোনে। যাহোক ৫ই আগস্টের আগে আপনি দেশে থেকে হায়েনাদের সম্মুখে খুবই বলিষ্ঠ কন্ঠে জ্ঞানগর্ভ কথার মিসাইল ছুড়েছিলেন। তখন কেউ আপনার গায়ে আঁচড় কাটেনি বা কাটতে পারেনি। ৫ই আগস্টের পর আপনাদের ভয়েস হওয়া উচিত ছিল একশন ধর্মী। মনে মনে আশা করেছিলাম আপনার মত লোকদেরই উপদেষ্টা করা উচিত ছিল। তাতো হল না। এখন আপনাদের মত জ্ঞানবান লোকদের উচিত আমজনতার পক্ষে আপনারা সরকারকে দেশের স্বার্থে যা যা করনীয় তা করার জন্য বাধ্য করা। এর কোন বিকল্প নাই। আপনার মত জ্ঞানবানদের পক্ষেই তো মুক্তিকামী মানুষ, তখন ভয় করেন নি, এখন ভয় কিসের? এখন তো বহুগুন শক্তি নিয়ে দেশের স্বার্থে যা করা দরকার তা ই করার জন্য সরকারকে বাধ্য করতে পারেন। দেশের বাইরে থেকে ইলিয়াসরা বার বার বলেছে যে, আওয়ামী ভারতীয় দোসররা নাশকতা করবে। তা ই তো হলো, সামনে আরো কী হয় আল্লাহই ভাল জানেন। সেজন্য দেশের স্বার্থে বিএনপিকে নচিহত করে বলুন, নির্বাচন করে ক্ষমতায় এসে এদেশটা তোমরা চালাতে পারবে কি? পারবে না। তাই সবাই মিলে আগে আওয়ামী ভারতীয় রোগ জীবানু রাষ্ট্রের সর্বস্তর থেকে নির্মুল করা না গেলে দেশটাই থাকবেনা, নির্বাচন করে কি হবে।
শরীরের পচা অংশ কেটে বাদ দিতে হবে,না হলে সাড়া শরীরে পচন ছড়িয়ে পড়বে।
অন্যান্য অনেক বিষয়ে আপনার সাথে কিছুটা দ্বিমত থাকলেও আপনার এই টেকের সাথে পুরোপুরি একমত পোষণ করি। এই নতুন বাংলাদেশে এত সাহস এনারা পান কোথা থেকে! তাদের এই ক্ষমতার দম্ভের লাগাম টানার এখনই উপযুক্ত সময়।
জনপ্রশাসনের সব সচিব কে বাদ দেওয়া হোক
তারা রাষ্ট্রের কর্মচারী না, রাষ্ট্র তাদের তাবেদার এমনটাই মনে হচ্ছে।
সত্য আলোচনা
আমলাদের থামাতে না পারলে এই দেশ নামমাত্র স্বাধীন থাকবে। জনগণ তাদের প্রজা হয়ে থাকবে।
Government should take action all those secretaries.
এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। তাদের স্থলে নতুন নিয়োগ দেয়া হোক।
সরকারের চাকর হয়ে সরকারের প্রকাশ্য বিরোধিতা করেও চাকরিতে বহাল থাকে কি করে?
সরকার নির্লিপ্ত কেন?
এতো স্পর্ধা পায় কোথায় ওরা?
প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হবে।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
তাদের ক্ষমতার উৎস কি? চাকরিই ত তাদের মুল শক্তি কেন তাদের ঝাঁটা মেরে বিদায় করা হচ্ছে না?
You are apsolotly right. Thanks.
আগুন কারা দিছে তাদের কে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আহত এনে শাস্তি কার্যকর করা হোক
সত্য বলার জন্য শুভেচ্ছা। তাঁদের পতনের সময় এসেছে। সকল বৈষম্যের অবসান জরুরী এবং বৈষম্য দূরীকরণে এই সরকারকে অবশ্যই দৃঢ় হতে হবে। ❤❤❤❤❤
এরা নাকি দেশের মাথা অথচ এআচরন করছে গার্মেন্টস কর্মীদের মত। এদেরকে ছাড় দেয়া যাবে না।
ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে সত্যি কথা তুলে ধরার জন্য।
সব গুলোকে বাদ দেওয়া হোক
I was waiting for your analysis Zahed Bhai.
এই প্রশাসনকে ছাটাই করা জরুরী।
আপনার কথা আমি অনেক আগ্রহের সাথে শুনি ভালো না লাগলেও তারপরেও শুনি কারণ আপনার কথাগুলা কোন বাড়াবাড়ি নাই বাস্তবসম্মত
এদেরকে সোজা করার জন্য ছাত্র জনতা দরকার। আর যদি ছাত্র জনতা তাদের সোজা করতে যায় তখন আপনি তার প্রতিবাদ করবেন ছাত্র কেন যাবে।??
এজন্য আপনার নীতি পাল্টান এবং এবং ছাত্র জনতাকে মারমুখী হওয়াকে সমর্থন করেন।
ছাত্র জনতার বিজয় অর্জনকে ধূলিসাৎ করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে সরকারকে আরোও কঠিন ও কঠোর হওয়ার আহবান জানাচ্ছি। তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ও সকল বাহিনী এবং যাদের উপর আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের কে আরোও কঠিন হাওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আহবান জানাচ্ছি।
আমলারা প্রক্রত আওয়ামী দোসর। রাতের ভোটের কারিগর।
কেউ যদি প্রশাসনিক কাঠামোর সংস্কারের বিরুদ্ধে ultimatum দিতে পারে তাদেরকেও ultimatum দেওয়া হোক, দরকার হলে তাদেরকে বরখাস্ত করা হোক।
আজকের বক্তব্য সঠিক হয়েছে।
জাহিদ সাহেব, ধন্যবাদ অশেষ ধন্যবাদ, আপনার মত এভাবে প্রতিটা বিবেকবান বুদ্ধিজীবী যদি কথা বলত দেশটা পরিবর্তন হয়ে যেত। আপনাকে আবারো ধন্যবাদ।
দেশের মানুষ যখন না খেয়ে মরে, তখন তারা ভূয়া নির্বাচন করার জন্য গাড়ি কেনে😂
কোটা বাদ দিয়ে যোগ্যতার পরীক্ষা নিয়ে উপসচিব নিয়োগ করতে হবে।
আমলাদের কি ভয়ংকর স্পর্ধা!!
সাবাস জাহিদ ভাই, এই বিষয়ে আপনার লাউড এন্ড ক্লিয়ার বক্তব্য। সবাইকে এ বিষয়ে একমত হতে হবে।
অনেক জায়গায় প্রশাসনকেও পালাতে হয়েছে। উদাহরণ : ধামরাই, ঘাটাইল...
The one and only solution is to sack them and appoint new people.
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস ।
সহমত
সঠিক বলেছেন👍🌹
জনগণের টাকায় বেতনভুক্ত সকলেই জনগণের সেবক। সেভাবেই নতুন বাংলাদেশের সরকারি পদগুলোর নাম দিতে হবে।
সবই যদি আওয়ামীলীগের হয় তাহলে সরকার কি করে? এতো দিন পর ও কেন?
চমৎকার খবর!!খুবই ভালো
লাগল ❤❤❤
🇧🇩🇧🇩🇧🇩 সপ্তাহে আড়াই দিন ঘোষিত ছুটি, নিজের ইচ্ছায় হিসাবের বাইরে অঘোষিত ছুটি আর বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস করে জনগণের ট্যাক্সের টাকায় বেতন আর দুর্নীতি করে এই সব আমলাদের চর্বি জমে গেছে। এই দরিদ্র দেশে এটা কিছুতেই মেনে নেয়া যায় না।
তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে, যদি কাজে যোগ দিতে অস্বীকার করে বা আন্দোলন করতে থাকে, সরকারি নীতিমালা অমান্য করতেই থাকে, তাহলে তাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব সার্টিফিকেট কেড়ে নিয়ে পাসপোর্ট ও কেড়ে নিতে হবে । এবং তাদের পরিবারের কেউ ভবিষ্যতে ৫০ বছর কোন সরকারি চাকরি করার সুযোগ পাবে না এবং বিদেশে ও যেতে পারবে না । এমন শাস্তির বিধান রাখলে সাপ গার্তে ঢুকার সময় সুজা হয়ে ঢুকবে ।
সচিবালয়ের আমলাদের কে বলেন চাকরি ছেড়ে দিয়ে জনতার মঞ্চে রাজনীতি করতে। চাকরি করতে হলে আইনের আওতায় কাজ করতে থাকুন, নতুবা চাকরি ছেড়ে দিন।
দারুণ বিশ্লেষণ করলেন ডাঃ জাহেদ ভাই। সহমত পোষণ করছি।
বেশি বার বাড়ছে। ওদের 2 , 3 টা চাকরিচ্যুত করলে সোজা হয়ে যাবে।
প্রশাসনিক সংস্কার কমিশনের উচিত জেলা প্রশাসক দের খমতা কমায়ে জেলার অন্তর্গত সম মর্যাদার কর্তাদের খমতা দিয়ে ভারসাম্য রক্ষা করা ।এই বিষয়ে সরকারের কঠোর অবস্থানে অনড় অবস্থান নিতে হবে।
জাহেদ ভাইয়ের এই কথাগুলোর সম্পুর্ন একমত। এদের আসলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত কারণ তারা এতদিন দুর্নীতি করে মাস্তান হয়ে উঠেছে।
এজন্যই সরকারী চাকুরীজীবিদের স্বভাব দেখে সংস্কার করা উচিত।
Well said. Public servants should behave like public servants.
Excellent & important analysis
গত কাল যে ডিসি উদ্ধত পূর্ণ আচরন করেছেন তার কঠিন শাস্তি হওয়া উচিত, এমনকী তার বিসিএস কি ড্রাইভারের থেকে প্রশ্ন নিয়ে হয়েছেকি না দেখতে হবে, না হলে সে পরিক্ষা দিতে ভয় পায় কেন?
আজ যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি শিক্ষা
কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা
সেই বিখ্যাত গানটা মনে পড়ে গেলো স্পেশালিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনে
এই আমলাদের এখনই ঠিক করার সময় এসেছে। দেশের আজকের এই অবস্তার জন্য তারাই দায়ী।। শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই প্রশাসনের
লোকেরা।
সুন্দর মতামত
উপসচিব বা তদূর্ধ্ব পদগুলো রাষ্ট্রের বা সরকারের পদ, কোন ক্যাডারের নয়।
প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সব ক্যাডার উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব বা যুগ্মসচিব পদে নিয়োগের পক্ষে।
পরীক্ষার মাধ্যমে নিয়োগ হোক
চরম সত্য কথা
সমাজ এবং দেশকে এগিয়ে নিতে হলে মোটা দাগে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকী সকলকে ক্ষমা করে দিতে হবে । সমাজে প্রতিহিংসাপরায়ণতা চলমান থাকলে দেশে কখনো স্থিতিশীলতা ফিরে আসবে না ।
চমৎকার বিশ্লেষণ! এটা নিয়ে আরো আলাপ চাই।
জাহেদ আপনি সচিবদের সঙ্গে দ্রুত আলোচনা করুন। আপনি যেহেতু আপনি বিরাট বুদ্ধিমান মানুষ।
The more I see Mr Zahid, the more I feel proud of such a great analyst living in my country. I am truly lucky!
এদের বিগত দিনের কর্মকাণ্ড ও অর্থ সম্পদ তদন্ত করে দেখা হোক
১৪ ১৮ ২৪ এই তিন নির্বাচনে ডিসিদের সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরও আইনের আওতায় আনা হোক
সরকার এ সকল আন্দোলনকারিদেরকে শক্ত হাতে দমন করা উচিত। যতজন বক্তিতা দিয়েছিলেন অন্তত এদেরকে বরখাস্ত করা উচিত।