মানুষ এমন চিকিৎসার পিছনে টাকা নষ্ট করছে যেগুলো বিজ্ঞানে প্রমাণিত না: ডা. তাসনিম জারা |Dr Tasnim Jara

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kuwaitkuwait5311
    @kuwaitkuwait5311 Рік тому +1111

    তাসনীম জারার মতো আগে কোন ডাক্তার এই ভাবে রোগীকে বুঝিয়ে বলে না। সবাই তাসনীম জারার কথা ক্লিয়ার বুঝতে পারছি। অন্তর থেকে দোয়া রহিলো আপনার জন্য।

    • @mehnazmaliyatvlog4012
      @mehnazmaliyatvlog4012 Рік тому +4

      Ok

    • @ZaraCookingHouse
      @ZaraCookingHouse Рік тому +2

      @Anastasia Chowdhury 😱😱😱

    • @ZaraCookingHouse
      @ZaraCookingHouse Рік тому +5

      ঠিক বলেছেন ভাইয়া

    • @jinafaaktertanni2273
      @jinafaaktertanni2273 Рік тому +1

      @Anastasia Chowdhury সে তো বলল ঢাকা মেডিকেল থেকে পড়েছে তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

    • @mhkabir526
      @mhkabir526 Рік тому

      9

  • @kamrulazad3239
    @kamrulazad3239 Рік тому +125

    বাংলাদেশী একজন আদর্শ ও মানবিক ডাক্তার হিসেবে ডাক্তার তাসনীম জারাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

  • @ruhelamin6801
    @ruhelamin6801 Рік тому +71

    প্রিয় তাসনিম যারা আপনার কথা শুনে ধূমপান ছেড়ে দিয়েছি একদম অনেকদিন হলো ধন্যবাদ আপনাকে ভালো কিছু উপদেশ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য।

  • @kazimizan1852
    @kazimizan1852 Рік тому +8

    ডাক্তার তাসনীম জানার কাছে আকুল আবেদন আপনার মতো অভিজ্ঞ ডাক্তার বাংলাদেশে এসে জনগনের পাশে থাকুক ভালো থাকবেন

  • @arzarakhan8581
    @arzarakhan8581 Рік тому +56

    ওনি আমার খুব পছন্দের ডাঃ আমি তো তার নিয়মিত ভিডিও দেখি এর জন্য সব সময় অনেক ভালোবাসা ও দোয়া করি

  • @farjanaislam-zf3ki
    @farjanaislam-zf3ki Рік тому +92

    বাংলাদেশের প্রতিটি ডাক্তারের জারা আপুর মতো হওয়া উচিত। নিরহংকারী, সৎ ও উৎসাহী,জ্ঞান আহরনে উৎসাহী। অনেক দোয়া ও ভালোবাসা ❤️❤️❤️

    • @Rightway.786.
      @Rightway.786. 5 місяців тому

      হাম্ম সত্যি অসাধারণ। স্যালুট।

  • @hwhw3211
    @hwhw3211 Рік тому +188

    মহান আল্লাহ পাক এই ডাক্তার বোন নেক হায়াত দান করুক আমীন

    • @mdabubakkarsiddik1397
      @mdabubakkarsiddik1397 Рік тому

      আমি কাতার থেকে শুনি আমার ভালো লাগছে

    • @nooruddin70
      @nooruddin70 Рік тому

      Amin

    • @satyasandhyani
      @satyasandhyani Рік тому +1

      Apni ki kon vai. Ai maia Borkha pore nai. Allah ore jahannam e pathabe ar apni Ai maiar jonno Allahar kace doa koren. Naujbillah Naujbillah

    • @Alhamdulillah_Subhanallah123
      @Alhamdulillah_Subhanallah123 Рік тому +1

      @@satyasandhyani কি ভুল কথা বলতেছেন,মানুষ কি হেদায়েত পেয়ে দিনের পথে ফিরে আসতে পারে না।আর আপনার ইলম নেই বললেই চলে কাউকে জাহান্নামি বলা জায়েজ নয়।

    • @risalatkhan453
      @risalatkhan453 Рік тому +1

      ভাই ধর্ম কর্মের কথা বলে কোনো লাভ নাই। উনি বিজ্ঞানে বিশ্বাসী ধর্মে না।

  • @ainurrahmanmoinur9027
    @ainurrahmanmoinur9027 Рік тому +23

    শুভেচ্ছা রইল ডা. তাসনিম জারার জন্য!
    আমার একটাই চাওয়া তাঁর এই প্রচেষ্টা চালিয়ে যাক......এবং বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের জন্য কিছু করুক!!!

  • @muzammilhossain4180
    @muzammilhossain4180 Рік тому +222

    সত্যিই তিনি একজন আলোকিত মানুষ।
    একজন ভাল ডাক্তার তিনি।

    • @rumiafroze7084
      @rumiafroze7084 Рік тому +9

      ইহকাল ও পরকালের জন্য যারা জ্ঞান অর্জন করে ও সঠিক পথে তা পরিচালিত করতে পারে তারাই প্রকৃত অর্থে আলোকিত মানুষ ।

    • @ahmedsimanto7745
      @ahmedsimanto7745 10 місяців тому +3

      ​@@rumiafroze7084দেশ, পৃথিবীর হুগা মারা গেলেও কিছু যায় আসে না তাদের কাছে। রোগ হয়লে ডাক্তারের কাছে যা যেয়ে হুজুরের কাছে যাও না কেন?😅

  • @ShohelRana-jt8fb
    @ShohelRana-jt8fb 11 місяців тому +5

    আপুর কথাগুলো শুনে খুব ভালো লাগলো বাংলাদেশের প্রতি এত ভালোবাসা ❤❤❤

  • @mdnuruzzaman2809
    @mdnuruzzaman2809 Рік тому +86

    এমন বিশ্লেষণ করে বুঝানোর ডাক্তারের খুবই প্রয়োজন
    শুভ কামনা রইলো
    আমাদের প্রিয় ডাক্তারের জন্য

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 Рік тому +7

    🇧🇩 ♥️ তাসনিম জারাকে আন্তরিক ধন্যবাদ! আপনার মত ভাল মন-মানসিকতার ডাক্তার বাংলাদেশে অনেক প্রয়োজন! "আমাদের দেশে কবে সেই লোক হবে, কথায় না বড়ো হয়ে কাজে বড় হবে"!

  • @mdrasel-sb2dh
    @mdrasel-sb2dh Рік тому +143

    মানুষের সুস্থ থাকার জন্য ওনার এডভাইস গুলো খুবই গুরুত্বপূর্ণ ❤️❤️

  • @dilaraakhond
    @dilaraakhond Рік тому +52

    আমাদের বাঙলাদেশের গর্ব। জারা তাসনীম। গোটা বিশ্বের কাছে নাম ছড়িয়ে পরুক এই শুভকামনা রইল। ❤❤

  • @kuwaitkuwait5311
    @kuwaitkuwait5311 Рік тому +299

    ডাক্তার তাসনীম জারার কথা ও পরামর্শ অনেকে উপকৃত হচ্ছে প্রতিদিন। ওনার কথা গুলো মানুষ খুব সহজে বুঝতে পারে।

    • @HazratAli-mz7qx
      @HazratAli-mz7qx Рік тому +1

      ধন্যবাদ

    • @faridayasmin5034
      @faridayasmin5034 Рік тому +1

      ডাক্তার জারার কথার গুলো আমার খুব ভালো লাগে।

    • @mishappy4099
      @mishappy4099 Рік тому

      ​@@faridayasmin5034 ং 😊্যবআয়শশ।ুটতী্য।ট

    • @rehanabegum2546
      @rehanabegum2546 Рік тому

  • @mosharrof-ul-alammosharrof9138
    @mosharrof-ul-alammosharrof9138 Рік тому +43

    বাংলাদেশের অধিকাংশ ডাক্তারদের নিয়ে অতীব পরীক্ষিত ও প্রমাণিত অভিযোগের প্রশ্নটি সুকৌশলে ও বিচক্ষণতার সাথে এড়িয়ে গেছেন, সে জন্য আপনার মত স্বনামধন্য ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ।

    • @tajkiatahsin7763
      @tajkiatahsin7763 Рік тому

      বিষয়টি আমিও খেয়াল করেছি, সেইম কমেন্টটি আমিও করতে চেয়েছিলাম।

  • @lubnasarower9345
    @lubnasarower9345 Рік тому +29

    অনেক ভালোবাসা তোমার জন্য তাসনীম। মহান আল্লাহ্ তোমার নেক হায়াত দান করুন। আমিন।❤❤❤❤💜💜💜🧡🧡☺

  • @esratjahan6601
    @esratjahan6601 Рік тому +6

    খুবই ভালো একজন ডাক্তার উনি।
    শুধু ডাক্তার হিসেবে নয় একজন মানুষ হিসেবেও উনি আদর্শ।

  • @Mr.writer..007
    @Mr.writer..007 Рік тому +36

    ডাক্তার তাসনীম জারা এমন একজন চিকিৎসক ওনার অসাধারণ পরামর্শ সাধারণ মানুষের বেশি উপকারে আসে।

    • @mst.afruzaakter2103
      @mst.afruzaakter2103 Рік тому

      বুক টা ভরে গেলো,আপনাকে দেখে মনটাও ভরে যাই

  • @shohelmiah372
    @shohelmiah372 8 місяців тому +3

    মানুষ হিসেবে অতুলনীয়।
    আল্লাহ নেক হায়াত দান করুন।

  • @amitacharjhya3363
    @amitacharjhya3363 Рік тому +30

    সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।কারন, তার এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো না করলে হয়তো গুরুত্বপূর্ণ উত্তর পাওয়া যেতো না!

  • @MsShabana-dm4xi
    @MsShabana-dm4xi Рік тому +13

    ডাক্তার তাসনিম জারার মত চিকিৎসক বাংলাদেশের প্রতিটি উপজেলায় দরকার দোয়া ভালোবাসা রইলো

  • @shirinscollection1622
    @shirinscollection1622 Рік тому +67

    আমাদের প্রিয় ডাঃ তাসনিম জারা। 😍
    দেখলাম খুবই সাধারন ভাবে থাকেন।তিনি যে সমাজ সেবা করছেন তা আমাদের সবার জন্য গব’।দোয়া করি আললাহ তার নেক আশাগুলো পূরন করেন।

  • @rumanascreation2544
    @rumanascreation2544 Рік тому +6

    আমাদের মত সাধারণ মানুষের জন্য আপনার এ কথাটা ছড়িয়ে দিন। এদেশের চিকিৎসা ক্ষেত্রে ভোগান্তির মধ্যে আমরা বেঁচে আছি

  • @islampokriti1234
    @islampokriti1234 Рік тому +24

    মাশাআল্লাহ,,, আল্লাহ আপনাকে জাতির জন্য ভালো কিছু করার তাওফিক দান করুক।

  • @ParvezAlam-px6qh
    @ParvezAlam-px6qh Рік тому +4

    একজন ভালো মনের ভালো ডাক্তার ডাঃ তাসনিম জারা,,,অনেক অনেক ধন্যবাদ জানাই উনাকে,,,খুব ভালো করে বুঝিয়ে বলেন রোগের কথা এবং রোগ নিরাময়ের চিকিৎসার কথা💖💖💖💐💐💐

  • @foyezullah5132
    @foyezullah5132 Рік тому +19

    ধন‍্যবাদ ডাক্তার তাসনিম জারাকে

  • @kakonfashiongallery8374
    @kakonfashiongallery8374 Рік тому +49

    ডাঃ তাসনীম জারা অত্যন্ত চমৎকার ভাবে যে বিষয়গুলো বলেন তা না বুঝার কোন কারন নেই। তিনি সত্যিই অতুলনীয়।

  • @fatemabegum4900
    @fatemabegum4900 Рік тому +91

    আলহামদুলিল্লাহ এখন রজব মাস এই মাসে নবী সঃ বলেছেন এদোয়াটি বেশি বেশি পাঠ করতে। আল্লাহুম্মা বারিকলানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল লিগ না রমাদান সকল মুসলমান এই দোয়া বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আমিন

    • @lutfulkarim2520
      @lutfulkarim2520 Рік тому

      ভাই এটা দুরবল হাদীস।এ ধরনের হাদীস আমলে কোন নেকি আশা করা যায় না।

    • @mabiyaraz4985
      @mabiyaraz4985 Рік тому +6

      অনেক ধন্যবাদ বোন।। আমি রজবের কথা একেবারে ভুলেই গিয়েছিলাম।।।
      আপনার কমেন্ট দেখে মনে পড়ে গেল 🥰🥰🥰 জাজাকাল্লাহু খাইরান আপু।

    • @fatemabegum4900
      @fatemabegum4900 Рік тому +1

      ইনশাআল্লাহ আরে এটা একটা দোয়া আপনি গুগল টাছ দিয়ে দেখেন ভালো ভালো হাক্কানী আলেমদের মুখে শুনুন সহীহ হাদীস রেফারেন্স সহ বলে দিবে ইনশাআল্লাহ

    • @mabiyaraz4985
      @mabiyaraz4985 Рік тому +2

      @@fatemabegum4900। নাহ সেটা তো ঠিক আছে।।
      কিন্তু আমি বলছি মাস টার কথা।।
      চারটি সম্মানিত মাস আছে।।
      যে মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ।।
      সে মাসগুলোর মধ্যে রজব একটি।।

    • @fatemabegum4900
      @fatemabegum4900 Рік тому +2

      অসুবিধা নাই এখন থেকে পাছ ওয়াক্ত সালাতের পরে পড়া শুরু করেন।ইনশাআল্লাহ

  • @jahirulislamshikder2056
    @jahirulislamshikder2056 Рік тому +6

    আল্লাহ জারা আপুকে হেফাজতে সুস্থ রাখিয়া নিজ মনের নেক আশাগুলো পুরন করুন।উনি অনেক ভালো একজন মেয়ে এবং ভালো একজন ডাক্তার ।

  • @JahangirAlam-uo7cv
    @JahangirAlam-uo7cv Рік тому +11

    তাসনিম মা তোমার পতি দোয়া ও শুভ কামনা রইল।ভাল থেকো মা।

  • @asminara542
    @asminara542 Рік тому +2

    আমার প্রিয় একজন ব্যক্তি তাসনীম জারা ।
    আমি আপনাকে কত বেশি ভালবাসি আপু
    আমি আপনাকে সেটা বলে বুঝাতে পারব না ।
    আপনার জন্য অনেক দোয়া রইল ,আপনি জীবনে সবসময়ই ভালো থাকেন আর সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকেন।

  • @uaeuar4965
    @uaeuar4965 Рік тому +75

    তাসনিম জারা একজন পকৃত ডাক্তার ❤❤❤

  • @bangladeshibloggersnjannat6241

    তুমি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ।

  • @shazjah8243
    @shazjah8243 Рік тому +51

    কাজ চালিয়ে যেতে হবে আরও। আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় আরও কাছে নিয়ে আসুক।আমিন

    • @mr.anonymous298
      @mr.anonymous298 Рік тому +1

      উনি এমনিতেই ঠিক রাস্তায় আছেন

  • @atibaharina3046
    @atibaharina3046 Рік тому +11

    Dr. Jara is so talent, so smart. Her role in presenting video on medical information is very educative.

  • @md.alamin9789
    @md.alamin9789 Рік тому +29

    আসলেই উনি সুনাম ধন্য চিকিৎসক 👍

  • @khandakerimran2501
    @khandakerimran2501 Рік тому +1

    ডা.জারা ম্যাডা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এবং ডা,জাহাঙ্গীর স্যার আপনাদের মত ডা : আমাদের দেশে অনেক দরকার।আপনার জন্য শুভ কামনা।

  • @shawkathossain9187
    @shawkathossain9187 Рік тому +13

    ধন্যবাদ ডঃ আপু সত্যিই আপনী একজন দেশ প্রেমিক আমি আপনার সুদীর্ঘ জীবন কামনা করছি দুবাই থেকে সেকান্দর চট্টগ্রাম বোয়ালখালী

  • @mdjamalabdulnasherbhuiyan6757
    @mdjamalabdulnasherbhuiyan6757 Рік тому +8

    তিনি একজন সত্যিকারের ডাক্তার। তিনি টাকার জন্য ডাক্তার হন নাই।তিনি এই ধারা বজায় রাখবেন ইনশাআল্লাহ।।

  • @sbtvbd2
    @sbtvbd2 Рік тому +62

    প্রিয় বোন ডাঃ তাসনিম জারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনি অনেক সুন্দর সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহ যেন আপনাকে আরো বেশি করে মানব জাতির কল্যাণে কাজ করার সুযোগ দান করেন আমীন 🤲

    • @tajkiatahsin7763
      @tajkiatahsin7763 Рік тому +1

      আমিন আল্লাহুমা আমিন 🤲🤲🤲

  • @anisurrahman778
    @anisurrahman778 Рік тому +3

    ধন্যবাদ ডাক্তার জারা, আল্লাহ আপনাকে দীর্ঘ আওয় দান করুক। ❤❤❤❤

  • @misbahdeen1320
    @misbahdeen1320 Рік тому +6

    উনি একজন ভাল ডাক্তার আমি সব সময় উনার ভিডিও দেখি

  • @ibrahimliton1805
    @ibrahimliton1805 Рік тому +4

    আপনার মত ডাক্তার আমাদের দেশের গর্ব আপনার জন্য আমার অন্তর থেকে দোয়া রইলো

  • @rohulamin3610
    @rohulamin3610 Рік тому +13

    অবিরাম ভালো বাসা ও দোয়া রইল এই বোন আমাদের দেশের গৌরব আললাহ্ এই বোনকে ভালো রাখোক আমিন জেদ্দা থেকে

  • @riyamoni4565
    @riyamoni4565 Рік тому +2

    এই আপুটা কে অনেক ভালো লাগে 🥰🤗।
    দোয়া করি আপু তুমি অনেক ভালো থাকো এবং হাজার বছর বাঁচো 🥰❤️🌹

  • @alexloveworld8914
    @alexloveworld8914 Рік тому +15

    মাশাআল্লাহ।
    আমার এটাই মনে হয় তাসনিম যারা আমাদের দেশের একটি নক্ষত্র❤️🧡দোয়া করি যুগ যুগ ধরে বেঁচে থাকুক এই নক্ষত্র আর মানুষের সেবায় আরো অনেক দূর এগিয়ে যাক, দোয়া ও শুভকামনা রইলোসব সময়ের জন্য 🌻🌹

  • @RaytaAfifa
    @RaytaAfifa 9 місяців тому

    ❤❤মা শা আল্লাহ খুব ইন্টালিজেন্ট এবং খুবই ভালো একজন ডাক্তার। ভালো একজন মানুষ, রোগীদের সাথে খুব কানেক্টেড কোনো অহংকার নেই 😊❤❤

  • @sanjoynath3648
    @sanjoynath3648 Рік тому +8

    শুভকামনা তাসনিম যারা সামনের দিনগুলোর জন্য 🥰

  • @aynamohol01
    @aynamohol01 Рік тому +4

    আপু ডাক্তার হিসেবে খুব ভালো,,,,
    এবং মানুষ হিসেবেও খুব ভালো মানুষ
    আল্লাহ্ তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক....!!

  • @doityycvbjho8703
    @doityycvbjho8703 Рік тому +15

    আমার পছনদের একজন মানুষ কারণ অনার কথা গুলা অনেক অনেক দামি আললা আপনাকে কবুল করেন আমিন

    • @rustinali
      @rustinali Рік тому +1

      আপনি অনেক ভালো ডক্টর

  • @kabirmannan1980
    @kabirmannan1980 8 місяців тому +1

    আপু মানুষকে যেভাবে সাহস দেয়, এই সাহস পেয়ে মানুষ অনেকটা ভালো হয়ে যায়, ধন্যবাদ আপু

    • @SelimDewan-wc4yo
      @SelimDewan-wc4yo 7 місяців тому

      Apu ami Lisa mahia ❤ apner video dakha amer ozone komca I love 😍 you apu 😊😊😊😊😊😊😊.

  • @usmanfaruk7295
    @usmanfaruk7295 Рік тому +6

    খুবই ভাল মনের মানুষ ডাঃতাসনিম জারা। দোয়া রইল বাংলাদেশের পক্ষ থেকে

  • @jumasultana2738
    @jumasultana2738 Рік тому +1

    অনেক অনেক ভালোবাসি আপু তোমাকে। ভালো থাকো দোয়া রইলো।

  • @dilawarhussain1444
    @dilawarhussain1444 Рік тому +5

    ডাক্তার,, আপার ভিডিও গুলো আমি দেখি অনেক ভালো লাগে,,, দোয়া করি আল্লাহ যেনো এই আপুকে হায়াত দারাজ করুন,,, ♥️♥️♥️

  • @jashorebanglafoode
    @jashorebanglafoode Рік тому

    আমার একজন প্রিয় মানুষ তুমি ।।। আপু এগিয়ে যাও, দোয়া করি আল্লাহ সর্বদা তোমার সহায় হবে!!!!!

  • @khanpur4247
    @khanpur4247 Рік тому +8

    রব তোমাকে অনেক সুন্দরী করে গড়েছে ভালো বিদ্যা দিয়েছে ধন্য তোমার মাতা পিতা সেই মা কে হাজার হাজার সেলুট রব আমাকে এমন একটি কন্যা সন্তান দিন আমিন

  • @kamalpradhanbd8512
    @kamalpradhanbd8512 Рік тому +1

    জারা আমার খুব পছন্দের লোক, তার সবটি প্রোগ্ৰাম আমি নিয়মিত দেখি, শুভ কামনা রইলো জারা তুমার জন্য।

  • @potentialcomment8541
    @potentialcomment8541 Рік тому +21

    Tasnim Jara is my favorite doctor & I listen to her lectures in the you tube program regularly. She is our pride, our glory & our haughtiness as a Bangladeshi medical officer from United Kingdom. She is very much excellent presenter in her speeches on the medical programs. Congratulations to my favorite doctor Mrs. Tasnim Jara. I pray to almighty for her whole safe & security Be happy there, where you are.

  • @Omme-hi8lp
    @Omme-hi8lp 2 місяці тому

    ড: তাসলিম জারাকে ধন্যবাদ জানাই এতু ভালো একজন আপু বলে,আমি আপুর ভিডিও প্রায় সময় দেখি,আল্লাহ আপনাকে যেন নেক হায়াত দান করেন আমিন

  • @hasibulislamfaruq7148
    @hasibulislamfaruq7148 Рік тому +2

    আলোকিত আলো, ডাঃ তাসনিম জারা।দোয়া ও ভালবাসা রইলো। ❤️❤️❤️

  • @rumiafroze7084
    @rumiafroze7084 Рік тому +2

    আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। তোমার জীবন দীর্ঘ ও কল্যাণময় হোক।মানব সেবার জন্য তুমি যেমন এগিয়ে এসেছো আশা করি নিজের ইহকাল, পরকাল নিয়ে চিন্তা করার জন্য ও কিছু সময় রাখবে । আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

  • @mdayub3389
    @mdayub3389 Рік тому +8

    We are proud for getting a Bangladeshi high qualified doctor who was reading OXFORD VERSITY. 🇧🇩🇧🇩🇧🇩♥️♥️♥️

  • @mamunmahmud626
    @mamunmahmud626 Рік тому +1

    আপুকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিক, মানুষের উপকারে তাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাক

  • @jobabegum7127
    @jobabegum7127 Рік тому +6

    আমার কাছে অনেক ভালো লাগে আপুর কথা গূলো

  • @RJMISLAMICTV
    @RJMISLAMICTV Рік тому +1

    মাশাআল্লাহ,
    অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল, আমাদের বোনটির জন্য।

  • @sadequlsadik5378
    @sadequlsadik5378 Рік тому +8

    আমরা ডাঃ স্যার কে অনেক বেশি ভালোবাসি। তারজন্য অনেক দোয়া রইল।

  • @HamidullahMia-o6c
    @HamidullahMia-o6c 2 місяці тому

    অনেক ভালো ডাক্তার খুবই সুন্দর করে বুুঝিয়ে বলে।❤❤

  • @mahtabfarhan3512
    @mahtabfarhan3512 Рік тому +5

    এটাই হচ্ছে প্রকৃত ডাক্তারের কাজ।অনেক অনেক শুভকামনা আপনার জন্য

  • @MahfujaMahfuja-z6b
    @MahfujaMahfuja-z6b 3 місяці тому

    Shotti oshadhron Tasnim Jara apu .Tasnim Jara Apur proti onk onk valobasha and kritoggo prokash korchi.Erokom doctor amader desher manusher Jonno khub khub khub proyoujon.Allah apnar Mongol koruk.

  • @bangladesherjanagan24649
    @bangladesherjanagan24649 Рік тому +12

    ডা: তাসনিম জারাহ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

  • @abdurrazzak-rf5mr
    @abdurrazzak-rf5mr Рік тому

    অসাধারণ একটি ইন্টারভিউ শুনলাম, দেখলাম।যিনি ইন্টারভিউ নিলেন অল্প পরিসরে মনে হল সব প্রশ্নের উওর দর্শক রা পেয়ে গেলেন।ডাক্তার সাহেবানের ঝকঝকে তকতকে সাবলীল সুন্দর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। ভাবছিলাম এই ইন্টারভিউ টা যদি আরও দীর্ঘ সময় নিয়ে হতো তা হলে ভালো হতো।আমরা যারা বাংলাদেশের ডাক্তার দের নিয়ে একটু হীনমন্যতায় ভুগি তাদের উত্তর দেবার জন্য ডাঃ তানসিম জারা একাই যথেষ্ট। আবারো ধন্যবাদ যিনি এত সুন্দর ইন্টারভিউ নিলেন এবং যিনি দিলেন উভয়কেই।ডাঃতানসিম জারার এরকম আরো সাক্ষাত কার চাই।পঃব্ঃ,ভারত থেকে ।

  • @kushitainfotube3330
    @kushitainfotube3330 Рік тому +7

    তাসনিম জারা বাংলার আলোকিত ডাক্তার.. আমাদের প্রিয় ডাক্তার, প্রানের ডাক্তার...

  • @hossaindelwar9275
    @hossaindelwar9275 Рік тому

    মাশাল্লাহ সত্যি ই আপুর ভিডিও গুলো অনেক গুরুত্বপূর্ণ। দোয়া রইল আপুর জন্য।।।

  • @sultanamaya3603
    @sultanamaya3603 Рік тому +4

    অসাধারণ লাগলো আপু তোমার কথা গুলো। আল্লাহ তায়ালা তোমার অনেক অনেক বেশী নেক হায়াত দান করুন এটাই দোয়া করি।

  • @shahalam107
    @shahalam107 Рік тому

    উনি একজন ভালো মনের ডাক্তার উনার ভিডিও দেখে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন দোয়া করি উনি আরো বড় হন আল্লাহ তাসনীম আপু কে আরো বড় হওয়ার তৌফিক দান করুক আমিন

  • @zemskhan6746
    @zemskhan6746 Рік тому +7

    ডাঃ তাসনিম জারা আমাদের বাংলাদেশের গর্ব,, খুবই সুন্দর দিকনির্দেশনা দিয়ে থাকেন,, দোয়া রইলো,,

  • @nurulislampersonal5556
    @nurulislampersonal5556 Рік тому +1

    ডাক্তার তাসনীম যারা
    একজন ভালো মনের মানুষ
    আমার অন্তর থেকে তার জন্য দোয়া ও ভালোবাসা রইলো

  • @nurussafa2386
    @nurussafa2386 Рік тому +5

    Dr.Tasnim hats off to you. Most unique of your quality is that as an eminent physician you always speak patient's language which makes you easily understandable for all general patients. This all the more important and meaningful for the services you're rendering for the distressed humanity. Please keep this tempo up.

  • @Krish-or5jf
    @Krish-or5jf Рік тому +2

    অনেক বড়ো হও এত বড় যে উচ্চতা কেউ ছুতে পারবে না।Great human

    • @shuvokhan622
      @shuvokhan622 7 місяців тому

      ওরে কেউ ছুঁতে না পারলে তো ওর বিয়ে হবে না।

  • @HafizaAmin-j1y
    @HafizaAmin-j1y Рік тому +3

    তার মতো যদি বাংলাদেশের সব ডাক্তার হতো আল্লাহ তাকে নেক হায়াত দান করুন

  • @abulkhairazad2790
    @abulkhairazad2790 7 місяців тому

    ভালো লাগার মানুষ ডা: জারা। যতই দেখি ততোই মুগ্ধ হই।

  • @TipuSultan-pg9pi
    @TipuSultan-pg9pi Рік тому +23

    বাংলাদেশ এ ভালো মানুষের কদর নাই ধন্যবাদ আপনাকে তাসনীম জারা❣️❣️❣️❣️❣️

  • @JfhumanityBD
    @JfhumanityBD 8 місяців тому +1

    ডক্টর জারার কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনি ❤❤

  • @afsanaayshi4404
    @afsanaayshi4404 Рік тому +7

    It's very great to see how Bangladeshi students and professionals are spreading their wisdom all over the world. I have feedback for NTV or other channels, please try to increase your outreach to other professionals who are not famous on social media but they are successfully making Bangladesh proud by becoming professors, physicians, scientists, lawyers, Engineers, etc in foreign countries. That way, Bangladeshi people will feel more inspired and proud of Bangali Nation's knowledge, hard work, and accomplishments. We all deserve to be celebrated for our contributions.

  • @mdfozorali1565
    @mdfozorali1565 Рік тому +1

    টাকা পয়সা থাকলেই সবাই সবকিছু পায় না ভালোবাসাই অনেক বড় পাওয়া শুভকামনা রইলো আপনার জন্য।

  • @tajimuddin7104
    @tajimuddin7104 Рік тому +16

    আমি HSC science এ পড়ি, ইনশাআল্লাহ আমার ও ইচ্ছা আছে DMC ‌তে পড়ে একজন ডাক্তার হবার, তবে বিজ্ঞান কখনো সব কিছু প্রমাণ করা যায় না,যেমন রুহ

  • @alaminulislam3139
    @alaminulislam3139 Рік тому +1

    ডা: জারা অত্যন্ত ভালো মনের একটা মানুষ। দোয়া করি শুধু একজন ডাক্তার নয় ভালো মানুষ হিসেবে সবার কাছে থাকুক। কিন্তু জারার মতো ভালো মেয়েরা দেশে থাকে না। এটাই দু:খ। দোয়া আর শুভকামনা রইল।

  • @esmailgamingfun8236
    @esmailgamingfun8236 Рік тому +7

    উনাকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং বাংলাদেশের মানুষর জন্য ভালো চিকিৎসা সেবা করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুক

  • @mdsorowar5945
    @mdsorowar5945 Рік тому

    অনেক ধন্যবাদ তাসনীম তোমাকে। তুমি বাংলাদেশের গর্ব। অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য।

  • @raselrasel6736
    @raselrasel6736 Рік тому +12

    অরিজিনাল বাংলার সূর্যসন্তান হে আল্লাহ ডাক্তার জারার হায়াতে বরকত দান করুন

  • @mahmudalucky1182
    @mahmudalucky1182 Рік тому

    চমৎকার কথা গুলো তুলে ধরলেন ড: তাসনীম জারা। তাসনীম জারা অসাধারণ একজন ডাক্তার।

  • @jarinakhatun6504
    @jarinakhatun6504 Рік тому +4

    Masha Allah Congratulations. Lots Lots appreciation from Almightily

  • @ashrafullah7327
    @ashrafullah7327 4 місяці тому

    ডা:তাসনিম জারা কে অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশের গর্ব।

  • @AmirHossain-b4j
    @AmirHossain-b4j Рік тому +3

    উনি ডাঃ না উনি মনে হয় ফেরেস্তা আল্লাহ উনাকে হাজার বছর বাচিয়ে রাখুক ❤❤❤

  • @mohammednizamuddin5733
    @mohammednizamuddin5733 Рік тому +1

    একজন আলোকিত মানুষ। আমাদের গর্ব

  • @lailabari1250
    @lailabari1250 Рік тому +4

    Asslamoalikum alhamdulilla, zaiead N, TV it's very important message for Muslims human rights activists.

  • @fahimullah7092
    @fahimullah7092 Рік тому

    মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ আপনার দীর্ঘ জীবি নেক হায়াত দেন আমিন

  • @bappymahmudh8057
    @bappymahmudh8057 Рік тому +4

    তাসনিম যারা উনি এমন এক ডাক্তার তার ভিতরে কোন অহংকার নাই মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে

  • @zahurulhaque3341
    @zahurulhaque3341 Рік тому +2

    আপনার প্রোচেষটা আরও বৃদ্ধি হোক ও সুন্দর হোক এই কামনা রইলো