ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার | Chandrakona Bazar | Old Village market BD
Вставка
- Опубліковано 10 лют 2025
- চন্দ্রকোনা বাজার বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলা জনপদের চন্দ্রকোনা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে অবস্থিত। সপ্তাহের প্রতি শনি ও বুধবার দিন দুপুরের পর থেকেই এখানে জমজমাট হাট বসে। নকলা উপজেলা জনপদের একটি প্রসিদ্ধ গ্রামীণ হাট হচ্ছে এই চন্দ্রকোনা। আশেপাশের গ্রামগুলো চর অঞ্চল হওয়ায় স্থানীয় কৃষকেরা নানান জাতের শাকসবজি উৎপাদন করেন প্রচুর। স্থানীয় কৃষকেরা চরের উর্বর মাটিতে উৎপাদিত টাকা শাক-সবজি পাইকারি দরে বিক্রি করতে আসেন সপ্তাহিক হাটের দিন। সেই প্রাচীন কাল থেকেই ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য পরিবহনের রেওয়াজ এই হাটে এখনো বিদ্যমান।
ধান, পাট, শাকসবজি ও তরিতরকারি, স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ, দেশীয় হাঁস-মুরগি ও নানান জাতের কবুতর, গরু ছাগল, বাঁশের তৈরি বিভিন্ন প্রকার কৃষি সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। এক সময় পাটের জন্য বিখ্যাতি ছিল এই জনপদ। মূলত ধান পাট, দেশীয় প্রজাতির নদীর মাছ এবং চরাঞ্চলে উৎপাদিত টাটকা শাক সবজির জন্য বিখ্যাত এই চন্দ্রকোনা বাজার।
নকলা থানা স্থাপনের পূর্বে প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র ও নৌ বন্দর চন্দ্রকোনাকে থানা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের। কারণ, চন্দ্রকোনায় ছিল মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরী ও জমিদার গোপাল দাস চৌধুরীর কাচারী। প্রজাদের নিকট থেকে খাজনা আদায়ের কাচারি ঘরগুলো এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ব্রহ্মপুত্রের অববাহিকায় চন্দ্রকোনা নৌ বন্দর থেকে কলকাতা ও বিলেতে ডান্ডির সাথে নৌ যোগাযোগ ছিল সরাসরি। বৃটিশ আমলে এখান থেকে প্রচুর পরিমাণে পাট ব্রহ্মপুত্র নদী দিয়ে কলকাতা হয়ে স্কটল্যান্ডের ডান্ডি পর্যন্ত সরবরাহ করা হতো নিয়মিত। তখনকার সময়ে ডান্ডি পাট শিল্পের জন্য ছিল বিশ্ব বিখ্যাত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দামান ফেরত বিপ্লবী নগেন্দ্র চন্দ্র মোদক, বিপ্লবী যোগেশ চন্দ্রকর্মকার এবং বিপ্লবী মন্মথ দে জন্মগ্রহণ করেছিলেন এই চন্দ্রকোনায়।
চর মধুয়া, দধিয়ার চর, ডিগ্রীরচর, নারায়ন খোলা, মানিকার চর, বাছুরআলগী, ডৌয়াতলা, জানকিপুর, ফটিয়ামারী, কাজাই কাটা, শিমুলতলী, বালিগঞ্জ, কবুতরমারী, রেহারচর তুলশীরচর, কাজিয়ারচর, পলাশকান্দী, দুধেরচর সহ আশেপাশের প্রায় ৩০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচাকেনা করতে। দেশের বিভিন্ন স্থানের দূরদূরান্তের সবজি ব্যবসায়ীরা চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাকসবজি পাইকারি দরে কিনতে আসেন সপ্তাহিক এই হাটে।
বিস্তীর্ণ চরাঞ্চলের গ্রামীণ জনপদের বাসিন্দাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু ৩শ বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রাচীন এই গ্রামীন হাট চন্দ্রকোনা বাজার।
Chandrakona Bazar is located in Chandrakona Union of Nakla Upazila Township of Sherpur District, Bangladesh, on the broad grasslands of the Brahmaputra River. Every Saturday and Wednesday of the week there is a crowded market here from noon onwards. This Chandrakona is a famous rural haat of Nakla upazila. As the surrounding villages are grazing areas, the local farmers produce a large variety of vegetables. Local farmers come to the weekly bazaar to sell their vegetables at wholesale prices. From that ancient time, the custom of transporting goods by horse carts still exists in this market.
Rice, jute, vegetables and curries, local fish of various species, domestic poultry and pigeons of various breeds, cows and goats, various types of agricultural products made of bamboo are available to buy in large quantities in this market. This town was once famous for jute. This Chandrakona market is famous mainly for paddy, jute, indigenous species of river fish and fresh green vegetables produced in the pastures.
Before setting up Nakla police station, the British government had planned to make Chandrakona, a famous business center and naval port, a police station. Because, in Chandrakona, Maharaj Shashikant Acharya Chowdhury and Zamindar Gopal Das Chowdhury had their Kachari. The Kachari houses for collecting taxes from the subjects are still standing as a witness of history. From Chandrakona naval port on the Brahmaputra basin, there were direct sea connections with Dundee at Calcutta and Billet. During the British period, large quantities of jute were regularly supplied from here to Dundee in Scotland via the Brahmaputra river via Calcutta. At that time Dundee was world famous for jute industry. Andaman revolutionaries Nagendra Chandra Modak, revolutionaries Yogesh Chandrakarmkar and revolutionaries Manmath De were born in this Chandrakona in the anti-British movement.
Residents of more than 30 nearby villages, including Char Madhua, Dadhiar Char, Degirchar, Narayan Khola, Manikar Char, Bachuralgi, Douatla, Jankipur, Fatiamari, Kazai Kata, Shimultali, Baliganj, Kabutarmari, Reharchar Tulshirchar, Kaziyachar, Palashkandi, Dudherchar regularly visit this market. Come to trade. Vegetable traders from different parts of the country come to this weekly market to buy the vegetables produced by the farmers in Char area at wholesale prices.
Chandrakona Bazar, a 300-year-old traditional market, is the main focus of the economy of the residents of the rural town of the vast Char area.
#rural_market #chandrakona_bazar #village_market #traditional_village_market #nakla_sherpur #bangladesh #চন্দ্রকোনা_বাজার #চরের_বাজার #ব্রহ্মপুত্র_নদের_চরেরহাট #পুরাতন_গ্রামীণ_হাট #গ্রামের_হাট_বাজার #সাপ্তাহিক_গ্রামীণ_হাট #নকলা_শেরপুর
চমৎকার আপনার মাধ্যমে চন্দ্রকোনা বাজারে ইতিহাস সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ মামু
@@misterali1034 অনেক অনেক ধন্যবাদ মামু
খুব সুন্দর হয়েছে ভাই ❤️❤️
@@agrotvbd অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য
সুন্দর ❤
Salam.nice & fresh all .Compared to other places it’s cheaper.Beautiful bazaar.ZajhakALLAH
Wa Alaikum Assalam. Thank you for your support
সুন্দর হইছে ভাই
কেমন হয়েছে কিছুই বুজতে পারছি না। তবে আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
আপনার ভিডিও গুলো খুবই সুন্দর হয়। এগিয়ে যান। সফলতা হাতছানি দিয়ে ডাকছে।
শুভকামনা নিরন্তর।।
@@mdanwarhossin ভালো হইছে ভাই।
আনোয়ার ভাই এগিয়ে যান।
@@meghmuktoakash9754 অনেক অনেক ধন্যবাদ ভাই।
দারুন সুন্দর একটি গ্রামীণ হাট দেখতো পেলাম শুধু মাত্র আপনার কঠিন পরিশ্রমের দরুন। ভালো থাকবেন আনোয়ার দা,একটি গ্রামের ভিডিও দেখার আশায় রইলাম 😊
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য
ভাইজান ভিডিওটা অনেক পছন্দ হয়েছে আমার এবং কি বাজারটাও আপনার সঙ্গে ভিডিও বানানোর জন্য খুব ইচ্ছে আমার
জি অবশ্যই ভাই। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি নালিতাবাড়ীতে থাকবো। যদি সুযোগ হয় চলে আসবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল।
amazing
Thank you 👍 so much
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি,
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা এবং শুভকামনা রইলো
@mdanwarhossin আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি
ভাই কি বারে বসে থাক
ভাই হাঁস মুরগি দামটা জানায়েন
Assalammualaikum wbt .
@@asjb57 wa Alaikum Assalam
কি বারে চন্দ্রকোনা হাট বসে...?