সুস্থ না হলে কেউ রাখতে চায় না, ভালোবাসে না। হোক সে মানুষ বা পশু পাখি। মানুষ খুব স্বার্থপর।
Вставка
- Опубліковано 9 лют 2025
- আমাদের এই পাতি হাঁসটা জন্ম থেকেই অন্ধ। চোখে দেখতে পায় না বলে অন্য হাঁসের তুলনায় এই হাঁসটা অনেক কম খাবার পায়। মুরগির ডিমের চেয়েও ছোট ডিম পাড়ে। আমি দু'বেলা ওকে নিজে ধরে খাইয়ে দেই। আমাদের প্রতিবেশীরা বলেন, কানা হাঁস পেলে কি লাভ? জবাই দিয়ে খেয়ে ফেলেন। আমার কেনো জানি এই হাঁসটি খেতে ইচ্ছে করে না। সুস্থ না হলে কেউ রাখতে চায় না, ভালোবাসে না। হোক সে মানুষ বা পশু পাখি। মানুষ খুব স্বার্থপর।