An interview at Madina University -Md Muhiuddin/ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • আসসালামুআলাইকুম
    মদিনা বিশ্ববিদ্যালয় শ্রদ্ধেয় ভাই।
    Md Muhiuddin
    Faculty of Shariah
    Islamic University of Madina.
    Video:22-09-2022
    FollOW Me:
    Facebook
    Facebook Group: / 23194. .
    Facebook Page: / scholarship-. .
    Contact: scholarshipbangla.bangla@gmail.com
    Md Muhiuddin ভাইয়ের প্রতি ভালবাসা ও দোয়া রইলো আমার পক্ষ হতে। সুন্দর একটি ভিডও তৈরি করার জন্য।ইনশাল্লাহ তিনি আরো ভিডিও তৈরি করবেন আপনাদের জন্য।
    সবার ভাইয়ের জন্য দোয়া করবেন।
    👉ইসলামী বিশ্ববিদ্যালয়,মদীনা,সৌদি আরব এ আবেদন করার পদ্ধতি ও করণীয়ঃ
    Islamic University of Madina al-Munawrah
    'যে বিশ্ববিদ্যালয় থেকে 🌅সূর্য🌅 অস্তমিত হয় না'
    🇧🇩 বাংলাদেশী ছাত্রদের জন্য সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার স্বর্গভূমি।২০১৬/১৭ সেশন থেকে ৪০-৫০ ছাত্রকে প্রতি বছর ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে।
    এছাড়াও উল্লেখ করার মত বিষয় সৌদি আরব তার শিক্ষানীতির পরিবর্তন করার ফলে প্রতিটি বিশ্ববিদ্যালয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র নিচ্ছে এবং বাংলাদেশ থেকেও অনার্স,মাস্টার্স,পিএইচডি ছাত্র নিচ্ছে,আলহামদুলিল্লাহ কিছু কমবেশি করে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একই নিয়ম/পদ্ধতি প্রযোজ্য হয়।
    👉মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য প্রয়োজন-
    ✓ এইচএসসি/আলিম/সানুবীয়া/কুল্লিয়া(সমমান) পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
    ✓ এসএসসি/দাখিল পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
    ✓ হাফেজ হলে, হিফজ সার্টিফিকেট;
    ✓বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ;
    ✓ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কমিশনার এর সার্টিফিকেট;
    ✓ পাসপোর্ট;
    ✓ তাজকিয়া বা সুপারিশ পত্র(মাদানী,অধ্যাপক,শিক্ষক, নির্ভরযোগ্য আলেম,ইসলামি বিভিন্ন সংস্থা প্রধান/সেক্রেটারি থেকে নিতে হবে।);
    ✓মেডিকেল ফিটনেস সার্টিফিকেট;
    ✓ নিজস্ব ই-মেইল ঠিকানা।
    👉নতুন মুসলিম হলে মুসলিম হওয়ার সার্টিফিকেট
    ***আবেদনের জন্য উল্লেখিত সকল কাগজের (পাসপোর্ট ব্যতীত) আরবীতে অনুবাদ নোটারীসহ ও মূল কাগজ স্ক্যান করে পাঠাতে হবে।ঢাকার দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন স্থানে অনুবাদ সেন্টার রয়েছে,সেসব অনুবাদ সেন্টার থেকে কাগজগুলোর অনুবাদ করে নিতে হবে। এক্ষেত্রে তারা কাগজ প্রতি ৮০-১৫০ টাকা নিয়ে থাকে।
    ****সকল ক্ষেত্রে আপনার সার্টিফিকেট রেজাল্ট গোল্ডেন/এ+/এ গ্রেড থাকতে হবে।
    👉আবেদন করবেন যেভাবে: দৈনিক বাংলা,পল্টন,কাকরাইল,ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আবেদন সেন্টার রয়েছে।তবে অভিজ্ঞ/পরিচিত কাউকে দিয়েই আবেদন করানো উচিত।
    আর যদি প্রযুক্তি বিষয় আপনার জানাশোনা থাকে সেক্ষেত্রে নিজেই একাজ আপনার কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল থেকে করতে পারেন।তবে এক্ষেত্রে মনে রাখতে হবে স্ক্যান ফাইল যেন ২০০ কেবির বেশি না হয়।সকল ক্ষেত্রে আপনার নিজের ই-মেইল ঠিকানা থেকেই আবেদন করতে হবে।আবেদনের লিংক - admission.iu.e...
    এই সাইট থেকে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে।
    👉মদীনা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টসমূহ ★★
    (ক) শরী'আহ-ফিক্বহ (সংযুক্ত ইসলামিক বিচার ব্যবস্থা)
    (খ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
    (গ) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
    (ঘ) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
    (ঙ) কুল্লিয়াতুল লুগাহ -ভাষা শিক্ষা
    ★এসব বিষয় পড়ার জন্য আরবী ভাষা প্রয়োজন। তাই ভাষা শিক্ষার জন্য ২ বছরের কোর্স রয়েছে।
    (চ) ইঞ্জিনিয়ারিং (সাইন্স)
    (ছ) কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন
    (জ) কুল্লিয়াতুল ঊলূম-বিজ্ঞান (ফিজিক্স,কেমিস্ট্রি,ম্যাথ)
    ★এসব বিষয় ইংলিশ ভাষাতে পড়ানো হয় এবং কিছু বিষয়ে আরবীতে পড়তে হয়।এক্ষেত্রেও ভাষা শিক্ষা কোর্স রয়েছে।
    👉এছাড়াও আগামী শিক্ষা সেশন থেকে মেডিকেল বিষয় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
    গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে,উপরে উল্লেখ করেছিলাম সানুবীয়া/কুল্লিয়া পাশ।এই সার্টিফিকেট হচ্ছে,
    আমার জানা মতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাথে বাংলাদেশের ৮টি মাদরাসার বিশেষ চুক্তি রয়েছে,সেসকল মাদরাসার সার্টিফিকেট।আর এই চুক্তির ফলে উল্লেখিত মাদরাসা থেকে তারা উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী ছাত্রদের সুযোগ দিয়ে থাকে।মদীনা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের মু'আদালাহ বা বিশেষ চুক্তি রয়েছে-
    ১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া
    ৭৯/ক,উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
    ২. মাদরাসা দারুল হাদীস সালাফীয়্যাহ,পাঁচরুখী, নারায়ণগঞ্জ।
    ৩. মাদরাসাতুল হাদীস,নাজিরা বাজার, ঢাকা।
    ৪. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
    ৫.মাদরাসা ইশাআতুল ইসলাম, রাণীবাজার, রাজশাহী।
    ৬. মাদরাসা দারুল হুদা সালাফিয়্যা,আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
    ৭. মাদরাসাতুল হাদীস,বাশবাজার,পাবনা।
    ৮. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাপাইনবাবগঞ্জ।
    (আমি ২নং মাদরাসার ছাত্র)
    একটি কথা বলতে হয়,আবেদন করলেই সুযোগ হবে এমন নিশ্চয়তা নেই,রিযক থাকতে হবে।তবে আবেদন করে অন্তত সুযোগ সৃষ্টি করতে হবে আপনাকেই।
    👉কেন পড়তে আসবেন এখানে?
    ✓বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়।এখানে অনার্স/মাস্টার্স করে ব্রিটেন/ইউরোপ/আমেরিকা/অষ্ট্রেলিয়া ইত্যাদি দেশে মাস্টার্স/পিএইচডি করতে পারবেন।✓আল্লাহর রসূল সাঃ মদীনাকে ঈলম বা জ্ঞানের শহর বলেছেন।✓পড়াশোনার যাবতীয় মৌলিক প্রয়োজনগুলো বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করে তাই নিরবচ্ছিন্ন জ্ঞান অর্জনে এখানে আসবেন। ✓বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ শিক্ষক পাবেন।✓ বিশ্বের প্রায় ২০০ দেশের ছাত্ররা এখানে পড়াশোনা করে অর্থাৎ আপনি এখানে সকল দেশের সংস্কৃতির সাথে মিশতে পারবেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।✓এছাড়াও অনেক কথা বলা যায়।বাকীগুলো আপনিই খুজে নিন।✓মুসলিম হিসেবে ইবাদাতের শহর ও উমরাহ,হজ্জ্ব করার সেই সুবর্ণ সুযোগতো রয়েছেই।

КОМЕНТАРІ • 44

  • @AbdulAziz-mm5vv
    @AbdulAziz-mm5vv 3 місяці тому

    ما شاء الله احسنت جميل

  • @marjanmahmodtalha3434
    @marjanmahmodtalha3434 10 місяців тому +1

    AsSalmualikum....Ami science ar Amr SSC GPA 3.94 o HSC te 5.00 Madinah University te ki chance pabo ?

  • @mdmahfouz-bw9yr
    @mdmahfouz-bw9yr 3 місяці тому

    আসসালামু ওলায়কুম হুজুর আপনার সাথে ২টা মিনিট কথা বলা যবে কি সময় হলে একটু নামবারটা দিয়েন❤

  • @AbulKalam-ik2ov
    @AbulKalam-ik2ov 4 місяці тому

    আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ থেকে কত টাকা লাগে মদিনা ইউনিভার্সিটি যেতপ

  • @israfilibneamir
    @israfilibneamir Рік тому +1

    বাংলাদেশ থেকে কত পার্সেন্ট আবেদনকারীদের আবেদন এক্সেপ্ট করা হয় দয়া জানাবেন

  • @MdMunna-r1z
    @MdMunna-r1z Місяць тому

    Hsc science tike pore University te ki Islamic study te pora jai

  • @ashikurrahman2669
    @ashikurrahman2669 Рік тому +1

    আসসালামু আলাইকুম.ভাইজান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্র। আমার ইচ্ছা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের ইউটিউব এর ভিডিও গুলো দেখার চেষ্টা করি ।দয়া করে কি বলবেন যে ইন্টারনেটের মাধ্যমে কেমন পরীক্ষা নেয় মদিনা ইউনিভার্সিটি? যদি কোন ভিডিওটা থাকে তাহলে আমাকে লিংকটা দিয়ে দিবেন। আর আপনার যদি ইমু অথবা হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে দয়া করে যদি দিতেন তাহলে ভালো হতো মদিনা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কিছু কথা বলতাম। تقبل الله منا ومنكم يا رب العالمين

    • @scholarshipbangla
      @scholarshipbangla  Рік тому +3

      Walaikumasslam warahmatullah wabarakatuh.
      Ai channel namr akta Facebook page ase. Okhane samples ase

  • @tanzidahammed1238
    @tanzidahammed1238 2 роки тому +1

    ভায়ের কাছে কিছু প্রশ্ন
    ১/ আবেদন করার পর কোন প্রকার ভর্তি পরীক্ষা যেমন লিখত বা মৌখিক দেওয়া লাগে কিনা?? নাকি শুধু আবেদন এর কাগজপত্র যাচাই-বাছাই করে সিলেকশন করে???
    ২/ শুধু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করে দেশে ফিরে আসা যাবে কিনা??

    • @scholarshipbangla
      @scholarshipbangla  2 роки тому +2

      ১. অনলাইন টেস্ট হয়।
      ২. যাবে

    • @tanzidahammed1238
      @tanzidahammed1238 2 роки тому +1

      @@scholarshipbangla অনলাইন টেস্ট এর বিষয়ে কোন তথ্য আমি জানি না,,,বিষয় টা সর্ম্পকে যদি একটু জানাতেন???

    • @scholarshipbangla
      @scholarshipbangla  2 роки тому +1

      Not important

  • @tanzidahammed1238
    @tanzidahammed1238 2 роки тому

    আশা করি উত্তর টা দিবেন

  • @mdjahirulhaque9330
    @mdjahirulhaque9330 8 місяців тому +1

    Amar namber den

  • @msrabeaya3388
    @msrabeaya3388 Рік тому

    ভাইয়া।।আমি কওমি মাদ্রাসার ছাত্র সরহে বেকায়া পড়ি,,, আমি কি কোনোভাবে ভর্তি হতে পারবো?

  • @Basit4667
    @Basit4667 Рік тому

    Bhai recomendation letter kar kas thikenibo mane.... Je student madina university thika fharik hoiyese onader kas thika naki.... Jikono boro alem er kas thika nilei hobe???

  • @ittechtutorials2528
    @ittechtutorials2528 Рік тому

    মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষকদের একটি তালিকা কি দিতে পারবেন দয়া করে।

  • @mehedikhan4546
    @mehedikhan4546 Рік тому

    Mea ra ki porte parbe

  • @khokonkhokondakpari101
    @khokonkhokondakpari101 2 роки тому

    Arabic language course soho Engineering sash korta koto bosor laga

  • @mahamudulhasan2472
    @mahamudulhasan2472 2 роки тому

    Mastars ar jonno jawa gaba?

  • @arafatbinmonir
    @arafatbinmonir 2 роки тому

    আমি log in করলে registration not open দেখায়...আমি কিভাবে আবেদন করবো?

  • @ihsanulhoque7240
    @ihsanulhoque7240 2 роки тому

    University theke jawa jai kina.....?jamon dhoren ami chottogram University te arabic e pori.... akhan theke jawar sujog kamon?

  • @bjsameer1097
    @bjsameer1097 2 роки тому

    কাওমি মাদ্রাসা থেকে মুয়াদালা ছাড়া আবেদন করলে কি তা গ্রহণ করা হয় না , যদি বিবেচনা করা হয় এ ব্যপারে জানলে খুবই উপকৃত হব।

  • @rakibsiddiki7784
    @rakibsiddiki7784 Рік тому

    খাবার কি ফ্রি?

  • @Noman.Official
    @Noman.Official 2 роки тому

    ওমরাহ করতে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে ভর্তির কোন সুযোগ আছে?

  • @farookabdullahkhan2395
    @farookabdullahkhan2395 Рік тому

    HSC er por study gap koto bochor porjonto allow kore??

  • @jackkery5526
    @jackkery5526 Рік тому +1

    মেয়েরা কি পারবে?

  • @raiyanolivia5335
    @raiyanolivia5335 2 роки тому

    Bhaiya hsc er por ki apply korte hoy naki hsc er age?

  • @muaztvofficial
    @muaztvofficial 2 роки тому

    মু'আদালা প্রাপ্ত কওমী মাদ্রাসা কোন গুলো জানালে উপকার হইতো!

  • @hafizmotiur9680
    @hafizmotiur9680 Рік тому

    আসসালামুআলাইকুম ভাই? এক জায়গা থেকে তথ্য পাইলাম এখন শুধু আলীমের সার্টিফিকেটগুলো সাবমিট করে জমা দিলেই হবে এটা কতটুকু সঠিক? আর সার্টিফিকেটের পয়েন্টের ওপরে কি চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে?