Bah aj megha maar video te voice over dichhy sunte besh bhalo lagchy vanga vanga bengali bolchy sunte sottie bhalo laglo..... Tomar to voice ager video te sunchilam j voice break hoaychy but ki koray holo amon,weather change hochhy aber tomra india ascho dekho sob vacation medicine niya sustho hoay aso r j wait korte perchi na kobe ascho mon j khub chot fot korchy.... ❤❤❤❤❤
@@arghajit6306 Abeg ee..jara ei poribarer sodosho sodoshya tara bujhbe koto sundor kore o or maer role ta play korlo ekta sundor onubhuti to tay chokhe jol eseche
কেনো চোখে জল আসলো এটা ঠিক বোঝানো মুস্কিল ।একটা ছোট মেয়ে বড় দের মত মায়ের কাজ করছে ,মাকে যত্ন করছে এগুলো দেখে আনন্দেই চোখে জল আসলো।মায়েরা ঠিক বুঝতে পারবে আমার চোখে জল আসার কারণটা
মেহা সত্যি খুব ভালো মেয়ে। আমিও যখন অনেক টা ছোট ছিলাম, এভাবেই চেষ্টা করতাম কিছু একটা সাহায্য করে দিতে যাতে মায়ের মন ভালো হয় । মেহার শিক্ষা আর মানসিকতা দুটোই খুব উচ্চ মানের। একদিন একজন আদর্শ সফল মানুষ ও হবেই।
মানুষ চিরকাল যাযাবর। তোমার পরবর্তী প্রজন্ম র বাঙালি বা ভারতীয় থাকবে না। কিন্তু তোমার মা বাবার এই চেষ্টা তে তুমি যে এত মিষ্টি করে বাংলা বলছো সত্যি খুব ভালো লাগছে। অনেক বড়ো হও ভালো থাকো। ভালো মানুষ হও। ❤️❤️❤️
Ar ai banglai ese ki hbe?? Manus to choreder dol kei beche nilo. Ai jhogonno rajje ese ki krbe. Thik e a6e oi dese prochur opportunity a6e. Oitai bhalo. Amar sonar bangla ar nei. Akn chorer bangla
Hat's off to Meha❤❤❤❤ আমাদের এখানে বাঙালিরা বাংলা বলতে লজ্জা পায়। মায়েরা বলে আমার ছেলে মেয়ে বাংলা ঠিক বলতে পারেনা। তাদের শিক্ষা হওয়া উচিত তোমায় দেখে।
মেহাকে যত দেখি অবাক হই, এত অল্প বয়সে এত দায়িত্ববোধ, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে শুধু মনে হয় শুনতে থাকি, সব মা এরকম একটা মেয়ে deserve করে! ভালো থেকো মেহু!❤
মেয়েরা তো মায়ের জাত তাই মায়ের সাময়িক অক্ষমতার জন্য কতটা ব্যাকুল মাকে সাহায্য করার জন্য। খুব খুব ভালো ভয়েসওভার দিয়েছো মেহা মা। তুমি অনেক বড় হও মা, জীবনে আরও ভালো মানুষ হও❤️। দিদিভাই তোমার দ্রুত আরোগ্য কামনা করছি ❤️❤️।
মেহা তোমার জন্য থাকল অনেক অনেক ভালোবাসা। তুমি যা করলে এক কথায় অতুলনীয়। তুমি অনেক বড়ো হও। একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠার সব রকম গুণ তোমার মধ্যে আছে।খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা।
মেহু রানীর গলা শুনে মনটা আনন্দে ভরে উঠলো। ওকে যত দেখি অবাক হয়ে যাই। আমাদের এখানে কথাই কথাই ইংলিশ বলা লোক জনের কদর বেশি।কিন্তু নিজের মাতৃভাষায় কথা বলার যে আনন্দ আর কিছুতে নেই সেই আনন্দ। ভালো থেকো মেহা।
আজ পুরো অবাক হয়ে গেলাম। অপূর্ব সুন্দর মেহার বাংলা বলা। এতো ভালো লাগলো তিন বার দেখলাম ভিডিও টা। অনেক ভালোবাসা মেহা আর রামা কে। ভালো থেকো সুস্থ থেকো আর অনেক বড় মাপের মানুষ হও।
মেহার জন্য যেটুকু বলবো কমই বলা হবে... সত্যি মেহা তোমার তুলনা হয় না । আজ তোমার গলায় তোমার মায়ের কথা গুলো শুনতে খুব ভালো লাগলো🥰। মন টা ভরে গেলো।❤️ অনেক বড় হও। খুব ভালো থেকো তোমরা ।🥰
মেহু..... Great great। কি মিষ্টি যে শুনতে লাগলো এবং পুরো বাংলায়। মেহা খুব intelligent, খুব brilliant। তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে এসো তোমরা। তোমাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে রইল।মেহা ও রামার জন্য একরাশ ভালোবাসা ❤️
Hat's off to Meha❤️ নিজের comfort language থেকে অন্য কোনো language -এ কথা অর্নগল কথা বলা অনেক বড়ো ব্যাপার। মাকে ও পরিবারকে এমন করেই ভালো রেখো, নিজেও অনেক ভালো থেকো.....take love ❤️
কি ভালো হয়েছে মেহু। সত্যি বলছি তোমার বাংলা শুনে আমরা সবাই খুব খুশি।❤❤❤ অনেক অনেক শুভেচ্ছা তাড়াতাড়ি দেশে ফিরে এসো। দিদিভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
রামা খুব ভালো ছেলে হয়ে গেছে, থ্যাঙ্কইউ রামা। রামা অনেক ভালো ভাবে ইনজেকশান নিয়েছে। মেহা মা খুব ভালো হয়েছে ধারাভাষ্য, এই ভাবেই পরবর্তী নিউ ইউটিউবার পাবো যেটা সম্পূর্ন মেহার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল হবে। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
মায়ের প্রতি মেয়ের ভালোবাসা তার নিজ কাজে কর্মেই প্রকাশ পেয়েছে। তোমাদের মতো আদর্শ ও দায়িত্ববান ছেলেমেয়েরাই যেন প্রতিটি ঘরে জন্ম নেয় এবং এভাবেই বাবা মায়ের পাশে থাকে! প্রার্থনা করি।
আজ মেহার গলাটা শুনে চোখে জল চলে এলো... জানিনা কেন এটা হয়.... কারণ হয়তো আমরা এখন মতনই মাকে এতটাই আগলে রাখি...... আমরা মেয়েরা যতো বড়ো হই আরও আগলে ধরি মা কে.... মেহু সোনা তুমি মা কে আগলে রেখো সব সব সময়....
মহুয়া,আগের ব্লগে মনে হয়েছিল আপনার গলা ধরেছে। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। সুস্থ শরীরে দেশে এসে অনেক আনন্দ করুন। এই আনন্দই হবে আপনার আগামী দিনের বিদেশবাসের ও কাজের energy booster। সাবাশ মেহা। অনেক আদর রইল তোমার এই প্রচেষ্টার জন্য। এইভাবে সবসময় মায়ের পাশে থেকো। মেহা এর আগেও তুমি প্রমাণ দিয়েছো তুমি কতটা দায়িত্বশীল ও পরিবারের সবার প্রতি যত্নশীল। অনেক শুভকামনা রইল সবার জন্য। ❤️❤️♥️♥️
আজকের ব্লগ টা স্পেশাল। কারন মেহা আজ ব্লগ শুরু করেছে। সত্যি মহুয়া তুমি কি সুন্দর করে ওদের বড়ো করছো কি বলবো? আধো আধো বাংলাতে মেহার কথা শুনতে খুব ভালো লাগছিলো। সত্যি বাবা নিজের দেশে আসার জন্য ইনজেকশন নিতে হয়। যাইহোক ভারতে আসার আগাম শুভেচ্ছা রইল।
Didi আমাদের mehu মা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে. মায়ের osubidha গুলো বুঝতে শিখেছে. কি ভালো লাগলো ওর মুখে বাংলা কথা গুলো. আহা কি সুন্দর. গর্ব বোধ করছি ইন্ডিয়া না থেকে ও Indian হয়ে উঠেছে আস্তে আস্তে. Proud of you my dear daughter. Love allott. Thank you mehu মা.
খুব ভালো লাগলো মেহা। মায়ের কষ্ট কমানোর জন্য তোমার এই চেষ্টা অসাধারণ। কিন্তু তুমি খুব সুন্দর বাংলা বলেছ। তুমি তো খুব intelligent তাই মায়ের কথা বলতে কষ্ট হচ্ছে বলে তুমি ই ব্লগটা করলে এবং খুব ভালো করেই করেছ।❤❤
সন্তানের কাছে মা বাবা র এটুকু ই তো চাওয়া।মেহা আজ সু সন্তানের কাজ করেছে। মায়ের ভয়েস হয়ে অসময়ে মায়ের পাশে দাঁড়িয়েছে।মেহার কথাগুলো খুব ভালো লাগছিল শুনতে।বড় হও মেহা। এভাবেই মা বাবা আর ভাইয়ের পাশে থেকো ❤️
আমি তোমাদের ভিডিও মূলত fb তে দেখি,youtube দেখিনা, কিন্তু আজ fb তে তোমাদের post টা দেখে আর মেহা তোমার গলা শুনবো বলে youtube থেকে দেখছি, খুব মিষ্টি লাগলো তোমার গলায় কথা গুলো। god blessed you ..❤❤❤
তুমি কতো বড়ো হয়ে গেলে মেহা,love you মেহা❤অনেক ভালো থেকো, সুস্থ থেকো অনেক বড় হও তুমি খুব ভালো মানুষ হয়েছো ❤তুমি অনেক lucky দিদিভাই মেহা র মতন একটা মেয়ে তোমার জীবনে আর কি চাই ❤খুব ভালো লাগলো ভিডিও টা চোখে জল চলে এল জানিনা কেনো,তোমরা খুব ভালোথেকো❤
You are a genius Meha.. অনেক বড় হও, মা এর শক্তি হও। ইন্ডিয়া এসো তাড়াতাড়ি। দেশের মেয়ে ফিরবে, দেশবাসী অধীর আগ্রহে বসে আছে❤️
Bahh khub sundor scripted comment 😂
Bah aj megha maar video te voice over dichhy sunte besh bhalo lagchy vanga vanga bengali bolchy sunte sottie bhalo laglo.....
Tomar to voice ager video te sunchilam j voice break hoaychy but ki koray holo amon,weather change hochhy aber tomra india ascho dekho sob vacation medicine niya sustho hoay aso r j wait korte perchi na kobe ascho mon j khub chot fot korchy....
❤❤❤❤❤
মেহার voice over দারুন লাগলো, তোমরা দু ভাইবোন অনেক বড় হও, ভালো থেকো মহুয়া
মেহা তুমি অনেক বড় হয়
মেহা কি সুন্দর করে তুমি কথা বললে
তোমার মুখে বাংলা শুনতে আমার খুব
ভালো লাগে❤ অনেক বড়ো হয়ে মা
বাবার মুখ উজ্জ্বল করো মা,ভালো থেকো সুস্থ থেকো ❤❤❤❤
"আমি তো ওঁর ভয়েস ঠিক করতে পারব না; কিন্তু ওঁর ভয়েস হতে পারব ইজিলি".....খুব সোজা বাক্যের অনেক বড় মানে.....মেহা❤❤❤❤❤❤
O bangali tik bolte pare na
Meha is very decent,caring & sweet❤❤
আমি ও মেহার অনুরাগী ।
খুব ভালো লাগলো,,ধন্যবাদ বাংলাদেশ থেকে 🥰😊
মেহার গলা শুনে emotional হয়ে গেলাম। চোখে জল চলে এল। God bless you Meha।
Ki karon e chokhe jol aslo?
@@arghajit6306 Abeg ee..jara ei poribarer sodosho sodoshya tara bujhbe koto sundor kore o or maer role ta play korlo ekta sundor onubhuti to tay chokhe jol eseche
কেনো চোখে জল আসলো এটা ঠিক বোঝানো মুস্কিল ।একটা ছোট মেয়ে বড় দের মত মায়ের কাজ করছে ,মাকে যত্ন করছে এগুলো দেখে আনন্দেই চোখে জল আসলো।মায়েরা ঠিক বুঝতে পারবে আমার চোখে জল আসার কারণটা
Sotyie tai... Specially dustu cheleta kokhono dorja valo kore bondho kore na jayga ta
@@tiyasabiswas4318agree with you… Baki dar katha Kane dio na coz ora keya masi der moto UA-camr der fan
"নমস্কার"এই টা সোনার পর একবারের জন্য মনে হয়নি যেনো মেহার গোলা..পুরো আপনার মতো লেগেছে..আর মেহা সত্যি অসাধারণ একটা মেয়ে।।জীবনে অনেক বড় হও ❤️
মেহা সত্যি খুব ভালো মেয়ে। আমিও যখন অনেক টা ছোট ছিলাম, এভাবেই চেষ্টা করতাম কিছু একটা সাহায্য করে দিতে যাতে মায়ের মন ভালো হয় । মেহার শিক্ষা আর মানসিকতা দুটোই খুব উচ্চ মানের। একদিন একজন আদর্শ সফল মানুষ ও হবেই।
@@rabinbisws6863 Rama to choto. Baccha der somoi lagey bivinno jinis sikhte. Kintu apni to dekhchi ei boyeseo thik kore type korte parenna.😂😂
মেহা একটা ভালো মেয়ে মায়ের সব কথা সহজেই মেনে নেয়
I love you মেহা ভালো থেকো
মেহুর গলা শুনে চোখে জল চলে এল ওর বাংলা বলতে কষ্ট হয় তাও মায়ের জন্যে চেষ্টা করছে খুব ভালো হয়েছে
মানুষ চিরকাল যাযাবর। তোমার পরবর্তী প্রজন্ম র বাঙালি বা ভারতীয় থাকবে না। কিন্তু তোমার মা বাবার এই চেষ্টা তে তুমি যে এত মিষ্টি করে বাংলা বলছো সত্যি খুব ভালো লাগছে। অনেক বড়ো হও ভালো থাকো। ভালো মানুষ হও। ❤️❤️❤️
Correct
Ar ai banglai ese ki hbe?? Manus to choreder dol kei beche nilo. Ai jhogonno rajje ese ki krbe. Thik e a6e oi dese prochur opportunity a6e. Oitai bhalo. Amar sonar bangla ar nei. Akn chorer bangla
মেহূর বাংলা কথা শুনতে অনেক ভালো লাগে।
মেহার মাকে সাহায্য করার জন্য ভাঙ্গা ভাঙ্গা বাংলার উপস্থাপনা বেশ ভাল লাগল এই ভাবেই মা ,বাবার পাশে থোকো মেহা।Good bless you ♥️
Hat's off to Meha❤❤❤❤ আমাদের এখানে বাঙালিরা বাংলা বলতে লজ্জা পায়। মায়েরা বলে আমার ছেলে মেয়ে বাংলা ঠিক বলতে পারেনা। তাদের শিক্ষা হওয়া উচিত তোমায় দেখে।
Ai dhoroner kotha gulo sunle hasi py ,ekhnkar ki6u ki6u mayera abr (sobai na)olpo bidyai boddo voyonkori.😅😅
একদম ❤️
Akdom thik kotha
Meha jotesto valo bangla bolty pary.
Akdom
নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে মা কে হেল্প করার জন্য যে সাহস আর ভালোবাসা টা দেখিয়েছে মেহা তার জন্য অনেক আদর ও ভালোবাসা রইলো ❤
🎉❤❤❤
😯😲 akdom ki surprise dilo ajke 😢😞
চোখে জল চলে এল মেহার কথা শুনে, তুমি আমার বোনের বয়সী মেহা, অনেক বড় হও, অনেক ভালো থেকো
এই হল আমাদের বাংলার মেয়ে, সব জায়গায় সব কিছু তে এগিয়ে, প্রবাসে থেকে ও কত সুন্দর উপস্থাপনা করল। ❤❤❤❤অনেক আদর ও ভালবাসা
অজান্তেই চোখে জল এসে গেলো l
খুব ভালো থাকিস মা l
চিরকাল মা বাবার শক্তি হয়ে থাকিস l
কেন জানি মেহার কণ্ঠ শুনে emotional হয়ে গেলাম। চোখে পানি এসে পড়ল।
So proud of you Meha ❤
Amio sem😊
Amaro😢. Khub valo laglo. ❤
অনেক বড়ো হ ও। আর মা বাবা রং শক্তি হয়ে থেকো। সর্বশক্তিমান তোমায় ভালো রাখুন।
দিন দিন মেহাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি......ওর প্রতিভা গুলো প্রকাশ পাচ্ছে❤❤ love &respect from medinipur ❤❤😊😊
Ekdom didivai❤❤❤❤
একটি মেয়ের মাতৃ জীবনের সার্থকতা তখনই হয় যখন তার সন্তান মানুষের মতো মানুষ হয়, তুমি ধন্য, ধন্য মহুয়া। মেহু অনেক বড় হও মা।
মেহাকে যত দেখি অবাক হই, এত অল্প বয়সে এত দায়িত্ববোধ, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে শুধু মনে হয় শুনতে থাকি, সব মা এরকম একটা মেয়ে deserve করে! ভালো থেকো মেহু!❤
Khub bhalo laglo Mehar voice, sobtheke boro kotha or helping attitude towards Maa, God bless her
Amazing. মেহা কে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দারুণ বলেছো মেহা। তোমার মতো করে কিন্তু মা এর হয়ে । Bravo
মেহার উপস্থাপনা খুবই ভাল লাগল । যদিও মেহা আমাদের খুবই প্রিয় ,রামাও খুব আদরের।
মেয়েরা তো মায়ের জাত তাই মায়ের সাময়িক অক্ষমতার জন্য কতটা ব্যাকুল মাকে সাহায্য করার জন্য। খুব খুব ভালো ভয়েসওভার দিয়েছো মেহা মা। তুমি অনেক বড় হও মা, জীবনে আরও ভালো মানুষ হও❤️। দিদিভাই তোমার দ্রুত আরোগ্য কামনা করছি ❤️❤️।
খুব সুন্দর বাংলা ভাষার দক্ষতা হয়েছে। ভালো থেকো মেহা।
মেহা তোমার জন্য থাকল অনেক অনেক ভালোবাসা। তুমি যা করলে এক কথায় অতুলনীয়। তুমি অনেক বড়ো হও। একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠার সব রকম গুণ তোমার মধ্যে আছে।খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা।
মেহু রানীর গলা শুনে মনটা আনন্দে ভরে উঠলো। ওকে যত দেখি অবাক হয়ে যাই। আমাদের এখানে কথাই কথাই ইংলিশ বলা লোক জনের কদর বেশি।কিন্তু নিজের মাতৃভাষায় কথা বলার যে আনন্দ আর কিছুতে নেই সেই আনন্দ। ভালো থেকো মেহা।
আজ পুরো অবাক হয়ে গেলাম। অপূর্ব সুন্দর মেহার বাংলা বলা। এতো ভালো লাগলো তিন বার দেখলাম ভিডিও টা। অনেক ভালোবাসা মেহা আর রামা কে। ভালো থেকো সুস্থ থেকো আর অনেক বড় মাপের মানুষ হও।
, মেহা র voice টা শুনে ইমোশনাল হয়ে গিয়েছিলাম।খুব ভালো লাগলো ❤ খুব ভালো মেয়ে মেহা ❤
মেহার জন্য যেটুকু বলবো কমই বলা হবে... সত্যি মেহা তোমার তুলনা হয় না । আজ তোমার গলায় তোমার মায়ের কথা গুলো শুনতে খুব ভালো লাগলো🥰। মন টা ভরে গেলো।❤️ অনেক বড় হও। খুব ভালো থেকো তোমরা ।🥰
মেহু..... Great great। কি মিষ্টি যে শুনতে লাগলো এবং পুরো বাংলায়। মেহা খুব intelligent, খুব brilliant। তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে এসো তোমরা। তোমাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে রইল।মেহা ও রামার জন্য একরাশ ভালোবাসা ❤️
মেহার voice শুনে, চোখে জল চলে এল।
কি ভালো মেয়ে, খুব ভালো থাকুক ওরা।
Same to me
Loads of love to Meha .
এই বয়েসে এতটা understanding, presence of mind , helping nature is itself a blessing.
❤
Wow...... মেহার আওয়াজ শুনে চমকে উঠলাম......মায়ের মতো না হলেও একটা অন্য রকম আওয়াজ আর বলার ভঙ্গিমা টাও দারুন লাগলো।........ এবার আর ছাড়ছি না.....মাঝে মধ্যে মেহার আওয়াজ শুনতে চাই ........কি মেহা শোনাবে তো আমাদের????????......খুব ভালো থেকো মেহা.......খুব ভালো লাগলো ব্লগ টা।ভালো থেকো সকলে ❤❤❤❤❤
আজ অন্য রকম একটা ভালো লাগায় মন টা ভরে উঠলো। ভালো থেকো মেহা,রামা। তোমরা সকলেই হাসি হাসি দেশে এসো
পুরো অবাক হয়ে গেলাম এই তো মেহা এভাবেই মায়ের পাশে থাকো
সত্যিই অবাক হলাম, ❤❤❤❤❤
Khub valo laglo Meha
Barrackpur Theke Dekchhi
Good Girl.
God Bless.
মেহার প্রশংসা করার মতো যথেষ্ট ভাষা নেই শুধু এইটুকু বলবো তুমি ভীষণ ভালো মেয়ে অনেক বড় মনের মানুষ হও মা বাবার মতো ❤❤
Hat's off to Meha❤️ নিজের comfort language থেকে অন্য কোনো language -এ কথা অর্নগল কথা বলা অনেক বড়ো ব্যাপার। মাকে ও পরিবারকে এমন করেই ভালো রেখো, নিজেও অনেক ভালো থেকো.....take love ❤️
প্রবাসে ঘরকন্যা এই ভাবেই এগিয়ে চলুক....দ্রুত সুস্থ হয়ে উঠবেন দিদি♥️♥️
In sha Allah onek dua roilo didir jonno 🤲❤️
Excellent presentation.
Millions thanks for your voice.
It's really amazing performance.
মেহা মাকে যেমন খুব ভালোবাসে তেমনি খুব দায়ীত্ববান । খুব সুন্দর মেহা । মায়ের আদর্শ মেয়ে দেশের গর্ব। অনেক অনেক বড় হও । ❤❤❤❤❤❤❤❤❤
কি ভালো হয়েছে মেহু। সত্যি বলছি তোমার বাংলা শুনে আমরা সবাই খুব খুশি।❤❤❤ অনেক অনেক শুভেচ্ছা তাড়াতাড়ি দেশে ফিরে এসো। দিদিভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
ও মাগো কি সুন্দর যে লাগছে বলে বোঝানো সম্ভব না। আমি মেহার ভয়েস টা শুনছি ৯০ বার এর মতো। অনেক বড়ো হও মেহা মা।
রামা খুব ভালো ছেলে হয়ে গেছে, থ্যাঙ্কইউ রামা। রামা অনেক ভালো ভাবে ইনজেকশান নিয়েছে। মেহা মা খুব ভালো হয়েছে ধারাভাষ্য, এই ভাবেই পরবর্তী নিউ ইউটিউবার পাবো যেটা সম্পূর্ন মেহার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল হবে। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
খুব ভালো লাগলো,, আবার ও শুনতে চাই,, মেহার voice
চোখে পানি চলে আসলো।দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো।
মেহাৱ কথা শুনে আমাৱ চোখে জল চলে এলো দিদি আমি আমাৱ মেয়েকে ছেড়ে অনেকটা দুৱে থাকি ওৱ জন্ন্যে খুব মন খাৱাপ কৱে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো
মায়ের প্রতি মেয়ের ভালোবাসা তার নিজ কাজে কর্মেই প্রকাশ পেয়েছে। তোমাদের মতো আদর্শ ও দায়িত্ববান ছেলেমেয়েরাই যেন প্রতিটি ঘরে জন্ম নেয় এবং এভাবেই বাবা মায়ের পাশে থাকে! প্রার্থনা করি।
Love u মেহা অনেক বড় হও এই আশীর্বাদ করি ।
আজ মেহার গলাটা শুনে চোখে জল চলে এলো... জানিনা কেন এটা হয়.... কারণ হয়তো আমরা এখন মতনই মাকে এতটাই আগলে রাখি...... আমরা মেয়েরা যতো বড়ো হই আরও আগলে ধরি মা কে.... মেহু সোনা তুমি মা কে আগলে রেখো সব সব সময়....
আজ মেহার গলা শুনে খুব ভালো লাগছে❤️ ভালো থাকো মেহা❤️ দিদি তুমিও সুস্থ হয়ে ওথো তাড়াতাড়ি❤️
ফেসবুকে নোটিফিকেশন পেয়েই বুঝেছিলাম আজকে কি হবে 😊😊 খুব সুন্দর বলেছে মেহা 🥰🥰 Well done 👍👍 👍 অনেক বরো হও 🥰🥰🥰❤❤❤
বাহ খুব সুন্দর। মেহার গলাটা কি সুন্দর লাগছে।❤❤❤❤
মহুয়া,আগের ব্লগে মনে হয়েছিল আপনার গলা ধরেছে। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। সুস্থ শরীরে দেশে এসে অনেক আনন্দ করুন। এই আনন্দই হবে আপনার আগামী দিনের বিদেশবাসের ও কাজের energy booster। সাবাশ মেহা। অনেক আদর রইল তোমার এই প্রচেষ্টার জন্য। এইভাবে সবসময় মায়ের পাশে থেকো। মেহা এর আগেও তুমি প্রমাণ দিয়েছো তুমি কতটা দায়িত্বশীল ও পরিবারের সবার প্রতি যত্নশীল। অনেক শুভকামনা রইল সবার জন্য। ❤️❤️♥️♥️
সত্যি সত্যিই বলছি মেহার তুলনা নেই। ওর ভয়েস ওভার শুনতে শুনতে আমার চোখের কোনে জল চলে এসেছে।
তোমরা সবাই মিলে খুব সুন্দর আর ভালো থেক।
Ei bangla bhasa with American accent je ki bhalo laglo sunte !! Much blessings to you Meha !!
আনেক বড় হও মেহু মা আর মায়ের কাছে মায়ের বড় শক্তি হও
মেয়েরা সত্যিই মায়ের শক্তি ❤
Didi get well soon 😊
মেহার জন্যে একটা লাইক❤
আজকের ব্লগ টা স্পেশাল। কারন মেহা আজ ব্লগ শুরু করেছে। সত্যি মহুয়া তুমি কি সুন্দর করে ওদের বড়ো করছো কি বলবো? আধো আধো বাংলাতে মেহার কথা শুনতে খুব ভালো লাগছিলো। সত্যি বাবা নিজের দেশে আসার জন্য ইনজেকশন নিতে হয়। যাইহোক ভারতে আসার আগাম শুভেচ্ছা রইল।
Correct
আমাদের মেহু রানী খুব মিষ্টি একটা মেয়ে।অনেক অনেক আদর তোমায় সোনা। অনেক বড়ো হও জীবনে। খুব ভালো তৈরি করেছো মহুয়া তোমরা তোমাদের বাচ্চা দের।ভালো থেকো।
দারুন লাগলো ওর ভয়েস শুনতে এই প্রথম শুনলাম
মেহা কি সুন্দর করে বললি বাবু। বাচ্চারা বড় হয়ে যখন এরকমভাবে মা বাবার পাশে দাঁড়ায় তখন আমাদের মা বাবাদের মনে ভীষণ আনন্দ হয়।
Didi আমাদের mehu মা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে. মায়ের osubidha গুলো বুঝতে শিখেছে. কি ভালো লাগলো ওর মুখে বাংলা কথা গুলো. আহা কি সুন্দর. গর্ব বোধ করছি ইন্ডিয়া না থেকে ও Indian হয়ে উঠেছে আস্তে আস্তে. Proud of you my dear daughter. Love allott. Thank you mehu মা.
মেহা বুড়ি, খুব সুন্দর বাংলা বলেছ মা, অনেক বড় হও বাবা। ভালো থেকো, সুস্থ থেকো।❤️
সত্যিই খুব খুব ভালো লাগল।মেহা আর রামার ইংরেজি মেশানো বাংলা শুনতে খুব ই ভালো লাগে।এভাবে মায়ের পাশে থাকা অতুলনীয়।
Asadharon laglo Mehar commentry really good
চোখে পানি এসে গেলো দিদি। মেহা কে অনেক ভাল বাসা। বাংলাদেশ থেকে অনেক ভালবাসা নিও
Most humble kid I have ever seen ❤. Khub khub valo tumi ♥️ jemon maa tar temon mey ♥️ Love you from India ♥️
Loved the way she was narrating everything just like her mother . God bless Meha and Ganguly family .
Thank you 😊
That's really cute!!!! Meha নিজের best টা দিয়েছে to make her mom proud! We all are proud of you Meha! Good luck buddy.
Yes, she is very caring😊❤️
নমস্কার কেমন আছেন সবাই এই কথাটা মেহার গলায় শুনে কি যে ভালো লাগলো দিদি।
খুব ভালো লাগলো মেহা। মায়ের কষ্ট কমানোর জন্য তোমার এই চেষ্টা অসাধারণ। কিন্তু তুমি খুব সুন্দর বাংলা বলেছ। তুমি তো খুব intelligent তাই মায়ের কথা বলতে কষ্ট হচ্ছে বলে তুমি ই ব্লগটা করলে এবং খুব ভালো করেই করেছ।❤❤
Thank you❤️😊
Ajker blog ta khub bhalo laglo...meha r mukhe bhanga bhanga bangla sunte khub bhalo laglo....
মেহুর মুখে ভাঙ্গা ভাঙ্গা বাংলা শুনতে খুব ভালো লাগছে। খুব ভালো মানুষ করছো ছেলে, মেয়ে কে।অনেক ভালোবাসা মেহার জন্য।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
এইভাবেই মায়ের শক্তি হয়ে ওঠো....
মেহার মত মেয়ে যেন সব মায়েরা একটি করে পায়❤❤❤
মেহা কে যতো দেখছি অবাক হয়ে গেলাম 😲❤ আমাদের সবার আশীর্বাদ রয়েছে খুব ভালো মানুষ হও খুব ভালো থেকো তোমরা সবাই ❤️❤️ happy family ❤❤
মেহার বা্্লাটা আমার খুব ভালো লাগলো ❤❤। ভালোই বলতে পারছে। খুব ভালো
So adorable Meha proud of you. Always be a helping hand for your parents.
মেহা আর রামা দুজনেই খুব ভালো মানুষ হবে দেখো ❤❤ কারণ ওদের শিক্ষা খুব ভালো ভাবে হচ্ছে 👌🏼👌🏼
ঠিক বলেছেন 🥰
Khub bhalo laglo Mehar gola sune .
বাহঃ। আজকের ব্লগটা খুব খুব খুব ভালো লাগলো। Specially মেহার ভয়েসের জন্য।
Thank you 😊
ভীষণ ভালো লাগলো মেহার আওয়াজ শুনে ❤😊
I started crying immediately after starting the video.. Meha's voice-over made all of us emotional I guess.. God bless her!
আমি কোনোদিনও কমেন্ট করিনা, কিন্তু এটা না করে আজকে থাকতে পারলাম না , একজন বাবা হয়ে মেয়ের এই ভাবে বলা তা খুবই ভালো লাগলো.
মেহার কথা খুব সুন্দর। ভালো লাগে আমার
মেহা সত্যি খুব ভালো মেয়ে। লক্ষী মেয়ে। ভালো থেকো অনেক বড়ো হও জীবনে ❤
Jr baba maa ato vlo tader sontan vlo to hobe e...Meha tomai jai bolbo kom.bola hobe... Hat's off Meha...
Tomadr family Tai kubb vlo
সন্তানের কাছে মা বাবা র এটুকু ই তো চাওয়া।মেহা আজ সু সন্তানের কাজ করেছে। মায়ের ভয়েস হয়ে অসময়ে মায়ের পাশে দাঁড়িয়েছে।মেহার কথাগুলো খুব ভালো লাগছিল শুনতে।বড় হও মেহা। এভাবেই মা বাবা আর ভাইয়ের পাশে থেকো ❤️
সত্যি মেহার কোনো তুলনা চলে না। মেহু নিজের মতো করে অসাধারণ❤❤❤❤❤❤❤
এই ভিডিও টা আমার মিস হয়ে গিয়েছিল। চমৎকার লাগলো মেহার কথা শুনে। দারুন দারুন 👏❤❤
Meha k joto dekhi tato abak hochi, ae tuku meye tar koto বোধবুদ্ধি😢❤ মেহা r jnye anek suvechha r valobasa roilo😊❤
অসাধারন! মেহা খুবই লক্ষি একটা মেয়ে। অনেক সুন্দর হয়েছে ওর ভয়েস দেয়াটা। তুমি খুব মিষ্টি একটা মেয়ে মেহা। অনেক আদর ও ভালোবাসা।
Soo sweet of you Mehu❤ God bless you 2 kiddoss..
Thank you so much 😊❤️
মেহা তোমাকে অনেক ভালোবাসা খুব সুন্দর করে সাজিয়ে কথা গুলি বলেছ
বাহ্ বাহ্ এভাবেই মায়ের পাশে থেকো
Love u Meha❤❤. khub sundor laglo
আমি তোমাদের ভিডিও মূলত fb তে দেখি,youtube দেখিনা, কিন্তু আজ fb তে তোমাদের post টা দেখে আর মেহা তোমার গলা শুনবো বলে youtube থেকে দেখছি, খুব মিষ্টি লাগলো তোমার গলায় কথা গুলো। god blessed you ..❤❤❤
Same আমিও তাই,খুব ভালো লাগলো মেহু তোমার গলাটা শুনে।তোমার মতো মেয়ে প্রতিটা মায়ের কোলে অসা দরকার ,অনেক ভালোবাসা তোমার জন্য❤❤❤❤❤❤❤❤❤❤
মেহা খুব ভালো বলেছ তুমি... মার সঙ্গী হয়ে উঠেছো.... এই ভাবেই বড় হয়। ... খুব ভালো থেকো... দিদি তুমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো .. ❤️❤️
Darun laglo aj Mehar voice ta sune. Darun kore bollo
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মা মঙ্গল করুক।
তুমি কতো বড়ো হয়ে গেলে মেহা,love you মেহা❤অনেক ভালো থেকো, সুস্থ থেকো অনেক বড় হও তুমি খুব ভালো মানুষ হয়েছো ❤তুমি অনেক lucky দিদিভাই মেহা র মতন একটা মেয়ে তোমার জীবনে আর কি চাই ❤খুব ভালো লাগলো ভিডিও টা চোখে জল চলে এল জানিনা কেনো,তোমরা খুব ভালোথেকো❤
Ta thik - Meha kub caring and responsible😊
So proud of you Meha 🥰👍 may God bless you 🤗🤗🤗 মেহা মায়ের শক্তি হয়ে উঠেছে 😌 দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো । তোমরা সবাই ভালো থেকো ।
Meha r narration ta asadharon sundor chilo 👍,