কলাম পদ্ধতিতে ধানের জমিতে সবজি চাষ করে লক্ষাধিক টাকা লাভ।
Вставка
- Опубліковано 4 гру 2024
- কলাম পদ্ধতিতে ধানের জমিতে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা, গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে কৃষি দপ্তরের সহযোগিতায় কৃষকরা কলাম পদ্ধতিতে সবজি চাষ করছেন। সাধারণত খারিফ মরশুমে ধানের জমিতে এই বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। খারিফ মরশুমে যে সমস্ত জমিতে দীর্ঘদিন জল জমে থাকে, ধান কেটে নেওয়ার পর শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়। সেই সবজি যখন বাজারজাত করা হয় তখন কৃষকরা ভালো দাম পান না। খারিফ মরশুমে যখন ধানের চারা রোপন করা হয়, সেই সময় বস্তার মধ্যে মাটি ভরে উঁচু করে সবজির বীজ দিয়ে দেওয়া হয়। সবজি এবং ধান একসঙ্গে বাড়তে থাকে। ধান যখন কাটা হয় সবজি তখন মাচায় উঠে যায় এবং ফলন দিতে শুরু করে। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুর গ্রামের কৃষক জয়দেব ঘোষ দীর্ঘ তিন বছর ধরে কলাম পদ্ধতিতে সবজি চাষ করছেন, আর এর ফলে ধানের পর সবজি বিক্রি করে ভালো টাকা রোজগার করছেন।। কৃষি বার্তা চ্যানেলে আজ প্রথম দফায় কলম পদ্ধতিতে সবজি চাষের প্রাথমিক কিছু নিয়মকানুন তুলে দেওয়া হলো।
খুবই সুন্দর লাগছে, এই রকম আরো নতুন নতুন তথ্য নির্ভর ভিডিও করুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দারুণ অভিজ্ঞতা অর্জিত হলো।ধন্যবাদ ভালো থাকবেন।
Ami apnar sob video dekhi... Khub valo laglo...?
এটা বস্তা পদ্ধতিতে চাষ।
বস্তা পদ্ধতিতে আরো অনেক সবজি চাষ করা সম্ভব, একটি একটি বস্তায়,একই সময় এ।
শুভ ধন্যবাদ! চাষি ভাইয়ের, মিডিয়া টীম, পরামর্শ দাতাদের।
এই পদ্ধতিতে প্রথম করেছিলেন ডক্টর এ কে ঘোড়ই
আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি আপনার কাছে আমার রিকুয়েস্ট লাউ যখন ধরবে তখন একটা ভিডিও করবেন
Apni aro beshi beshi video deben.....
Apnar video amar khub valo lage....
Apnar kotha bolar stayel ta osshadharon 👌👌🥰🥰❤❤❤
ধন্যবাদ
মাচা কখন দিতেহবে
Khb sundor protibedan.....madam
Lau ga6e fol ele aro akta protibedan banaben madam.....
নিশ্চয়ই চেষ্টা করব
সাংবাদিকতার আরো দক্ষতা অর্জন করতে হবে
এই পদ্ধতিতে আমি নিজে লাউ চাষ করেছি গত একবছর আগে। এটি একটি লস পদ্ধতি কারন কাঙ্খিত ফলন পাওয়া যাইনা। সুতরাং এসব ভিডিও দেখে কেউ এ পদ্ধতিতে চাষ করবেন না।
ভিডিও দেখে আমরা চাষ করতে কখনোই বলি না। প্রতিটি ভিডিওতেই বলা হয় যে কোন নতুন পদ্ধতি বা এই ধরনের চাষে অবশ্যই কৃষি দপ্তর, কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তবেই এগিয়ে আসতে।
Good naic
Good job
কচুয়ার মূলে হবে
খারিপ নাকি খরিপ ??
খারিফ অথবা খরিফ দুটোই বলা যেতে পারে।
পরে কি ফলাফল আসে দেখার অপেক্ষায় রইলাম
পাগল কি না বলে, ছাগল কি না খায়!
এটা মোটেও ভালো হবে না, মাচার নিচে ধানের ফলন ভালো হবে না,,
Right
Ata akta vhua pori klpona
You married iam single you like me
নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন জীবনে উন্নতি করতে পারবেন
Pagal